Tag Archives: Electric Car

Electric গাড়ি কিনবেন? কম সুদে ঋণ দিচ্ছে SBI, ২০ লাখে কত EMI পড়বে দেখুন

পেট্রোল ডিজেলের দাম দিনদিন বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। ইভি ক্রেতাদের কথা মাথায় রেখে সহজ শর্তে কার লোন দিচ্ছে এসবিআই। এর নাম ‘গ্রিন কার লোন’। পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় কম সুদে এই লোন পাওয়া যায়।
পেট্রোল ডিজেলের দাম দিনদিন বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। ইভি ক্রেতাদের কথা মাথায় রেখে সহজ শর্তে কার লোন দিচ্ছে এসবিআই। এর নাম ‘গ্রিন কার লোন’। পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় কম সুদে এই লোন পাওয়া যায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসবিআই-এর গ্রিন কার লোনে সুদের হার অন্যান্য কার লোনের তুলনায় ০.২০ শতাংশ কম। গ্রাহককে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৮ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। সাধারণ গাড়ির ক্ষেত্রে এসবিআই-এর ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসবিআই-এর গ্রিন কার লোনে সুদের হার অন্যান্য কার লোনের তুলনায় ০.২০ শতাংশ কম। গ্রাহককে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৮ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। সাধারণ গাড়ির ক্ষেত্রে এসবিআই-এর ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর।
গ্রিন কার লোনে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য অন রোড মূল্যের ৯০ শতাংশ ঋণ হিসেবে পাওয়া যায়। অন রোড মূল্যের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন, বিমা, বর্ধিত ওয়ারেন্টি, টোটাল সার্ভিস প্যাকেজ, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি এবং আনুষাঙ্গিক খরচ।
গ্রিন কার লোনে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য অন রোড মূল্যের ৯০ শতাংশ ঋণ হিসেবে পাওয়া যায়। অন রোড মূল্যের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন, বিমা, বর্ধিত ওয়ারেন্টি, টোটাল সার্ভিস প্যাকেজ, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি এবং আনুষাঙ্গিক খরচ।
এসবিআই গ্রিন কার লোনে সুদের হার: স্টেট ব্যাঙ্ক সাধারণ কার লোনে ৮.৯৫ শতাংশ থেকে ৯.৯০ শতাংশ হারে সুদ নেয়। কিন্তু গ্রিন কার লোনে সুদের হার কিছুটা কম, ৮.৮৫ শতাংশ। অন্য দিকে, টু হুইলারের ক্ষেত্রে ১৩.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ হারে সুদ নেয় এসবিআই।
এসবিআই গ্রিন কার লোনে সুদের হার: স্টেট ব্যাঙ্ক সাধারণ কার লোনে ৮.৯৫ শতাংশ থেকে ৯.৯০ শতাংশ হারে সুদ নেয়। কিন্তু গ্রিন কার লোনে সুদের হার কিছুটা কম, ৮.৮৫ শতাংশ। অন্য দিকে, টু হুইলারের ক্ষেত্রে ১৩.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ হারে সুদ নেয় এসবিআই।
এখন যদি কেউ বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য ৫ বছর মেয়াদে এসবিআই থেকে ৮.৮৫ শতাংশ হারে ২০ লাখ টাকার গ্রিন কার লোন নেন তাহলে মাসে ৪১,৩৭১ টাকার ইএমআই দিতে হবে। এক্ষেত্রে শুধু সুদ হিসেবে দিতে হবে ৪,৮২,২৭৬ টাকা।
এখন যদি কেউ বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য ৫ বছর মেয়াদে এসবিআই থেকে ৮.৮৫ শতাংশ হারে ২০ লাখ টাকার গ্রিন কার লোন নেন তাহলে মাসে ৪১,৩৭১ টাকার ইএমআই দিতে হবে। এক্ষেত্রে শুধু সুদ হিসেবে দিতে হবে ৪,৮২,২৭৬ টাকা।
১০ বছর মেয়াদে ৮.৮৫ শতাংশ সুদের হারে ২০ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ইএমআই হিসেবে দিতে হবে ২৫,১৭৩ টাকা। মেয়াদ বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই সুদ বেশি দিতে হবে। এক্ষেত্রে সুদ হিসেবে দিতে হবে ১০,২০,৭৭০ টাকা।
১০ বছর মেয়াদে ৮.৮৫ শতাংশ সুদের হারে ২০ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ইএমআই হিসেবে দিতে হবে ২৫,১৭৩ টাকা। মেয়াদ বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই সুদ বেশি দিতে হবে। এক্ষেত্রে সুদ হিসেবে দিতে হবে ১০,২০,৭৭০ টাকা।
এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, যে সব সরকারি কর্মীর ন্যূনতম বেতন ৩ লাখ টাকা, তাঁরা নেট মাসিক আয়ের ৪৮ গুণ ঋণ পেতে পারেন। সেখানে ব্যবসায়ী, পেশাদার এবং বেসরকারি কর্মচারীরা মোট করযোগ্য আয়ের ৪ শতাংশ ঋণ দেয় এসবিআই।
এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, যে সব সরকারি কর্মীর ন্যূনতম বেতন ৩ লাখ টাকা, তাঁরা নেট মাসিক আয়ের ৪৮ গুণ ঋণ পেতে পারেন। সেখানে ব্যবসায়ী, পেশাদার এবং বেসরকারি কর্মচারীরা মোট করযোগ্য আয়ের ৪ শতাংশ ঋণ দেয় এসবিআই।