Tag Archives: Ena Saha

Yash-Rana: ‘যশ বুঝেছিলেন, ‘চিনে বাদাম’ ব্যবসা করবে না, তাই আগেই সরে দাঁড়ান’, বিস্ফোরক রানা

#কলকাতা: শুক্রবার মুক্তি পাওয়া ছবি ‘চিনে বাদাম’ বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন প্রযোজক রানা সরকার। ছবিমুক্তির দিনই ছবির পরিচালক শিলাদিত্য মৌলিকের নাম না করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ছবির নায়ক যশ দাশগুপ্ত। তার উপরে শোনা যাচ্ছে, প্রথম দিনে মাল্টিপ্লেক্সে এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি। যদিও এখনও শনি ও রবির হিসেব বাকি। তাতেও ছবির নায়িকা-প্রযোজক এনা সাহা এবং শিলাদিত্যের কপালে ভাঁজ। নায়ক তো অনেক আগেই ছবির সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করেছেন। এমনই সময়ে বিস্ফোরক মন্তব্য করলেন রানা।

শুক্রবার রাতে ছবির ব্যবসা নিয়ে তথ্য নেওয়ার পর তিনি একটি ফেসবুক পোস্ট করেন, যেখানে লেখা, ‘সত্য হল, ‘চিনে বাদাম’ ফ্লপ হলে যশ জিতে যাবে, প্রযোজক বাঁচুক আর মরুক, কিচ্ছু এসে যায় না কারও।’

এর আগেও ট্যুইট করে লেখেন, টাকা পেয়ে গেছি আর কি চাই, এবার প্রোডিউসার মরুক…।’ তার পর এনা সাহা এবং জারেক এন্টারটেইনমেন্টকে উল্লেখ করে লেখেন, ‘আমি সঙ্গে আছি। কোনও সাাহায্য লাগলে জানিও। ওদের নিয়ে রিলিজ করলে যা হতো ওদের ছাড়া রিলিজ করলেও একই হবে।’

সেই প্রসঙ্গেই নিউজ১৮ বাংলার তরফে রানাকে যোগাযোগ করা হয়। রানা জানান, প্রথম দিনের ভিত্তিতে যা বোঝা যাচ্ছে, ছবিটি ততটাও ব্যবসা করছে না। তাই তাঁর ধারণা, ”যশ বোধ হয় আগেই বুঝে গিয়েছিলেন যে এই ছবি তেমন ব্যবসা করবে না, তাই আগেভাগে শৈল্পিক মতবিরোধের নাম দিয়ে সরে গিয়েছেন। কিন্তু ছবি ভাল হোক বা মন্দ, হিট হোক বা ফ্লপ, এটা তো একটা টিম ওয়ার্ক। এ ভাবে মাঝ পথে ছেড়ে যাওয়া যায় নাকি? আর চলচ্চিত্রের কথা বললে, এটা তো পরিচালকের মাধ্যম, শৈল্পিক মতবিরোধ হতে পারে পরিচালক এবং প্রযোজকের মধ্যে। নায়কের সঙ্গে কিসের মতবিরোধ? সেটাই তো বুঝতে পারছি না। তা ছাড়া এক জন প্রযোজক একটি ছবিতে কত কত টাকা ব্যয় করেন, তাঁকে এ ভাবে জলে ফেলে দিলে চলে নাকি?”

আরও পড়ুন: ছবি মুক্তির ঠিক আগেই এনা সাহার সঙ্গে মতবিরোধ! চিনেবাদাম থেকে সরলেন যশ

এই সমস্ত জলঘোলার সূত্রপাত, ছবি মুক্তি পাওয়ার আগে যশের একটি ট্যুইট। যেখানে তিনি লিখেছিলেন, ‘শৈল্পিক মতবিরোধের জন্য জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম ছবিথেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবির সঙ্গে আর জড়িত থাকতে চাই না আমি কোনও ভাবেই।’ তার পর থেকে বিতর্ক। যার জল এখন আইনের দরজা পর্যন্ত গড়াল বলে।

আরও পড়ুন: আইনি পথে যশ, পাল্টা মন্তব্য বিকৃতির অভিযোগ শিলাদিত্যর! চমকের নাম ‘চিনেবাদাম’

Yash Dasgupta: ছবি মুক্তির ঠিক আগেই এনা সাহার সঙ্গে মতবিরোধ! চিনেবাদাম থেকে সরলেন যশ

#কলকাতা: ছবির কাজ প্রায় শেষের মুখে। তখনই বড় সড় ধাক্কা। এনা সাহা প্রযোজিত ছবি চিনে বাদাম থেকে সরে দাঁড়ালেন অভিনেতা যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করলেন যশ। জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবিতে এনা সাহার সঙ্গে জুটি বেঁধেছিলেন যশ। ছবির শ্যুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের দিকে। আর ঠিক এই সময়েই মতবিরোধ। যার জন্য সরে দাঁড়ালেন যশ।

যদিও কেন ছবি থেকে সরে দাঁড়ালেন তা এখনও প্রকাশ্যে আনেননি তিনি। তবে প্রয়োজন পড়লে কারণও জানাবেন বলে জানিয়েছেন অভিনেতা। যশ তাঁর পোস্টে লিখেছেন, “সৃজনশীলতা নিয়ে মতবিরোধের জন্য জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম ছবিথেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবির সঙ্গে আর জড়িত থাকতে চাই না আমি কোনও ভাবেই।”

ছবিটির জন্য কাশ্মীরে শ্যুটিংয়ে গিয়েছিলেন এবং নিজের একশো শতাংশ দিয়েছিলেন বলেও জানান অভিনেতা। পোস্টে যশ লিখছেন, “যাই হোক, আমি আমার সবটা দিয়েছি শ্যুটিংয়ে এবং ছবির পোস্ট প্রোডাকশনে। আর তাই চাই না ছবিটা নষ্ট হোক। ছবির নির্মাতাদের আমার তরফ থেকে শুভেচ্ছা।”

আরও পড়ুন- ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর

সবশেষে যশ সেই পোস্টে লিখছেন, “যদি পরিস্থিতি তেমন হয়, আমি কারণও প্রকাশ্যে আনব।” প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল, চিনেবাদাম একটি রোম্যান্টিক লাভ স্টোরিকে ঘিরে তৈরি ছবি। ছবিতে একটি অ্যাপের মাধ্য়মে দুজনের কীভাবে বন্ধুত্ব হয় এবং তা ধীরে ধীরে এগোয় তাই তুলে ধরা হয়েছে। এর আগেও এনা সাহার প্রযোজনায় কাজ করেছেন যশ। তাঁরা ভাল বন্ধু বলেও পরিচিত। এই প্রথম তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে। ছবির ট্রেলারও প্রকাশ্যে এসেছে। ছবিটি ২৭ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অবশেষে ছবিটি মুক্তি পায়নি।