Tag Archives: India China

India China: চিন সীমান্তে ভারতীয় সেনার বড় ‘দাদাগিরি’, পালিয়ে যাওয়া ট্যাঙ্ককে নিশানা করে উড়িয়ে দিল ভারত

ভারত এবং চিন সম্পর্ক সবসময়েই নিজেদের একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করার খেলাতেই থাকে৷ তবে এবারে ভারত যা করল তা চিনকে ভয় পাওয়ানোর জন্য বড়সড় একটা পদক্ষেপ৷ ভারত বুঝিয়ে দিল যে কোনও পরিস্থিতিতে চিনা সেনাবাহিনীর মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় সেনা। Photo- Representative
ভারত এবং চিন সম্পর্ক সবসময়েই নিজেদের একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করার খেলাতেই থাকে৷ তবে এবারে ভারত যা করল তা চিনকে ভয় পাওয়ানোর জন্য বড়সড় একটা পদক্ষেপ৷ ভারত বুঝিয়ে দিল যে কোনও পরিস্থিতিতে চিনা সেনাবাহিনীর মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় সেনা। Photo- Representative
এরই প্রতীক হিসেবে বৃহস্পতিবার ভারতীয় সেনারা চিনা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করার জন্য উচ্চ উচ্চতায় বা হাইয়ার অলটিটিউডে মহড়া  করেছে। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী নিজেদের তেজ দেখাল৷
এরই প্রতীক হিসেবে বৃহস্পতিবার ভারতীয় সেনারা চিনা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করার জন্য উচ্চ উচ্চতায় বা হাইয়ার অলটিটিউডে মহড়া  করেছে। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী নিজেদের তেজ দেখাল৷
সেনাবাহিনী সিকিমের সুপার হাই অলটিটিউড  এলাকায় এই মহড়া চালায়, যেখানে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের অনুশীলন করা হয়েছিল। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস ১৭,০০০ ফুট উচ্চতায় পরিচালিত এই মহড়ার নাম  'ওয়ান মিসাইল, ওয়ান ট্যাঙ্ক'। ইস্টার্ন কমান্ডের যান্ত্রিক ও পদাতিক ইউনিটও এই মহড়ায় অংশ নেয়। মহড়ার উদ্দেশ্য ছিল একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল দিয়ে  ট্যাঙ্ক ধ্বংস করা।
সেনাবাহিনী সিকিমের সুপার হাই অলটিটিউড  এলাকায় এই মহড়া চালায়, যেখানে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের অনুশীলন করা হয়েছিল। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস ১৭,০০০ ফুট উচ্চতায় পরিচালিত এই মহড়ার নাম  ‘ওয়ান মিসাইল, ওয়ান ট্যাঙ্ক’। ইস্টার্ন কমান্ডের যান্ত্রিক ও পদাতিক ইউনিটও এই মহড়ায় অংশ নেয়। মহড়ার উদ্দেশ্য ছিল একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল দিয়ে  ট্যাঙ্ক ধ্বংস করা।
মহড়া হচ্ছিল পুরোপুরি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুকরণে৷ যেখানে চলমান এবং স্থির লক্ষ্যগুলিতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরাসরি গুলি চালানোও হচ্ছিল। আসলে এত  উচ্চ এলাকায় ভারত ও চিনের মধ্যে যদি যুদ্ধ হয়, তবে লাদাখের পর সিকিমের উচ্চতম এলাকাগুলিতে দুই দেশের ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান একে অপরের মুখোমুখি হবে।
মহড়া হচ্ছিল পুরোপুরি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুকরণে৷ যেখানে চলমান এবং স্থির লক্ষ্যগুলিতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরাসরি গুলি চালানোও হচ্ছিল। আসলে এত  উচ্চ এলাকায় ভারত ও চিনের মধ্যে যদি যুদ্ধ হয়, তবে লাদাখের পর সিকিমের উচ্চতম এলাকাগুলিতে দুই দেশের ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান একে অপরের মুখোমুখি হবে।
উত্তর সিকিমের তিব্বতের মালভূমিতে চিনের ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন রাখা আছে। এখান থেকে যদি আঘাত আসে তাহলে ভারতও প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত৷ এই এলাকায় ভারতীয় সেনাও ট্যাঙ্ক মোতায়েন করেছে।
উত্তর সিকিমের তিব্বতের মালভূমিতে চিনের ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন রাখা আছে। এখান থেকে যদি আঘাত আসে তাহলে ভারতও প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত৷ এই এলাকায় ভারতীয় সেনাও ট্যাঙ্ক মোতায়েন করেছে।
মহড়ার সময় সেনাবাহিনী সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করে এবং সে অনুযায়ী পাল্টা জবাব দেওয়া চলছিল। ভারতীয় সেনাবাহিনী সে সময়, একটি চলমান বস্তুকে লক্ষ্যবস্তু করেছিল৷ আসলে যুদ্ধের সময় প্রতিপক্ষের  ট্যাঙ্ক থাকবে যেগুলি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে৷  এছাড়াও  স্থির বস্তুর আক্রমণেও সফল হয় ভারতীয় সেনারা৷ ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে  এটি  সম্পূর্ণরূপে সফল হয়েছিল।
মহড়ার সময় সেনাবাহিনী সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করে এবং সে অনুযায়ী পাল্টা জবাব দেওয়া চলছিল। ভারতীয় সেনাবাহিনী সে সময়, একটি চলমান বস্তুকে লক্ষ্যবস্তু করেছিল৷ আসলে যুদ্ধের সময় প্রতিপক্ষের  ট্যাঙ্ক থাকবে যেগুলি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে৷  এছাড়াও  স্থির বস্তুর আক্রমণেও সফল হয় ভারতীয় সেনারা৷ ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে  এটি  সম্পূর্ণরূপে সফল হয়েছিল।

Narendra Modi in Bhutan: Indo-China সম্পর্ক তলানিতে, পথের কাঁটা চিনকে চাপে রাখতে ভুটানের সঙ্গে সম্পর্কের নয়া কেমিস্ট্রি তৈরিতে মোদি

ভুটান সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভুটান সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আবহাওয়া খারাপের জন‍্য তাঁর সফরের দিন বদল হয়
আবহাওয়া খারাপের জন‍্য তাঁর সফরের দিন বদল হয়
পড়শি দেশের সঙ্গে বিদেশনীতি ঠিক করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর
পড়শি দেশের সঙ্গে বিদেশনীতি ঠিক করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর
চিন-ভুটান সীমান্ত বোঝাপড়া মিটে গেলে তা ভারতের পক্ষে ক্ষতিকর,পরিস্থিতি সামাল দিতেও সফর প্রধানমন্ত্রীর
চিন-ভুটান সীমান্ত বোঝাপড়া মিটে গেলে তা ভারতের পক্ষে ক্ষতিকর,পরিস্থিতি সামাল দিতেও সফর প্রধানমন্ত্রীর
পারো এয়ারপোর্টে দেখা যায় কড়া নিরাপত্তাব্যবস্থা
পারো এয়ারপোর্টে দেখা যায় কড়া নিরাপত্তাব্যবস্থা