Tag Archives: Isha Ambani

Reliance Foundation: ‘মহিলারা নেতৃত্ব দিলে অসম্ভবও সম্ভব হয়’, ‘ওম্যান লিডারস ইন্ডিয়া ফেলোশিপ’ প্রোগ্রামের উদ্বোধনে বললেন ইশা আম্বানি

‘ওম্যান লিডারস ইন্ডিয়া ফেলোশিপ’ প্রোগ্রামে ৫০ জন মহিলার নাম ঘোষণা করল রিলায়েন্স ফাউন্ডেশন এবং ভাইটাল ভয়েসেস। সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এঁরা। রিলায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর ইশা আম্বানি বলেন, “মহিলারা যখন নেতৃত্ব দেন, অসম্ভবও সম্ভব হয়।’’

পরিবর্তনটা নজরে এসেছিল ২০২৩ সালের জি২০ প্রেসিডেন্সির সময়েই। নারী ক্ষমতায়ন নয়, নারীর নেতৃত্বে উন্নয়ন – এটাই ছিল মূল ফোকাস। ‘লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন’-এর লক্ষ্যে ক্রমাগত কাজ চলছে। জি২০-এর ঘোষণাপত্রেও বড় জায়গা জুড়ে ছিল এই প্রতিশ্রুতি।

এই দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে কাজ করবে ‘ওম্যান লিডারস ইন্ডিয়া ফেলোশিপ’ প্রোগ্রাম। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে তুলে আনা হবে প্রতিভাবান মহিলাদের। তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে ঘষে মেজে আরও ধারালো করে তোলা হবে।

১৩ সেপ্টেম্বর, শুক্রবার মুম্বইয়ে শুরু হয়েছে ‘ওম্যান লিডারস ইন্ডিয়া ফেলোশিপ’ সম্মেলন। দু’দিনের সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা হবে মহিলাদের। তাঁদের কাছ থেকে হাতেকলমে শিখবেন তাঁরা। অর্জন করবেন অনন্য অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে রিলায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর ইশা আম্বানি বলেন, “মহিলারা যখন নেতৃত্ব দেন, অসম্ভবও সম্ভব হয়। ইতিবাচক পরিবর্তন প্রত্যক্ষ করে সমাজ। নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গীর জন্ম হয়। ‘ওম্যান লিডারস ইন্ডিয়া ফেলোশিপ ২০২৪-২৫’-এ নির্বাচিত ৫০ জন ফেলোকে অভিনন্দন।’’

সঙ্গে ইশা আম্বানি আরও যোগ করেন, “মহিলাদের জন্য এক অনন্য নেটওয়ার্ক, আনন্দ ও শিক্ষার পরিবেশ তৈরি করাই ফেলোশিপের উদ্দেশ্য। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। সমাজসেবার ক্ষেত্রে এই প্রোগ্রামের অংশ হতে পেরে আমরা গর্বিত।’’

সামাজিক কর্মকাণ্ডে মহিলাদের আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান ভাইটাল ভয়েসেস গ্লোবাল পার্টনারশিপের প্রেসিডেন্ট এবং সিইও অ্যালিস নেলসন। তিনি বলেন, “ভারতে পরবর্তী প্রজন্মের নারী নেতৃত্ব তুলে আনার কাজে রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। যাঁরা সত্যিই সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন। সমষ্টিগত নেটওয়ার্ক ও সম্পদকে কাজে লাগিয়ে আরও বেশি করে মহিলাদের তুলে আনার কাজ করবে এই প্রোগ্রাম।’’

আরও পড়ুনঃ India vs Bangladesh: টিম ইন্ডিয়ার ওপেনিংয়ে হবে বদল? বাংলাদেশের বিরুদ্ধে কারা করবে ইনিংস শুরু

ইতিমধ্যেই জলবায়ু সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ‘ওম্যান লিডারস ইন্ডিয়া ফেলোশিপ’ প্রোগ্রাম। মিলেছে স্বীকৃতিও। ভবিষ্যত প্রজন্মের ক্ষমতায়ন থেকে শুরু করে স্থায়ই অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা।

RIL AGM 2024: আগামী ৩-৪ বছরে খুচরো ব্যবসা দ্বিগুণ করার লক্ষ্য, রিলায়েন্সের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং-এ জানালেন ইশা আম্বানি

শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতের বৃহত্তম সমষ্টি কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার।

আরও পড়ুনঃ বার্ষিক রাজস্বে নজির, সাফল্যের খতিয়ানে দেশে প্রথম Reliance Industries Limited

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির এই উদ্বোধনী ভাষণের পরে অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির অধীনস্থ প্রতিনিধিদের বক্তৃতা এবং উপস্থাপনা অনুষ্ঠিত হতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ইশা আম্বানি রিটেল ব্যবসার উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের বৃদ্ধির জন্য এটি যে লক্ষ্য নির্ধারণ করেছে সে সম্পর্কে কথা বলেছেন৷ তিনি বলেন, ‘আমরা যে মজবুত ভিত্তি তৈরি করেছি, আমি নিশ্চিত যে আমরা আগামী ৩ থেকে ৪ বছরে আমাদের খুচরো ব্যবসাকে দ্বিগুণ করতে পারব।’

ইশা আম্বানি খুচরো ব্যবসার প্রতিটি অংশের একটি ওভারভিউ দিয়েছেন এবং কীভাবে এটি দ্রুত বৃদ্ধির জন্য লক্ষ্য নেওয়া হয়েছে, তাও জানিয়েছেন। জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে তাঁর বিবৃতি-

• “মুদিখানায়, আমরা কেবল বৃহত্তমই নই, সবচেয়ে দ্রুত বর্ধনশীল খুচরো বিক্রেতাদের মধ্যেও একজন, বাকি আধুনিক বাণিজ্য সংস্থার তুলনায় ২.৫ গুণ হারে প্রসারিত।
• “মেট্রো ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি অধিগ্রহণের মাধ্যমে, আমরা আমাদের কিরানা এবং HoReCa অংশীদারদের জন্য একটি বিস্তৃত ভাণ্ডার অফার করে আমাদের ওমনি-চ্যানেল ক্ষমতাগুলিকে শক্তিশালী করেছি৷ ২০০টি শহরে ২২০টিরও বেশি মেট্রো স্টোরের দ্বারা সমর্থিত আমাদের নতুন বাণিজ্যিক উদ্যোগে ৪ মিলিয়নেরও বেশি রেজিস্টার্ড কিরানা অংশীদার পেয়ে আমরা আনন্দিত।
• “আমাদের কনজিউমার ব্র্যান্ড ব্যবসায় আমরা ভারত জুড়ে আরও বেশি বিক্রি চালানোর জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের পণ্য তৈরি করার দিকে মনোনিবেশ করি।
• “ফ্যাশন এবং লাইফস্টাইলে, আমাদের উল্লম্বভাবে সমন্বিত ক্রিয়াকলাপ ডিজাইনিং এবং ফ্যাব্রিক সোর্সিং থেকে লজিস্টিকস এবং ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমাদের ট্রেন্ড সেট করতে এবং সারা দেশে আমাদের গ্রাহকদের বৈচিত্র্যময় ফ্যাশন চাহিদা মেটাতে দেয়।
• কনজিউমার ইলেকট্রনিকসের দিকে ঝুঁকতে আমরা বাজারের শীর্ষস্থানীয়, ব্যক্তিগতকৃত গ্রাহক অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং উপযোগী সমাধান প্রদানের দ্বারা চালিত হয়েছি।
• “সৌন্দর্য ক্ষেত্রে আমরা টিরা, সেফোরা, কিকো মিলানো এবং ব্লাশলেসের মতো একাধিক ফর্ম্যাট জুড়ে একটি ওমনি-চ্যানেল কৌশলের মাধ্যমে আমাদের উপস্থিতি তৈরি করেছি।

Anant Ambani-Radhika Merchant Wedding: ইশা আম্বানির কন্যার সঙ্গে খুনসুটি হবু মা দীপিকার; অনন্ত-রাধিকার বিবাহের অনুষ্ঠানে ধরা পড়ল এক বিরল মুহূর্ত

মুম্বইঃ খুব শীঘ্রই কোল আলো করে সন্তান আসতে চলেছে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। আর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে দীপিকার মাতৃত্বের স্নেহপ্রবণ দিকটার ঝলক মিলল। আসলে ইশা আম্বানির কন্যা আদ্যার সঙ্গে খুনসুটি এবং খেলায় মত্ত থাকতে দেখা গেল হবু মা-কে। দীপিকার সঙ্গে ছোট্ট আদ্যার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁদের সঙ্গে অবশ্য দেখা যাচ্ছে রণবীর সিংকেও।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটিতে দেখা গিয়েছে যে, ইশার কোলে রয়েছে ছোট্ট আদ্যা। আর একরত্তির সঙ্গে মিষ্টি খুনসুটিতে মেতেছিলেন দীপিকা। তাঁর মুখে তখন চওড়া হাসি। ইশার কন্যার সঙ্গে কথাও বলছিলেন অভিনেত্রী। শুধু হবু মা দীপিকাই নন, হবু বাবা রণবীরকেও আদ্যার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

নিজের মা এবং স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা। যদিও রণবীরকে বরযাত্রীদের সঙ্গে দেখা গিয়েছে। দুর্দান্ত নাচ-গানে একেবারে মঞ্চে যেন আগুন ধরিয়ে দিয়েছেন তিনি! তবে এর কিছু সময় পরে হেঁটে আসতে দেখা যায় দীপিকাকে। ওই অনুষ্ঠানে তিনি রজনীকান্তের সঙ্গে দেখা করেন এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কথা বলেন।

এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে সমস্ত ট্রোলের জবাব দিয়েছেন। রানিয়া ইয়েহিয়া নামে মিশরের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপিকার ছবি ভাগ করে নিয়েছেন। সমস্ত ট্রোল নাকচ করে দিয়ে রানিয়া জানান যে, দীপিকা বর্তমানে অ্যাডভান্সড স্টেজ প্রেগন্যান্সিতে রয়েছেন। ফলে ঠিক মতো হাঁটতেই পারছেন না।

রানিয়া লিখেছেন, “দীপিকা অন্তঃসত্ত্বা মহিলা। ঠিক মতো দাঁড়াতে পারছেন না তিনি। এমনকী বসে থাকাকালীন শ্বাস পর্যন্ত ঠিক করে নিতে পারছেন না। যথেষ্ট অবিচার!” চলতি বছর মার্চ মাসে সন্তান আগমনের খবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা-রণবীর। এটাও জানিয়েছিলেন যে, সেপ্টেম্বরেই তাঁদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান।

এমনিতে দীপিকা বড় দু’টি ছবিতে কাজ করছেন। এর মধ্যে অন্যতম হল নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’। আর রোহিত শেঠির ‘সিংহম এগেইন’। ‘কল্কি ২৮৯৮’ এডি বক্স অফিসে দুর্ধর্ষ ফল করেছে। অন্য দিকে চলতি বছর পরের দিকে মুক্তি পাবে ‘সিংহম এগেইন’।