Tag Archives: Fact Check

Fact Check: রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে প্রধানমন্ত্রী মোদির বিষয়ে যে দাবি করা হচ্ছে তা বিভ্রান্তিকর, জানুন আসল সত্য

Factchecked by Vishvasnews নয়াদিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনের উত্তেজনার মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্টানো প্রতিকৃতি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার কিছু ব্যবহারকারী এই অজুহাতে প্রধানমন্ত্রীকে নিশানা করছেন। জেনে নেওয়া যাক এটি সত্যি না মিথ্যা।

ভাইরাল পোস্টের তদন্ত করেছে নিউজ 18 বাংলা এবং এটি বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী মোদীকে ভুলবশত একটি উল্টানো প্রতিকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু, ভুল বোঝার কয়েক সেকেন্ডের মধ্যে তা সোজা করা হয়। একই সঙ্গে ভিডিওটি এডিট করে পরবর্তী অংশ সরিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।

যা ভাইরাল হচ্ছে –ফেসবুক ব্যবহারকারী হৃষিকেশ ঘোষ ১২ মে ইংরেজি এবং বাংলায় পোস্ট করেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংয়ের থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্টোনো প্রতিকৃতি পেয়েছেন। তিনি কি বাঙালির মনে ও হৃদয়ে জায়গা করে নিতে চান? বাংলার গৌরব আর আবেগ নিয়ে খেলা করতে তারা এক মুহূর্তও নষ্ট করে না।”

টিএমসির অফিসিয়াল এক্স হ্যান্ডেল ছাড়াও, বিভ্রান্তিকর পোস্টটি টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষও করেছেন।

আরও পড়ুনFact Check: রাহুল গান্ধির প্রশংসা করলেন লালকৃষ্ণ আডবাণী? ভাইরাল ভিডিও আদতে কী বলছে?

ফ্যাক্ট চেক –ভাইরাল পোস্টগুলির তদন্ত করার জন্য নিউজ 18 বাংলা প্রথমে Google লেন্স টুল ব্যবহার করে। এখানে ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি সার্চ করার পরে, আমরা newstype.in-এ আসল ছবিটি পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী মোদির হাতে সরাসরি সোজা করা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি রয়েছে। এই খবর ১২ মে পোস্ট করা হয়।

তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে, আমরা নরেন্দ্র মোদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফিরে যাই। সেখানে সার্চ করতে গিয়ে আমরা ১২ মে-র একটি ভিডিও পেয়েছি। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এই ভিডিওটি দেখার সময়, আমরা ২.৪৫ মিনিটের টাইম লাইনে পুরো ফুটেজটি দেখেছি। এটি দেখা যায় যে প্রতিকৃতিটি উল্টো হওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে সোজা করা হয়েছিল।

সব শেষে ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধেও তদন্ত করা হয়। ফেসবুক ব্যবহারকারী হৃষিকেশ ঘোষ কলকাতার বাসিন্দা। পাঁচ হাজারেরও বেশি লোক তাঁর অ্যাকাউন্ট ফলো করে। অন্য দিকে, তিনি নিজেই ৪.৮ হাজার মানুষকে ফলো করেন।

নিউজ 18 বাংলার তদন্তে ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদির হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ভুলবশত উল্টে গেলেও, তা কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক করা হয়েছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য অসম্পূর্ণ ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Attribution: This story was originally published by Vishvasnews and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Link: https://www.vishvasnews.com/politics/fact-check-the-claim-being-made-about-pm-modi-taking-the-portrait-of-rabindranath-tagore-is-misleading/?itm_source=homepage&itm_medium=dktp_s3&itm_campaign=editorpick

 

Fact Check: রাহুল গান্ধির প্রশংসা করলেন লালকৃষ্ণ আডবাণী? ভাইরাল ভিডিও আদতে কী বলছে?

Fact Checked by Newscheaker নয়াদিল্লি: বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রশংসা করে, তাঁকে ভারতীয় রাজনীতির নায়ক বলেছেন। এমনই একটি উক্তি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পুরো ভারতে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন ধরনের ভিডিও ও ছবিতে মিথ্যা খবর ছড়ানো হয়ে থাকে।

ভারতে ২০২৪ লোকসভা নির্বাচন চলার সময় এই প্রবণতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। যার মধ্যে অধিকাংশই ভুয়ো। এর জন্য নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেক টিম এই সকল ভিডিও ও ছবি বিভিন্ন ভাবে পরীক্ষা করে এবং বিভিন্ন ধরনের সার্চ করে সত্যিটা তুলে ধরার চেষ্টা করে। এবার জেনে নেওয়া যাক বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর উক্তিটি সত্যি না মিথ্যা।

আরও পড়ুনFact Check: রাহুল গান্ধির প্রশংসায় পঞ্চমুখ বাবা রামদেব? ভাইরাল ভিডিওর নেপথ্য রহস্য কী?

ফ্যাক্ট -নিউজ 18 বাংলা প্রথমে “আডবাণী রাহুল গান্ধির প্রশংসা” এই মর্মে একটি কি-ওয়ার্ড সার্চ চালায়। ফলাফল হিসেবে এই ধরনের বিবৃতি সম্পর্কে কোনও রিপোর্ট বা খবর আমাদের নজরে আসেনি। আমরা দেখেছি যে ভাইরাল দাবিগুলির সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে, অবধ ভূমি নামে একটি মিডিয়ার। আমরা ওয়েবসাইটের নিবন্ধটি দেখেছি এবং এমন কোনও রিপোর্ট খুঁজে পাইনি। সব জায়গাতেই সংশ্লিষ্ট লিঙ্কটি দেখায় যে, উক্তিটি সেখানে নেই।

আরও একটি সার্চ আমাদের ৯ মে, ২০২৪ তারিখের onlyfact.in-এর এই হিন্দি ফ্যাক্ট-চেক রিপোর্টে নিয়ে যায়। Onlyfact.in বলেছে যে, তারা সেই মিডিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল, যারা অস্বীকার করে যে, লালকৃষ্ণ আডবাণী এই ধরনের বিবৃতি দিয়েছেন। এর উৎস জানতে চাইলে, সেই মিডিয়া বলেছে যে, তারা নিবন্ধটি সরিয়ে দিচ্ছে।

ফলাফল -অর্থাৎ বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রশংসা করে, তাঁকে ভারতীয় রাজনীতির নায়ক বলেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

Attribution: This story was originally published by Newscheaker and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Story Link: https://newschecker.in/election-watch/lk-advani-praised-rahul-gandhi-no-viral-quote-is-fabricated/

 

Fact Check: প্রকাশ্যে কানাডায় মোদি-বিরোধী মিছিলের ভিডিও, AAP-এর কেজরিওয়ালের মুক্তি উদযাপনের সত্য কিন্তু সম্পূর্ণ আলাদা

Fact Checked by Boomlive  নয়াদিল্লি: সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি পাওয়ার পরে আম আদমি পার্টির সমর্থকরা কানাডায় একটি বিতর্কিত মোদি-বিরোধী সমাবেশের আয়োজন করেছিল বলে দাবি করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বার্তাগুলি মিথ্যা। নিউজ 18 বাংলা দেখেছে যে সমাবেশটি ৫ মে, ২০২৪-এ সংগঠিত হয়েছিল এবং অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি (AAP) এর সঙ্গে যুক্ত নয়।

বিচারবিভাগীয় হেফাজতে ৫০ দিন থাকার পরে, ১০ মে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, অরবিন্দ কেজরিওয়ালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে এবং আবগারি নীতি মামলায় তাঁকে ১ জুন, ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিওটিতে মোদিকে কারাগারের আড়ালে দেখানো হয়েছে, যা খুব হালকা ভাবে দেখা যাচ্ছে। সেখানে বেশ কয়েকটি মোদি-বিরোধী স্লোগানের সঙ্গে খালিস্তানের পতাকা তোলা হচ্ছে।

আরও পড়ুনFact Check: রাহুল গান্ধির প্রশংসায় পঞ্চমুখ বাবা রামদেব? ভাইরাল ভিডিওর নেপথ্য রহস্য কী?

এক্স হ্যান্ডলের একজন ব্যবহারকারী দাবি করেছেন যে, কেজরিওয়ালের মুক্তি উদযাপন করতে এএপি সমর্থকদের দ্বারা সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং তিনি লিখেছেন, “জেলে ভারতের প্রধানমন্ত্রী। কেজরিওয়ালের মুক্তির পরে কানাডায় এর প্রচার। কারও কি এখনও আম আদমি পার্টির কানাডিয়ান সংযোগের কোনও প্রমাণ দরকার, যারা এদের স্পনসর করছে? এই দলটি ইতালি, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সে তাদের স্বার্থের জন্য এসব করছে।” একই ধরনের ক্যাপশন সহ এই পোস্টটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক -নিউজ 18 বাংলা দেখেছে যে, ভিডিওটি ৫ মে, ২০২৪-এর এবং কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন আগে তোলা হয়েছিল। এটি ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টারের শিখ শহিদদের স্মরণে আয়োজিত একটি কুচকাওয়াজের ভিডিও।

আমরা ভাইরাল ভিডিওটি পরীক্ষা করে দেখেছি এবং পোস্টারগুলির একটিতে একটি লেখা দেখা পাই। সেখানে লেখা রয়েছে – “কানাডার নাগরিক আদালত মোদিকে সাজা দিচ্ছে। তাঁর অপরাধ – নিজ্জর হত্যা।” ২০২৩ সালের জুনে শিখ-কানাডিয়ান এবং খলিস্তানিপন্থী কর্মী হরদীপ সিং নিজ্জরের হত্যার উল্লেখ করে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য ভারতকে অভিযুক্ত করার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ জন্ম নেয়।

ভাইরাল ভিডিওতে উল্লেখিত পোস্টার এবং TikTok অ্যাকাউন্ট @mani86137 সার্চ করে, আমরা প্রায় এক সপ্তাহ আগে TikTok-এ শেয়ার করা আসল ভিডিওটি খুঁজে পেতে সক্ষম হয়েছি। ভিডিওটির ক্যাপশনে অন্টারিওর মাল্টনে নগর কীর্তন অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। এটি দেখে আমরা ‘মোদি-বিরোধী প্রতিবাদ হরদীপ সিং নিজ্জর মাল্টন, কানাডা’ কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ চালাই। এটি আমাদের ৭ মে, ২০২৪-এ দ্য প্রিন্ট দ্বারা প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে নিয়ে যায়, যা ভাইরাল ভিডিওর মতো ভিজ্যুয়াল বহন করে। এই প্রতিবেদন অনুসারে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) কানাডাকে তার দেশে “অপরাধী ও বিচ্ছিন্নতাবাদী উপাদান”কে নিরাপদ স্থান দেওয়ার জন্য অভিযুক্ত করে ঘটনার নিন্দা করেছে।

এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়ালের প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে, “আমরা বার বার আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কানাডার চরমপন্থী উপাদান দ্বারা ব্যবহৃত সহিংস চিত্রের বিষয়ে আমাদের দৃঢ় উদ্বেগ প্রকাশ করেছি। হিংসার উদযাপন ও মহিমা কোনও সভ্য সমাজের অংশ হওয়া উচিত নয়।” ৮ মে প্রকাশিত হিন্দুস্তান টাইমসের একটি অনুরূপ প্রতিবেদনে একই ভাইরাল দেখা গিয়েছে।

আরও খতিয়ে দেখলে, একই ঘটনা নিয়ে ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্যারেডটি অন্টারিও গুরুদ্বার কমিটি দ্বারা সংগঠিত হয়েছিল। আমরা কমিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি সার্চ করেছি এবং ৩ মে শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্ট পেয়েছি যাতে প্যারেডের ঘোষণা করা হয়েছিল। এই পোস্ট অনুসারে, অপারেশন ব্লু স্টারের সময় বা ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলার সময় হারিয়ে যাওয়া শিখদের স্মরণে ৫ মে নগর কীর্তনের আয়োজন করা হয়েছিল। পোস্টে বলা হয়েছে যে, প্যারেডটি মাল্টন থেকে শুরু হবে এবং রেক্সডেলে শেষ হবে।

আমরা ৬ মে, ২০২৪-এ শেয়ার করা একটি ইউটিউব ভিডিওও খুঁজে পেয়েছি। যেখানে দেখা যাচ্ছে যে, সেই একই প্যারেডের ভিডিও, যেখানে মোদিকে কারাগারের পিছনে পাঠানো হয়েছে। অর্থাৎ ভাইরাল হওয়া ভিডিও শেয়ার করে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি পাওয়ার পরে আম আদমি পার্টির সমর্থকরা কানাডায় এমন কোনও বিতর্কিত মোদি-বিরোধী সমাবেশের আয়োজন করেননি।

Attribution: This story was originally published by Boomlive and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Link: https://www.boomlive.in/fact-check/india-pm-jail-aap-arvind-kejriwal-release-canada-fact-check-25239

 

Fact Check: রাহুল গান্ধির প্রশংসায় পঞ্চমুখ বাবা রামদেব? ভাইরাল ভিডিওর নেপথ্য রহস্য কী?

Fact Checked by Newsmeter  নয়াদিল্লি: বাবা রামদেব প্রকাশ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রশংসা করছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে রাহুল গান্ধির প্রশংসা করার বাবা রামদেবের পুরনো ভিডিও, ২০২৪ লোকসভা নির্বাচনের সময়ে অর্থাৎ এখনকার বলে শেয়ার করা হচ্ছে। জেনে নেওয়া যাক আসল সত্য।

ভিডিওটি শেয়ার করা ব্যবহারকারীরা দাবি করেছেন যে, ভিডিওটি সাম্প্রতিক এবং আসন্ন নির্বাচনে বিরোধীদের পক্ষে পরিবর্তিত রাজনৈতিক আবহাওয়ার জন্য এই প্রশংসাকে দায়ী করেছেন। ভিডিওতে রামদেব বলেছেন, রাহুল গান্ধি জাতীয় মিডিয়াতে খুব কম জায়গা পেতেন। কিন্তু, এখন তিনি সর্বত্র আলোচিত হচ্ছেন। তিনি রাহুলের ফিটনেস এবং নেহরুর সময় থেকে যোগাসনের সঙ্গে গান্ধি পরিবারের সংযোগেরও প্রশংসা করেছেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণকে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিষয়ে ভর্ৎসনা করেছে। বিজ্ঞাপনের ফলস্বরূপ, তাঁদের প্রতারণামূলক প্রচারের জন্য বিশিষ্ট সংবাদপত্রে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়েছিল। এর জন্য দায়ী ছিল পতঞ্জলির বিভিন্ন ঔষধি দ্রব্য।

আরও পড়ুনFake News: ২০২৪ অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি PTI, স্ক্রিনশটটি এল কোথা থেকে? সত্যিটা জানুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের রামদেবের প্রকাশ্য সমর্থনে কটাক্ষ করে, একজন এক্স ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, “পরিস্থিতি টের পেয়ে বাবা অন্য দিকে পাল্টি দেওয়া শুরু করেছেন।” একজন এক্স ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “রাহুল গান্ধির কঠোর পরিশ্রম প্রতিফলিত হচ্ছে। গান্ধি পরিবারের প্রশংসা করছেন বাবা রামদেব! আচমকা কেন এই হৃদয়ের পরিবর্তন?”

ফ্যাক্ট চেক –

নিউজ 18 বাংলা দেখেছে যে, ভিডিওটি ২০২২ সালের এবং এটি ২০২৪ লোকসভা নির্বাচনের সঙ্গে মিথ্যাভাবে যুক্ত করা হচ্ছে।

আমরা একটি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ চালিয়েছিলাম এবং ১৬ সেপ্টেম্বর, ২০২২-এ যুব কংগ্রেসের জাতীয় সভাপতি বিভি শ্রীনিবাসের পোস্ট করা ভিডিও (আর্কাইভ) পেয়েছি। বাবা রামদেবকে খোঁচা দিয়ে শ্রীনিবাস বলেছিলেন যে তাঁর ‘পাপ এখনও ধুয়ে ফেলা যাবে না।’ আমরা লাইভ হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল এবং এর ওয়েবসাইটে ১৭ সেপ্টেম্বর, ২০২২-এ প্রকাশিত ভিডিওটিও খুঁজে পেয়েছি, যেখানে বলা হয়েছে যে বাবা রামদেব রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেছেন। অমর উজালা ১৭ সেপ্টেম্বর, ২০২২-এ ভিডিওটি রিপোর্ট করেছে এই বলে যে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড় যাত্রা দেখার পরে রাহুল গান্ধির প্রশংসা করলেন বাবা রামদেব।

সুতরাং, আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, রাহুল গান্ধির প্রশংসা করার বাবা রামদেবের একটি পুরনো ভিডিও সাম্প্রতিক সময়ের বলে শেয়ার করা হচ্ছে। অর্থাৎ ২০২৪ লোকসভা নির্বাচনের সময়ে পুরনো সেই ভিডিও এখনকার বলে শেয়ার করা হচ্ছে।

Attribution: This story was originally published by Newsmeter and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Story Link: https://newsmeter.in/fact-check/old-video-of-baba-ramdev-praising-rahul-gandhi-linked-to-2024-lok-sabha-elections-729076?infinitescroll=1

 

Fake News: ২০২৪ অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি PTI, স্ক্রিনশটটি এল কোথা থেকে? সত্যিটা জানুন

Fact Checked by Factly #নয়াদিল্লি: ২০২৪ সালের ১৩ মে অনুষ্ঠিত হতে যাওয়া অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে, YSRCP ১৪৫টি আসন পাবে, TDP-JSP-BJP (NDA) জোট ২৯টি আসন পাবে এবং কংগ্রেস পার্টি (INC) ও অন্যরা একসঙ্গে ১টি আসন পাবে। ‘পিটিআই (প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া)’-এর এই প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু, এটি কতটা সত্যি তা দেখে নেওয়া যাক।

দাবি:

২০২৪ অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, ‘PTI’ সংস্থা প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে YSRCP ১৪৫টি আসন পাবে।

ঘটনা:

পিটিআই এই ভাইরাল ফলাফল প্রকাশ করেনি। ২০২৪ সালের ৮ মে পিটিআই-এর অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং বিভাগ X হ্যান্ডলে এই সমীক্ষার ফলাফলের প্রতিক্রিয়া জানায় এবং স্পষ্ট করে যে, এই ভাইরাল সমীক্ষার ফলাফলগুলি ভুয়ো এবং তাদের লোগোটি ভুলভাবে শেয়ার করা হচ্ছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে পিটিআই জানিয়েছে যে, ভাইরাল হওয়া সমীক্ষায় যা বলা হয়েছে তা ভুল।

উপযুক্ত কি-ওয়ার্ড ব্যবহার করে এই ভাইরাল ‘পিটিআই’ প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল সম্পর্কে ইন্টারনেটে সার্চ করার পরে দেখা গিয়েছে যে, এই ভাইরাল সমীক্ষার ফলাফল ‘পিটিআই’ সংস্থা প্রকাশ করেনি। ২০২৪ সালের ৮ মে এই ভাইরাল প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে, পিটিআই-এর অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং ডিপার্টমেন্ট X হ্যান্ডলে ঘোষণা করেছে যে ” তাদের লোগোটি ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন সংক্রান্ত ‘পিটিআই’ প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল হিসাবে ভুলভাবে শেয়ার করা হয়েছে।”

আরও পড়ুনFake News: অধীর রঞ্জন চৌধুরির বক্তব্যের অসম্পূর্ণ ভিডিও ঘিরে বিভ্রান্তি, পুরোটা জানলে চমকে উঠবেন

‘পিটিআই’-এর নির্বাহী সম্পাদক সুধাকর নায়ারও স্পষ্ট করেছেন যে, এই ভাইরাল প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল ভুয়ো এবং এই সমীক্ষার ফলাফলের সঙ্গে ‘পিটিআই’-এর কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে যখন আমরা ইন্টারনেটে সার্চ করি যে, পিটিআই অতীতে কোনও প্রাক-নির্বাচন সমীক্ষা পরিচালনা করেছিল কি না, সেখানে পিটিআই দ্বারা পরিচালিত কোনও নির্বাচনের খবর পাওয়া যায়নি। এর ভিত্তিতে, এটি নিশ্চিত করা যেতে পারে যে ‘পিটিআই’ সংস্থা ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন সম্পর্কিত কোনও প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি।

একইভাবে, ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রাক-নির্বাচন সমীক্ষার ফলাফলের বিষয়ে বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে। সবকিছু যাচাই করে দেখা গিয়েছে যে, ‘পিটিআই’ সংস্থা ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন সম্পর্কিত কোনও সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি। এই ভাইরাল স্ক্রিনশটটি ভুয়ো।

Attribution: This story was originally published by Factly and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Link: https://factly.in/telugu-pti-has-not-released-any-prepoll-survey-results-regarding-2024-andhra-pradesh-assembly-elections-this-viral-screenshot-is-fake/

 

Fake News: অধীর রঞ্জন চৌধুরির বক্তব্যের অসম্পূর্ণ ভিডিও ঘিরে বিভ্রান্তি, পুরোটা জানলে চমকে উঠবেন

Fact Checked by VishvasNews #নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মধ্যেই, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যা দাবি করছে যে পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি জনগণকে টিএমসির পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন।

বিশ্ব নিউজ নিজেদের তদন্তে এই দাবিটিকে বিভ্রান্তিকর বলে মনে করেছে। কংগ্রেস প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে, অধীর রঞ্জন চৌধুর বিজেপির তুলনায় টিএমসির ত্রুটিগুলি তুলে ধরতে মন্তব্য করেছিলেন। তাঁর পুরো বক্তৃতা ছিল কংগ্রেসের সমর্থন চাওয়ার বিষয়ে।

ফেসবুক ব্যবহারকারী ‘গোপেশ পোশাক্স এ বাসুদেব’, ২ মে ভাইরাল পোস্ট (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করার সময় লিখেছেন, “কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি বলেছেন টিএমসির পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়া ভাল।”

আরও পড়ুনFact Check: তেলঙ্গানায় নরেন্দ্র মোদির রোড শো-র ছবি বলে প্রচার, ফ্যাক্ট চেকে বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য

ওই ভাইরাল পোস্টটি তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে যে, এই ক্লিপটি মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরির বক্তৃতা থেকে নেওয়া হয়েছে। গুগল ওপেন কিওয়ার্ড অনুসন্ধানে, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস – পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে এই পুরো বক্তৃতাটি লাইভ-স্ট্রিম করা পেয়েছি। সেই সূত্রে অধীর রঞ্জন চৌধুরি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে মুর্তজা হোসেনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। পুরো ক্লিপটি শোনার পরে, দেখা গিয়েছে যে তাঁর ভাষণের ২৫:০৮ মিনিটে, অধীর চৌধুরি বলেন, মোদিজির ক্যারিশমা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছেন। মোদিজির সেই ক্যারিশমা এখন আর নেই। প্রাথমিক ভাবে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে তিনি ৪০০টিরও বেশি আসন পাবেন। মোদিজির সেই আবেদন আর নেই। বর্তমান সমীক্ষা অনুসারে, বিজেপি ইতিমধ্যে ১০০টি আসনে হারবে, এবং আগামী দিনে আরও আসনেও হারতে পারেন। তিনি বলেন, এই সময় কংগ্রেস ও বামফ্রন্টের জয় খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেস ও বামফ্রন্ট সফল না হলে তা হবে ভারতের ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত। তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভাল। তবে তৃণমূল বা বিজেপিকে কাউকেই ভোট দেবেন না।

এর পাশাপাশি, আমরা কংগ্রেস পার্টি থেকে একটি প্রেস বিবৃতিও পেয়েছি, যাতে তারা স্পষ্ট করেছে যে, তাঁর বক্তৃতা বিকৃত করা হচ্ছে এবং ভুল উপায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে, ৭ মে মুর্শিদাবাদে ভোট হয়েছে। মোট ২২টি বিধানসভা কেন্দ্র নিয়ে, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী রণক্ষেত্র।

ভাইরাল পোস্টটি শেয়ার করেছেন ‘গোপেশ পোশাক্স এ বাসুদেব’ নামে এক ফেসবুক ব্যবহারকারী। ব্যবহারকারীর প্রায় ১৫০০ ফলোয়ার রয়েছে।

Attribution: This story was originally published by VishvasNews and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Link: https://www.vishvasnews.com/politics/fact-check-clipped-video-of-adhir-ranjan-chaudhary-viral-with-misleading-claim/

 

Fact Check: তেলঙ্গানায় নরেন্দ্র মোদির রোড শো-র ছবি বলে প্রচার, ফ্যাক্ট চেকে বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য

The Quint   #নয়াদিল্লি: থিকথিকে ভিড়। পা ফেলার জায়গা নেই। চৌমাথার রাস্তা যেন জনসমুদ্র। তার মধ্যে দিয়ে ধীর লয়ে এগিয়ে চলেছে গাড়ির কনভয়। আশপাশের মানুষ যেন কনভয়ে হামলে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। এটাকে তেলঙ্গানার কোল্লাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো-র ছবি বলে দাবি করা হচ্ছে।

এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় ওই একই ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন গুজরাতের সাধারণ মানুষ। তাঁরা আবগারি দুর্নীতির প্রতিবাদ করছেন।

কোন দাবিটা সত্য: আদতে দুটি দাবিই ভুয়ো। কোনওটাই ঠিক নয়। ভিড় ঠাসা রাস্তার ছবিটা না তেলঙ্গানার, না গুজরাতের। এটা আসলে চিনের ছবি। ২০০৮ সালে তোলা। গুয়াংঝুর রাস্তা দিয়ে অলিম্পিক মশাল নিয়ে যাওয়া হচ্ছে। তা দেখতেই ভিড় জমিয়েছেন চিনের অসংখ্য সাধারণ মানুষ। সেই ছবিকেই কখনও তেলঙ্গানায় মোদির রোড শো, কখনও কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিবাদ বলে ফেক নিউজ ছড়ানো হচ্ছে।

আরও পড়ুনFact Check: গুজরাতে AAP নেতার বাড়িতে ইডি তল্লাশি? ভাইরাল ভিডিওর সত্যতা জানলে চমকে উঠবেন

সত্যিটা কীভাবে জানা গেল: ভাইরাল ছবিটি গুগল লেন্সে ফেলতেই পরপর বেশ কিছু তথ্য চলে এল। সেখান থেকেই জানা গেল – ২০০৮ সালের ১২ মে ছবিটি প্রকাশিত হয়। ক্যাপশনে লেখা ছিল, “গোটা বাজার যেন ভেঙে পড়েছে… অলিম্পিকের মশাল দেখতে ভিড় জমিয়েছে জনতা (এবং এখান থেকে ৫০০ মাইল দূরে সিচুয়ানে আজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানো হচ্ছে)। জায়গাটা চিনের গুয়াংঝু বলে চিহ্নিত করেছে গুগল লেন্স।

শুধু গুগল লেন্স নয়। ২০০৮ সালে চিনে আয়োজিত অলিম্পিক নিয়ে ‘দ্য আটলান্টিক’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেও চিনের এক শহর থেকে আরেক শহরে অলিম্পিকের মশাল নিয়ে যাওয়ার সময় ভিড় দেখাতে এই ছবি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটি ২০০৮ সালের ৯ মে প্রকাশিত হয়েছিল।

পরিশেষে: এটা স্পষ্ট যে তেলঙ্গানার কোল্লাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো বলে পুরনো এবং আপাতসম্পর্কহীন ছবি শেয়ার করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিবাদের ছবিও এটা নয়। তাই আদতে এটা ফেক নিউজ।

 

Attribution: This story was originally published by The Quint and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

 

Original Story Link: https://www.thequint.com/news/webqoof/massive-crowd-gathered-pm-narendra-modi-roadshow-telangana-kollapur-gujarat-viral-photo-fact-check#read-more

 

Fact Check: গুজরাতে AAP নেতার বাড়িতে ইডি তল্লাশি? ভাইরাল ভিডিওর সত্যতা জানলে চমকে উঠবেন

Fact Checked by Boomlive নয়াদিল্লি# নির্বাচন যত এগিয়ে চলেছে, ততই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা ভিডিও আর ছবি, যা সরাসরি কোনও দলকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় ইডির অভিযানের একটি ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়েছে, যার মাধ্যমে দাবি করা হচ্ছে এটি সুরাতের আম আদমি পার্টির (এএপি) নেতা শেখর আগরওয়ালের বাড়িতে ইডির অভিযানের ভিডিও। নিউজ 18 বাংলা যাচাই করে দেখেছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে যে দাবি করা হয়েছে সেটা মিথ্যা। আসলে, এটি ২০২২ সালে কলকাতায় আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযানের একটি ভিডিও। প্রায় ৩০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে অনেকগুলি নোটের বান্ডিল দেখা যাচ্ছে। কিছু লোককে মেশিনের সাহায্যে এই নোটগুলি গুনতেও দেখা যায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আম আদমি পার্টিকে লক্ষ্য করে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

এই বিষয়ে আমরা সকলকে জানিয়ে রাখি যে, ২০২৪ লোকসভা নির্বাচনের দুই দফায় ভোট হয়েছে সারা দেশে। তৃতীয় দফার ভোট হওয়ার কথা ৭ মে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ জুন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে সারা দেশে শোরগোল শুরু হয়েছে।

X-এ ভিডিওটি শেয়ার করার সময়, এক বিজেপি সমর্থক লিখেছেন, ‘দেশের সবচেয়ে সৎ দল আম আদমি পার্টির একজন সৎ নেতা শেখর আগরওয়ালের বাড়িতে গুজরাতের সুরাতে অভিযান চালানো হয়েছে। এত পরিমাণ টাকা দেখে তাদের সততা এবং নির্বাচনের প্রস্তুতির মূল্যায়ন করা যাবে।’

আরও পড়ুনFact Check: জগনমোহনের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান লাইভ দেখছেন চন্দ্রবাবু? মর্ফ ছবি ঘিরে তোলপাড় দক্ষিণের রাজনীতি

ফ্যাক্ট চেক: আসলে, এই ভিডিওটি ২০২২ সালেও একই দাবির সঙ্গে ভাইরাল হয়েছিল এবং নিউজ 18 বাংলা তখনও এর সত্যতা যাচাই করেছিল। সেই সময়ে ভাইরাল হওয়া দাবি অনুসারে, সুরাতের এএপি নেতা শেখর আগরওয়ালের বাড়িতে এই জাতীয় কোনও অভিযানের বিষয়ে তথ্যের জন্য আম আদমি পার্টির সুরাত ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময়ে, এই দাবি খণ্ডন করতে গিয়ে জানানো হয়েছিল যে AAP-এর সুরাত ইউনিটে শেখর আগরওয়াল নামে কোনও নেতা নেই।

ভাইরাল হওয়া ভিডিওটি মনোযোগ সহকারে শুনে এবং দেখে আমরা বুঝতে পেলাম যে ভিডিওটিতে উপস্থিত লোকজন বাংলায় কথা বলছেন। এটিই আমাদের সন্দেহ উদ্রেক করেছে যে ভাইরাল দাবিটি মিথ্যা। এটি তদন্ত করার জন্য, আমরা ভিডিওর মূল ফ্রেমগুলির একটি রিভার্স ইমেজ সার্চ করেছি৷ এর মাধ্যমে আমরা ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখের সংবাদ ওয়েবসাইট ‘দ্য প্রিন্ট’-এর একটি প্রতিবেদন পেয়েছি। ভাইরাল ভিডিওর মতো ভিজ্যুয়াল দেখা যাবে এই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার ব্যবসায়ী আমির খানের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আমির খানের বিরুদ্ধে ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপের সাহায্যে মানুষকে প্রতারণা করার অভিযোগ আনা হয়েছিল। এএনআইকে এই প্রতিবেদনে নিউজ ক্রেডিট দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এএনআই-এর এক্স হ্যান্ডেলে গিয়েছিলাম। উন্নত সার্চের সাহায্যে, আমরা ১০ সেপ্টেম্বর, ২০২২-এ ANI-এর X-এ পোস্ট করা একই ভিডিও খুঁজে পেয়েছি। এই পোস্টে বলা হয়েছে শুধু কলকাতার কথা। অর্থাৎ ভাইরাল হওয়া ভিডিও কলকাতার।

পোস্টের আর্কাইভ লিঙ্ক -এর পরে আমরা এই সম্পর্কিত আরও মিডিয়া রিপোর্ট সার্চ করেছি। ১১ সেপ্টেম্বর, ২০২২-এর এনডিটিভি রিপোর্টে আরও বলা হয়েছে যে অ্যান্টি-মানি লন্ডারিং এজেন্সি কলকাতার ছয়টি স্থানে অভিযান চালিয়েছে, যার মধ্যে ব্যবসায়ী আমির খানের বাড়িও রয়েছে। এই সময়ের মধ্যে, ইডি প্রায় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে। এই নোটগুলি গণনার জন্য টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয়েছিল। এই প্রতিবেদনে ভাইরাল ভিডিওর ভিজ্যুয়ালও উপস্থিত ছিল। এতেই স্পষ্ট যে ভাইরাল ভিডিও, কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে অভিযানের ভিডিও।

উপরন্তু, ২০২২ সালে, সুরাত ইউনিটের তৎকালীন জেলা সভাপতি মহেন্দ্র নাভাদিয়া জানিয়েছেন যে, ভাইরাল দাবিটি মিথ্যা। AAP-এর সুরাত ইউনিটে শেখর আগরওয়াল নামে কোনও নেতা নেই। তিনি সেই সময়ে নিশ্চিত করেছিলেন যে সুরাতে কোনও AAP নেতার বাড়িতে ইডি অভিযান চালানো হয়নি। আমরা সাম্প্রতিক সময়ে গুজরাতে ঘটে যাওয়া এই ধরনের অভিযানের সঙ্গে সম্পর্কিত মিডিয়া রিপোর্টগুলির জন্য সার্চ করেছি। কিন্তু, আমরা ভিডিও সম্পর্কিত এমন কোনও প্রতিবেদন খুঁজে পাইনি। ইডি-র এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত কোনও সাম্প্রতিক পোস্ট ছিল না, যা নিশ্চিত করে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে করা দাবিটি মিথ্যা।

Attribution: This story was originally published by Boomlive and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Story Link: https://hindi.boomlive.in/fact-check/video-of-ed-raid-in-kolkata-goes-viral-with-false-claim-of-raid-at-gujarat-aap-leaders-house-25168

 

Fact Check: জগনমোহনের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান লাইভ দেখছেন চন্দ্রবাবু? মর্ফ ছবি ঘিরে তোলপাড় দক্ষিণের রাজনীতি

FactChecked by Factly নয়াদিল্লি# ২০২৪-এর ২৭ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন YSRCP প্রধান জগনমোহন রেড্ডি। আর ইস্তেহার প্রকাশের সেই অনুষ্ঠান লাইভ টিভিতে দেখছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছবিটি ফেক। জগনমোহন রেড্ডির ইস্তেহার প্রকাশের লাইভ অনুষ্ঠান চন্দ্রবাবু দেখছেন বলে যে ছবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো।

ছবিতে কী দেখা যাচ্ছে? সুসজ্জিত অফিসের একটি চেয়ারে বসে আছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর সামনে বড় টিভি। সেখানে জগনমোহন রেড্ডির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান চলছে। জগনমোহনের হাতে ধরা তাঁর দলের ইস্তেহারপত্র। তিনি কিছু বলছেন। আর টিভিতে সেই দৃশ্য দেখছেন চন্দ্রবাবু নাইডু। গত কয়েকদিন ধরে দক্ষিণের রাজনীতিতে ঝড় তুলেছে এই ছবি। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর চর্চা। কিন্তু এই ছবি সম্পূর্ণ ভুয়ো।

আরও পড়ুনFact Check: গুজরাতে জনসমুদ্রে ভেসে রোড শো রাহুলের? ভাইরাল ভিডিও-র সত্যতা জানুন

গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডুর এই ছবিটি ২০১৭ সালের ২৬ নভেম্বর তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। ছবির ক্যাপশনে লেখা, “আজ সচিবালয়ের ফার্স্ট ব্লকে রিয়েল টাইম গভর্নেন্স স্টেট সেন্টারের উদ্বোধন করা হল। সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত এই কেন্দ্রে সতর্কতা বিভাগ, অভিযোগ নিষ্পত্তি, ই-গভর্নেন্স প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স যোগাযোগে সিঙ্ক্রোনাইজড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেমন দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের আগাম সতর্ক করা ইত্যাদি। ১৩টি জেলা জুড়ে ‘সবার আগে জনতা’ মন্ত্রকে নিশ্চিত করতে একটি বাস্তুতন্ত্র হিসেবে কাজ করবে, যাতে সাধারণ মানুষের জীবন সহজ হয়”।

বেশ কিছু সংবাদপত্র এবং নিউজ পোর্টালে ২০১৭ সালের ২৬ নভেম্বর রিয়েল টাইম গভর্নেন্স স্টেট সেন্টারের উদ্বোধনের সংবাদও প্রকাশিত হয়েছে। সেখানেও ব্যবহার হয়েছে এই ছবি। এবার ভাইরাল ছবি এবং চন্দ্রবাবু নাইডুর উদ্বোধন করা রিয়েল টাইম গভর্নেন্স স্টেট সেন্টারের ছবি তুলনা করলে দেখা যাচ্ছে, জগনের ছবি ছাড়া বাকি সবই একরকম। চন্দ্রবাবুর সামনে একটা বড় স্ক্রিন। সেখানে রয়েছে বেশ কিছু পরিসংখ্যান। ফলে এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে, স্ক্রিনে মর্ফ করে জগনমোহনের ছবি লাগানো হয়েছে।

 

Attribution: This story was originally published by Factly and
republished by News18 Bengali.com as part of the Shakti Collective (Original Story Link: https://factly.in/a-morphed-photo-being-falsely-shared-as-chandrababu-watching-the-ysrcp-election-manifesto-release-program/)

Fact Check: গুজরাতে জনসমুদ্রে ভেসে রোড শো রাহুলের? ভাইরাল ভিডিও-র সত্যতা জানুন

FactChecked by Newschecker: নয়াদিল্লি# ২০২৪ লোকসভা নির্বাচনে গোটা দেশে দু’দফার ভোটগ্রহণ হয়েছে। ৭ মে তৃতীয় দফার ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেও তৃতীয় দফাতেই ভোট গ্রহণ হবে। তার ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাহুল গান্ধির রোড শো-র একটি ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের হুড খোলা গাড়িতে রোড শো করছেন রাহুল গান্ধি। রাস্তায় জনসমুদ্র। থিকথিকে ভিড়। যেদিকেই চোখ যায়, শুধুই কালো মাথা। দাবি করা হচ্ছে, গুজরাতে রাহুল গান্ধির রোড শো-তে এই বিপুল ভিড় হয়েছে।

কিন্তু এই দাবি মিথ্যা। রাহুল গান্ধি রোড শো করেছেন ঠিকই। বিপুল ভিড়ও হয়েছে। ভিডিওটিতেও কোনও কারচুপি করা করা হয়নি। তবে জায়গাটা গুজরাত নয়। ভাইরাল ভিডিওটি শ্যুট করা হয়েছে কেরলের ওয়ানাডে।

আরও পড়ুনLok Sabha Elections 2024: জঙ্গলমহলের কোন পাঁচ বুথে বিশেষ নজর প্রশাসনের?

‘গুজরাতে রাহুল গান্ধির রোড শ-র ভাইরাল ভিডিও’-র সত্যতা জানতে ভিডিওটিকে প্রথমে আলাদা আলাদা কিফ্রেমে ভাগ করা হয়। তারপর গুগল রিভার্স ইমেজ সার্চে ফেলতেই বেড়িয়ে আসে আসল সত্য। সেখান থেকেই জানা যাচ্ছে, ২০২৪-এর ৩ এপ্রিল কেরলের ওয়ানাডে রোড শো করেন রাহুল গান্ধি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে যুব কংগ্রেস। এখন সেটাকেই গুজরাতে রাহুল গান্ধির রোড শো বলে ভাইরাল করা হচ্ছে।

অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, ওয়ানাডে রাহুল গান্ধির রোড শো-এর ভিডিও রাজস্থান, হরিয়ানা, তেলঙ্গানা এবং অন্যান্য রাজ্যের যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও শেয়ার করা হয়। তাঁরাও ভিডিওটিকে কেরলের ওয়ানাডে রাহুল গান্ধির রোড শো বলেই উল্লেখ করেছেন।

ফলে এই সিদ্ধান্তে আসা যায় যে গুজরাতে রাহুল গান্ধির রোড শো বলে প্রচার করা ভিডিওটি ফেক। আসলে মিছিলটি হয়েছিল কেরলের ওয়ানাডে। একাধিক সুত্র থেকে এই সত্যই উঠে এসেছে।

প্রসঙ্গত বলে রাখা ভাল, ২০১৯ লোকসভা ভোটে গুজরাতের সবকটি আসনেই জিতেছিল বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটেও কংগ্রেস বিশেষ সুবিধা করতে পারেনি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। অন্য দিকে, ২০২৪ লোকসভা ভোটে কেরলের ওয়ানাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছেন রাহুল।

 

● Attribution within the story against each fact-checked story quoted: As fact-checked by [Fact-check by newschecker], Original Story Link: https://newschecker.in/ta/fact-check-ta/rahul-road-show-gujarat-misleading/

● With inputs from News18 Bengali.com as part of the Shakti Collective.