Tag Archives: IIT Bombay

IIT Bombay: আইআইটি-তে পড়েও নেই চাকরি! ৩৬ শতাংশের প্লেসমেন্ট হল না বম্বে আইআইটিতে, চাপ মন্দার

সাধারণত চাকরির বাজারে সবসময়েই সেরা জায়গায় থাকে দেশের শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলি৷ বম্বে আইআইটির সে ক্ষেত্রেও নাম সাধারণত থাকে সবার উপরে৷ কিন্তু সেখানেও এ বার মন্দা আতঙ্ক৷ খবর মিলেছে, সে প্রতিষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের পড়াশোনা শেষ করার পর ৩৬ শতাংশ পড়ুয়া প্লেসমেন্ট পাননি৷
সাধারণত চাকরির বাজারে সবসময়েই সেরা জায়গায় থাকে দেশের শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলি৷ বম্বে আইআইটির সে ক্ষেত্রেও নাম সাধারণত থাকে সবার উপরে৷ কিন্তু সেখানেও এ বার মন্দা আতঙ্ক৷ খবর মিলেছে, সে প্রতিষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের পড়াশোনা শেষ করার পর ৩৬ শতাংশ পড়ুয়া প্লেসমেন্ট পাননি৷
একটি জাতীয় সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুসারে, ডিসেম্বর থেকে যে প্লেসমেন্ট সেলের কাজ শুরু হয়েছে, তাতে নাম লিখিয়েছিলেন মোট ২ হাজার পড়ুয়া, তার মধ্যে ৭১২ জনের কোনও চাকরি পাননি৷
একটি জাতীয় সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুসারে, ডিসেম্বর থেকে যে প্লেসমেন্ট সেলের কাজ শুরু হয়েছে, তাতে নাম লিখিয়েছিলেন মোট ২ হাজার পড়ুয়া, তার মধ্যে ৭১২ জনের কোনও চাকরি পাননি৷
এই বছর প্লেসমেন্টের হিসাবে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় এ বছর প্লেসমেন্ট শতাংশের হিসাবে কমেছে ২.৮ শতাংশ৷ গত বছর সেটি ছিল ৩২.৮ শতাংশ৷ তবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক মন্দার কারণে এই চাকরিতে প্রভাব পড়েছে৷
এই বছর প্লেসমেন্টের হিসাবে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় এ বছর প্লেসমেন্ট শতাংশের হিসাবে কমেছে ২.৮ শতাংশ৷ গত বছর সেটি ছিল ৩২.৮ শতাংশ৷ তবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক মন্দার কারণে এই চাকরিতে প্রভাব পড়েছে৷
তবে এর মধ্যেও সুখবর রয়েছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারদের ১০০ শতাংশ প্লেসমেন্ট হয়েছে৷ গত বছরও এই কাজ হয়েছে৷ অর্থাৎ গত বছরও ১০০ শতাংশের মতো কম্পিউটার সায়েন্সে প্লেসমেন্ট হয়েছে৷
তবে এর মধ্যেও সুখবর রয়েছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারদের ১০০ শতাংশ প্লেসমেন্ট হয়েছে৷ গত বছরও এই কাজ হয়েছে৷ অর্থাৎ গত বছরও ১০০ শতাংশের মতো কম্পিউটার সায়েন্সে প্লেসমেন্ট হয়েছে৷
প্লেসমেন্ট দফতরের এক ফ্যাকাল্টি মেম্বার নাম না করে বলেছেন, ‘বিভিন্ন প্রি-প্লেসমেন্ট অফার এসেছিল, কিন্তু আগের বারের মতো এ বারে তেমন আন্তর্জাতিক কোম্পানি আসেনি৷ অনেক ইউকে ও ইউএস-এর সংস্থাও আগের থেকে বিনিয়োগ কমিয়ে দিয়েছে৷ সেই কারণেও কিছুটা সমস্যা রয়েছে৷’
প্লেসমেন্ট দফতরের এক ফ্যাকাল্টি মেম্বার নাম না করে বলেছেন, ‘বিভিন্ন প্রি-প্লেসমেন্ট অফার এসেছিল, কিন্তু আগের বারের মতো এ বারে তেমন আন্তর্জাতিক কোম্পানি আসেনি৷ অনেক ইউকে ও ইউএস-এর সংস্থাও আগের থেকে বিনিয়োগ কমিয়ে দিয়েছে৷ সেই কারণেও কিছুটা সমস্যা রয়েছে৷’