Tag Archives: Reliance Industries Limited

RIL AGM 2024: আর যেতে হবে না সিনেমাহলে, বাড়িতেই বিনোদনের বিপুল মজা; খুব শীঘ্রই আসছে JioTV OS, JioHome এবং JioTV+

গ্রাহকদের জন্য দারুণ সুখবর। টেলিকম ব্র্যান্ডের বাইরেও এবার ডালপালা মেলছে Reliance Jio। ফলে ঘরে বসেই এবার বিনোদনের সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৯ অগাস্ট অনুষ্ঠিত হয় অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে রিলায়েন্স ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি একগুচ্ছ নতুন পণ্যের কথা ঘোষণা করেছেন। দেশের মধ্যে বিনোদনের ক্ষেত্রে আসবে আমূল পরিবর্তন। আকাশ আম্বানি JioTV OS, JioHome এবং JioTV+ এর কথা ঘোষণা করেছেন। যা হোম এন্টারটেনমেন্টকে নয়া উচ্চতায় নিয়ে যাবে। জেনে নেওয়া যাক, রিলায়েন্স জিও এজিএম-এ কী কী ঘোষণা করেছেন আকাশ আম্বানি।

আরও পড়ুনঃ শেয়ার দর লাফিয়ে বাড়ল ২.৬%, আগামী সপ্তাহে বোনাস ইস্যু করার সিদ্ধান্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের

JioTV OS:
খুব শীঘ্রই JioTV OS চালু করতে চলেছে জিও। জিও সেট-টপ বক্স (STB)-এর জন্য একচেটিয়া ভাবে ডিজাইন করা একটি সম্পূর্ণ হোম-গ্রোন অপারেটিং সিস্টেম এটি। ব্যবহারকারীদের জন্য একটি দ্রুত, মসৃণ এবং আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদানের জন্য এই নতুন OS কীভাবে তৈরি করা হয়েছে, সেটাও তুলে ধরেন আকাশ আম্বানি। Ultra HD 4K video, Dolby Vision এবং Dolby Atmos-এর মতো হাই-এন্ড ফিচারও সাপোর্ট করবে এটি। ফলে নিজের ঘরে বসেই সিনেমা হলের মতো অনুভূতি পাওয়া যাবে। এই OS জনপ্রিয় Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইন্টিগ্রেটেড। যা এখন উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি দ্বারা চালিত।

JioHome:
JioHome-এর কারণে ভারতীয় বাড়িগুলি আরও স্মার্ট হয়ে উঠবে। যা নয়া IoT সলিউশনসের সঙ্গে সংযুক্ত। আকাশের ঘোষণা, IoT হল স্মার্ট হোমের ভবিষ্যৎ। যা আলো, এয়ার কন্ডিশনার এবং সিকিউরিটি সিস্টেমের মতো ডিভাইসের নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশনের অনুমতি দেয়। ঘরে প্রবেশ করামাত্রই স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাচ্ছে এয়ার কন্ডিশনার অথবা মুভি শুরু হতে না হতেই স্বয়ংক্রিয় ভাবে আলো নিভে যাচ্ছে, এমনটা এখন শুধু ভাবনাতেই সীমাবদ্ধ। তবে তা সম্ভব করবে JioHome IoT সলিউশনস। এটা সম্পূর্ণ রূপে সংযুক্ত থাকবে JioTV OS-এর সঙ্গে।

আরও পড়ুনঃ প্রতি ৩০ দিনে দশ লক্ষ ঘরে পৌঁছনোই এখন লক্ষ্য; আর আত্মবিশ্বাসের সঙ্গে রেকর্ড গতিতে ১০ কোটিতে পৌঁছবে JioAirFiber, বললেন মুকেশ আম্বানি

JioTV+
ব্যবহারকারীরা কীভাবে ডিজিটাল বিনোদন গ্রহণ করছেন, তাতে পরিবর্তন আনবে JioTV+। এর মধ্যে সম্মিলিত থাকবে লাইভ টিভি, অন-ডিমান্ড শো এবং সহজে ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম। ৮৬০টি লাইভ টিভি চ্যানেল এবং Amazon Prime Video and Disney+ Hotstar আর JioTV+ র মতো ওটিটি অ্যাপের কন্টেন্ট দেখার সুযোগ তো মিলবেই। তার সঙ্গে JioTV+ মিলবে বিনোদনের সুবিশাল লাইব্রেরি।

RIL AGM 2024: শেয়ার দর লাফিয়ে বাড়ল ২.৬%, আগামী সপ্তাহে বোনাস ইস্যু করার সিদ্ধান্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের

শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। বৃহস্পতিবার দুপুরে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতের বৃহত্তম সমষ্টি কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার। তাঁদের জন্য যে সুখবর অপেক্ষা করে রয়েছে, তা বিনা দ্বিধায় বলাই যায়।

আসলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং চলার সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে সংস্থার শেয়ার দর লাফিয়ে বৃদ্ধি পেয়েছে ২.৬%। ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা ঘোষণা করেছে যে তার বোর্ড ৫ সেপ্টেম্বর একটি ১:১ বোনাস শেয়ার ইস্যু করার কথা বিবেচনা করছে।

আরও পড়ুনঃ প্রতি ৩০ দিনে দশ লক্ষ ঘরে পৌঁছনোই এখন লক্ষ্য; আর আত্মবিশ্বাসের সঙ্গে রেকর্ড গতিতে ১০ কোটিতে পৌঁছবে JioAirFiber, বললেন মুকেশ আম্বানি

এই সিদ্ধান্ত অনুমোদিত হলে এটি হবে সাত বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম বোনাস ইস্যু। এই বোনাস ইস্যুর মাধ্যমে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন সংস্থার লক্ষ্য হল তার শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা এবং ব্যবসা সম্প্রসারণের জন্য শেয়ারহোল্ডারদের পুরস্কৃত করা। এই পদক্ষেপটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের তারল্য বাড়াবে বলেও আশা করা হচ্ছে, এগুলিকে বিনিয়োগকারীদের বিস্তৃত পরিসরের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলবে তো বটেই৷

৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং-এ সংস্থা চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, “যখন রিলায়েন্স বৃদ্ধি পায়, তখন আমরা আমাদের শেয়ারহোল্ডারদের সুন্দরভাবে পুরস্কৃত করি, এই চক্রের মাধ্যমে রিলায়েন্স দ্রুত বৃদ্ধি পায় এবং আরও বাজার মূল্য তৈরি করে।”

দুপুর ২টোয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে NSE-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ২.৬ শতাংশ বেশি ৩,০৬৬.০৫ টাকায় লেনদেন করছে। স্টকটি এই বছর এখনও পর্যন্ত প্রায় ১৮ শতাংশ বেড়েছে, এই সময়ের মধ্যে নিফটির ১৫ শতাংশ রিটার্নকে হারিয়েছে। গত ১২ মাসে কাউন্টার ২৬ শতাংশ বেড়েছে।

আরও পড়ুনঃ দেশের তরুণ সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানকেই দেওয়া হবে অগ্রাধিকার, ১.৭ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে রিলায়েন্স; এজিএম-এ জানালেন মুকেশ আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোনাস ইস্যুর প্রেক্ষাপট

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের বোনাস ইস্যু দিয়ে পুরস্কৃত করার ইতিহাস রয়েছে। সবচেয়ে সাম্প্রতিক বোনাসটি ২১ জুলাই, ২০১৭ সালে ১:১ বোনাস অনুপাত সহ ঘোষণা করা হয়েছিল, যার অর্থ শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের জন্য একটি অতিরিক্ত শেয়ার পেয়েছেন।

এর আগে, ৭ অক্টোবর, ২০০৯ সালে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরও একটি ১:১ বোনাস ঘোষণা করেছিল। এটি ১৩ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে অনুরূপ বোনাস ইস্যু করেছিল, অর্থাৎ সংস্থা ১:১ বোনাস অফার করেছিল।

আরও পিছিয়ে গেলে আমরা দেখতে পাব যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৮ অক্টোবর, ১৯৮৩ সালে ৩:৫ অনুপাত সহ একটি বোনাস ইস্যু করে, এখানে শেয়ারহোল্ডারদের প্রতি পাঁচটি শেয়ারের জন্য তিনটি অতিরিক্ত শেয়ার দেওয়া হয়েছিল।

RIL AGM 2024: প্রতি ৩০ দিনে দশ লক্ষ ঘরে পৌঁছনোই এখন লক্ষ্য; আর আত্মবিশ্বাসের সঙ্গে রেকর্ড গতিতে ১০ কোটিতে পৌঁছবে JioAirFiber, বললেন মুকেশ আম্বানি

শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতের বৃহত্তম শিল্পসংস্থা কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার।

এদিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি দেশ জুড়ে JioAirFiber-এর দ্রুত গ্রহণের বিশদ বিবরণ দিয়েছেন। জিও-র 5G-ভিত্তিক হোম ব্রডব্যান্ড পরিষেবা JioAirFiber চালু হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে। আর প্রায় ছয় মাসের মধ্যেই JioAirFiber পেয়ে গিয়েছে  প্রথম দশ লক্ষ এয়ার ফাইবার গ্রাহক। এই মাইলফলক সত্যিই অসাধারণ এবং এক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যেই তা দ্রুততমও বটে!

আরও পড়ুনঃ আগামী ৩-৪ বছরে খুচরো ব্যবসা দ্বিগুণ করার লক্ষ্য, রিলায়েন্সের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং-এ জানালেন ইশা আম্বানি

এই প্রসঙ্গে মুকেশ আম্বানি বলেন যে, “কিন্তু সেটা তো শুধুমাত্র সূচনা ছিল। আমাদের গভীর-প্রযুক্তিগত ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং ক্রমাগত প্রতিটি প্রক্রিয়াকে দক্ষ এবং কার্যকর ভাবে পরিচালনা করে, আমরা মাত্র ১০০ দিনের মধ্যেই পরবর্তী ১০ লক্ষ এয়ার ফাইবার গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছি।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, “এখন আমরা নিজেদেরকেই চ্যালেঞ্জ করছি। যাতে আমরা প্রতি ৩০ দিনে দশ লক্ষ করে ঘর এই তালিকায় যোগ করতে পারি। আর এই গতিতে এগোতে পেরে আমরা এতটাই আত্মবিশ্বাসী যে, রেকর্ড গতিতে আমরা আমাদের ১০ কোটি ঘরে পৌঁছনোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।”

আরও পড়ুনঃ বার্ষিক রাজস্বে নজির, সাফল্যের খতিয়ানে দেশে প্রথম Reliance Industries Limited

আপাতত ২ কোটি ছোট এবং মাঝারি ব্যবসা, ১৫ লক্ষ স্কুল-কলেজ, ৭০ হাজারেরও বেশি হাসপাতাল এবং ১২ মিলিয়ন চিকিৎসকের ভরসা রয়েছে জিও-র উপরে। এই প্রসঙ্গে মুকেশ আম্বানির বক্তব্য, “এই প্রতিষ্ঠানগুলি আমাদের দেশের মেরুদণ্ড। আর সেগুলিকে সংযুক্ত করে ভারতকে আরও শক্তিশালী এবং প্রাণবন্ত ভাবে গড়ে তুলতে পারব আমরা।”

RIL AGM 2024: দেশের তরুণ সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানকেই দেওয়া হবে অগ্রাধিকার, ১.৭ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে রিলায়েন্স; এজিএম-এ জানালেন মুকেশ আম্বানি

মুম্বই: বৃহস্পতিবার হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ভারতের অন্যতম বৃহত্তম শিল্পসংস্থা কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন সংস্থার প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার।

রিলায়েন্সে চাকরি ছাঁটাই সংক্রান্ত বিভ্রান্তিকর খবর নাকচ করে দিয়ে চেয়ারম্যান মুকেশ আম্বানি এজিএম-এ স্পষ্ট করে দিলেন যে, রিলায়েন্স আসলে ২৩-২৪ অর্থবর্ষে কয়েক লক্ষ চাকরির সংস্থান তৈরি করেছে। তাঁর ব্যাখ্যা, যাঁরা ভিন্ন এনগেজমেন্ট মডেল বেছে নিয়েছেন, তাঁদের রিক্লাসিফিকেশনের কারণেই কর্মচারীদের সংখ্যায় আপাত পতন দেখা গিয়েছে।

আরও পড়ুন– টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী, জিজ্ঞাসাবাদেই ফাঁস হল আসল রহস্য, মাথায় হাত কাস্টমস অফিসারদের

মুকেশ আম্বানির কথায়, “গত বছরেই আমরা ১.৭ লক্ষেরও বেশি নতুন চাকরির সংস্থান তৈরি করেছি। আর আমরা যদি কর্মসংস্থানের ট্র্যাডিশনাল এবং নতুন এনগেজমেন্ট মডেলকে এক জায়গায় করি, তাহলে আজ আমাদের মোট কর্মী সংখ্যা দাঁড়াবে প্রায় ৬.৫ লক্ষের কাছাকাছি।” তাঁর সংস্থার কর্মীদের একটা অংশ নতুন এনগেজমেন্ট মডেল বেছে নিয়েছেন।

সেই বিষয়ে ব্যাখ্যা করে মুকেশ আম্বানি বলেন যে, “সারা বিশ্বেই কর্মসংস্থান তৈরির ধরন বদলে যাচ্ছে। আর প্রাথমিক ভাবে সেটা হচ্ছে প্রযুক্তি উদ্ভাবন এবং নমনীয় ব্যবয়াসিক মডেলের কারণে। সেই কারণেই ট্র্যাডিশনাল ডিরেক্ট এমপ্লয়মেন্ট মডেলে আটকে না থেকে রিলায়েন্স নতুন ইনসেন্টিভ-ভিত্তিক এনগেজমেন্ট মডেলকেও স্বাগত জানাচ্ছে। আর এই পন্থা কর্মীদের আরও ভাল উপার্জন করতে সহায়তা করছে এবং তাঁদের মধ্যে উদ্যোগের মনোভাবও জাগিয়ে তুলছে। এই কারণেই ডিরেক্ট এমপ্লয়মেন্ট বা প্রত্যক্ষ কর্মসংস্থানের সংখ্যা বার্ষিক পরিসংখ্যানে সামান্য হ্রাস পেতে দেখা গিয়েছে। যদিও রিলায়েন্স দ্বারা তৈরি মোট কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি পেয়েছে।”

আরও পড়ুন– Jio নিয়ে আসছে নতুন অফার, ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ সুবিধা

আসলে শুধুমাত্র ভাল উপার্জনের জন্য যাঁরা উদ্যোগের পথ বেছে নিয়েছেন, তাঁদের রিক্লাসিফিকেশনের কারণেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেডকাউন্ট কমে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বেশ কয়েকটি এক্সটার্নাল এজেন্সি রিলায়েন্সকে ভারতের সেরা নিয়োগকারী হিসাবে তকমা দিয়েছে। ফলে ভারতের বৃহত্তম নিয়োগকারীর মধ্যে স্থান ধরে রেখেছে রিলায়েন্স।

মুকেশ আম্বানির বক্তব্য, “এখনও পর্যন্ত রিলায়েন্সের সমস্ত রেকর্ড অর্জনের মধ্যে এটি সর্বদা আমার হৃদয়ে একটি বিশেষ স্থানেই থাকবে। কারণ ভারতের প্রতিভাবান তরুণ সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের শীর্ষ জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।”

এদিকে এমপ্লয়ি বেনিফিটসের উপর রিলায়েন্সের খরচ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ফলে অর্থবর্ষ ১৯-এ সেটা ১২,৪৮৮ কোটি টাকা থেকে বেড়ে অর্থবর্ষ ২৪-এ তা ২৫,৬৭৯ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। মধ্যবর্তী কোভিড কাল থাকা সত্ত্বেও সংস্থার বার্ষিক প্রতিবেদনে মোট মূল্যের এই হিসাবই দেখা গিয়েছে।

RIL AGM 2024: আগামী ৩-৪ বছরে খুচরো ব্যবসা দ্বিগুণ করার লক্ষ্য, রিলায়েন্সের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং-এ জানালেন ইশা আম্বানি

শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতের বৃহত্তম সমষ্টি কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার।

আরও পড়ুনঃ বার্ষিক রাজস্বে নজির, সাফল্যের খতিয়ানে দেশে প্রথম Reliance Industries Limited

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির এই উদ্বোধনী ভাষণের পরে অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির অধীনস্থ প্রতিনিধিদের বক্তৃতা এবং উপস্থাপনা অনুষ্ঠিত হতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ইশা আম্বানি রিটেল ব্যবসার উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের বৃদ্ধির জন্য এটি যে লক্ষ্য নির্ধারণ করেছে সে সম্পর্কে কথা বলেছেন৷ তিনি বলেন, ‘আমরা যে মজবুত ভিত্তি তৈরি করেছি, আমি নিশ্চিত যে আমরা আগামী ৩ থেকে ৪ বছরে আমাদের খুচরো ব্যবসাকে দ্বিগুণ করতে পারব।’

ইশা আম্বানি খুচরো ব্যবসার প্রতিটি অংশের একটি ওভারভিউ দিয়েছেন এবং কীভাবে এটি দ্রুত বৃদ্ধির জন্য লক্ষ্য নেওয়া হয়েছে, তাও জানিয়েছেন। জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে তাঁর বিবৃতি-

• “মুদিখানায়, আমরা কেবল বৃহত্তমই নই, সবচেয়ে দ্রুত বর্ধনশীল খুচরো বিক্রেতাদের মধ্যেও একজন, বাকি আধুনিক বাণিজ্য সংস্থার তুলনায় ২.৫ গুণ হারে প্রসারিত।
• “মেট্রো ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি অধিগ্রহণের মাধ্যমে, আমরা আমাদের কিরানা এবং HoReCa অংশীদারদের জন্য একটি বিস্তৃত ভাণ্ডার অফার করে আমাদের ওমনি-চ্যানেল ক্ষমতাগুলিকে শক্তিশালী করেছি৷ ২০০টি শহরে ২২০টিরও বেশি মেট্রো স্টোরের দ্বারা সমর্থিত আমাদের নতুন বাণিজ্যিক উদ্যোগে ৪ মিলিয়নেরও বেশি রেজিস্টার্ড কিরানা অংশীদার পেয়ে আমরা আনন্দিত।
• “আমাদের কনজিউমার ব্র্যান্ড ব্যবসায় আমরা ভারত জুড়ে আরও বেশি বিক্রি চালানোর জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের পণ্য তৈরি করার দিকে মনোনিবেশ করি।
• “ফ্যাশন এবং লাইফস্টাইলে, আমাদের উল্লম্বভাবে সমন্বিত ক্রিয়াকলাপ ডিজাইনিং এবং ফ্যাব্রিক সোর্সিং থেকে লজিস্টিকস এবং ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমাদের ট্রেন্ড সেট করতে এবং সারা দেশে আমাদের গ্রাহকদের বৈচিত্র্যময় ফ্যাশন চাহিদা মেটাতে দেয়।
• কনজিউমার ইলেকট্রনিকসের দিকে ঝুঁকতে আমরা বাজারের শীর্ষস্থানীয়, ব্যক্তিগতকৃত গ্রাহক অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং উপযোগী সমাধান প্রদানের দ্বারা চালিত হয়েছি।
• “সৌন্দর্য ক্ষেত্রে আমরা টিরা, সেফোরা, কিকো মিলানো এবং ব্লাশলেসের মতো একাধিক ফর্ম্যাট জুড়ে একটি ওমনি-চ্যানেল কৌশলের মাধ্যমে আমাদের উপস্থিতি তৈরি করেছি।

RIL Q4 Results: তেল এবং গ্যাস সেগমেন্টে ব্যাপক বৃদ্ধি, একধাক্কায় ৪২ শতাংশ বেড়ে ৬,৪৬৮ কোটি টাকা আয় রিলায়েন্সের

মুম্বই: মার্চ ত্রৈমাসিকে অয়েল এবং গ্যাস সেগমেন্টে KG D6 ব্লক থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয় ৪২ শতাংশ বেড়ে হল ৬,৪৬৮ কোটি টাকা। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক বা শেষ কোয়ার্টারে এই সেগমেন্ট থেকে রিলায়েন্সের আয় ছিল ৪,৫৫৬ কোটি টাকা।

২০২৩ অর্থবর্ষে আন্তর্জাতিক দামের ১০.৬ মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিটের তুলনায় KG D6 গ্যাসে উপলদ্ধ গড় মূল্য ২০২৪ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ১০.১ মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট।

তেল এবং গ্যাসে রিলায়েন্সের এবিটডা বেড়ে হয়েছে ৫,৬০৬ কোটি টাকা। ‘ইয়ার ওভার ইয়ার’-এর ভিত্তিতে বেড়েছে ৪৭.৫ শতাংশ। ২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এবিটডা মার্জিন ছিল ৮৬.৭ শতাংশ।

আরও পড়ুন– মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের সংঘর্ষ ! সাংঘাতিক দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের

অভ্যন্তরীণ চাহিদা এই প্রত্যাশার সঙ্গে শক্তিশালী হচ্ছে যে ভারত এখন থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির বৃহত্তম উৎস হয়ে উঠবে। দেশীয় তেলের চাহিদা বৃদ্ধির সঙ্গে ভারতীয় তেল কোম্পানিগুলো পরিশোধন খাতে ব্যাপক বিনিয়োগ করছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের মার্কেট রিপোর্টে বলেছে, ভারতে আগামী সাত বছরে ১ mb/d (প্রতিদিন মিলিয়ন ব্যারেল) নতুন শোধনাগার পাতন ক্ষমতা যুক্ত করা হবে, যা চিন ছাড়া বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি।

আরও পড়ুন– মুখে লোমের আধিক্যের জেরে ঠাট্টার মুখে বোর্ড পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্রী; ট্রোলিংয়ের তীব্র জবাব দিলেন নেটিজেনরাও

এই সেগমেন্টের ২০২৩-২৪ অর্থবর্ষে Y-o-Y ভিত্তিতে রাজস্ব ৪৮.০ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি প্রধানত উচ্চতর গ্যাস এবং কনডেনসেট উৎপাদনের কারণে ঘটেছে। রিলায়েন্স একটি বিবৃতিতে বলেছে যে ২০২৩-২৪ অর্থবর্ষে Y-o-Y ভিত্তিতে এবিটডা ৪৮.৬ শতাংশ বেড়ে ২০,১৯১ কোটি টাকা হয়েছে, যেখানে এবিটডা মার্জিন ৮২.৬ শতাংশ থেকে ৩০ বিপিএস বেড়েছে।

তেল এবং গ্যাস সেগমেন্টে রাশিয়ান সরবরাহে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রাশিয়ান রফতানি প্রথম ত্রৈমাসিকে ৮.৭ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হয়েছে, যা এক বছরের আগের তুলনায় ৪.৩ শতাংশ বেশি।

প্রডাকশন অ্যান্ড এক্সপ্লোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় রাই বলছেন, “২০২৪ সালে শীতের শুরু না হওয়া পর্যন্ত আমরা এলএনজি-র ক্ষমতা আলাদা করে বাড়াব না’। সঙ্গে তিনি যোগ করেন, “আমরা আশা করি আগামী দিনে গ্যাসের দাম স্থিতিশীল এবং চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে”।

মুম্বই ইন্ডিয়ান্সের পর MI এমিরেটস, MI কেপটাউন! টি-২০ ক্রিকেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ধামাকা

#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টি-২০ ক্রিকেটে ধামাকা করল। মুম্বই ইন্ডিয়ান্সের পর মুম্বই ইন্ডিয়ান্স #ওয়ান ফ্যামিলিতে যোগদানকারী দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ‘এমআই এমিরেটস’ এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ‘এমআই কেপটাউন’ দলের নাম ঘোষণা করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এখন আরও দুটি টি-টোয়েন্টি দল হল।

আরও পড়ুন- Asia Cup 2022: সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত, ৩৮ বছরের রেকর্ডে কেউ

নীতা আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টর এদিন বলেছেন, “আমাদের #Onefamily-এর নতুন সংযোজন ‘MI Emirates’ এবং ‘MI Cape Town’। এই দুই দলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত৷ আমাদের জন্য MI ক্রিকেট এটাকাই পরিবার।

তিনি আরও বলেন, মুম্বই ফ্র্যাঞ্চাইজি আমাদের কাছে বিশ্বাস ও নির্ভরযোগ্যতাক প্রতীক। আমি নিশ্চিত, এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন, দুটি দলই টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফর্ম করবে। এমআই-এর বিশ্ব ক্রিকেটের উত্তরাধিকারকে আরও উচ্চতায় নিয়ে যাবে নতুন এই দুটি দল। আমরা ইতিবাচক  দৃষ্টিভঙ্গি রাখি।

‘এমআই এমিরেটস’ এবং ‘এমআই কেপ টাউন’ – এই নামগুলি বেছে নেওয়ার কারণ রয়েছে বলে জানান তিনি। কারণ এগুলি নির্দিষ্ট অঞ্চলের অন্তর্গত ফ্র্যাঞ্চাইজি। যেখান থেকে এই দলগুলি খেলবে সেখানকার হিসেবে নাম রাখা হয়েছে৷

দুটি দল, ‘এমআই এমিরেটস’ এবং ‘এমআই কেপ টাউন’ ‘মাই এমিরেটস’ এবং ‘মাই কেপ টাউন’ ছিল আগে। এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন সমর্থকদের উত্সর্গ করা হয়েছে বলে জানান নীতা আম্বানি।

দুটি নতুন দলই আইকনিক মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচয় বহন করবে। #OneFamily-র বিশ্বব্যাপী সম্প্রসারণে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি উদ্যোগ নিয়েছে। ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় তারা। তার জন্যই দুটি নতুন টি-২০ দল নিয়ে উত্সাহী রিলায়েন্স।

আরও পড়ুন- Sudip Chatterjee : বঞ্চিত এবং অপমানিত! বাংলা ছেড়ে ঋদ্ধিমানের ত্রিপুরায় সই সুদীপের

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রিকেট এ ফুটবলে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ করেছে। ভারতের খেলার জগতের পরিসর বিস্তারে রিলায়েন্স বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।