Tag Archives: Honey Singh

Honey Singh Breaks Silence on Divorce: ‘সেপারেশনের পরেই আমি…’, বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ইয়ো ইয়ো হানি সিং

অবশেষে শালিনী তলওয়ারের সঙ্গে নিজের বহুচর্চিত বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গায়ক হানি সিং। গত বছর নভেম্বর মাসে পারস্পরিক বোঝাপড়া এবং চুক্তির মাধ্যমেই এই র‍্যাপার এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিল দিল্লির একটি আদালত। যদিও বিচ্ছেদের আবেদন মঞ্জুর করার আগে বিয়েটাকে আরও একটা সুযোগ দেবেন কি না, সেই বিষয়ে হানি সিংয়ের কাছে জানতে চেয়েছিল আদালত। তখন তিনি জানিয়েছিলেন যে, এই জায়গায় এসে একসঙ্গে থাকার আর কোনও মানে নেই।

Mashable India-র দ্য বম্বে জার্নির একটি খোলামেলা আলাপচারিতায় হানি সিং নিজের ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের পর্ব তুলে ধরেছেন। বছর দশেক আগে দেশি কলাকার মিউজিক ভিডিও-র শ্যুটিং চলাকালীন সোনাক্ষী সিনহার সঙ্গে আলাপচারিতায় বিবাহ প্রসঙ্গে আলোচনা করেছিলেন ওই গায়ক।

হানি বলেন যে, “লস অ্যাঞ্জেলসে শ্যুটিং চলাকালীন আমার আর সোনাক্ষীর মধ্যে বিবাহ প্রসঙ্গে কথা হয়েছিল। আমার দাম্পত্যজীবন সেই সময় বন্ধুর পথ পার করছিল। আমি তাঁর উপর বিশ্বাস রেখেছিলাম। বিবাহ আসলে কী, সেই প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছিলেন সোনাক্ষী। অথচ সেই সময় তিনি বিবাহিতই ছিলেন না।”

আরও খবর: ব্লাড প্রেশারে কি টকদই খাওয়া যায়? টকদই খেলে কতটা বাড়ে রক্তচাপ? জানুন এখনই

কম বয়সেই সোনাক্ষীর পরিণত চিন্তাধারার প্রশংসা করে হানি সিং বলেন, “আমি ওঁর চোখে দেখতে পেয়েছিলাম যে, তিনি বৈবাহিক সম্পর্কের গুরুত্ব গভীর ভাবে বোঝেন। যদিও ওই সময় তিনি বিবাহিত ছিলেন না। সেই কথোপকথন মনে আছে আমার। আমি সত্যিই ওঁর জন্য খুশি।”

নিজের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে হানি সিং বলেন যে, “কোনও কিছুই আমায় আর প্রভাবিত করে না। স্মৃতিচারণ করে তিনি বলেন যে, সব কিছু হঠাৎ করেই হয়ে গিয়েছিল। আমি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলাম। যখন আমার বিচ্ছেদ হয়েছে, তারপর আমার শরীর ঠিক হতে শুরু করেছিল। এরপরেই আমার ওষুধের পরিমাণও কমেছে। আর সাত বছরে প্রথম বার আমার সঙ্গে এমনটা ঘটেছিল।”

Yo Yo Honey Singh: ভয়ঙ্কর নেশা-অবসাদ-বাইপোলার ডিজঅর্ডারের গ্রাসে গান থেমেছে বিখ্যাত এই গায়কের, তিনি কে জানলে চোখে জল আসবে!

গোটা বিশ্বকে তিনি তাঁর গানের ছন্দে-সুরে নাচিয়ে ছেড়েছেন। কিন্তু সেই সুপারস্টার গায়কই এখন একেবারে বদলে গিয়েছেন। কারণ এক মারাত্মক অসুস্থতা। কথা বলছি হিরদেশ সিং-কে নিয়ে।
গোটা বিশ্বকে তিনি তাঁর গানের ছন্দে-সুরে নাচিয়ে ছেড়েছেন। কিন্তু সেই সুপারস্টার গায়কই এখন একেবারে বদলে গিয়েছেন। কারণ এক মারাত্মক অসুস্থতা। কথা বলছি হিরদেশ সিং-কে নিয়ে।
না, হিরদেশ সিং বললে তাঁকে চেনা কঠিন। কারণ তাঁকে ভক্তরা চেনেন ইয়ো ইয়ো হানি সিং নামে। যে গায়কের সুরে-ছন্দে মাটিতে পা টিকিয়ে রাখা দায়, সে-ই নাকি ৭ বছর একেবারে একা-ঘরবন্দি হয়ে থেকেছেন। কিন্তু কেন?
না, হিরদেশ সিং বললে তাঁকে চেনা কঠিন। কারণ তাঁকে ভক্তরা চেনেন ইয়ো ইয়ো হানি সিং নামে। যে গায়কের সুরে-ছন্দে মাটিতে পা টিকিয়ে রাখা দায়, সে-ই নাকি ৭ বছর একেবারে একা-ঘরবন্দি হয়ে থেকেছেন। কিন্তু কেন?
পঞ্জাবের হোসিয়ারপুরের হির্দেশ সিংহ নামটি বেশি লোকে না জানলেও র‍্যাপ-তারকা 'ইয়ো ইয়ো' হানি সিংহের নাম ভারতীয় তরুণ প্রজন্মের মুখে মুখে। গানের জন্য যেমন তাঁর খ্যাতি, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও বলিপাড়ায় বেশ চর্চিত। বেশ কিছু বছর কাজ থেকে বিরতি নিয়ে আবার তিনি ফিরে এসেছেন নতুন গানের সম্ভার নিয়ে।
পঞ্জাবের হোসিয়ারপুরের হির্দেশ সিংহ নামটি বেশি লোকে না জানলেও র‍্যাপ-তারকা ‘ইয়ো ইয়ো’ হানি সিংহের নাম ভারতীয় তরুণ প্রজন্মের মুখে মুখে। গানের জন্য যেমন তাঁর খ্যাতি, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও বলিপাড়ায় বেশ চর্চিত। বেশ কিছু বছর কাজ থেকে বিরতি নিয়ে আবার তিনি ফিরে এসেছেন নতুন গানের সম্ভার নিয়ে।
কর্মজীবনের শীর্ষে থাকার সময় কেন তিনি বিরতি নিয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে হানি জানিয়েছেন, একটা সময় গিয়েছে যখন তিনি বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন।
কর্মজীবনের শীর্ষে থাকার সময় কেন তিনি বিরতি নিয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে হানি জানিয়েছেন, একটা সময় গিয়েছে যখন তিনি বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন।
হানি বলেন, ‘‘আমার হাতে তখন একাধিক কাজ। সব ভালই চলছিল। হঠাৎই আর কাজে মনোযোগ দিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম, আমার মাথায় কিছু সমস্যা হচ্ছে আর দ্রুত তার চিকিৎসা করানো দরকার। তার পরেই ধরা পড়ে, আমি বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত।’’
হানি বলেন, ‘‘আমার হাতে তখন একাধিক কাজ। সব ভালই চলছিল। হঠাৎই আর কাজে মনোযোগ দিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম, আমার মাথায় কিছু সমস্যা হচ্ছে আর দ্রুত তার চিকিৎসা করানো দরকার। তার পরেই ধরা পড়ে, আমি বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত।’’
বাইপোলার ডিজঅর্ডার এমন একটি মানসিক রোগ, যাতে রোগীর মেজাজ চরমভাবাপন্ন হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে, রোগী কখনও হাসিখুশি থাকেন, আবার পরক্ষণেই তীব্র অবসাদে ডুবে যেতে পারেন।
বাইপোলার ডিজঅর্ডার এমন একটি মানসিক রোগ, যাতে রোগীর মেজাজ চরমভাবাপন্ন হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে, রোগী কখনও হাসিখুশি থাকেন, আবার পরক্ষণেই তীব্র অবসাদে ডুবে যেতে পারেন।
বাইপোলার ডিজ়অর্ডারে ভুগলে এই পরিস্থিতির পাশাপাশি হঠাৎই রোগী ম্যানিয়ার পর্যায় চলে যান। এ সময়ে যে কোনও কাজে উৎসাহের মাত্রা প্রচণ্ড বেড়ে যায়। রোগীর মধ্যে সব সময় খুশি খুশি ভাব থাকে, তিনি অতিরিক্ত কথা বলতে শুরু করেন, আত্মবিশ্বাস হঠাৎই প্রচণ্ড বেড়ে যায়। কেউ অতিরিক্ত খেয়ে ফেলেন, কেউ অতিরিক্ত শরীরচর্চা করতে শুরু করেন, যৌন আসক্তিও বেড়ে যেতে পারে এ সময়ে।
বাইপোলার ডিজ়অর্ডারে ভুগলে এই পরিস্থিতির পাশাপাশি হঠাৎই রোগী ম্যানিয়ার পর্যায় চলে যান। এ সময়ে যে কোনও কাজে উৎসাহের মাত্রা প্রচণ্ড বেড়ে যায়। রোগীর মধ্যে সব সময় খুশি খুশি ভাব থাকে, তিনি অতিরিক্ত কথা বলতে শুরু করেন, আত্মবিশ্বাস হঠাৎই প্রচণ্ড বেড়ে যায়। কেউ অতিরিক্ত খেয়ে ফেলেন, কেউ অতিরিক্ত শরীরচর্চা করতে শুরু করেন, যৌন আসক্তিও বেড়ে যেতে পারে এ সময়ে।
একে মনোবিদরা ‘ম্যানিয়াক এপিসোড’ বলেন। আর এতটা চরম পর্যায়ে না গিয়ে আচরণগুলি কিছুটা মাঝামাঝি জায়গায় থাকলে, তাকে ‘হাইপোম্যানিয়াক এপিসোড’ বলে।
একে মনোবিদরা ‘ম্যানিয়াক এপিসোড’ বলেন। আর এতটা চরম পর্যায়ে না গিয়ে আচরণগুলি কিছুটা মাঝামাঝি জায়গায় থাকলে, তাকে ‘হাইপোম্যানিয়াক এপিসোড’ বলে।
হানি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় তিনি এই মানসিক রোগের শিকার হয়ে প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ার ও পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তবে এত অসুস্থ হয়েও তিনি রিহ্যাব যাননি বলে দাবি গায়কের। বাড়িতেই টানা চিকিৎসা চলেছে তাঁর।
হানি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় তিনি এই মানসিক রোগের শিকার হয়ে প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ার ও পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তবে এত অসুস্থ হয়েও তিনি রিহ্যাব যাননি বলে দাবি গায়কের। বাড়িতেই টানা চিকিৎসা চলেছে তাঁর।
গায়ক আরও জানিয়েছেন, মদ থেকে বিভিন্ন ধরনের শুকনো মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোনরা।
গায়ক আরও জানিয়েছেন, মদ থেকে বিভিন্ন ধরনের শুকনো মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোনরা।
দীর্ঘ বছর তিনি গান থেকে দূরে, মিডিয়া, লাইমলাইট থেকে বহু দূরে সময় কাটাতে বাধ্য হয়েছেন। তবে ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন হানি।
দীর্ঘ বছর তিনি গান থেকে দূরে, মিডিয়া, লাইমলাইট থেকে বহু দূরে সময় কাটাতে বাধ্য হয়েছেন। তবে ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন হানি।
সমস্ত মাদকাসক্তি থেকে নিজেকে সরিয়ে এই মুহূর্তে নতুন করে বাঁচতে চাইছেন। খুব শীঘ্রই একটি ডকুমেন্টারিতে দেখা যাবে এই বিখ্যাত গায়ককে। নিজের জীবন নিয়ে কথা বলবেন তিনি।
সমস্ত মাদকাসক্তি থেকে নিজেকে সরিয়ে এই মুহূর্তে নতুন করে বাঁচতে চাইছেন। খুব শীঘ্রই একটি ডকুমেন্টারিতে দেখা যাবে এই বিখ্যাত গায়ককে। নিজের জীবন নিয়ে কথা বলবেন তিনি।