Tag Archives: Germany

স্পেনের বিরুদ্ধে আজ মরণ বাঁচন ম্যাচ জার্মানির ! মরিয়া মুলার, হাসছেন এনরিকে

#দোহা: চলতি বিশ্বকাপের দ্বিতীয় অঘটন জাপানের কাছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির পরাজয়। এই পরাজয়ের ফলে নক আউটে যেতে হলে রবিবার স্পেনকে হারাতেই হবে জার্মানিকে। অন্যদিকে, স্পেন বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭-০ গোলে পর্যদুস্ত করেছে কস্টারিকাকে। ফলে আত্মবিশ্বাসী ও উজ্জীবিত স্পেনকে হারানো যে মোটেই সহজ হবে তা ভালো করেই জানেন জার্মান কোচ হানসি ফ্লিক।

স্পেনের বিরুদ্ধে হারলেই গত বিশ্বকাপের মত কাতার বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে জার্মানি। ২০১৮ সালের আগে ১৯৩৮ সালে শেষবার জার্মানি প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। রবিবার হারলে বিশ্বকাপে প্রথমবারের জন্য পরপর দুটি ম্যাচ হারার রেকর্ড করবে বেকেনবাওয়ারের দেশ।

আরও পড়ুন – আর্জেন্টিনার মেক্সিকো জয়ের রঙিন মুহূর্তের বিভিন্ন ছবি দেখুন! আবেগ সামলাতে পারবেন না

কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন ফুটবলারদের নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখাই দলের সাফল্যের চাবিকাঠি। স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে ফ্লিক সংবাদমাধ্যমে জানান, দল হিসেবে ও ব্যক্তিগতভাবেও খেলোয়াড়দের সবসময় উন্নতি করতে হয়, এই কারণেই দলের অনেক সম্ভাবনা রয়েছে, যা তারা এই মুহূর্তে দিতে পারছে না।

যদিও আমি বিশ্বাস করি, আমরা উন্নত মানের ফুটবল খেলি। আমরা দলকে বিশ্বাস করি, আমরা ইতিবাচক আছি, রবিবার স্পেনের বিরুদ্ধে  আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব। এই দুই ইউরোপের দেশ প্রচুরবার একে অন্যের মুখোমুখি হয়েছে। তাই একে অন্যের খেলার শৈলী ও কৌশল ভাল করেই জানে।

অন্যদিকে, কস্টারিকার বিরুদ্ধে প্রায় ৮২% বল পজিশন রেখে বিশ্বকাপে নতুন নজির সৃষ্টি করেছে স্পেন। ফিরে এসেছে পুরনো তিকিতাকা। কস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলে জয় বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। শেষ সাতবার জার্মানদের সঙ্গে সাক্ষাতে একটি ম্যাচ হেরেছে স্পেন। লুইস এনরিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কস্টারিকার বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয়ে আত্মতুষ্ট নয় দল।

স্পেনের এবারের দল অনেক তরুণ। কিন্তু লুইস এনরিকের তত্ত্বাবধানে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। কোচ ছেলেদের উপরে একেবারেই চাপ আসতে দিচ্ছেন না। পেড্রি, গাভি, ফেরান তোরেস দুরন্ত খেলছেন স্পেনের হয়ে। অন্যদিকে জার্মানি কতটা লড়াই করে সেটা অনেকটা নির্ভর করছে জামাল মুসিয়ালা এবং কিমিচের খেলার ওপর।

Germany 9 goals : জার্মানির গোল উৎসব, আয়ারল্যান্ডের মাঠে আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল

জার্মানি -৯
লিখটেন্সটাইনকে -০

#বার্লিন: জার্মান মেশিনারিতে ধ্বংস বিপক্ষ দল। বিশ্বের প্রথম দল হিসেবে আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে জার্মানি। তবু কমেনি তাদের জয় কিংবা গোলের ক্ষুধা। তাই তো তুলনামূলক দুর্বল দল লিখটেন্সটাইনকে পেয়ে রীতিমতো গোলবন্যাই করল হানসি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটিতে গুনে গুনে নয় গোল দিয়েছে জার্মানি, বিপরীতে হজম করেনি একটিও। লিখটেন্সটাইনকে ৯-০ গোলে হারানোর ম্যাচে জার্মানির প্রথম কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন ফ্লিক।

আরও পড়ুন – Messi vs Uruguay : বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা জার্সিতে প্রথম থেকেই খেলবেন লিও মেসি

এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন জার্মানির প্রাক্তন কোচ জোয়াকিম লো’ও। আগেই দায়িত্ব ছাড়লেও বৃহস্পতিবার রাতেই তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে জার্মানি। প্রাক্তন কোচকে গ্যালারিতে রেখে নতুন কোচের রেকর্ডগড়া ম্যাচে গোল উৎসবই করেছেন দলের খেলোয়াড়রা। ম্যাচটিতে জোড়া গোল করেছেন লেরয় সানে এবং থমাস মুলার। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন ইল্কায় গুন্ডোগান, মার্কো রিউস এবং রিডল বাকু।

ম্যাচের মাত্র নয় মিনিটে লাল কার্ড দেখে দশজনের দলে পরিণত হয় লিখটেন্সটাইন। এরপর তাদের নিয়ে ছেলেখেলাই করেছে জার্মানরা। শুরুতে লাল কার্ড খেয়েই যেন ভরাডুবির শেষ ছিল না লিখটেন্সটাইনের। ম্যাচের ২০ মিনিটে ড্যানিয়েল কুফম্যান এবং ৮৯ মিনিটে ম্যাক্সিমিলান গোপেল করেন আত্মঘাতী। যা কিনা তাদের দুর্দশা বাড়িয়েছে আরও কয়েক গুণে। সুযোগ পেয়েও হ্যাটট্রিক করতে পারেননি সানে কিংবা মুলাররা।

এই জয়ের পর জে গ্রুপে ৯ ম্যাচে জার্মানির সংগ্রহ ২৪ পয়েন্ট। তারাই সবার ওপরে। সমান ম্যাচ খেলে মাত্র এক ড্র করে এক পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে লিখটেন্সটাইন। অন্যদিকে আয়ারল্যান্ডের মাঠে খেলতে গিয়ে হতাশা নিয়ে ফিরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। পুরো ম্যাচে হয়নি কোনো গোল, ছিল না তেমন উত্তেজনাও। গোল শূন্য ড্র’তেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে খানিক পিছিয়েই গেল পর্তুগিজরা। এ গ্রুপে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে তারা। তবে সমান সাত ম্যাচে ঠিক ১৭ পয়েন্ট রয়েছে সার্বিয়ারও। তাই পরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ রোনাল্ডোদের জন্য। সার্বিয়ার বিরুদ্ধে রবিবার জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রোনাল্ডোর দল।