Tag Archives: Hibiscus Tea

Popular Actress: শাহরুখের নায়িকাকে চরম কটাক্ষ! কী এমন করলেন লেডি সুপারস্টার? কারণ জানলে চমকে যাবেন

সোশ্যাল মিডিয়ায় জবা ফুলের চা-এর উপকারিতা প্রচার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তিনি জানিয়েছেন যে, জবা ফুলের এই পানীয় ডায়াবেটিস ও ব্রণ-সহ একাধিক রোগ উপশম করতে সক্ষম। নয়নতারার এই দাবিকে নস্যাৎ করে দেন ডা. সিরিয়াক অ্যাবি ফিলিপস। যিনি ‘দ্য লিভার ডক’ নামে প্রসিদ্ধ। ‘জওয়ান’ অভিনেত্রীর বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে সিউডোসায়েন্স পেডলিং নিউট্রিশনিস্ট-এর প্রচার করারও অভিযোগ এনেছেন ডা. সিরিয়াক।

এই অভিযোগের মুখে দাঁড়িয়ে নয়নতারা আরও এক স্বাস্থ্য বিশেষজ্ঞ মুনমুন গানেরিওয়ালের একটি পোস্ট ভাগ করে নিয়েছেন। গানেরিওয়াল আবার দ্য লিভার ডকের দাবি নস্যাৎ করে দিয়ে জবা ফুলের চায়ের উপকারিতা বর্ণনা করেছেন। সেই পোস্ট শেয়ার করে নয়নতারা তাঁর ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন যে, “যাঁদের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, তাঁরা দয়া করে এই পোস্টটি পড়ে নিন।”

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

গানেরিওয়ালের পোস্টে বলা হয়েছে, “আমার দৌড় হয়তো তাঁর মতো নয়। কিন্তু আমি সকলকে অনুরোধ করছি যে, আয়ুর্বেদ, প্রাকৃতিক খাদ্য বিজ্ঞানের উপযোগিতাপ্রাপ্ত, সমস্ত কোয়ালিফায়েড পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা, যাঁরা সামগ্রিক ঔষধ অথবা জীবনযাপনে বিশ্বাস করেন, তাঁরা এগিয়ে এসে আমার পোস্টটি শেয়ার করুন। যাতে সত্যের জয় হয়।”
এদিকে নয়নতারার সাম্প্রতিক স্টোরির স্ক্রিনশট শেয়ার করে দ্য লিভার ডক নিজের এক্স অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “জঘন্য। একেবারে জঘন্য। ভুল তথ্য প্রচার এবং সিউডোসায়েন্স পেডলিং নিউট্রিশনিস্টের প্রচার করার জন্য এখনও দায় নিচ্ছেন না। এখানে স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতার অবস্থা বেশ করুণ।”

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এখানেই শেষ নয়, মুনমুন গানেরিওয়ালের এই পোস্টের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন দ্য লিভার ডক। তাঁর বক্তব্য, “আচ্ছা, নয়নতারা আমায় পরোক্ষভাবে হেনস্থা করেছেন এবং নিজের জবা ফুলের চায়ের উপযোগিতা সংক্রান্ত পোস্ট মুছে ফেলেছেন।” এদিকে তাঁর সেলিব্রিটি নিউট্রিশনিস্ট মুনমুন গানেরিওয়াল মানে যাঁকে আমি ‘হাতুড়ে’ বলি, তিনি জবাব দিয়েছেন। সেই সঙ্গে দ্য লিভার ডক আরও একটি বিষয় তুলে ধরে জানিয়েছেন যে, “নয়নতারা যে জবা ফুল চায়ের জন্য ব্যবহার করার কথা বলেছেন, সেটা ছিল হিবিস্কাস রোজাসাইনেসিস। তা হিবিস্কাস সাবডারিফা নয়।”

ব্যাখ্যা করে দ্য লিভার ডক বলেন, “এটা আসলেই খুব খারাপ। কেন আমি সেটা বলছি। হিবিস্কাস রোজাসাইনেসিস হল চায়না রোজ বা জবা। মানুষের দাবি করা কোনও উপযোগিতার প্রমাণ নেই এতে। মূলত তা প্রাচীনকাল থেকে চুলের বাড়বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে পেটের আলসারের চিকিৎসায় তা ব্যবহার করা যায় কি না, সেটা নিয়ে বর্তমানে গবেষণা চলছে।”