Tag Archives: Deep Fake

‘খুব অসুস্থ, টাকা পাঠাও’, ভিডিও কলে আর্তি পরিচিতের, জালিয়াতি নয়ত? বুঝবেন কী করে?

কলকাতা: আর্থিক জালিয়াতিতে এবার ডিপফেক প্রযুক্তির ব্যবহার শুরু করল প্রতারকরা। ব্যক্তির ফেক ভিডিও এবং অডিও তৈরি করে পাঠানো হচ্ছে পরিচিতদের কাছে। সঙ্গে বার্তা, ‘এই পরিস্থিতি থেকে বাঁচাও’। ব্যস, ক্লিক করলেই লুট হয়ে যাচ্ছে সর্বস্ব।

কীভাবে ডিপফেক জালিয়াতি হচ্ছে? ইউজারের কাছে মেসেজ, কল বা ভিডিও কল আসছে। ভিডিওতে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বসানো হচ্ছে পরিচিত জনের মুখ। তারপরই ভিডিও কল কেটে ফোন বা মেসেজে বলা হচ্ছে, “নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও কল করা যাচ্ছে না। খুব টাকার প্রয়োজন, আমাকে বাঁচাও”। ডিপফেকের মাধ্যমে গলাও অবিকল নকল করছে প্রতারকরা।

আরও পড়ুন: FD না কি PPF ? কোথায় টাকা রাখা বেশি লাভজনক? কী কী সুবিধা পাওয়া যায়? জানুন পুরো হিসেব

কখনও বলা হচ্ছে, “খুব অসুস্থ, টাকা পাঠাও”। আবার কখনও বা অন্য কোনও কারণ। পরিচিত জনের মুখ দেখে ঘুণাক্ষরেও বোঝা যাচ্ছে না, পুরোটাই প্রতারণা। মনে হচ্ছে, সত্যিকারের প্রয়োজনে আত্মীয়স্বজন যোগাযোগ করেছে। ডিপফেক প্রযুক্তির উন্নতির কারণে ফেক অডিও এবং ভিজ্যুয়াল সত্যিকারেরই মনে হতে বাধ্য।

ডিপফেক জালিয়াতি থেকে বাঁচার উপায়: কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ‘সেফ ব্যাঙ্কিং টিপস’ অনুযায়ী পরিচিত কেউ জরুরী সাহায্যের জন্য যোগাযোগ করলে, তাঁদের কাছের এবং প্রিয়জনদের কাছ থেকে প্রয়োজনের সত্যতা যাচাই করে নেওয়া উচিত।

সম্ভব হলে টাকা দেওয়ার আগে সেই ব্যক্তির সঙ্গে মুখোমুখি দেখা করতে হবে। ওয়ালেট বা ইউপিআই-এর মাধ্যমে ভুলেও টাকা পাঠানো উচিত নয়। সাহায্যপ্রার্থীর পরিচিত কারও অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকেও বিরত থাকতে হবে।

আরও পড়ুন: মহিলারা এই ব্যবসা শুরু করে হতে পারেন বিপুল টাকার মালিক !

ডিপফেক জালিয়াতির সংখ্যা দিনদিন বাড়ছে। সিএনবিসি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে হংকংয়ের একটি ফার্মের এক কর্মচারী ডিপফেক জালিয়াতদের ২৫ মিলিয়ন ইউএস ডলার পাঠায়। একটি ভিডিও কোম্পানির এক কর্তা এবং সহকর্মীরা তাঁর কাছে টাকা পাঠানোর কথা বলে। পরে জানা যায়, গোটাটাই ডিপফেক। কোনও কর্তা বা সহকর্মী ভিডিও কলে ছিলেন না।

২০২৩ সালে কেরলেও একই ঘটনা ঘটে। সহকর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় ডিপফেক জালিয়াতরা। এরপরই গ্রাহকদের সতর্ক করতে একাধিক পদক্ষেপ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলি।