Tag Archives: Genius

Meet Indian genius: মাত্র ৭ বছর বয়সেই এই খুদে করেছিল সফল অপারেশন, চিনে নিন ‘বিশ্বের সবচেয়ে কমবয়সি সার্জন’-কে, সে কিন্তু ভারতীয়

মাত্র ৭ বছর বয়সেই করেছিল সফল অস্ত্রোপচার। এই হল বিশ্বের সবথেকে কমবয়সি সার্জন। যেখানে এই বয়সের আর পাঁচটা খুদে স্কুলের অঙ্ক আর বিজ্ঞান নিয়ে হাবুডুবু খেতে থাকে, তখন এই খুদে করেছিল অপারেশন। এই খুদ কিন্তু ভারতীয়, নাম আকৃত প্রাণ জয়সওয়াল।
মাত্র ৭ বছর বয়সেই করেছিল সফল অস্ত্রোপচার। এই হল বিশ্বের সবথেকে কমবয়সি সার্জন। যেখানে এই বয়সের আর পাঁচটা খুদে স্কুলের অঙ্ক আর বিজ্ঞান নিয়ে হাবুডুবু খেতে থাকে, তখন এই খুদে করেছিল অপারেশন। এই খুদ কিন্তু ভারতীয়, নাম আকৃত প্রাণ জয়সওয়াল।
হিমাচল প্রদেশের বাসিন্দা আকৃত। মাত্র ১০ মাস বয়স থেকেই সে কথা বলতে পারে, হাঁটতে পারে। মাত্র ২ বছর বয়স থেকেই সে লিখতে পারে।
হিমাচল প্রদেশের বাসিন্দা আকৃত। মাত্র ১০ মাস বয়স থেকেই সে কথা বলতে পারে, হাঁটতে পারে। মাত্র ২ বছর বয়স থেকেই সে লিখতে পারে।
মাত্র ৭ বছর বয়সে আকৃত এমন সব ইংরেজি সাহিত্যের বই পড়ত, যা অনেক বড়রাও সঠিভাবে বুঝতে পারেন না।
মাত্র ৭ বছর বয়সে আকৃত এমন সব ইংরেজি সাহিত্যের বই পড়ত, যা অনেক বড়রাও সঠিভাবে বুঝতে পারেন না।
মাত্র ৭ বছর বয়সেই আকৃত 'চমৎকার' করে দেখাল। অস্ত্রোপচার করল একটি ৮ বছরের বাচ্চার হাতে। বাচ্চাটির হাত আগুনে পুড়ে গিয়েছিল। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। নিমেষে আকৃতের প্রতিভা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।
মাত্র ৭ বছর বয়সেই আকৃত ‘চমৎকার’ করে দেখাল। অস্ত্রোপচার করল একটি ৮ বছরের বাচ্চার হাতে। বাচ্চাটির হাত আগুনে পুড়ে গিয়েছিল। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। নিমেষে আকৃতের প্রতিভা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।
মাত্র ১২ বছর বয়সে আকৃত বিশ্বদ্যালয়ে ভর্তি হয়। এটিও একটি রেকর্ড! এর আগে কেউ এত ছোট বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ে নি।
মাত্র ১২ বছর বয়সে আকৃত বিশ্বদ্যালয়ে ভর্তি হয়। এটিও একটি রেকর্ড! এর আগে কেউ এত ছোট বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ে নি।
উইনফ্রে ওফরার শো-তেও আমন্ত্রণ পায় আকৃত। যখন সে ১৩ বছরের, তখন তার আইকিইউ ছিল তার বয়সি সব বাচ্চাদের থেকে বেশি।
উইনফ্রে ওফরার শো-তেও আমন্ত্রণ পায় আকৃত। যখন সে ১৩ বছরের, তখন তার আইকিইউ ছিল তার বয়সি সব বাচ্চাদের থেকে বেশি।
মাত্র ১৭ বছর বয়সে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স-এর পড়াশোনা শুরু করেন আকৃত।
মাত্র ১৭ বছর বয়সে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স-এর পড়াশোনা শুরু করেন আকৃত।