Tag Archives: Howrah Njp Train

Howrah-NJP Summer Special Train: NJP যাওয়ার ট্রেনের টিকিট পাচ্ছেন না? সামার স্পেশ্যাল ট্রেন দিয়েছে রেল, ভাড়া-স্টপেজ-টাইমটেবিল জানুন

গরমের জেরে কাহিল বঙ্গবাসী। তবে স্কুল-কলেজে গরমের ছুটি পড়ে যাওয়ায় অনেকেই উত্তরবঙ্গের পাহাড়-জঙ্গলে বেড়াতে যাচ্ছেন, পরিকল্পনা করছেন। এনজেপি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া অবশ্য বিরাট ভাগ্যের ব্যাপার।
গরমের জেরে কাহিল বঙ্গবাসী। তবে স্কুল-কলেজে গরমের ছুটি পড়ে যাওয়ায় অনেকেই উত্তরবঙ্গের পাহাড়-জঙ্গলে বেড়াতে যাচ্ছেন, পরিকল্পনা করছেন। এনজেপি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া অবশ্য বিরাট ভাগ্যের ব্যাপার।
ভরা মরসুমে এখন দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, তরাই বেড়ানোর হিড়িক। বিশেষ করে পাহাড়ি এলাকা তুলনামূলক অনেকটা ঠান্ডা থাকায় সেখানে ঘুরতে যাওয়ার জন্য উৎসুক থাকে বাঙালি।
ভরা মরসুমে এখন দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, তরাই বেড়ানোর হিড়িক। বিশেষ করে পাহাড়ি এলাকা তুলনামূলক অনেকটা ঠান্ডা থাকায় সেখানে ঘুরতে যাওয়ার জন্য উৎসুক থাকে বাঙালি।
এই সময়ে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। তাই অনেকেই দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ার জন্য সেই ইচ্ছে পূরণ হয় না।
এই সময়ে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। তাই অনেকেই দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ার জন্য সেই ইচ্ছে পূরণ হয় না।
তবে এবার পর্যটকদের সুবিধার জন্য রেলের তরফ থেকে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় একজোড়া স্পেশ্যাল ট্রেনের Summer Special Train ঘোষণা করেছে রেল।
তবে এবার পর্যটকদের সুবিধার জন্য রেলের তরফ থেকে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় একজোড়া স্পেশ্যাল ট্রেনের Summer Special Train ঘোষণা করেছে রেল।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আগামী ২৬ জুন পর্যন্ত পরিষেবা দেবে এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্পেশ্যাল ট্রেনটি ২৭ জুন পর্যন্ত পরিসেবা দেবে।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আগামী ২৬ জুন পর্যন্ত পরিষেবা দেবে এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্পেশ্যাল ট্রেনটি ২৭ জুন পর্যন্ত পরিসেবা দেবে।
এই দু'টি স্পেশ্যাল ট্রেনের টাইমটেবিল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ০৩০২৭ এই স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক সপ্তাহের বুধবার রাত ১১:৫৫ মিনিটে হাওড়া রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এবং বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।
এই দু’টি স্পেশ্যাল ট্রেনের টাইমটেবিল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ০৩০২৭ এই স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক সপ্তাহের বুধবার রাত ১১:৫৫ মিনিটে হাওড়া রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এবং বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।
অন্যদিকে, ০৩০২৮ এই স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। আর হাওড়া স্টেশনে এসে পৌঁছবে শুক্রবার ১২:১০ মিনিটে।
অন্যদিকে, ০৩০২৮ এই স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। আর হাওড়া স্টেশনে এসে পৌঁছবে শুক্রবার ১২:১০ মিনিটে।
মোট ৯ টি স্টেশনে স্টপেজ দেবে। এই স্টেশনগুলো হল ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড। তবে গরমের স্পেশ্যাল ট্রেন হওয়ায় টিকিটের ভাড়া সামান্য বেশি হবে।
মোট ৯ টি স্টেশনে স্টপেজ দেবে। এই স্টেশনগুলো হল ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড। তবে গরমের স্পেশ্যাল ট্রেন হওয়ায় টিকিটের ভাড়া সামান্য বেশি হবে।

Summer Special Train: গরমের ছুটিতে পাহাড়ে যাবেন? কনফার্ম টিকিট পাবেন সহজেই! বিরাট সুখবর দিল রেল

কলকাতা: গ্রীষ্মের সময় যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে ১৭ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত হাওড়া-নিউ জলপাইগুড়ি ও হাপা-নাহরলগুনের মধ্যে উভয় দিক থেকে এগারোটি করে ট্রিপের জন্য দুই জোড়া সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী, স্পেশ্যালট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) ১৭ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩.৫৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।

ফেরত যাত্রার সময় স্পেশ্যাল ট্রেন ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) ১৮ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০০.১০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে। ২২টি কোচ নিয়ে গঠিত এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকে যাত্রার সময় ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ জং, মালদা টাউন, কিষানগঞ্জ হয়ে চলাচল করবে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

 অন্য আরেকটি সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৯৫২৫ (হাপা-নাহরলগুন) ১৭ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার হাপা থেকে ০০.৪০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১৬.০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশ্যাল ট্রেন নং. ০৯৫২৬ (নাহরলগুন-হাপা) ২০ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার নাহরলগুন থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০০.৩০ ঘণ্টায় হাপা পৌঁছবে। ২২টি কোচ নিয়ে গঠিত এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকে যাত্রার সময় রাজকোট, আহমেদাবাদ, রতলাম, উজ্জ্বয়ন, রুথিয়াই জং., গোয়ালিয়ড়, প্রয়াগরাজ জং., বারাণসী, ছাপরা জং., হাজিপুর জং., বারাউনী জং., কাটিহার জং., নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙাইগাঁও, রঙিয়া, রাঙাপাড়া নর্থ হয়ে চলাচল করবে।

এই রুটগুলিতে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনগুলির সুযোগ নিতে পারবেন। এই স্পেশ্যাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।