Tag Archives: eyeglass

পুজোর ফ্যাশনে নতুন চশমার ফ্রেম, এবার নজর কাড়ছে ব্লুকাট গ্লাস 

মুর্শিদাবাদ: দিনের পর দিন আমরা একই ফ্রেমের চশমা পরি। এক বার চশমা না ভাঙলে কিংবা চোখের পাওয়ারে হেরফের না হলে আমরা খুব সহজে চশমায় বদল আনি না।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। পুজোর সময় নতুন জামা কাপড়ের সঙ্গে চোখের চশমা থাকে নতুনত্ব। তবে এবছর নজর কাড়ছে ব্ল-কাট গ্লাস ও চশমা। বর্তমানে যুব সম্প্রদায়ের মোবাইল ও ল্যাপটপে আসক্তির ফলে চোখকে সুস্থ রাখতে এই ব্লুকাট চশমা খুব উপকারী।

আরও পড়ুন- পাহাড়ের তরুণ তরুণীদের কর্মসংস্থানে বিরাট উদ্যোগ! কালিম্পংয়ে জব ফেয়ার

পুজোর চারদিনে ভিড়ের মাঝে নজর কাড়তে জুতো থেকে জামা, ব্যাগ থেকে গয়না সবই কিনতে শুরু করেছেন সবাই। তবে চশমাটাই কেন বাদ যাবে বলুন তো!

ফ্যাশনে বদল আনতে চশমার ফ্রেমটা বদল করে দেখতে পারেন। পুজোর সাজটাই একেবারে বদলে যাবে। তবে নিদিষ্ট মুখের সাইজ অনুযায়ী সানগ্লাস থেকে রকমারী চশমা বিক্রি করছেন বিক্রেতারা।

চশমা বিক্রেতা রাহুল সরকারের কথায়, বর্তমান সময়ের এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর এই পুজোর মরশুমে ছেলে হোক বা মেয়ে, সকলেরই চোখে চশমা দেখতে পাওয়া যায়।

পুজোর সময়ে অফারে মিলছে চশমা। তবে এবছর বেশ আকর্ষণীয় ব্লুকাট চশমার গ্লাস। যা চোখকে ঠান্ডা রাখবে মোবাইল ব্যবহার করার সময়ে।
ব্লু কাট প্রেমীদের দাবি, এই আয়তকার চশমা নাকি মেজাজ ভাল রাখে। আর এরই সঙ্গে তাদের সৌন্দর্য বৃদ্ধি করে এই চশমা।

আরও পড়ুন- যেন মাদকের আঁতুড়ঘর, রয়েছে দক্ষ কারিগর! চলে প্রশিক্ষণের কাজও!

একদিকে যেমন চোখকে সূর্যের রশ্মি থেকে রক্ষা করে, অপরদিকে সৌন্দর্য বাড়িয়ে তোলে এই চশমা। এছাড়াও পুজোর সময় আকর্ষনীয় ছাড়, যা ইতি মধ্যেই মন জুগিয়েছে ক্রেতাদের।

ক্রেতাদের কথায়, চোখের ক্লান্তি কমায়, নীল আলো থেকে চোখকে রক্ষা করে। ঘুমের ব্যাঘাত কমায়। দেখতে খুব সুন্দর। দামও সাশ্রয়ী।

কৌশিক অধিকারী