Tag Archives: IT Raid

নোট গুণতে সময় লেগেছিল ১০ দিন, দেশের সবচেয়ে বড় আয়কর অভিযান সম্পর্কে জানেন?

“ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসছি।’’ এই কথা শুনলে অনেক বড় বড় লোকেরও ঘাম ছুটে যায়। শুধু আয়করের হিসাব রাখা নয়, বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করাও আয়কর বিভাগের অন্যতম কাজ। বিভিন্ন সময় অভিযান চালায় তারা। উদ্ধার হয় বেআইনি অর্থ ও মূল্যবান সম্পত্তি।
“ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসছি।’’ এই কথা শুনলে অনেক বড় বড় লোকেরও ঘাম ছুটে যায়। শুধু আয়করের হিসাব রাখা নয়, বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করাও আয়কর বিভাগের অন্যতম কাজ। বিভিন্ন সময় অভিযান চালায় তারা। উদ্ধার হয় বেআইনি অর্থ ও মূল্যবান সম্পত্তি।
এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় আয়কর অভিযান কোনটা জানেন? কত টাকা উদ্ধার হয়েছিল? ২০২৩-এর ডিসেম্বরে ওড়িশার একটি ডিস্টিলারি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে নগদ ৩৫২ কোটি টাকা উদ্ধার করেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এটাই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় অভিযান। গত ২১ অগাস্ট এই অভিযান দলের সদস্যদের পুরস্কৃত করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় আয়কর অভিযান কোনটা জানেন? কত টাকা উদ্ধার হয়েছিল? ২০২৩-এর ডিসেম্বরে ওড়িশার একটি ডিস্টিলারি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে নগদ ৩৫২ কোটি টাকা উদ্ধার করেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এটাই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় অভিযান। গত ২১ অগাস্ট এই অভিযান দলের সদস্যদের পুরস্কৃত করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
ওড়িশার এই আয়কর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন দু’জন। এসকে ঝা এবং গুরুপ্রীত সিং। এসকে ঝা-র কাঁধেই ছিল পুরো দায়িত্ব। তাঁর সহকারী ছিলেন গুরুপ্রীত। ভারতে আয়করের ১৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিযানের প্রধান পরিচালক এস কে ঝা এবং অতিরিক্ত পরিচালক গুরপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন পুরো দলকে 'সিবিডিটি সার্টিফিকেট অফ এক্সিলেন্স' দিয়ে সম্মানিত করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গুরুপ্রীত সিং ২০১০ ব্যাচের ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস অফিসার।
ওড়িশার এই আয়কর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন দু’জন। এসকে ঝা এবং গুরুপ্রীত সিং। এসকে ঝা-র কাঁধেই ছিল পুরো দায়িত্ব। তাঁর সহকারী ছিলেন গুরুপ্রীত। ভারতে আয়করের ১৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিযানের প্রধান পরিচালক এস কে ঝা এবং অতিরিক্ত পরিচালক গুরপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন পুরো দলকে ‘সিবিডিটি সার্টিফিকেট অফ এক্সিলেন্স’ দিয়ে সম্মানিত করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
গুরুপ্রীত সিং ২০১০ ব্যাচের ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস অফিসার।
‘অ্যাকশনেবল ইন্টিলিজেন্সের ভিত্তিতে গত বছরের ৬ ডিসেম্বর ওড়িশার এই ডিস্টিলারি গ্রুপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালান তিনি। ১০ দিন ধরে চলেছিল আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। এই সময়ে নগদ ৩৫১.৮ কোটি টাকা উদ্ধার হয়। তৎকালীন সময়ে এই অভিযানকে ‘যে কোন দেশীয় সংস্থার একক অভিযানে বাজেয়াপ্ত করা সবচেয়ে বৃহৎ পরিমাণ’ বলে বর্ণনা করা হয়েছিল। নোট গোনার জন্য আনা হয়েছিল ৩ ডজন মেশিন। (Image Source: ANI)
‘অ্যাকশনেবল ইন্টিলিজেন্সের ভিত্তিতে গত বছরের ৬ ডিসেম্বর ওড়িশার এই ডিস্টিলারি গ্রুপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালান তিনি। ১০ দিন ধরে চলেছিল আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। এই সময়ে নগদ ৩৫১.৮ কোটি টাকা উদ্ধার হয়। তৎকালীন সময়ে এই অভিযানকে ‘যে কোন দেশীয় সংস্থার একক অভিযানে বাজেয়াপ্ত করা সবচেয়ে বৃহৎ পরিমাণ’ বলে বর্ণনা করা হয়েছিল। নোট গোনার জন্য আনা হয়েছিল ৩ ডজন মেশিন। (Image Source: ANI)
শুধু তাই নয়, নোট গোনায় সাহায্য করার জন্য ব্যাঙ্কের কাছ থেকে কর্মী চেয়েছিল আয়কর দফতর। মাটিতে বসানো স্ক্যানিং চাকা-সহ বিশেষ মেশিন। যাতে মাটির নীচে পুঁতে রাখা মূল্যবান সম্পত্তির হদিশ পাওয়া যায়। বর্তমানে বকেয়া ট্যাক্স আদায়ে নয়া অভিযানের প্রস্তুতি নিচ্ছে আয়কর বিভাগ। কর্মীদের ৫ হাজার মামলার উপর কড়া নজর রাখতে বলা হয়েছে। এই মামলাগুলি থেকে ৪৩০০০০০ কোটি টাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে আয়কর বিভাগ। (Image Source: ANI)
শুধু তাই নয়, নোট গোনায় সাহায্য করার জন্য ব্যাঙ্কের কাছ থেকে কর্মী চেয়েছিল আয়কর দফতর। মাটিতে বসানো স্ক্যানিং চাকা-সহ বিশেষ মেশিন। যাতে মাটির নীচে পুঁতে রাখা মূল্যবান সম্পত্তির হদিশ পাওয়া যায়। বর্তমানে বকেয়া ট্যাক্স আদায়ে নয়া অভিযানের প্রস্তুতি নিচ্ছে আয়কর বিভাগ। কর্মীদের ৫ হাজার মামলার উপর কড়া নজর রাখতে বলা হয়েছে। এই মামলাগুলি থেকে ৪৩০০০০০ কোটি টাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে আয়কর বিভাগ। (Image Source: ANI)

Largest IT Raid in India: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

ইনকাম ট্যাক্স রেইড বা আইকর রেইডের কথা মাঝে মাঝেই শোনা যায়। অনেক সময় কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই আয়কর রেইড থেকে। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে বড় আয়কর রেইড কবে হয়েছিল? কত টাকাই বা উদ্ধার হয়েছিল সেই রেইড থেকে?
ইনকাম ট্যাক্স রেইড বা আইকর রেইডের কথা মাঝে মাঝেই শোনা যায়। অনেক সময় কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই আয়কর রেইড থেকে। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে বড় আয়কর রেইড কবে হয়েছিল? কত টাকাই বা উদ্ধার হয়েছিল সেই রেইড থেকে?
গত বছরই এই আয়কর রেইড হয়েছিল। আয়কর রেইড থেকে উদ্ধর হয়েছিল ৩৫২ কোটি টাকা। ১০ দিন ধরে গোনা হয়েছিল সেই পরিমাণ টাকা।
গত বছরই এই আয়কর রেইড হয়েছিল। আয়কর রেইড থেকে উদ্ধর হয়েছিল ৩৫২ কোটি টাকা। ১০ দিন ধরে গোনা হয়েছিল সেই পরিমাণ টাকা।
ভারতীয় ইনকাম ট্যাক্সের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ কিছু দলকে পুরস্কৃতও করা হয়, যার মধ্যে ছিল এই বিশেষ দলও, যারা দেশের সর্ব কালের সবচেয়ে বড় আইটি রেইড করেছিলেন।
ভারতীয় ইনকাম ট্যাক্সের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ কিছু দলকে পুরস্কৃতও করা হয়, যার মধ্যে ছিল এই বিশেষ দলও, যারা দেশের সর্ব কালের সবচেয়ে বড় আইটি রেইড করেছিলেন।
১০ দিন ধরে টাকা গুনে মোট ৩৫১.৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়। মোট তিন ডজন টাকা গোনার মেশিন দিয়ে এই অভিযান চালানো হয়েছিল। বিভিন্ন ব্যাঙ্কের মেশিন এবং কর্মীদের এই রেইডে টাকা গুনতে কাজে লাগানো হয়েছিল। এটাই দেশের এখনও পর্যন্ত সবচেয়ে বড় আইটি রেইড।
১০ দিন ধরে টাকা গুনে মোট ৩৫১.৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়। মোট তিন ডজন টাকা গোনার মেশিন দিয়ে এই অভিযান চালানো হয়েছিল। বিভিন্ন ব্যাঙ্কের মেশিন এবং কর্মীদের এই রেইডে টাকা গুনতে কাজে লাগানো হয়েছিল। এটাই দেশের এখনও পর্যন্ত সবচেয়ে বড় আইটি রেইড।
ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে এই আইটি রেইড করা হয়। পরে জানা যায়, ধীরাজ সাহু সরকারকে ১৫০ কোটি টাকা আয়কর দেন।
ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে এই আইটি রেইড করা হয়। পরে জানা যায়, ধীরাজ সাহু সরকারকে ১৫০ কোটি টাকা আয়কর দেন।

IT Raid Kolkata News: ২৮ ঘণ্টা পার…! মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে IT রেইড! জোরদার তল্লাশি জারি! তালা ভেঙে খোলা হল ড্রয়ার

কলকাতা: ২৮ ঘণ্টা পার মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখন ও আয়কর দফতরের তল্লাশি অভিযান অব্যাহত। গতকাল থেকেই ৬ জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়েল স্টেড ব্যবসায়ী বাড়িতেও হানা দিয়েছে আয়কর দফতর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি এমনটাই সূত্রের খবর।

জানা যায়, গতকাল দুপুরে এক চাবিওলাকে ডেকে একটি ড্রয়ার খোলা হয়েছিল। তেমনটাই দাবি করেছেন চাবিওয়ালা। সূত্র মারফত খবর স্বরূপ বিশ্বাস-সহ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসা বাদ করা হচ্ছে দুটি কোম্পানির আয়-ব্যয় বিষয়ে। যে দুটি কোম্পানির কথা বলা হয়েছে তার মধ্যে ১) ইডেন রিয়েল এস্টেট কোম্পানি ২) মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি এই দুই কোম্পানির বিষয়ে।

আয়কর দফতর সূত্রে খবর গত কয়েক মাস ধরে তারা একটি তদন্ত করছিলেন এই দুটি রিয়েল এস্টেট কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হয় আয়কর দফতরের তরফে। আয়কর দফতর মনে করছে কর ফাঁকি দেওয়া হয়েছে এই দুই কোম্পানির মাধ্যমে এমনটাই সূত্রের খবর। আরও জানা যাচ্ছে এখনও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়েননি আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার একেবারে কাকভোরে স্বরূপের বাড়িতে কড়া নাড়ে কেন্দ্রীয় এজেন্সি। এখনও পর্যন্ত তাঁর বাড়িতেই রয়েছেন গোয়েন্দা আধিকারিকের দল।