Tag Archives: Goopy Gayen Bagha Bayen

AI গুপি বাঘা! ভূতের রাজা দিল বরের বিশেষ প্রয়াস, শীঘ্রই আসছে সোশ্যাল মিডিয়ায়

নতুন করে সামনে এল 'গুপি গাইন বাঘা বাইন'-এর ছবি গান৷ এই মিউজিক ভিডিয়োর উদ্যোক্তা 'ভূতের রাজা দিল বর'-এর রেস্তোরাঁ ।নতুন করে গানটি গেয়েছেন খরাজ মুখোপাধ্যায় । সম্পূর্ণ নতুনভাবে লেখা গানের সঙ্গে চরিত্রগুলোকে এআই ফরম্যাটে দেখানো হয়েছে।
নতুন করে সামনে এল ‘গুপি গাইন বাঘা বাইন’-এর ছবি গান৷ এই মিউজিক ভিডিয়োর উদ্যোক্তা ‘ভূতের রাজা দিল বর’-এর রেস্তোরাঁ ।নতুন করে গানটি গেয়েছেন খরাজ মুখোপাধ্যায় । সম্পূর্ণ নতুনভাবে লেখা গানের সঙ্গে চরিত্রগুলোকে এআই ফরম্যাটে দেখানো হয়েছে।
কয়েকদিন আগেই গিয়েছে সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হল। এই দিনটিকেই 'ভূতের রাজা দিল বর' টিম নিয়ে আসেন 'এআই গুপি বাঘা'। যদিও এখনও সামাজিক মাধ্যমে তা আসেনি কিছু কাজ বাকি থাকায় । সত্যজিৎ রায়ের জন্মদিনে রায় পরিবারকে এই উপহার দিলেন 'ভূতের রাজা দিল বর'-এর কর্ণধার রাজীব পাল । পাশাপাশি দুর্গাপুরে বড় পর্দায় প্রদর্শিত হয় এই ভিডিয়োটি ।
কয়েকদিন আগেই গিয়েছে সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হল। এই দিনটিকেই ‘ভূতের রাজা দিল বর’ টিম নিয়ে আসেন ‘এআই গুপি বাঘা’। যদিও এখনও সামাজিক মাধ্যমে তা আসেনি কিছু কাজ বাকি থাকায় । সত্যজিৎ রায়ের জন্মদিনে রায় পরিবারকে এই উপহার দিলেন ‘ভূতের রাজা দিল বর’-এর কর্ণধার রাজীব পাল । পাশাপাশি দুর্গাপুরে বড় পর্দায় প্রদর্শিত হয় এই ভিডিয়োটি ।
'এআই গুপি বাঘা'-তে গান গেয়ে বেশ খুশি খরাজ মুখোপাধ্যায়। কালজয়ী সুরের গান 'ভূতের রাজা দিল বর' সকলের মনে। এবারও খুবই জনপ্রিয় হয়েছে গানটি৷ এই গানটি গাইতে পেরে শুধু খুশি নন খরাজ, তাঁর কাছে বড় প্রাপ্তিও বটে, নিজেই সকথা বলেছেন তিনি৷
‘এআই গুপি বাঘা’-তে গান গেয়ে বেশ খুশি খরাজ মুখোপাধ্যায়। কালজয়ী সুরের গান ‘ভূতের রাজা দিল বর’ সকলের মনে। এবারও খুবই জনপ্রিয় হয়েছে গানটি৷ এই গানটি গাইতে পেরে শুধু খুশি নন খরাজ, তাঁর কাছে বড় প্রাপ্তিও বটে, নিজেই সকথা বলেছেন তিনি৷
ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর কর্ণধার রাজীব পাল অত্যন্ত সত্যজিৎ অনুরাগী৷ তাঁর নিজের তৈরি রেস্তোরাঁর নামই তাই তিনি সত্যজিতের সৃষ্টিকে কেন্দ্র করেই রেখেছেন৷ সেখানে এমনকী 'হাতে হাতে দাও তালি' বললেই খাবার এসে যায় টেবিলে । জ্যান্ত ভূতের রাজা তদারকি করেন অতিথিদের!
ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর কর্ণধার রাজীব পাল অত্যন্ত সত্যজিৎ অনুরাগী৷ তাঁর নিজের তৈরি রেস্তোরাঁর নামই তাই তিনি সত্যজিতের সৃষ্টিকে কেন্দ্র করেই রেখেছেন৷ সেখানে এমনকী ‘হাতে হাতে দাও তালি’ বললেই খাবার এসে যায় টেবিলে । জ্যান্ত ভূতের রাজা তদারকি করেন অতিথিদের!
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখায় সত্যজিৎ রায়ের অমরসৃষ্টি 'গুপি গাইন বাঘা বাইন' সিনেমা৷ এবছর বরেণ্য পরিচালকের জন্মবর্ষে কিছুটা বিশেষ কর্মকাণ্ড করার উদ্যেশেই তিনি তৈরি করেছেন এআই গুপি গাইন বাঘা বাইনের প্রতিটি চরিত্র৷ আর কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হবে এই নতুন জামানার এআই গুপি বাঘা৷
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখায় সত্যজিৎ রায়ের অমরসৃষ্টি ‘গুপি গাইন বাঘা বাইন’ সিনেমা৷ এবছর বরেণ্য পরিচালকের জন্মবর্ষে কিছুটা বিশেষ কর্মকাণ্ড করার উদ্যেশেই তিনি তৈরি করেছেন এআই গুপি গাইন বাঘা বাইনের প্রতিটি চরিত্র৷ আর কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হবে এই নতুন জামানার এআই গুপি বাঘা৷