Tag Archives: World Record

ভারতীয় ব্যাটেই ভাঙবে তাঁর ৪০০ রানের বিশ্বরেকর্ড, নাম জানিয়ে দিলেন ব্রায়ান লারা

টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে। তবে টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে। তবে টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
২০ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার।
২০ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার।
দুই দশক পেরিয়ে গেলেও ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও ক্রিকেট প্রেমিদের স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থেকে গিয়েছে। এবার লারা জানালেন এক ভারতীয় ক্রিকেটারই তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন।
দুই দশক পেরিয়ে গেলেও ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও ক্রিকেট প্রেমিদের স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থেকে গিয়েছে। এবার লারা জানালেন এক ভারতীয় ক্রিকেটারই তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রায়ান লারা জানিয়ে যশস্বী জয়সওয়াল তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন। তিনি বলেছেন,"আমার নজিরের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে যশস্বী। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ন’টি টেস্ট খেলেই দু’ট দ্বিশতরান করেছে।"
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রায়ান লারা জানিয়ে যশস্বী জয়সওয়াল তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন। তিনি বলেছেন,”আমার নজিরের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে যশস্বী। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ন’টি টেস্ট খেলেই দু’ট দ্বিশতরান করেছে।”
একইসঙ্গে যশস্বীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তরুণ ব্যাটারের শেখার ইচ্ছে তাকে অবাক করেছিল বলে জানিয়েছেন লারা। তিনি বলেছেন,"প্রথম দিন থেকেই ওর ব‌্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল।"
একইসঙ্গে যশস্বীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তরুণ ব্যাটারের শেখার ইচ্ছে তাকে অবাক করেছিল বলে জানিয়েছেন লারা। তিনি বলেছেন,”প্রথম দিন থেকেই ওর ব‌্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল।”
এছাড়াও লারা বলেন,"গত বছর আইপিএলের সময় যশস্বীর সঙ্গে দেখা হয় আমার। ভোর চারটে পর্যন্ত আমার কাছে বিভিন্ন টিপস নিয়েছিল। কিন্তু কোনও ক্লান্তি ছিল না চোখেমুখে।" যশস্বীর ব্যাটিংয়েরও ভক্ত বলে জানিয়েছেন লারা।
এছাড়াও লারা বলেন,”গত বছর আইপিএলের সময় যশস্বীর সঙ্গে দেখা হয় আমার। ভোর চারটে পর্যন্ত আমার কাছে বিভিন্ন টিপস নিয়েছিল। কিন্তু কোনও ক্লান্তি ছিল না চোখেমুখে।” যশস্বীর ব্যাটিংয়েরও ভক্ত বলে জানিয়েছেন লারা।

World Record: ১৪৪ বর্গফুটের লুডো! কাপড় দিয়ে চমক নদিয়ার দর্জির

নদিয়া: সবচেয়ে বড় লুডো তৈরি করে তাক লাগালেন নদিয়ার এক দর্জি। এত বড় লুডোর বোর্ড আপনি আগে কখনও দেখেননি। ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করেছেন অভয় কুমার বিশ্বাস নামে এক দর্জি। দীর্ঘ সাত বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে সময় দিয়ে এই বিশাল আকৃতির লুডো বোর্ড তৈরি করেন তিনি।

গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। স্বস্তি পেতে পথে বেরিয়ে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন সেই গাছের তলাতেই ১৪৪ বর্গফুটের লুডো পেতে খেলতে দেখা গেল কচিকাঁচা থেকে শুরু করে বড়দের পর্যন্ত। বছর ৪৫ এর অভয় কুমার বিশ্বাসের রানাঘাটের তাহেরপুর-কৃষ্ণনগর রোডে ভাঙা লাইন বাজারে একটি দর্জি দোকান আছে।

আর‌ও পড়ুন: কাজ না করলে ভাত জুটবে না! মে দিবসের তাৎপর্য ‘ব্যর্থ’ কৃষকদের কাছে

অভয়বাবু প্রথমে একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন। যদিও সেটা হারিয়ে যায়। এরপর ২০১৬ সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে। তখনই ঠিক করেন ১৪৪ বর্গফুটের একটি বিশাল আকার লুডো তৈরি করবেন। এরপর গত সাত বছর ধরে একটু একটু করে তিনি তৈরি করেছেন এই লুডো। তাঁর এই লুডোর হাত ধরে এলাকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার আসক্তি কাটিয়ে খেলায় মনোযোগী হবে বলে অভয় বিশ্বাসের ধারণা।

মৈনাক দেবনাথ

Punjab Kings Create World Record: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস, গড়ল দুই বিশ্বরেকর্ড

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)

T20 cricket: আইপিএলের মাঝেই ০ রান দিয়ে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড, অবাক ক্রিকেট দুনিয়া

আইপিএল জ্বরে কাবু ক্রিকেট দুনিয়া। চায়-ছক্কার উৎসবে গা ভাসিয়েছেন ক্রিকেট প্রেমিরা। এবার আইপিএলে যেভাবে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে, তাতে ব্যাটারদের দাপটে নাভিশ্বাস উঠছে বোলারদের। আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং হয়ে গেল বিশ্ব রেকর্ড। ৩.২ ওভার বল করে শূন্য রান দিয়ে ৭ উইকেট নিলেন অখ্যাত ক্রিকেটার।

এই বিশ্ব রেকর্ডটি ঘটেছে বুধবার বালিতে আয়োজিত ইন্দোনেশিয়া-মঙ্গোলিয়া মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে। ইন্দোনেশিয়ার বোলার রোমালিয়া এই ঐতিহাসিক পারফরম্যান্স করেন। অভিষেক ম্যাচেই ৩.২ ওভার বোলিং করে ৭ উইকেট মেম রোমালিয়া। ইন্দোনেশিয়ার বোলার যেমন কোনও রান দেননি,যঠিক তেমনই প্রতিপক্ষের ৭ ব্যাটারও আউট হয়েছেন শূন্য রান করে।

আরও পড়ুনঃ KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

রোমালিয়ার আগে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের দখলে। ফ্রেডরিক ২০২১ সালে ৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড রয়েছে মালয়েশিয়ার সিয়াজ়রুল ইজ়াত ইদরুসের দখলে। ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে পুরুষ-মহিলা সব ধরনের ক্রিকেট মিলিয়েই রেকর্ড নিজের নামে করলেন রোমালিয়া।

Record: বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে চুমু! কতক্ষণ চুমু খেয়েছিল এই যুগল? শুনলে মাথা ঘুরবে আপনার

বিশ্বের দীর্ঘতম চুম্বন এতটাই লম্বা। ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড।  প্রায় তিন দিন ধরে একটানা হয়ে চলা এই চুম্বন পর্ব এখনও দখল করে রেখেছে শীর্ষস্থান। এই কৃতিত্বের অধিকারী তাইল্যান্ডের এক দম্পতি এক্কাচাই এবং লাকসানা তিরানারাত। তবে এই চুম্বন পর্ব নতুন নয়।
বিশ্বের দীর্ঘতম চুম্বন এতটাই লম্বা। ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড। প্রায় তিন দিন ধরে একটানা হয়ে চলা এই চুম্বন পর্ব এখনও দখল করে রেখেছে শীর্ষস্থান। এই কৃতিত্বের অধিকারী তাইল্যান্ডের এক দম্পতি এক্কাচাই এবং লাকসানা তিরানারাত। তবে এই চুম্বন পর্ব নতুন নয়।
২০১৩ সালে তাইল্যান্ডের পাটায়া শহরে আয়োজিত একটি চুম্বন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই দম্পতি। ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি প্রতিযোগীরা মাঝপথে হাল ছেড়ে দিলেও, লড়ে গিয়েছেন ওই দু’জন। এক মুহূর্তের জন্য অন্যের ঠোঁট থেকে ঠোঁট সরাননি কেউই। পরমতৃপ্তিতে চোখের পাতা বুজে তিন দিন ধরে শুধু ভালবাসার আস্বাদ নিয়ে গিয়েছেন দু’জনে।
২০১৩ সালে তাইল্যান্ডের পাটায়া শহরে আয়োজিত একটি চুম্বন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই দম্পতি। ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি প্রতিযোগীরা মাঝপথে হাল ছেড়ে দিলেও, লড়ে গিয়েছেন ওই দু’জন। এক মুহূর্তের জন্য অন্যের ঠোঁট থেকে ঠোঁট সরাননি কেউই। পরমতৃপ্তিতে চোখের পাতা বুজে তিন দিন ধরে শুধু ভালবাসার আস্বাদ নিয়ে গিয়েছেন দু’জনে।
পাটায়া শহরে আয়োজিত ওই চুম্বন প্রতিযোগিতায় এক্কাচাই ও লাকসানা ছাড়াও অংশ নিয়েছিলেন আরও ন’জন দম্পতি। তাঁদের মধ্যে এক প্রবীণ দম্পতিও ছিলেন।
পাটায়া শহরে আয়োজিত ওই চুম্বন প্রতিযোগিতায় এক্কাচাই ও লাকসানা ছাড়াও অংশ নিয়েছিলেন আরও ন’জন দম্পতি। তাঁদের মধ্যে এক প্রবীণ দম্পতিও ছিলেন।
খাওয়াদাওয়ায় যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য স্ট্র দিয়ে জুস এবং খাবার খাওয়ার ব্যবস্থাও ছিল। তাইল্যান্ডের এই দম্পতির আগে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড গড়েছিলেন এক সমপ্রেমী পুরুষ দম্পতি।
খাওয়াদাওয়ায় যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য স্ট্র দিয়ে জুস এবং খাবার খাওয়ার ব্যবস্থাও ছিল। তাইল্যান্ডের এই দম্পতির আগে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড গড়েছিলেন এক সমপ্রেমী পুরুষ দম্পতি।
প্রায় ৫১ ঘণ্টা ধরে ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে রেখেছিলেন তাঁরা। কিন্তু তাইল্যান্ডের এই দম্পতির রেকর্ড এখনও পর্যন্ত টপকাতে পারেননি কেউই। প্রেমের সম্পর্কে পরস্পরের অনুভূতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল চুমু। প্রিয়জনকে বলতে না পারা অনেক মনের কথা চুমুর মধ্যে দিয়ে যেন শব্দ হয়ে ঝরে পড়ে।
প্রায় ৫১ ঘণ্টা ধরে ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে রেখেছিলেন তাঁরা। কিন্তু তাইল্যান্ডের এই দম্পতির রেকর্ড এখনও পর্যন্ত টপকাতে পারেননি কেউই। প্রেমের সম্পর্কে পরস্পরের অনুভূতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল চুমু। প্রিয়জনকে বলতে না পারা অনেক মনের কথা চুমুর মধ্যে দিয়ে যেন শব্দ হয়ে ঝরে পড়ে।
টানা আড়াই দিন ধরে ঠোঁটে ঠোঁট চুবিয়ে চুমু! যার জেরে ইতিহাসের পাতায় নাম উঠেছিল ওই যুগলের। কিন্তু এক দশকের মধ্যেই সেই বিভাগ পুরোপুরি বন্ধ করে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। কারণ হিসেবে উঠে এসেছে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছে এই সংস্থা।
টানা আড়াই দিন ধরে ঠোঁটে ঠোঁট চুবিয়ে চুমু! যার জেরে ইতিহাসের পাতায় নাম উঠেছিল ওই যুগলের। কিন্তু এক দশকের মধ্যেই সেই বিভাগ পুরোপুরি বন্ধ করে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। কারণ হিসেবে উঠে এসেছে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছে এই সংস্থা।

Love Letter World Record: বিশ্বের সবচেয়ে ‘বড়’ প্রেমপত্র, ৪ মাস ধরে লিখেছিলেন অনুপম! এই বিশ্বরেকর্ডের কারণ জানলে চমকে যাবেন

আসানসোল : যুক্ত ছিলেন সাংবাদিকতায়। হাতের লেখা ছিল অসামান্য। জীবন চলছিল নিজের ছন্দে। কিন্তু হঠাৎ ছন্দপতন। জীবনের প্রিয় মানুষটির ছেড়ে চলে যাওয়া। প্রেমিকাকে ভুলতে গিয়ে অবসাদের ধাক্কা। তবে সেই শোক কাটিয়ে উঠতে হাতিয়ার করেছিলেন নিজের পেনকেই। প্রেমিকাকে ভুলতে গিয়ে শুরু করেছিলেন চিঠি লেখা। প্রেমিকাকে ভোলার চেষ্টায় তৈরি করে ফেলেছিলেন বিশ্ব রেকর্ড।

আসানসোলের বার্নপুর রোড এলাকার বাসিন্দা অনুপম ঘোষাল। বর্তমানে তিনি অসুস্থ। এখন কোনও কাজও করতে পারেন না সেভাবে। ২০০০ সালে প্রেমিকাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেন অনুপমবাবু। তবে বর্তমান প্রেমিকদের মতো তিনি অবসাদে বিপথে চলে যাননি। প্রেমিকাকে ভোলার জন্য নিয়েছিলেন অভিনব পন্থা। আর সেই চেষ্টাতেই অনুপমবাবু অবাক করেছিলেন দেশের মানুষকে।

সেই লম্বা চিঠি
সেই লম্বা চিঠি

আরও পড়ুন: মুখ দেখলেই বোঝা যায় ডায়াবেটিস ধরেছে! দাঁতের মাড়িতে এই লক্ষণ থাকলে সাবধান হতেই হবে, জানুন

প্রেমিকাকে ভুলতে গিয়ে তিনি শুরু করেছিলেন চিঠি লেখা। চিঠিতে মনের কথা লিখতে গিয়ে তিনি বিশ্বরেকর্ড করেছেন। কারণ তিনি লিখে ফেলেছেন বিশ্বের সবথেকে বড় প্রেমের চিঠি। ৩২৭ ফুট লম্বা এই চিঠি ২০০০ সালে জানুয়ারি মাস থেকে তিনি লেখা শুরু করেন। চিঠিটি লেখা শেষ হতে হতে প্রায় চার মাস কেটে যায়। এপ্রিলের মাঝামাঝি সময়ে এই চিঠিটি লেখা শেষ হয়। যা হয়েছে একটি বিশ্বরেকর্ড। কলকাতার দুটি প্রকাশক সংস্থা এই চিঠিটি বই আকারে প্রকাশও করেছে।

আরও পড়ুন: ভাল করে চিনুন এই ‘মেডিসিন’ পাতা, নাম তোড়নি শাক; বাড়ির আশপাশের জঙ্গল থেকে তুলে এনে খেলে ওষুধের খরচ কমবেই!

কিন্তু প্রেমের এই স্মৃতি আগলে রাখতে এখন নাজেহাল অনুপমবাবু। সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এত বড় চিঠি। ইঁদুরের দৌরাত্ম্যে চিঠির বিভিন্ন জায়গা নষ্ট হয়ে গিয়েছে। খুব দ্রুত চিঠিটি সংরক্ষণ করা না গেলে, আগামী দিনে তার আসল সংস্করণ আর খুঁজে পাওয়া যাবে না। প্রশাসনের কাছে অনুপম বাবুর আবেদন, বিশাল আকার এই চিঠির সংরক্ষণের ব্যবস্থা করা হোক। চিঠিটি বই আকারে প্রকাশিত হলেও আসল সংস্করণটি যাতে সুরক্ষিত থাকে, সেজন্যই সংরক্ষণের আবেদন তুলেছেন লেখক অনুপম ঘোষাল।

নয়ন ঘোষ

Jasprit Bumrah: বিশ্ব ক্রিকেটে এমন ইতিহাস তৈরি করলেন জসপ্রীত বুমরাহ, যা এর আগে কোনও বোলার পারেনি

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচের সেরাও হয়েছেন বুম-বুম।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচের সেরাও হয়েছেন বুম-বুম।
এই পারফরম্যান্সই পূরণ করে দিল জসপ্রীত বুমরাহের আরও এক স্বপ্ন। নিজের কেরিয়ারে প্রথমবারের জন্য আইিসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসলেন ভারতীয় পেসার।
এই পারফরম্যান্সই পূরণ করে দিল জসপ্রীত বুমরাহের আরও এক স্বপ্ন। নিজের কেরিয়ারে প্রথমবারের জন্য আইিসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসলেন ভারতীয় পেসার।
ভারতীয়দের মধ্যে এর আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান অর্জন করতে পেরেছিলেন ৩ জন। বিষেণ সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পর চতুর্থ হিসেবে ই খ্যাতি অর্জন করলেন বুমরাহ।
ভারতীয়দের মধ্যে এর আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান অর্জন করতে পেরেছিলেন ৩ জন। বিষেণ সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পর চতুর্থ হিসেবে ই খ্যাতি অর্জন করলেন বুমরাহ।
তবে শুধু আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসা নয়, আরও একটি বিশ্বরেকর্ড করেছেন জসপ্রীত বুমরাহ। যা এর আগে জসপ্রীত বুমরাহ ছাড়া ক্রিকেট ইতিহাসে কোনও ক্রিকেটার করতে পারেনি।
তবে শুধু আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসা নয়, আরও একটি বিশ্বরেকর্ড করেছেন জসপ্রীত বুমরাহ। যা এর আগে জসপ্রীত বুমরাহ ছাড়া ক্রিকেট ইতিহাসে কোনও ক্রিকেটার করতে পারেনি।
প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির তিন ফর্ম্যাটেই শীর্ষস্থানে এখন জসপ্রীত বুমরাহ। এর আগে ওডিআই ও টি২০-তে এক নম্বর হয়েছেন তিনি। এবার টেস্টে শীর্ষে উঠে নয়া ইতিহাস তৈরি করলেন বুমরাহ।
প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির তিন ফর্ম্যাটেই শীর্ষস্থানে এখন জসপ্রীত বুমরাহ। এর আগে ওডিআই ও টি২০-তে এক নম্বর হয়েছেন তিনি। এবার টেস্টে শীর্ষে উঠে নয়া ইতিহাস তৈরি করলেন বুমরাহ।
নয়া রকের্ড তৈরি করার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জসপ্রীত বুমরাহ। পুরো ক্রিকেট মহল, বিসিসিআই, আইসিসির পাশাপাশি , পরিবার-পরিজন, ফ্যানেরাও শুভচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা পেসারকে।
নয়া রকের্ড তৈরি করার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জসপ্রীত বুমরাহ। পুরো ক্রিকেট মহল, বিসিসিআই, আইসিসির পাশাপাশি , পরিবার-পরিজন, ফ্যানেরাও শুভচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা পেসারকে।

Virat Kohli: নতুন বছরে ১০টি বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি, জেনে নিন বিস্তারিত

নতুন বছরেও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিরাট কোহলির। ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ১০টি বড় রেকর্ড গড়ার সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোনের হাতছানি রয়েছে বিরাটের সামনে।
নতুন বছরেও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিরাট কোহলির। ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ১০টি বড় রেকর্ড গড়ার সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোনের হাতছানি রয়েছে বিরাটের সামনে।
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলি মাত্র ১৫২ রান দরকার। সচিন তেন্ডুলকরের নাম রয়েছে এই রেকর্ড।  ৩৫০ ওডিআই ম্যাচে এই ল্যান্ডমার্ক পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলি মাত্র ১৫২ রান দরকার। সচিন তেন্ডুলকরের নাম রয়েছে এই রেকর্ড। ৩৫০ ওডিআই ম্যাচে এই ল্যান্ডমার্ক পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। ৯ হাজার টেস্ট রানের দোরগোড়ায় রয়েছেন কোহলি। কঠিন হলেও ফর্মে থাকলে ১০ হাজারের মাইল স্টোন পার করার ক্ষমতা বিরাটের রয়েছ।
১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। ৯ হাজার টেস্ট রানের দোরগোড়ায় রয়েছেন কোহলি। কঠিন হলেও ফর্মে থাকলে ১০ হাজারের মাইল স্টোন পার করার ক্ষমতা বিরাটের রয়েছ।
বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে কোহলির প্রয়োজন ৫৪৪ রান।
বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে কোহলির প্রয়োজন ৫৪৪ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির কাছে। এই মাইলস্টোন স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাতর ২১ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির কাছে। এই মাইলস্টোন স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাতর ২১ রান।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলফলক তৈরি করতে পারেন বিরাট কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলফলক তৈরি করতে পারেন বিরাট কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।
ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি নিজের নামে রেখেছেন।
ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি নিজের নামে রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৩২২ রান। রাহুল দ্রাবিড় ১৯১৯রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কঠিন হলেও কোহলির পক্ষে সব সম্ভব।
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৩২২ রান। রাহুল দ্রাবিড় ১৯১৯রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কঠিন হলেও কোহলির পক্ষে সব সম্ভব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকরর নয়টি সেঞ্চুরি রয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকরর নয়টি সেঞ্চুরি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।

২৫ বছর কেটে গিয়েছে, এখনও কেউ ভাঙতে পারেনি সচিন তেন্ডুলকরের এই রেকর্ড

সম্প্রতি একদিনের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কিন্তু সচিন তেন্ডুলকরের এমন একটি রেকর্ড রয়েছে যা ২৫ বছর হয়ে গেলেও কেউ ভাঙতে পারেনি।
সম্প্রতি একদিনের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কিন্তু সচিন তেন্ডুলকরের এমন একটি রেকর্ড রয়েছে যা ২৫ বছর হয়ে গেলেও কেউ ভাঙতে পারেনি।
সচিন তেন্ডুলকর ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১২টি শতরান করেছিলেন। যা এক বছরে কোনও ব্যাটারের করা সর্বাধিক  শতরান। আড়াই দশক পর সই রেকর্ড এখনও অটুট রয়েছে।
সচিন তেন্ডুলকর ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১২টি শতরান করেছিলেন। যা এক বছরে কোনও ব্যাটারের করা সর্বাধিক শতরান। আড়াই দশক পর সই রেকর্ড এখনও অটুট রয়েছে।
এতদিনে সচিনের এই রেকর্ডের কাছাকাছি আসতে পেরেছে মাত্র ২ জন ক্রিকেটার। সেই দুই ক্রিকেটার হলেন বিরাট কোহলি ও রিকি পন্টিং। ১১টি করে শতরান করেছেন দুজন।
এতদিনে সচিনের এই রেকর্ডের কাছাকাছি আসতে পেরেছে মাত্র ২ জন ক্রিকেটার। সেই দুই ক্রিকেটার হলেন বিরাট কোহলি ও রিকি পন্টিং। ১১টি করে শতরান করেছেন দুজন।
২০১৭ ও ২০১৮ সালে ১১টি করে শতরান করেছেন বিরাট কোহলি। এছাড়া রোহিত শর্মা সহ মোট ১০ জন ব্যাাটার রয়েছে যারা এক ক্যালেন্ডার ইয়ারে ১০টি করে শতরান করেছেন।
২০১৭ ও ২০১৮ সালে ১১টি করে শতরান করেছেন বিরাট কোহলি। এছাড়া রোহিত শর্মা সহ মোট ১০ জন ব্যাাটার রয়েছে যারা এক ক্যালেন্ডার ইয়ারে ১০টি করে শতরান করেছেন।
২০১৯ সালে রোহিত শর্মা এক বছরে ১০টি শতরান করেছিলেন। ১৯৯৯ সালে রাহুল দ্রাবিড় এক বছরে ১০টি শতরান করেছিলেন। ভবিষ্যতে সচিনের ১২টি শতরানের রেকর্ড কেউ ভাঙতে পারে কিনা সেটাই দেখার।
২০১৯ সালে রোহিত শর্মা এক বছরে ১০টি শতরান করেছিলেন। ১৯৯৯ সালে রাহুল দ্রাবিড় এক বছরে ১০টি শতরান করেছিলেন। ভবিষ্যতে সচিনের ১২টি শতরানের রেকর্ড কেউ ভাঙতে পারে কিনা সেটাই দেখার।

কে ভাঙবে তাঁর টেস্টে ৪০০ রানের বিশ্বরেকর্ড, নাম জানিয়ে দিলেন ব্রায়ান লারা

টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়া চললেও টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে যা প্রায় দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়া চললেও টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে যা প্রায় দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
১৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার। একসঙ্গে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে করা লারার ৫০১ রানের রেকর্ড কে ভাঙতে পারেন তা জানিয়েছেন।
১৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার। একসঙ্গে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে করা লারার ৫০১ রানের রেকর্ড কে ভাঙতে পারেন তা জানিয়েছেন।
ব্রায়ান লারা কলকাতা একটি অনুষ্ঠানে এসে বলেছেন যে,  টেস্টের এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন ভারতের শুভমন গিল। এত বড় রানের ইনিংস খেলার সবরকম প্রতিভা গিলের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন লারা।
ব্রায়ান লারা কলকাতা একটি অনুষ্ঠানে এসে বলেছেন যে, টেস্টের এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন ভারতের শুভমন গিল। এত বড় রানের ইনিংস খেলার সবরকম প্রতিভা গিলের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন লারা।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয় প্রথম শ্রেণির ক্রিকেটে লারা ওয়ারউইকশায়ারের হয়ে লারা ১৯৯৪ সালে ডারহ্যামের বিপক্ষে অপরাজিত ৫০১ রান করেছিলেন। সেই রেকর্ডও গির ভাঙতে পারেন বলে মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয় প্রথম শ্রেণির ক্রিকেটে লারা ওয়ারউইকশায়ারের হয়ে লারা ১৯৯৪ সালে ডারহ্যামের বিপক্ষে অপরাজিত ৫০১ রান করেছিলেন। সেই রেকর্ডও গির ভাঙতে পারেন বলে মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
এছাড়া শুভমান গিলের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ব্রায়ান লারা। গিলের ব্যাটিং টেকনিক, শট খেলার দক্ষতা, রানের ক্ষিদে সবকিছুই দেখেই মুগ্ধ লারা। আগামীতে গিলের ব্যাটে অনেক রেকর্ড ভাঙবে বলে মনে করেন লারা।
এছাড়া শুভমান গিলের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ব্রায়ান লারা। গিলের ব্যাটিং টেকনিক, শট খেলার দক্ষতা, রানের ক্ষিদে সবকিছুই দেখেই মুগ্ধ লারা। আগামীতে গিলের ব্যাটে অনেক রেকর্ড ভাঙবে বলে মনে করেন লারা।