Tag Archives: ICC Rankings

Jasprit Bumrah: বিশ্ব ক্রিকেটে এমন ইতিহাস তৈরি করলেন জসপ্রীত বুমরাহ, যা এর আগে কোনও বোলার পারেনি

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচের সেরাও হয়েছেন বুম-বুম।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচের সেরাও হয়েছেন বুম-বুম।
এই পারফরম্যান্সই পূরণ করে দিল জসপ্রীত বুমরাহের আরও এক স্বপ্ন। নিজের কেরিয়ারে প্রথমবারের জন্য আইিসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসলেন ভারতীয় পেসার।
এই পারফরম্যান্সই পূরণ করে দিল জসপ্রীত বুমরাহের আরও এক স্বপ্ন। নিজের কেরিয়ারে প্রথমবারের জন্য আইিসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসলেন ভারতীয় পেসার।
ভারতীয়দের মধ্যে এর আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান অর্জন করতে পেরেছিলেন ৩ জন। বিষেণ সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পর চতুর্থ হিসেবে ই খ্যাতি অর্জন করলেন বুমরাহ।
ভারতীয়দের মধ্যে এর আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান অর্জন করতে পেরেছিলেন ৩ জন। বিষেণ সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পর চতুর্থ হিসেবে ই খ্যাতি অর্জন করলেন বুমরাহ।
তবে শুধু আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসা নয়, আরও একটি বিশ্বরেকর্ড করেছেন জসপ্রীত বুমরাহ। যা এর আগে জসপ্রীত বুমরাহ ছাড়া ক্রিকেট ইতিহাসে কোনও ক্রিকেটার করতে পারেনি।
তবে শুধু আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসা নয়, আরও একটি বিশ্বরেকর্ড করেছেন জসপ্রীত বুমরাহ। যা এর আগে জসপ্রীত বুমরাহ ছাড়া ক্রিকেট ইতিহাসে কোনও ক্রিকেটার করতে পারেনি।
প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির তিন ফর্ম্যাটেই শীর্ষস্থানে এখন জসপ্রীত বুমরাহ। এর আগে ওডিআই ও টি২০-তে এক নম্বর হয়েছেন তিনি। এবার টেস্টে শীর্ষে উঠে নয়া ইতিহাস তৈরি করলেন বুমরাহ।
প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির তিন ফর্ম্যাটেই শীর্ষস্থানে এখন জসপ্রীত বুমরাহ। এর আগে ওডিআই ও টি২০-তে এক নম্বর হয়েছেন তিনি। এবার টেস্টে শীর্ষে উঠে নয়া ইতিহাস তৈরি করলেন বুমরাহ।
নয়া রকের্ড তৈরি করার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জসপ্রীত বুমরাহ। পুরো ক্রিকেট মহল, বিসিসিআই, আইসিসির পাশাপাশি , পরিবার-পরিজন, ফ্যানেরাও শুভচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা পেসারকে।
নয়া রকের্ড তৈরি করার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জসপ্রীত বুমরাহ। পুরো ক্রিকেট মহল, বিসিসিআই, আইসিসির পাশাপাশি , পরিবার-পরিজন, ফ্যানেরাও শুভচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা পেসারকে।

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা

নয়াদিল্লি: দিল্লি টেস্টের আগে ভারতের কাছে বড় উপহার এল। আইসিসির প্রকাশিত তালিকায় টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস এবং ১৩৩ রানে জয়ের পর ভারতের পয়েন্ট ১১৫। শুধু টেস্ট ক্রিকেট নয়, তিন ফরম্যাটেই শীর্ষস্থান দখল করেছে ভারত। ১১১ পেয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া।

১০৬ পেয়ে তিন নম্বরে ইংল্যান্ড। ভারত অবশ্য শীর্ষস্থান দখল করেও নিজেদের ফোকাস হারাতে রাজি নন। ভারতীয় স্পিনাররা প্রথম দিন থেকেই ছড়ি ঘোরান নাগপুরের বাইশ গজে। ভারত তিন দিনেই প্রথম টেস্ট জিতে নেয়। দিল্লির দ্বিতীয় টেস্টের আগে ফের আগ্রহের কেন্দ্রে কোটলার পিচ। যদিও মূল পিচের তো দূরের কথা, বরং দিল্লির প্র্যাক্টিস পিচের মুখ দেখাও দুষ্কর ছিল ম্যাচের দিন তিনেক আগে।

দিল্লির পিচকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে ডিডিসিএ-র তরফে। তবে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বাইশগজ নিয়ে ধোঁয়াশায় থাকতে রাজি নন। কোনও ঝুঁকি না নিয়ে তিনি আগেভাগে হাজির হন অরুণ জেটলি স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক খেলবেন দিল্লিতে। তবে ঘূর্ণি উইকেটে তিনি কতটা ভারতীয় ব্যাটিংকে চ্যালেঞ্জ জানাতে পারবেন সেটাই দেখার।

তবে অস্ট্রেলিয়ার টড মারফি নাগপুরে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন সাত উইকেট নিয়ে। নাথান লায়ন অবশ্য সেভাবে সফল হননি। ভারতের পক্ষ থেকে রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ করে দিয়েছিলেন। দিল্লিতে নাগপুর টেস্টের রিপিট টেলিকাস্ট নাকি অস্ট্রেলিয়ার কামব্যাক কোনটা ঘটে, সেটাই দেখার। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য জানিয়ে দিয়েছেন বিনা লড়াইয়ে দিল্লিতে হারবে না তারা।

Jasprit Bumrah : বোল্ট, শাহিনদের পেছনে ফেলে আইসিসির বিচারে সেরা ফাস্ট বোলার ভারতের বুমরাহ

#লন্ডন: সচিন তেন্ডুলকর আগেই বলে দিয়েছিলেন। এবার মেনে নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন। জসপ্রীত বুমরাহ যে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবথেকে ধারাবাহিক ফাস্ট বোলার তাতে সন্দেহ নেই। মুখে নয়, কাজে প্রমাণ করছেন তিনি। ৭১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটা মঙ্গলবার রাতে করেছেন জসপ্রীত বুমরাহ।

ভারতের পেসার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭.২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। বুমরার বিধ্বংসী বোলিংয়েই ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করে ভারত ম্যাচটি জিতেছে ১০ উইকেটে। বুমরাহ তাঁর পারফরম্যান্সের পুরস্কার পেলেন আজ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও।

দুই বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতীয় পেসার। পাঁচ ধাপ এগিয়েছেন বুমরাহ। ২০২০ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন বুমরাহ। বোল্টের কাছে শীর্ষস্থান খোয়ানোর আগের দুই বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী বোলার।

সব মিলিয়ে ৭৩০ দিন ওয়ানডের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ছিলেন ছিলেন তিনি। এগিয়েছেন ওভালে ৩১ রানে ৩ উইকেট নেওয়া বুমরাহর সতীর্থ মহম্মদ শামিও। তিন ধাপ এগিয়ে সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন ভারতীয় পেসার।

তবে আইসিসির তালিকায় সেরা হলেও সেটা নিয়ে ভেবে বেশি সময় নষ্ট করতে রাজি নন বুম বুম। বরং বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় প্রথম লক্ষ্য জানিয়েছেন তিনি। তালিকায় সেরা হওয়া তার কাছে বড় কথা নয়। আসল দেশের জয়। বুমরাহর পরে তালিকায় রয়েছেন বোল্ট, শাহিন আফ্রিদি, হ্যাজেলউড।

ICC Test ranking : বিরাট ধাক্কা কোহলির! টেস্ট তালিকায় প্রথম দশের বাইরে, পাঁচে ঋষভ পন্থ

#লন্ডন: তার জঘন্য ফর্মের কারণে এরকমটা যে হবে সেটা জানাই ছিল। আইসিসির টেস্ট তালিকায় প্রথমবার দশের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। সাড়ে আট বছর পর এমন অধঃপতন হল তার। তার সমর্থক এবং ভক্তদের কাছে এটা বিরাট ধাক্কা। এজবাস্টনে দুরন্ত শতরানের পুরস্কার পেলেন ঋষভ পন্থ। ব্যাটারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ ঢুকে পড়লেন ভারতীয় তারকা।

পাঁচ ধাপ উত্থানের পর পঞ্চম স্থানে উঠে এলেন। তারই মধ্যে ২,৫০৩ দিনে প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। চার ধাপ নেমে ১৩ তম স্থানে আছেন তিনি। আইসিসির নয়া ক্রমপর্যায় অনুযায়ী, ব্যাটারদের তালিকার শীর্ষে নিজের জায়গা আরও পোক্ত করেছেন জো রুট। ৯২৩ রেটিং নিয়ে মগডালে বসে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। রুটের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মার্নাস ল্যাবুশেন (৮৭৯ রেটিং পয়েন্ট), স্টিভ স্মিথ (৮২৬ রেটিং পয়েন্ট) এবং বাবর আজম (৮১৫ রেটিং পয়েন্ট)। বাবরের ঠিক পরেই আছেন পন্থ। এজবাস্টনে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৭ রানের সুবাদে নিজের কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০১-তে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা। তাঁর পাঁচ ধাপ উত্থান হয়েছে।

জোরদার ধাক্কা খেয়েছেন বিরাট। নিজে যে মাইলফলক তৈরি করেছিলেন, সেই মতো রান করতে না পারায় চার ধাপ নেমে গিয়েছেন। আপাতত ১৩ নম্বরে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭১৪। অথচ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৩৭। যা ২০১৮ সালের ২২ অগস্ট হয়েছিল। ঋষভ পন্থ যে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দেবেন সেটা আগেই জানিয়েছিলেন রবি শাস্ত্রী।

অনেক সমালোচনা হয়েছিল তার দক্ষিণ আফ্রিকা সিরিজে খারাপ পারফরমেন্স নিয়ে। কিন্তু বার্মিংহাম টেস্টে একটি শতরান এবং একটি অর্ধ শতরান করে পন্থ নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাই বিরাট সিংহাসন হারানোর দিনে ঋষভ পন্থ ভারতের মুখ উজ্জ্বল করেছেন।