Tag Archives: green moong dal

Green Moong Dal Benefits: দিনের এই সময়ে এভাবে খান তড়কার সবুজ মুগডাল! দৌড়ে পালাবে গ্যাস অম্বল বদহজম

বর্ষায় শারীরিক সমস্যা অজস্র৷ বর্ষার শারীরিক অসুবিধের মধ্যে অন্যতম ঠান্ডা লেগে জ্বর হওয়া। এছাড়াও দেখা দেয় গ্যাস, পেট ফাঁপা-সহ বদহজমের নানা উপসর্গ।
বর্ষায় শারীরিক সমস্যা অজস্র৷ বর্ষার শারীরিক অসুবিধের মধ্যে অন্যতম ঠান্ডা লেগে জ্বর হওয়া। এছাড়াও দেখা দেয় গ্যাস, পেট ফাঁপা-সহ বদহজমের নানা উপসর্গ।

 

পুষ্টিবিদ রূপালি দত্তার মতে বর্ষায় পেটের রোগের সমস্যার অন্যতম সেরা আয়ুর্বেদিক প্রতিকার হল মুগডালের জল। এই পানীয় হজমের সমস্যা দূর করে।
পুষ্টিবিদ রূপালি দত্তার মতে বর্ষায় পেটের রোগের সমস্যার অন্যতম সেরা আয়ুর্বেদিক প্রতিকার হল মুগডালের জল। এই পানীয় হজমের সমস্যা দূর করে।

 

মুগডালের অন্যতম উপাদান পেক্টিন৷ এই যৌগ নিয়ন্ত্রণ করে পেটের সমস্যা৷ তড়কার ডালের জল পান করলে পেটের রোগ কমে যায় বর্ষাকালে৷
মুগডালের অন্যতম উপাদান পেক্টিন৷ এই যৌগ নিয়ন্ত্রণ করে পেটের সমস্যা৷ তড়কার ডালের জল পান করলে পেটের রোগ কমে যায় বর্ষাকালে৷

 

মুগডালের গুণে সেরে যায় কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও পেটের রোগ৷ নিয়ন্ত্রিত হয় হজমের গণ্ডগোল৷ ডিটক্স করে শরীরকে৷
মুগডালের গুণে সেরে যায় কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও পেটের রোগ৷ নিয়ন্ত্রিত হয় হজমের গণ্ডগোল৷ ডিটক্স করে শরীরকে৷

 

পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চাল একটি রেসিপি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিজিয়ে রাখা সবুজ মুগ সিদ্ধ করুন একটু বেশি জলে।
পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চাল একটি রেসিপি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিজিয়ে রাখা সবুজ মুগ সিদ্ধ করুন একটু বেশি জলে।

 

ঠান্ডা হয়ে এলে এই মিশ্রণ একটি গ্লাসে ঢালুন। তাতে দিন ১ চামচ ঘি, ১ চামচ হলুদ এবং গোলমরিচ। ভাল করে মিশিয়ে পান করুন।
ঠান্ডা হয়ে এলে এই মিশ্রণ একটি গ্লাসে ঢালুন। তাতে দিন ১ চামচ ঘি, ১ চামচ হলুদ এবং গোলমরিচ। ভাল করে মিশিয়ে পান করুন।

 

 সকালে বা একটু বেলার দিকে এই মিশ্রণ রাখুন ডায়েটে। আপনার পরিপাক ক্রিয়া মসৃণ থাকবে।
সকালে বা একটু বেলার দিকে এই মিশ্রণ রাখুন ডায়েটে। আপনার পরিপাক ক্রিয়া মসৃণ থাকবে।