Tag Archives: rana sarkar

Happy Birthday Parambrata: কেক, ফিস ফ্রাই, পায়েস দিয়ে জন্মদিন পালন পরমব্রতর, কারা শুভেচ্ছা জানালেন নায়ককে?

#কলকতা: ৪২-এ পা দিলেন আজ। টলিউডের ‘চার্মিং’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’, ‘কৃষ্ণ’, এমনই নাম দেওয়া হয়েছে তাঁকে। বয়স বাড়লেও তাঁর জাদুতে এখনও কাবু কত কত মহিলা ও পুরুষ। সেই পরমব্রত চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ট্যুইটার, ফেসবুক ভরে উঠেছে তাঁকে শুভেচ্ছা জানানোর ঝড়ে। অভিনেতা, প্রযোজক, সঙ্গীতশিল্পী, পরিচালক, একই অঙ্গে তাঁর নানা রূপ। দেখে নেওয়া যাক, টলিউডের কোন কোন তারকা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে ট্যুইটারে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে পরমব্রত অভিনীত বিভিন্ন ছোট ক্লিপ জোড়া হয়েছে। লেখা হয়েছে, ‘তোমার অভিনয়ে তুমি আমাদের মুগ্ধ করেছো বারবার। তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমার অভিনয়ের মতোই সুন্দর, যা থেকে যায় মনে। ভালো কাটুক তোমার প্রতিটি দিন। শুভ জন্মদিন।’

অভিনেতা-রাজনীতিবিদ সোহম চক্রবর্তী তাঁর সঙ্গে পরমব্রতর একটি পুরনো ছবি দিয়ে লিখলেন, ‘শুভ জন্মদিন ভাই।’ ছবিতে দেখা যাচ্ছে, চায়ের দোকানে বসে তাঁরা আড্ডা দিচ্ছেন কাজের ফাঁকে।

প্রযোজক রানা সরকার জন্মদিনের পার্টির ছবি দিয়েছেন। ‘বার্থ ডে বয়’-এর সঙ্গে সেখানে উপস্থিত শ্রীজাত, প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গে লিখলেন, ‘জন্মদিনের সন্ধ্যা। পায়েস, কেক, ফিস ফ্রাই, ফিস ওরলি, মটন সিঙাড়া, মটন ডেভিল, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এবং আরও অনেক কিছু।’

ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে দু’জনের একটি ছবি পোস্ট করে লিখলেন নায়ককে শুভেচ্ছা জানালেন। লিখলেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পরমব্রত।’

আবীর চট্টোপাধ্যায় লিখলেন, ‘শুভ জন্মদিন কমরেড। অনেক ভালবাসা। আরও কাজ করো। কাজের জন্য আরও আরও প্রশংসা কুড়াও।’

পাওলি দাম পরমব্রতর সঙ্গে ছবি দিয়ে লিখলেন, ‘সব থেকে সুন্দর বছর কাটাও পরমব্রত।’

Yash-Rana: ‘যশ বুঝেছিলেন, ‘চিনে বাদাম’ ব্যবসা করবে না, তাই আগেই সরে দাঁড়ান’, বিস্ফোরক রানা

#কলকাতা: শুক্রবার মুক্তি পাওয়া ছবি ‘চিনে বাদাম’ বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন প্রযোজক রানা সরকার। ছবিমুক্তির দিনই ছবির পরিচালক শিলাদিত্য মৌলিকের নাম না করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ছবির নায়ক যশ দাশগুপ্ত। তার উপরে শোনা যাচ্ছে, প্রথম দিনে মাল্টিপ্লেক্সে এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি। যদিও এখনও শনি ও রবির হিসেব বাকি। তাতেও ছবির নায়িকা-প্রযোজক এনা সাহা এবং শিলাদিত্যের কপালে ভাঁজ। নায়ক তো অনেক আগেই ছবির সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করেছেন। এমনই সময়ে বিস্ফোরক মন্তব্য করলেন রানা।

শুক্রবার রাতে ছবির ব্যবসা নিয়ে তথ্য নেওয়ার পর তিনি একটি ফেসবুক পোস্ট করেন, যেখানে লেখা, ‘সত্য হল, ‘চিনে বাদাম’ ফ্লপ হলে যশ জিতে যাবে, প্রযোজক বাঁচুক আর মরুক, কিচ্ছু এসে যায় না কারও।’

এর আগেও ট্যুইট করে লেখেন, টাকা পেয়ে গেছি আর কি চাই, এবার প্রোডিউসার মরুক…।’ তার পর এনা সাহা এবং জারেক এন্টারটেইনমেন্টকে উল্লেখ করে লেখেন, ‘আমি সঙ্গে আছি। কোনও সাাহায্য লাগলে জানিও। ওদের নিয়ে রিলিজ করলে যা হতো ওদের ছাড়া রিলিজ করলেও একই হবে।’

সেই প্রসঙ্গেই নিউজ১৮ বাংলার তরফে রানাকে যোগাযোগ করা হয়। রানা জানান, প্রথম দিনের ভিত্তিতে যা বোঝা যাচ্ছে, ছবিটি ততটাও ব্যবসা করছে না। তাই তাঁর ধারণা, ”যশ বোধ হয় আগেই বুঝে গিয়েছিলেন যে এই ছবি তেমন ব্যবসা করবে না, তাই আগেভাগে শৈল্পিক মতবিরোধের নাম দিয়ে সরে গিয়েছেন। কিন্তু ছবি ভাল হোক বা মন্দ, হিট হোক বা ফ্লপ, এটা তো একটা টিম ওয়ার্ক। এ ভাবে মাঝ পথে ছেড়ে যাওয়া যায় নাকি? আর চলচ্চিত্রের কথা বললে, এটা তো পরিচালকের মাধ্যম, শৈল্পিক মতবিরোধ হতে পারে পরিচালক এবং প্রযোজকের মধ্যে। নায়কের সঙ্গে কিসের মতবিরোধ? সেটাই তো বুঝতে পারছি না। তা ছাড়া এক জন প্রযোজক একটি ছবিতে কত কত টাকা ব্যয় করেন, তাঁকে এ ভাবে জলে ফেলে দিলে চলে নাকি?”

আরও পড়ুন: ছবি মুক্তির ঠিক আগেই এনা সাহার সঙ্গে মতবিরোধ! চিনেবাদাম থেকে সরলেন যশ

এই সমস্ত জলঘোলার সূত্রপাত, ছবি মুক্তি পাওয়ার আগে যশের একটি ট্যুইট। যেখানে তিনি লিখেছিলেন, ‘শৈল্পিক মতবিরোধের জন্য জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম ছবিথেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবির সঙ্গে আর জড়িত থাকতে চাই না আমি কোনও ভাবেই।’ তার পর থেকে বিতর্ক। যার জল এখন আইনের দরজা পর্যন্ত গড়াল বলে।

আরও পড়ুন: আইনি পথে যশ, পাল্টা মন্তব্য বিকৃতির অভিযোগ শিলাদিত্যর! চমকের নাম ‘চিনেবাদাম’