Tag Archives: East Bengal vs Mohun Bagan

MB vs EB: কয়েক মিনিট বাদেই ডার্বির কিক অফ, দেখে নিন মোহন -ইস্টের প্লেয়িং ইলেভেন

#কলকাতা: দু বছরও পেরিয়ে গেছে তারপরে কলকাতা ময়দানে ফিরেছে ডার্বি৷ তাই উন্মাদনা তুঙ্গে৷ আর কয়েক মিনিট পরেই ফ্রি কিক৷

দেখে নিন দুই দলের প্রথম একাদশ

দেখে নিন এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

দেখে নিন এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

কলকাতার ময়দানে ফের বড় ম্যাচ। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। দু’বছর পর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবকে মুখোমুখি দ্বৈরথে দেখতে চান সমস্ত বাঙালি ফুটবলপ্রেমীরাই।

 

আরও পড়ুন – Grah Gochar: এক গ্রহ হবে বক্রী, অন্য দুই গ্রহের গোচর, তোলপাড় বিভিন্ন রাশির জীবনে

 

দুই প্রধানের তরফেই তাদের সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। তবে তা নিয়েও যথেষ্ট অসন্তোষ দুই শিবিরের সমর্থকদের মধ্যেই। শনিবার সকাল থেকেই শহর কলকাতা ছিল বৃষ্টিস্নাত। তার মধ্যেও বাঙাল-ঘটি নির্বিশেষে দুই শিবিরের ফুটবলপ্রেমীরাই ভিড় জমিয়েছিলেন ময়দানের দুই তাঁবুর সামনে।

 

আরও পড়ুন – Ind vs Pak: ভারত পাকিস্তান ম্যাচ মেগা মঞ্চ, তাই কি কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে পাকিস্তান

যে অনলাইন পোর্টালে টিকিট বিক্রি হচ্ছিল সেখানেও প্রায় কুড়ি মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সমস্ত টিকিট। কার্যত বাধ্য হয়েই অফলাইন টিকিটের ওপর নির্ভর করে ময়দানে দুই তাঁবুর সামনে ভিড় জমান ২ শিবিরের সমর্থকরা।

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ক্লাব কর্তৃপক্ষদের তরফে কোনওরকম উত্তর পাওয়া যায়নি, আদৌ টিকিট দেওয়া হবে কিনা! কিংবা দেওয়া হলেও কটা থেকে দেওয়া হবে, সেই বিষয়েও স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি সমর্থকদের।

লাল হলুদ শিবিরের সমর্থকদের দাবি দুপুর ১২ টার পরে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে দুপুর দুটোর পর থেকে দেওয়া হবে একটি করে টিকিট। যাঁদের কাছে মেম্বারশিপ কার্ড রয়েছে তাঁরাই শুধুমাত্র কার্ড পিছু একটি করে টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁবু থেকে।

একাধিক টিকিট সংগ্রহ করতে পারবেন না কেউই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে এই বিজ্ঞপ্তি দেখে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকরা। দুপুরের প্রবল বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও তাঁরা টিকিট না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফেরেন।

একই ছবি পড়শী মোহনবাগান ক্লাবেও। কেন টিকিট নেই, সেই উত্তর পাওয়া যায়নি কারোর কাছ থেকেই। পাশাপাশি চোখে পড়েছে ব্ল্যাকারদের দাপট। রাজ্যের বিভিন্ন অংশ থেকে আসা সমর্থকদের কোন কোন ক্ষেত্রে বাধ্য হয়েই ৫০ টাকার টিকিট কিনতে হয়েছে ৫০০ টাকায়।