Tag Archives: Imtiaz Ali

Jab We Met 2: ‘জব উই মেট ২’ কি আসবে? ফের দেখা যাবে শাহিদ-করিনার প্রেম? মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলি

প্রায় ১৭ বছর আগে সেই ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’। ওই ছবিতে শাহিদ কাপুর এবং করিনা কাপুর খানের জুটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সুপারহিট ছবির সিক্যুয়েল পরিচালনা করার বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে।
প্রায় ১৭ বছর আগে সেই ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’। ওই ছবিতে শাহিদ কাপুর এবং করিনা কাপুর খানের জুটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সুপারহিট ছবির সিক্যুয়েল পরিচালনা করার বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে।
গত বছর এ নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। এমনকী গত বছর জুনে শাহিদ কাপুর এক্স-এর একটি চ্যাট সেশনে ইঙ্গিত দিয়েছিলেন যে, একটি ছবির জন্য শীঘ্রই ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করবেন তিনি।
গত বছর এ নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। এমনকী গত বছর জুনে শাহিদ কাপুর এক্স-এর একটি চ্যাট সেশনে ইঙ্গিত দিয়েছিলেন যে, একটি ছবির জন্য শীঘ্রই ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করবেন তিনি।
অভিনেতা কোন ছবির কথা বলেছেন, তা নিয়ে ভক্তরা নানা রকম কল্পনা-জল্পনা শুরু করে দেন। যদিও খোদ পরিচালক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই দাবির কোনও সত্যতা নেই।
অভিনেতা কোন ছবির কথা বলেছেন, তা নিয়ে ভক্তরা নানা রকম কল্পনা-জল্পনা শুরু করে দেন। যদিও খোদ পরিচালক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই দাবির কোনও সত্যতা নেই।
সম্প্রতি News18 Showsha-র সঙ্গে বিশেষ আলাপচারিতায় ইমতিয়াজ হেসে বলেন, “আবার ‘জব উই মেট’-এর সিক্যুয়েল কেন? মানুষের যদি এই ছবি দেখতে ভাল লাগে, তাহলে তাঁরা তো প্রথমটাই দেখতে পারেন। ‘জব উই মেট ২’ বানানোর জন্য একটা গল্প এবং কারণ থাকা উচিত। কিন্তু দেখা যাক, সেটা হয় কি না!”
সম্প্রতি News18 Showsha-র সঙ্গে বিশেষ আলাপচারিতায় ইমতিয়াজ হেসে বলেন, “আবার ‘জব উই মেট’-এর সিক্যুয়েল কেন? মানুষের যদি এই ছবি দেখতে ভাল লাগে, তাহলে তাঁরা তো প্রথমটাই দেখতে পারেন। ‘জব উই মেট ২’ বানানোর জন্য একটা গল্প এবং কারণ থাকা উচিত। কিন্তু দেখা যাক, সেটা হয় কি না!”
২০২০ সালে ইমতিয়াজ আলি পরিচালনা করেছিলেন কার্তিক আরিয়ান এবং সারা আলি খান অভিনীত ‘লভ আজ কাল’। যা ছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লভ আজ কাল’ ছবির সিক্যুয়েল।
২০২০ সালে ইমতিয়াজ আলি পরিচালনা করেছিলেন কার্তিক আরিয়ান এবং সারা আলি খান অভিনীত ‘লভ আজ কাল’। যা ছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লভ আজ কাল’ ছবির সিক্যুয়েল।
তবে দ্বিতীয়টি বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি। তাহলে সেই কারণেই কি ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বানাতে চান না তিনি?
তবে দ্বিতীয়টি বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি। তাহলে সেই কারণেই কি ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বানাতে চান না তিনি?
এর জবাবে ইমতিয়াজ বলেন, “আমি দ্বিতীয় বার ‘লভ আজ কাল’ বানিয়েছিলাম। কিন্তু মানুষ ওই ছবিটিকে তেমন ভালবাসা দেননি। শুধুই মজা করছি। তবে এই কারণেই ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বানাতে চাইছি না, এমন নয়। কিন্তু সিক্যুয়েল বানানোর জন্য সত্যিই কোনও কারণ না থাকলে, তা বানানো উচিত নয়।”
এর জবাবে ইমতিয়াজ বলেন, “আমি দ্বিতীয় বার ‘লভ আজ কাল’ বানিয়েছিলাম। কিন্তু মানুষ ওই ছবিটিকে তেমন ভালবাসা দেননি। শুধুই মজা করছি। তবে এই কারণেই ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বানাতে চাইছি না, এমন নয়। কিন্তু সিক্যুয়েল বানানোর জন্য সত্যিই কোনও কারণ না থাকলে, তা বানানো উচিত নয়।”
জনপ্রিয় পরিচালক আরও বলেন যে, ‘জব উই মেট’-এর পরে করিনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ইমতিয়াজ। বিষয়টার ব্যাখ্যা করে তিনি বলেন, “যখনই আপনি একজন অভিনেতার সঙ্গে কাজ করবেন, তখন শুধুমাত্র এর জন্য কিছু না করার দায়িত্বও রয়েছে।’’
জনপ্রিয় পরিচালক আরও বলেন যে, ‘জব উই মেট’-এর পরে করিনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ইমতিয়াজ। বিষয়টার ব্যাখ্যা করে তিনি বলেন, “যখনই আপনি একজন অভিনেতার সঙ্গে কাজ করবেন, তখন শুধুমাত্র এর জন্য কিছু না করার দায়িত্বও রয়েছে।’’
‘‘যখন সম্পূর্ণ ভিন্ন ধারার কোনও কাজ হাতে আসবে, কিংবা আগের কাজের তুলনায় পুরোপুরি আলাদা কোনও কাজ হলেই কোল্যাবোরেট করার কথা ভাবা যেতে পারে।”
‘‘যখন সম্পূর্ণ ভিন্ন ধারার কোনও কাজ হাতে আসবে, কিংবা আগের কাজের তুলনায় পুরোপুরি আলাদা কোনও কাজ হলেই কোল্যাবোরেট করার কথা ভাবা যেতে পারে।”
‘জব উই মেট’ প্রসঙ্গে পরিচালক বলেন যে, “করিনা এবং আমি দু’জনেই একে অপরের সঙ্গে কাজ করতে ভালবাসি। কিন্তু এখনও পর্যন্ত ওঁর সঙ্গে কাজ করার সুযোগ আসেনি। কারণ ভিন্ন এবং অনন্য কোনও কাজ পাওয়া যায়নি।”
‘জব উই মেট’ প্রসঙ্গে পরিচালক বলেন যে, “করিনা এবং আমি দু’জনেই একে অপরের সঙ্গে কাজ করতে ভালবাসি। কিন্তু এখনও পর্যন্ত ওঁর সঙ্গে কাজ করার সুযোগ আসেনি। কারণ ভিন্ন এবং অনন্য কোনও কাজ পাওয়া যায়নি।”

Amar Singh Chamkila: বাবার প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে এখনও যোগাযোগ আছে; দাবি চমকিলা-অমরজ্যোতের ছেলের

মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অমর সিং চমকিলা’। ইমতিয়াজ আলি পরিচালিত এই বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্মে ফুটে উঠেছে পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অমর সিং চমকিলার জীবনের গল্প। এখানেই শেষ নয়, এই ছবিতে পরিচালক তুলে ধরেছেন অমর সিং চমকিলার দুর্ভাগ্যজনক মৃত্যুর পর্বও।

নেটফ্লিক্সের এই ছবিটিতে অমর সিং চমকিলার চরিত্রটি দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজ্যোতের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী পরিণতি চোপড়া। তবে অনেকেই হয়তো জানেন না যে, অমরজ্যোত কিন্তু অমর সিং চমকিলার প্রথম স্ত্রী নন। ওই সঙ্গীতশিল্পীর প্রথম স্ত্রীর নাম গুরমেইল কৌর। আর দুই স্ত্রীর সঙ্গেই সন্তান রয়েছে জনপ্রিয় ওই গায়কের। প্রথম স্ত্রী গুরমেইলের রয়েছে দুই কন্যা – আমনদীপ কৌর এবং কমলদীপ কৌর। অন্যদিকে আবার দ্বিতীয় স্ত্রী অমরজোতের রয়েছে এক পুত্র – জয়মান চমকিলা। গত বছর এক সাক্ষাৎকারে অমর সিং চমকিলা এবং অমরজ্যোতের পুত্র জয়মান জানান যে, বাবার প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর এখনও যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন: চোখের সামনে ৮ মাসের মেয়ের মৃত্যু! ফের বাবা হবেন সারেগামাপা-র সেই কাবো, দ্বিতীয়বার সন্তানের আশা বিধ্বস্ত দম্পতির

একটি পঞ্জাবি কন্টেন্ট প্ল্যাটফর্মে গত বছর জয়মান জানিয়েছিলেন যে, “চমকিলার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আমার এখনও যোগাযোগ রয়েছে। তাঁর প্রথম স্ত্রীর দিক থেকে আমার দুই দিদিও রয়েছেন, আমনদীপ এবং কমলদীপ। বড় জনের বিয়ে হয়ে গিয়েছে, তাঁর দুই সন্তানও রয়েছে। আর কমল এই বছরেই (২০২৩) বিয়ে করছেন।”

তিনি আরও বলেছিলেন যে, “আমি যখনই তাঁর সঙ্গে দেখা করতে যাই, তখনই তিনি আমায় ভাল ভাবেই অভ্যর্থনা জানান। প্রথম থেকে বিষয়টা এরকমই ছিল। এটা তাঁরও ভুল নয় কিংবা আমাদেরও (বাচ্চাদের) ভুল নয়।”
এরপর জয়মানের কাছে চমকিলাকে হারানোর প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। জবাবে চমকিলা-অমরজ্যোতের পুত্র বলেন, কখনও কখনও আমরা সেই প্রসঙ্গে কথা বলি। মাঝেমধ্যেই উনি (গুরমেইল) বলেন, “আজ যদি তোমার বাবা থাকতেন, তাহলে আমাদের এমন অবস্থা হত না। তিনি খুবই কঠোর পরিশ্রম করতেন। তবে মানুষের কুনজরের প্রভাব পড়েছিল তাঁর উপর। বাবার প্রচুর শত্রু তৈরি হয়েছিল। আমি আমার দিদিদের সঙ্গে যতটা সম্ভব নিজেদের দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করি।”

জয়মান চমকিলাও নিজের বাবা এবং দিদিদের পদাঙ্কই অনুসরণ করেছেন। আসলে তিনিও পেশায় গায়ক। মা-বাবার মৃত্যুর পর জয়মানকে বড় হয়েছেন তাঁর দিদা-দাদুর কাছে। প্রতি বছর চমকিলার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য জয়মান এবং তাঁর দিদিরা মিলে একটি মেলার আয়োজন করেন। যেখানে তাঁরা চমকিলার ভক্ত এবং অন্যান্য শিল্পীদেরও আমন্ত্রণ জানান।

Chamkila FIRST Review Out: প্রকাশ্যে এল ‘চমকিলা’ ছবির প্রথম রিভিউ; দর্শকের মনে কি জায়গা করতে পারবে ইমতিয়াজ আলি পরিচালিত এই মিউজিক্যাল বায়োপিক?

মুম্বইঃ ইমতিয়াজ আলি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘চমকিলা’ ছবির প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়াকে। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল বায়োপিক নিয়ে বেশ উচ্ছ্বসিত ভক্তরাও!

আরও পড়ুনঃ ধাওয়া করে রণবীর-আলিয়ার নতুন গাড়িতে হামলে পড়লেন ছবিশিকারীরা, দেখুন ভিডিও!

মূলত এই ছবির প্রেক্ষাপটে ফুটে উঠেছে পঞ্জাবের প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী অমর সিং চমকিলার জীবনের গল্প। যিনি এক সময় ‘পঞ্জাবের এলভিস প্রেসলি’ হিসেবে জনপ্রিয় ছিলেন। মাত্র ২৭ বছর বয়সে ভাগ্যের পরিহাসে থেমে গিয়েছিল প্রতিভাবান এই শিল্পীর জীবনের দৌড়।

সোমবার সন্ধ্যায় নেটফ্লিক্স এবং এমএএমআই ‘চমকিলা’-র একটি প্রিভিউয়ের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন মৃণাল ঠাকুর, অভনীত কৌর, শ্বেতা বসু প্রসাদ, ঈশ্বক সিং এবং ভুবন বামের মতো তারকারা। স্ক্রিনিংয়ের পরে শ্বেতা এবং ঈশ্বক তাঁদের প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, ‘চমকিলা’ ছবিটা ‘মাস্ট ওয়াচ’ তালিকায় থাকা উচিত।

এমএএমআই টিমের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শ্বেতা বলেন, “আমি তো সবাইকে এই ছবিটি দেখার কথা বলব। এটা অনেকটা যেন লাইভ কনসার্ট ফিল্ম। আমি তো শুধু ওই মানুষটাকে (অমর সিং চমকিলা) ভাল ভাবে চিনি। আমার মনে হয়, দিলজিৎ, ইমতিয়াজ স্যার এবং সঙ্গীতের কারণে মানুষের এই ছবিটা আরও বেশি করে দেখা উচিত। এটা খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে।”

আবার ঈশ্বকের কথায়, “এটা সকলের মাস্ট-ওয়াচ তালিকায় থাকা আবশ্যক। খুবই বিশেষ এই ছবিটি। এটা অনুপ্রেরণাদায়ক এবং এর মূল বিষয়টা অনেকটাই গভীর। আর বিশেষ বিষয়টি হল, এই ছবিতে রয়েছে ইমতিয়াজ আলির ছোঁয়া।”

এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “চমকিলা দুর্দান্ত ছবি। ইমতিয়াজ আলির দুর্ধর্ষ পরিচালনা, সেই সঙ্গে তাঁর গল্প বলার ধরনও অনবদ্য। আবার এক দিকে এআর রহমানের মন ভোলানো গান এবং অন্য দিকে দিলজিৎ দোসাঞ্জের দুর্ধর্ষ অভিনয়।”

তবে অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতার মুখে পড়তে হয়েছিল দিলজিৎকে। এ প্রসঙ্গে জানিয়েছিলেন খোদ অভিনেতাই। সংবাদমাধ্যমের কাছে দিলজিতের বক্তব্য, “বিষয়টা খুবই কঠিন ছিল। কারণ মানুষ চমকিলার গান শুনেছেন ছড়াগানের মতো করে। তাই অন্য কেউ যদি এই তাঁর গানগুলি গান, তাহলে বিষয়টা ১০১ শতাংশ খারাপ দেখায়। কিন্তু আমরা চেষ্টা করেছি। আর এআর রহমান স্যারের টিমও আমাদের প্রচুর সাহায্য করেছে।”