Tag Archives: Fact Check

Fact Checked: ‘রায়বেরিলি, অমেঠি থেকে প্রার্থী রাহুল-প্রিয়াঙ্কা’, ভুয়ো প্রেস রিলিজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

FactChecked by BoomTV নয়াদিল্লি# অমেঠী নয়, শেষমেশ সনিয়া গান্ধির লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধি। দীর্ঘ জল্পনার পর শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়। শুক্রবারই রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেবেন রাহুল। কেরলের ওয়ানাডের পাশাপাশি মা সনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে।

যদিও এর আগে রায়বেরিলি এবং অমেঠি থেকে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির নাম ঘোষণা করেছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়ো। ২০২৪-এর ৩০ এপ্রিল কংগ্রেসের তরফে ওই দুই কেন্দ্রে রাহুল এবং প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে কোনও প্রেস বিজ্ঞপ্তি জারি করেনি কংগ্রেস।

অমেঠি এবং রায়বেরিলি থেকে রাহুল এবং প্রিয়াঙ্কাকে কংগ্রেস দাঁড় করাতে পারে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে হাত শিবির এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করেনি। পঞ্চম দফায় অর্থাৎ ২০ মে রায়বেরিলি এবং অমেঠিতে ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ মে।

২০১৯ লোকসভা ভোটে অমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও ২০০৪ সাল থেকে রায়বেরিলি আসনটি ধরে রেখেছিলেন সনিয়া গান্ধি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা সাংসদ হওয়ায় এই আসনটিও বর্তমানে ফাঁকাই রয়েছে। দুটি আসনই ঐতিহাসিকভাবে কংগ্রেসের দুর্গ।

আরও পড়ুনIndian Railway: রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!

ভাইরাল ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে হিন্দিতে লেখা, “অমেঠি থেকে প্রিয়াঙ্কা গান্ধি, রায়বেরিলি থেকে রাহুল গান্ধী। সঙ্গে ২০৪-এর ৩০ এপ্রিল তারিখের একটি প্রেস বিজ্ঞপ্তি। তাতে আবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের স্বাক্ষরও রয়েছে।”

তবে এই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। কারণ কংগ্রেস এখনও পর্যন্ত অমেঠি ও রায়বেরিলি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। তাছাড়া এমন কোনও প্রেস রিলিজ জারিও করেনি কংগ্রেস। কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে, তাতে চার প্রার্থীর তালিকা রয়েছে। তবে রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধির নাম সেখানে নেই।

ভুয়ো প্রেস রিলিজে কিছু অসঙ্গতিও রয়েছে। যেমন ‘৩০ এপ্রিল ২০২৪ তারিখ’ লেখা হয়েছে ভিন্ন ফন্টে। এছাড়া প্রার্থীর নামের জন্য ব্যবহৃত ফন্টটি সার্কুলারের বাকি অংশে ব্যবহৃত ফন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কংগ্রেসের অফিসিয়াল প্রেস রিলিজে স্বাক্ষরের নীচে তারিখ রয়েছে যেখানে ভাইরাল ফটোতে তারিখ রয়েছে উপরে। ফলে এটা নিশ্চিত ভাবে বলা যায়, আমেঠি এবং রায়বরেলি থেকে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে লোকসভা প্রার্থী হিসাবে ভাইরাল প্রেস রিলিজটি ভুয়ো।

● Attribution within the story against each fact-checked story quoted: As
fact-checked by [Fact-check by Boomlive], Original Story Link: https://www.boomlive.in/fact-check/factcheck-rahul-gandhi-priyanka-gandhi-amethi-raebareli-lok-sabha-candidates-press-release-fake-news-25125

● With inputs from News18 Bengali.com as part of the Shakti Collective.

Fact-Check: চোখের তলায় কালশিটে, ফুলে যাওয়া ঠোঁট, সীমা হায়দরের এ কী অবস্থা! সত্যিটা জানুন

লখনউ: গত বছর প্রচারের সমস্ত আলো শুষে নিয়েছিলেন সীমা হায়দর। ভারতীয় প্রেমিক সচিন মিনার টানে পড়শি দেশ পাকিস্তান থেকে ছুটে এসেছিলেন তিনি। আর এক পাক-বধূর এহেন কাণ্ডে নড়েরও একবার সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি!

সম্প্রতি সীমার কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যেখানে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাচ্ছে তাঁকে। চোখের তলায় কালশিটে, ফুলে যাওয়া ঠোঁট। দেখে মনে হচ্ছে, কেউ নৃশংসভাবে মারধর করেছে সীমাকে। এহেন ছবি দেখে অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, স্বামী সচিনের হাতেই কি তাহলে মার খাচ্ছেন তিনি? কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন যেচড়ে বসেছিল গোটা দেশ। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। তবে এবার আ, তাহলে কি গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন সীমা? এমন সব প্রশ্নেই আপাতত উত্তাল নেটদুনিয়া!

আরও পড়ুন  Jaya Bachchan: স্বামীর জন্য নিজের কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন, সংসার-সন্তান সামলেছেন, মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা অভিনেতা ছেলের

তবে এই সমস্ত বিতর্কে জল ঢেলে সীমা হায়দরের আইনজীবী এপি সিংয়ের ব্যাখ্যা, সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও আসলে ‘ফেক’ বা ‘ভুয়ো’। এক বিবৃতি জারি করে তিনি অভিযোগ করেন যে, পাকিস্তানি ইউটিউবাররা এআই প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম ভাবে সীমার এই ভিডিওটি তৈরি করেছেন। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে সীমার যেসব ভিডিও ভাইরাল হয়েছে, তা পুরোপুরি ভাবে ভুয়ো। আর এই তথ্যও একদমই ভুল।

ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গিয়েছে যে, পাকিস্তানের বাসিন্দা সীমা হায়দরকে দাবি করতে শোনা যাচ্ছে যে, স্বামী সচিন মিনা বেধড়ক মারধর করছেন তাঁকে। এই ভাইরাল ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ইউটিউবাররা। এই বিষয়টি বিশ্লেষণ করে এপি সিং বলেন, ভিডিওটি পুরোপুরি ভাবে মিথ্যা। এমনকী পবিত্র রমজান মাসে পাকিস্তানি খবরের চ্যানেলগুলি এহেন ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ সীমাও। এই বিষয়টার কড়া নিন্দাও করেন তিনি।

আরও পড়ুনEid Mubarak: সৌদিতে ইদের দিন ঘোষণা, ভারতে ইদ-উল-ফিতর কবে?

সীমার কথায়, “আমার আর আমার স্বামী সচিনের মধ্যে সব কিছুই ঠিক আছে। আমাদের পুরো পরিবারই আনন্দ আর শান্তিতে রয়েছি। আমি ভারতে রয়েছি। আমি এখন উত্তরপ্রদেশে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহারাজ যোগী আদিত্যনাথ মহিলাদের বিরুদ্ধে কখনওই কোনও রকম অত্যাচার মেনে নেবেন না।”