Tag Archives: Durga Puja Donation

Konnagar Boycotts Durga Puja Donations: ‘উৎসব পরে হবে, আগে নারীর সম্মান…’ প্রতিবাদে পুজোর অনুদান বয়কট করল কোন্নগরও

সোমনাথ ঘোষ, কোন্নগর: উত্তরপাড়ার তিনটি পুজোর পর এ বার কোন্নগরেও পুজোর অনুদান বয়কট! মাইক প্রচার করে চলছে ঘোষনা।
কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করে পুজো কমিটির সদস্যরা।

এর আগে উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টার পাড়া এ বার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল।

আরও পড়ুন- দেখলেও বিশ্বাস করতে পারবেন না! এই মুরগির সঙ্গে সেলফি তুলতে হাজির দূর-দূরান্তের মানুষ! কী আছে মুরগির?

পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, “উৎসব পরে, আগে আমাদের সম্মান। আমরা নারী, আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। সেই জায়গাটাতেই আঘাত আসছে।”

এর পরই সোমা বলেন, “আমরা প্রথমে দোষীর শাস্তি চাই। কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় যে, অপরাধ করেও কোনও শাস্তি হয় না। আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছিনা। তাই আমরা বলছি, অনুদান নয়, আগে মানুষ হিসেবে সেই মর্যাদা, সেই মূল্যটা পাই।” পল্লীবাসী সকলে এক বাক্যে জানিয়েছেন, অনুদান নয়, আগে হচ্ছে নিরাপত্তা। তার পর উৎসব। অনুদান বয়কট করা তাঁদের সেই প্রতিবাদ। পুজো কমিটির দাবি, আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন- খেতে ভ্যানিলা আইসক্রিমের মতো! হলুদ নয়, নীল এই কলা দেখলে কী করবেন?

কমিটির সদস্য কমল মুখোপাধ্যায় বলেন, “আমাদের পুজো কমিটির মিটিং হয়, সেখানে একজন মানুষও বলেনি অনুদানের পক্ষে। তাই সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব।
সরকার যদি পরের বার অনুদান না দিতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা অনুদানের ওপর ভরসা করে পুজো করি না। প্রায় ৩৫০ পল্লীবাসী আছেন, পুজো হয়ে যাবে। কিন্তু আগে এই ঘটনার বিচার চাই।”