Tag Archives: Indian Of The Year 2023 Award

Shah Rukh Khan: ‘সমস্ত যুগেই আমি ভারতীয়’; CNN-News18-এর পুরস্কার বিতরণী মঞ্চে আবেগেপ্রবণ কিং খান

নয়াদিল্লিঃ শাহরুখ খান ভারতীয়। ভারতীয় ছিলেন আর ভারতীয়ই থাকবেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তামাম নাগরিকের হৃদয়ে হিল্লোল তোলা ভারতীয় নায়ক বুধবার সন্ধ্যায় আবেগঘন কণ্ঠে উচ্চারণ করলেন প্রায় এমনই কয়েকটি শব্দবন্ধ।

আসলে CNN-News18-এর তরফে গত ১০ জানুয়ারি বলিউড বাদশার হাতে তুলে দেওয়া হয় ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। ওই পুরস্কার বিতরণী মঞ্চে সব থেকে বড় অ্যাওয়ার্ডটি নিজের হাতে তুলে নেওয়ার পরই এমন ধারালো মন্তব্য করেন শাহরুখ।

আরও পড়ুনঃ ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’, পারিবারিক টানাপড়েন নিয়ে প্রথমবার মুখে খুললেন শাহরুখ খান

প্রায় ১০ মিনিটের দীর্ঘ বক্তৃতায় বেশ কয়েকটি বিষয়কে ছুঁয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে যেমন রয়েছে তাঁর গত কয়েক বছরের ফ্লপ ছবিগুলির কথা, তাঁর বিরতি, তাঁর পরিবারের সংগ্রাম এবং অবশ্যই ২০২৩ সালে তাঁর সাফল্যের কথাও। কিন্তু সেখানেই থামেননি কিং খান। এরপরেই তিনি একটি ‘দুঃসাহসী’ মন্তব্য করতে চান বলে জানান নিজে। তিনি তাঁর বক্তব্যে জানান, শুধুমাত্র ২০২৩ সালের জন্যই যে তিনি ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’, এমনটা মনে করেন না। তিনি সর্বদাই সেরা ভারতীয় ছিলেন এবং আগামী বছরগুলিতেও তাই থাকবেন।

তাঁর কথায়, ‘আমি কিছু দুঃসাহসী মন্তব্য করতে চাই, আমি আমার বক্তৃতা লিখে এনেছি কারণ এটা তিন থেকে চারবার পড়ে দেখেছি, যাতে এমন কিছু বলে না ফেলি যা খুব হাস্যকর শোনায় বা ভুল হয়ে যায়। শেষ পর্যন্ত এই ক’টা কথাকেই বেছে নিয়েছি। তবে আমি এখন এমন কিছু বলতে চাই, যা খুব, খুব দৃপ্ত বলে মনে হতে পারে।’

ঠিক এই সময় দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। তিনি বলেন, ‘আমি নিজেকে শুধু বর্ষসেরা ভারতীয় বলেই মনে করি না, আমি অতীতের সমস্ত বছরগুলিতে ভারতীয় ছিলাম এবং আমি আগামী বছরগুলিতেও ভারতীয়ই থাকব৷ আমি আসলে, সমস্ত প্রজন্মের কাছেই ভারতীয়।’

এরই পাশাপাশি শাহরুখ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা টেলিভিশনে দেখছেন, যাঁরা এই বছর আমার চলচ্চিত্র দেখতে এসেছেন, কেউ কেউ হয়তো অপছন্দ করেছেন, তবে তাঁরা এসেছেন। সকলকে নতমস্তকে ধন্যবাদ জানাই। আমাকে একজন তারকা হিসেবে গড়ে তোলার জন্যও ধন্যবাদ জানাই।’

CNN-News18-র ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ এমন একটি উদ্যোগ যা, ভারতীয় কীর্তিমানদের স্বীকৃতি দেয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং জাতির উপর গভীর প্রভাব ফেলার কারণেই এই স্বীকৃতি। এবার এটি ত্রয়োদশ বর্ষ উদযাপন করল। ২০০৬ সাল থেকে CNN-News18-এর ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ টেলিভিশনের বিশ্বের সবচেয়ে বড় পুরষ্কার হিসাবে স্বীকৃতি পাচ্ছে।

Shah Rukh Khan: ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’, পারিবারিক টানাপড়েন নিয়ে প্রথমবার মুখে খুললেন শাহরুখ খান

নয়াদিল্লি: তিনি কিং খান। তিনি বলিউডের বাদশা। কিন্তু মানসিক সংকটে ছিন্নভিন্ন হন তিনিও। পরিবারকে নিয়ে উদ্বেগ ঘিরে ধরে তাঁকেও। এ পথের শেষ কোথায়, বুঝে উঠতে পারেন না স্বয়ং শাহরুখ খানও। ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’-এর মঞ্চে বর্ষসেরার পুরস্কার হাতে সেই মানসিক এবং পারিবারিক টানাপড়েন নিয়ে প্রথমবার মুখ খুললেন বাদশা। বললেন, ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’।

গত চার-পাঁচ বছরে বদলে গিয়েছে গোটা পৃথিবী। করোনায় কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছেন। তার ওপর লকডাউন। সবকিছু বন্ধ। সে সব দিনের কথা উঠে আসে শাহরুখের কথায়, ‘গত চার-পাঁচ বছরে আমি এবং আমার পরিবার এক অসহ্য সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কোভিডের কারণে আপনাদের অনেকেরও একই অভিজ্ঞতা হয়েছে। আমার বেশিরভাগ সিনেমাই ফ্লপ করেছে। বিশ্লেষকরা বলতে শুরু করে, ‘আমি শেষ’। কিছু নির্বোধও একই কথা বলেছে। বিশ্লেষক আর নির্বোধ আসলে একই জিনিস’।

আরও পড়ুন: ‘AI -কে একটা থ্রেট মনে হয়…’ কণ্ঠস্বরের পেটেন্ট আনছেন অরিজিৎ? আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে একী বললেন গায়ক

এ দিন কিছুটা উদাসীনও ছিলেন শাহরুখ। পুরনো দিনের কথা বলার সময় যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই সময়টা, ‘ব্যক্তিগত জীবনেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি এ থেকে অনেক কিছু শিখেছি। শিখেছি, শান্ত থাকতে হয়, খুব শান্ত। শুধু পরিশ্রম করে যাও। আপনার যখন মনে হবে, সব ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছে, তখনই কোথাও থেকে আঘাত আসবে’।

আরও পড়ুন: এবার বিয়ের পিঁড়িতে রশ্মিকা-বিজয়! কবে সারছেন বাগদান? প্রকাশ্যে এল দিনক্ষণ

তবে তিনিও বাজিগর। হেরে গিয়েও কীভাবে জয় হাসিল করতে হয় শাহরুখ জানেন। নিজের বক্তব্যের মাধ্যমে দর্শকদের যেন সেই পাঠই দিলেন বাদশা। বললেন, ‘কঠিন সময়ে কখনও আশা হারাতে নেই। আপনি যা করছেন সেটাই করে যান। মনে করুন, এটা একটা বাজে প্লট। এটা একটা বাজে টুইস্ট। এক সময় কেটে যাবে। এটা গল্পের শেষ নয়’। এরপরই শোনান সেই বিখ্যাত সংলাপ, ‘লাইফ মে ফিল্মোঁ কি তরাহ, অন্ত মে, দুঃখ ঠিক হো জাতা হ্যায়। অউর আগর ঠিক না হো, তো অন্ত নেহি হ্যায়। পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’।

‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩’ পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। ধন্যবাদ জানান সিএনএন নিউজ ১৮-কে। বাদশা বলেন, ‘এরকম পুরস্কার আত্মবিশ্বাস বাড়ায়। মনে হয় আশা হারানো উচিত নয়। সৎ থাকা উচিত। চুপচাপ পরিশ্রম করে যাওয়ার সাহস যোগায় এই পুরস্কার’।

‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’-এ সম্মানিত শাহরুখ খান, বললেন, ‘শান্ত হয়ে পরিশ্রম করি’

নয়াদিল্লি: শাহরুখ খানের এক বছরে তিনটি ব্যাক-টু-ব্যাক হিট ছবি। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। তবুও তিনি শান্ত! পরিশ্রমের বদলে অন্য কিছু দিয়ে সাফল্য কেনা যায় না! এখনও তিনি এটাই মনে করেন!

CNN News18-এর ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হলেন শাহরুখ খান। তার পরও তিনি শান্তই থাকলেন। বললেন, শান্ত থেকেই পরিশ্রম করে যেতে হয়…।

আরও পড়ুন- দেশের জন্য জানপ্রাণ লড়িয়েছেন, তবু এই ক্রিকেটাররা অর্জুন পুরস্কার পাননি কখনও

নিজেকে বারবার প্রমাণ করেছেন। বারবার বুঝিয়ে দিয়েছেন, তিনিই বলিউডের কিং। এমন সুপারস্টারের তিনটি ছবিই বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করেছে এবং ভেঙেছে।

এদিন নিজের দীর্ঘ বক্তব্যে তিনি অতীতের কথা বলেছেন। একইসঙ্গে অনুপ্রেরণামূলক কথাও বলেছেন। ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’-এর সময় শাহরুখ খান বললেন, সব সময় সবার শান্ত থাকা উচিত। শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত।

তিনি আরও বলেন, ‘আমি এমন একজন ব্যক্তি যে প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমি বিশ্বাস করি, ভালর ফল সবসময়ই ভাল হয়। আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কয়েক বছর আগে আমার কিছু ছবি ফ্লপ হয়েছে। কেউ কেউ বলল আমার সময় শেষ। কিছু খারাপ এবং বিরক্তিকর ঘটনাও ঘটেছে। সেগুলো আমাকে নীরব থাকতে শিখিয়েছে। সম্মানের সাথে কাজ চালিয়ে যাচ্ছি এখনও।

শাহরুখ খানের ২০২৩ সালের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’ ২০ দিনে বিরাট আয় করেছে। SACNILC-এর রিপোর্ট অনুসারে, ছবিটি এখনও পর্যন্ত ঘরোয়া বক্স অফিস থেকে ২১৯.২৭ কোটি টাকা আয় করতে সফল হয়েছে। বিশ্ব বক্স অফিসে ৫০০ কোটি টাকা আয়ের দিকে এগোচ্ছে ছবিটি।

আরও পড়ুন- ‘ওটাই আমার শেষ টুর্নামেন্ট…!’ সুনীল ছেত্রী খেলা ছাড়ছেন? ভারতীয় ফুটবলে হইচই

নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় অ্যাওয়ার্ড শো শুরু হয়। শাহরুখ খান, মণি রত্নম, জাভেদ আখতার ছাড়াও নীরজ চোপড়া, অঞ্জু ববি জর্জ-সহ অনেক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Indian Of The Year 2023 Award: ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩ পুরস্কার পেলেন চিত্র পরিচালক মণি রত্নম! জানুন

নয়া দিল্লি:  সিএনএন নিউজ১৮ ইন্ডিয়ান ইয়ার ২০২৩ পুরস্কার পেলেন চিত্র পরিচালক মণি রত্নম! তারকাখচিত অনুষ্ঠানে প্রবীণ চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার প্রশংসিত চলচ্চিত্র নির্মাতাকে পুরস্কার প্রদান করেন! আখতার ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারপতি ইন্দু মালহোত্রা, প্রাক্তন ভারতীয় অ্যাথলেট এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারপারসন সঞ্জীব গোয়েঙ্কার সাথে জুরির অংশ ছিলেন। এবং পরিবেশ কর্মী ও আইনজীবী আফরোজ শাহ।

২০২৩ সালের বিনোদনের সেরা পুরস্কার তুলে দেওয়া হয় মণি রত্নমকে। ২০২৩ সাল বিশেষ ছিল! এ বছর মুক্তি পেয়েছে বিগ বাজেটের ছবি ‘পন্নিয়িন সেলভান ২’! এবং এটি একটি সুপারহিট ছবি! এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রাভি, তৃষা, প্রভু, ঐশ্বর্য লক্মী সহ বহু অভিনেতারা! এছাড়াও এবছরেই মণি রত্নম তাঁর দ্বিতীয় কাজ কমল হাসানের সঙ্গে শুরু করেছেন, যার নাম ‘ঠগ লাইফ’!

আরও পড়ুন: স্বামীকে বশে রাখতে চান? প্রেম টেকাতে চান? গাঁদা ফুল দিয়ে সন্ধে বেলায় করুন এই কাজ

এবছর এই পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন, দীপিকা পাড়ুকোন, মনোজ বাজপেয়ী, এবং সানি দেওল! গত বছর এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন! এই নিয়ে ১৩তম বার অনুষ্ঠিত হচ্ছে! ভারতের শিক্ষা থেকে সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যারা প্রভাব রেখেছেন নিজেদের কাজ দিয়ে তাদের সকলকেই এই অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হয়! ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে, CNN-News18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার দৃঢ়ভাবে নিজেকে নিউজ টেলিভিশনের বিশ্বের সবচেয়ে বড় পুরষ্কার হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যা এর অপ্রতিরোধ্য বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত!

আরও পড়ুন:  এই জিনিস দিয়ে দাঁত মাজলেই বদলে যাবে যৌন জীবন! জানুন চিকিৎসকের মত! পুরুষরা সাবধান

বছরের পর বছর ধরে, ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপকদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া, ক্রিকেট তারকা বিরাট কোহলি, ভারতীয় মহিলা ক্রিকেট দল, এনজিও স্টপ অ্যাসিড অ্যাটাকস, দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, সঙ্গীত কিংবদন্তির মতো ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন। এ আর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো), নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, তারকা বক্সার এমসি মেরি কম, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেকে!