লাইফস্টাইল Side Effects of Drinking Icecold Water: গরম থেকে বাঁচতে ফ্রিজের কনকনে ঠান্ডা জল গলায় ঢালেন? হার্টের কত বড় ক্ষতি! এখনই ভুলটা জেনে সতর্কতা নিন Gallery May 2, 2024 Bangla Digital Desk গরম থেকে বাঁচতে অনেকেই ফ্রিজের কনকনে ঠান্ডা জল গলায় ঢালেন৷ সাময়িক আরাম পেলেও এই অভ্যাস আদতে স্বাস্থ্যের খুবই ক্ষতি করে৷ বিশেষ করে ঠান্ডা থেকে গরম শুরু হতেই এই অভ্যাস শরীরের ক্ষতি করে৷ বলছেন বিশেষজ্ঞরা৷ পুষ্টিবিদ মনপ্রীত কালরার মতে হিমশীতল জল শরীরের বহু ক্ষতি করতে পারে৷ অতিরিক্ত ঠান্ডা জলপানের অভ্যাস হজমে বিঘ্ন ঘটায়৷ এর থেকে পেট ব্যথা হতে পারে৷ ক্ষতিগ্রস্ত হতে পারে গলার রক্তনালিকাও৷ পরবর্তীতে যার থেকে দেখা দিতে পারে জটিল সংক্রমণ৷ বেশি ঠান্ডা জল খেলে স্নায়ু প্রভাবিত হয়ে মাথাযন্ত্রণা করতে পারে৷ যাঁদের মাইগ্রেন আছে, যাঁরা ঠান্ডার প্রতি সেনসিটিভ, তাঁদের এই সমস্যা বেশি হতে পারে৷ যদি গরমে রোজ ঠান্ডা জল খান, তাহলে ইনফ্লেম্যাশন ও গলার অন্য সমস্যা দেখা দিতে পারে৷ খাওয়ার পরে ঠান্ডা জলে আইস কিউব দিয়ে খেলে গলায় শ্লেষ্মা বা মিউকাস তৈরি হতে পারে৷ এই মিউকাসের সমস্যা বেড়ে গিয়ে সর্দিকাশি, জ্বর বা অ্যালার্জিও হতে পারে৷ ঠান্ডা জল ও অন্যান্য ঠান্ডা খাবার খেলে হৃদযন্ত্রের গতি ধীরে হয়ে যেতে পারে৷ অতিরিক্ত ঠান্ডা জলপানে ক্ষতিগ্রস্ত হয় দাঁতের এনামেল৷ দেখা দিয়ে সেন্সিটিভিটির সমস্যা৷ তাই ঘরের তাপমাত্রায় রাখা জল পান করুন৷ ফ্রিজের কনকনে ঠান্ডা জল পান করা থেকে দূরে থাকুন৷