Tag Archives: Jackie Shroff

Bollywood Actor: রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন, হ‍ঠাত্‍ চোখে পড়েন এক অভিনেতার তারপর…এক ঘটনায় পুরো পাল্টে গেল জীবন! জানেন কে এই সুপারস্টার

রাস্তার ধারে সিগারেট, কখনও থিয়াটারের বাইরে চিনাবাদাম, এইসব বিক্রি করেই কোনওক্রমে টেনেটুনে সংসার চলত এক তরুণের। হঠাত্‍ করেই এক নায়কের চোখে পড়ে গেলেন। হয়ে গেলেন অভিনেতা। ভাবছেন কোনও সিনেমার গল্প? এই ঘটনা একেবারেই বাস্তব। বলিউডের এক জনপ্রিয় নায়কের জীবনের গল্প।
রাস্তার ধারে সিগারেট, কখনও থিয়াটারের বাইরে চিনাবাদাম, এইসব বিক্রি করেই কোনওক্রমে টেনেটুনে সংসার চলত এক তরুণের। হঠাত্‍ করেই এক নায়কের চোখে পড়ে গেলেন। হয়ে গেলেন অভিনেতা। ভাবছেন কোনও সিনেমার গল্প? এই ঘটনা একেবারেই বাস্তব। বলিউডের এক জনপ্রিয় নায়কের জীবনের গল্প।
অভাব থেকে উঠে এসে ভয়ঙ্কর সংগ্রাম করে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেছেন, এমন উদাহরণ প্রচুর রয়েছে সিনে জগতে। এই প্রতিবেদনে রইল এমনই এক নায়কের জীবন সংগ্রাম।
অভাব থেকে উঠে এসে ভয়ঙ্কর সংগ্রাম করে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেছেন, এমন উদাহরণ প্রচুর রয়েছে সিনে জগতে। এই প্রতিবেদনে রইল এমনই এক নায়কের জীবন সংগ্রাম।
বর্তমানে তিনি অতি জনপ্রিয় অভিনেতা। তবে বলিউডে তাঁর প্রবেশ খুবই অদ্ভুত ভাবে। একসময় প্রচণ্ড অভাবে দিন কাটত নায়কের। এমনকী স্কুলের ফি দেওয়ার টাকাও ছিল না।
বর্তমানে তিনি অতি জনপ্রিয় অভিনেতা। তবে বলিউডে তাঁর প্রবেশ খুবই অদ্ভুত ভাবে। একসময় প্রচণ্ড অভাবে দিন কাটত নায়কের। এমনকী স্কুলের ফি দেওয়ার টাকাও ছিল না।
দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করছেন জ‍্যাকি শ্রফ। ‘জ‍্যাকি দাদা’ অভিনেতা হওয়ার আগের জীবন খুবই কষ্টের। অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে।
দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করছেন জ‍্যাকি শ্রফ। ‘জ‍্যাকি দাদা’ অভিনেতা হওয়ার আগের জীবন খুবই কষ্টের। অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্কুলের ফি বাবদ টাকাও ছিল না এই অভিনেতার। শোনা যায়, অভিনেতা থিয়েটারের বাইরে চিনাবাদাম বিক্রি করতেন। আবার কখনও তিনি একটি কাপড়ের দোকানেও কাজ করতেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্কুলের ফি বাবদ টাকাও ছিল না এই অভিনেতার। শোনা যায়, অভিনেতা থিয়েটারের বাইরে চিনাবাদাম বিক্রি করতেন। আবার কখনও তিনি একটি কাপড়ের দোকানেও কাজ করতেন।
জ‍্যাকি শ্রফকে প্রথমবার সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির অন‍্য এক তারকা দেব আনন্দ। কীভাবে দেব আনন্দের সাহায‍্যে অভিনয়ে সুযোগ পেলেন জ‍্যাকি শ্রফ।
জ‍্যাকি শ্রফকে প্রথমবার সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির অন‍্য এক তারকা দেব আনন্দ। কীভাবে দেব আনন্দের সাহায‍্যে অভিনয়ে সুযোগ পেলেন জ‍্যাকি শ্রফ।
একবার দেবানন্দ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, পথে তাঁর চোখ পড়ে জ্যাকি শ্রফের ওপর। নোংরা শার্ট ও ছেঁড়া জিন্স পরা সিগারেট বিক্রি করছিলেন। তরুণ জ‍্যাকিকে দেখে দেবানন্দ তাঁকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।
একবার দেবানন্দ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, পথে তাঁর চোখ পড়ে জ্যাকি শ্রফের ওপর। নোংরা শার্ট ও ছেঁড়া জিন্স পরা সিগারেট বিক্রি করছিলেন। তরুণ জ‍্যাকিকে দেখে দেবানন্দ তাঁকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।
১৯৮৩ সালে ‘স্বামী দাদা’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান জ‍্যাকি। এই ছবিতে মাত্র ১৬ মিনিটের একটি দৃশ‍্যে অভিনয় করেছিলেন জ‍্যাকি। এই ছবি থেকে খুব একটা পরিচিতি পাননি তিনি। তবে সিনে জগতে তাঁর জয়যাত্রা শুরু হয়ে যায়।
১৯৮৩ সালে ‘স্বামী দাদা’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান জ‍্যাকি। এই ছবিতে মাত্র ১৬ মিনিটের একটি দৃশ‍্যে অভিনয় করেছিলেন জ‍্যাকি। এই ছবি থেকে খুব একটা পরিচিতি পাননি তিনি। তবে সিনে জগতে তাঁর জয়যাত্রা শুরু হয়ে যায়।
১৯৮৩ সালের সুপারহিট ছবি 'হিরো'-তে তাকে প্রথম নায়ক হিসেবে দেখা যায়। এই ছবিতে তার চরিত্রটিও বেশ জনপ্রিয় হয়। এই ছবির মাধ্যমে তিনি রাতারাতি তারকা বনে যান। ছবিতে তার বিপরীতে দেখা গেছে মীনাক্ষী শেষাদ্রীকে।
১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘হিরো’-তে তাকে প্রথম নায়ক হিসেবে দেখা যায়। এই ছবিতে তার চরিত্রটিও বেশ জনপ্রিয় হয়। এই ছবির মাধ্যমে তিনি রাতারাতি তারকা বনে যান। ছবিতে তার বিপরীতে দেখা গেছে মীনাক্ষী শেষাদ্রীকে।

Jackie Shroff Love Story: জ্যাকির প্রেমে পাগল আয়েশা, বাধা দিল নায়কের আরেক প্রেমিকা! তারপর? ‘জগুদাদা’র প্রেমকাহিনি গায়ে কাঁটা দেবে

১৯৮৭ সালের ৫ জুন বলিউড তারকা জ্যাকি শ্রফ বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশাকে। আগামী বুধবার তাঁদের বিয়ের ৩৭ বছর পূর্ণ হতে চলেছে।
১৯৮৭ সালের ৫ জুন বলিউড তারকা জ্যাকি শ্রফ বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশাকে। আগামী বুধবার তাঁদের বিয়ের ৩৭ বছর পূর্ণ হতে চলেছে।
১৯৮২-তে প্রথম 'স্বামী দাদা' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জয়কিশন কাকুভাই শ্রফ ওরফে জ্যাকি। তারপর সুভাষ ঘাইয়ের 'হিরো' মোড় ঘুরিয়ে দেয় জ্যাকির কেরিয়ার। সুপারহিট ছবিটির জন্য সাধারণ মানুষ তাঁকে চিনতে শুরু করে। বাকিটা ইতিহাস।
১৯৮২-তে প্রথম ‘স্বামী দাদা’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জয়কিশন কাকুভাই শ্রফ ওরফে জ্যাকি। তারপর সুভাষ ঘাইয়ের ‘হিরো’ মোড় ঘুরিয়ে দেয় জ্যাকির কেরিয়ার। সুপারহিট ছবিটির জন্য সাধারণ মানুষ তাঁকে চিনতে শুরু করে। বাকিটা ইতিহাস।
জ্যাকির প্রেমকাহিনিও হার মানাবে কোনও রূপকথাকে। প্রথম দেখাতেই পছন্দ হয় আয়েশাকে। আয়েশা তখন মাত্র ১৩। প্রথম দেখা বাসস্টপে। আরেকদিন দেখা হয় রেকর্ডের দোকানে। দু'বারই জ্যাকি নিজেই এগিয়ে যান পছন্দের মেয়েটির সঙ্গে কথা বলতে। দু'জনেরই কম বয়স। সম্পর্কে যাওয়ার কথা ভাবেনও আয়েশা।
জ্যাকির প্রেমকাহিনিও হার মানাবে কোনও রূপকথাকে। প্রথম দেখাতেই পছন্দ হয় আয়েশাকে। আয়েশা তখন মাত্র ১৩। প্রথম দেখা বাসস্টপে। আরেকদিন দেখা হয় রেকর্ডের দোকানে। দু’বারই জ্যাকি নিজেই এগিয়ে যান পছন্দের মেয়েটির সঙ্গে কথা বলতে। দু’জনেরই কম বয়স। সম্পর্কে যাওয়ার কথা ভাবেনও আয়েশা।
কিন্তু সম্ভব হয় না। বাধা হয়ে দাঁড়ায় জ্যাকির প্রেমিকা। সে সেই সময় বিদেশে পড়াশোনা করছিল সেই প্রেমিকা। জ্যাকিও তাঁর প্রেমিকাকে এভাবে ছেড়ে দিতে নারাজ। ভালবাসতেন তাঁকে।
কিন্তু সম্ভব হয় না। বাধা হয়ে দাঁড়ায় জ্যাকির প্রেমিকা। সে সেই সময় বিদেশে পড়াশোনা করছিল সেই প্রেমিকা। জ্যাকিও তাঁর প্রেমিকাকে এভাবে ছেড়ে দিতে নারাজ। ভালবাসতেন তাঁকে।
আয়েশাও ততদিনে জ্যাকির প্রেমে পাগল। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তিনি ভাবতেই পারছেন না। তাই বাধ্য হয়ে জানান তিনি নিজে চিঠি লিখবেন জ্যাকির প্রেমিকাকে। জানাবেন, সে চায় দুজনেই জ্যাকিকে বিয়ে করে সুখে থাকুক। এক বাড়িতে তিনজনে থাকবেন।
আয়েশাও ততদিনে জ্যাকির প্রেমে পাগল। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তিনি ভাবতেই পারছেন না। তাই বাধ্য হয়ে জানান তিনি নিজে চিঠি লিখবেন জ্যাকির প্রেমিকাকে। জানাবেন, সে চায় দুজনেই জ্যাকিকে বিয়ে করে সুখে থাকুক। এক বাড়িতে তিনজনে থাকবেন।
কিন্তু জ্যাকিকে ছেড়ে দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। ছেড়ে দেওয়ার চেয়ে ভাগ করে নেওয়া অনেক সুখের। এমনই জানান আয়েশা শ্রফ।
কিন্তু জ্যাকিকে ছেড়ে দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। ছেড়ে দেওয়ার চেয়ে ভাগ করে নেওয়া অনেক সুখের। এমনই জানান আয়েশা শ্রফ।
এ কথায় খুব অবাক হন জ্যাকি। একটা সাক্ষাৎকারে কথাগুলো বলেন আয়েশা শ্রফ, 'আমি শুধু জ্যাকিকে চেয়েছিলাম। তার জন্য যদি আমাকে মেয়েটির সঙ্গে ওকে পেতে হত, তাই সই! কিন্তু ওকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারিনি।' তারপর আবার নিজেই স্বীকার করেন, ' যদিও আমি যেমন ধরনের মানুষ, জানিনা  অন্য কারও সঙ্গে জ্যাকিকে কীভাবে ভাগ করে নিতাম।'
এ কথায় খুব অবাক হন জ্যাকি। একটা সাক্ষাৎকারে কথাগুলো বলেন আয়েশা শ্রফ, ‘আমি শুধু জ্যাকিকে চেয়েছিলাম। তার জন্য যদি আমাকে মেয়েটির সঙ্গে ওকে পেতে হত, তাই সই! কিন্তু ওকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারিনি।’ তারপর আবার নিজেই স্বীকার করেন, ‘ যদিও আমি যেমন ধরনের মানুষ, জানিনা অন্য কারও সঙ্গে জ্যাকিকে কীভাবে ভাগ করে নিতাম।’
তবে এই সম্পর্কে থাকাকালীন সব কিছু একেবারেই মসৃণ হয়নি। জ্যাকির হবু শাশুড়ি অর্থাৎ আয়েশার মা এই সম্পর্কে মেনে নেননি। আয়েশা নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'যখন জ্যাকির সঙ্গে প্রেম করা শুরু করি, মা একদমই মেনে নেননি। একে তো ওর 'জগুদাদা' ইমেজ ছিল, তার উপর মায়ের কানভারী করেছিলেন কেউ কেউ। জ্যাকি বখে যাওয়া ছেলে, মাকে বুঝিয়েছিলেন অনেকেই!'
তবে এই সম্পর্কে থাকাকালীন সব কিছু একেবারেই মসৃণ হয়নি। জ্যাকির হবু শাশুড়ি অর্থাৎ আয়েশার মা এই সম্পর্কে মেনে নেননি। আয়েশা নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন জ্যাকির সঙ্গে প্রেম করা শুরু করি, মা একদমই মেনে নেননি। একে তো ওর ‘জগুদাদা’ ইমেজ ছিল, তার উপর মায়ের কানভারী করেছিলেন কেউ কেউ। জ্যাকি বখে যাওয়া ছেলে, মাকে বুঝিয়েছিলেন অনেকেই!’
যদিও পরে সব ভালই হয়। জামাই বস্তিতে থাকে জেনে প্রথমে চিন্তায় পড়লেও পরে জ্যাকিকে মেনে নেন আয়েশার মা।
যদিও পরে সব ভালই হয়। জামাই বস্তিতে থাকে জেনে প্রথমে চিন্তায় পড়লেও পরে জ্যাকিকে মেনে নেন আয়েশার মা।
সুখী দাম্পত্য তাঁদের। জ্যাকি-আয়েশার পুত্র এবং কন্যা টাইগার এবং কৃষ্ণাও নিজেদের জগতে সফল।
সুখী দাম্পত্য তাঁদের। জ্যাকি-আয়েশার পুত্র এবং কন্যা টাইগার এবং কৃষ্ণাও নিজেদের জগতে সফল।

Bollywood: এ কী কাণ্ড! ভক্তকে সপাটে চাঁটি মারলেন জ্যাকি শ্রফ, তোলপাড় নেটপাড়া

কলকাতা: জ্যাকি শ্রফ মানে প্রাণবন্ত এক অভিনেতা। সে পর্দায় হোক কিংবা পর্দার বাইরে। উচ্ছ্বলতা তাঁর চিরসঙ্গী। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও একই রকম। সেই স্টাইল, মজাদার বাচনভঙ্গী। ইদানীং পরিবেশ সচেতনতায় প্রচার চালাচ্ছেন। হাতে দুটো গাছ নিয়েই উপস্থিত হন। ভিড় করে আসেন ভক্তরা। সেলফি তুলতে হবে। আচমকাই এক ভক্তকে চাঁটি মারেন জ্যাকি। সেই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া।

ছোট্ট ভিডিওয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোনও একটা জায়গা। জ্যাকির পরনে কালো টি শার্ট, প্রিন্টেড ট্রাউজার্স। কাঁধে ঝোলা ব্যাগ। আড়াআড়িভাবে নেওয়া। হাতে দুটো টব। এক ভক্তের সঙ্গে ছবি তোলার সময়, মাথায় হালকা করে চাঁটি মারেন জ্যাকি। তারপর বলেন, “সরে দাঁড়াও”। এমন খুনসুটি হামেশাই করেন তিনি। আরেক ভক্তকে রসিকতা করে বলেন, কোমরের নীচে হাত নয়, কাঁধে রাখতে পারো। জ্যাকির নিজের ভাষায়, “নীচে কেউ হাত দেয়, এইভাবে ধরতে হয়”। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তের মাথায় চাঁটি মারা মানতে পারছেন না নেটিজেনরা। ব্যাপক সমালোচনা হচ্ছে জ্যাকি শ্রফের।

ইনস্টাগ্রামে এই ভিডিও-র নীচে কমেন্টের বন্যা। অধিকাংশই সমালোচনা করেছেন জ্যাকির। একজন লিখেছেন, “আরে মারছেন কেন? আপনি কী পাগল”! আরেকজন লিখেছেন, “ভাবুন তো আপনাকে কেউ পিছন থেকে চাঁটি মারল। ভাল লাগবে”? একজন তো রীতিমতো ক্লাস নিয়েছেন অভিনেতার। তিনি লিখেছেন, “এটা ভুল। আপনি কাউকে মারতে পারেন না। সে আপনার আত্মীয় বা বন্ধু নয় যে আপনি তাঁর সঙ্গে মজা করবেন”।

এসবের মধ্যে জ্যাকি শ্রফের ‘কেয়ারফ্রি অ্যাটিচিউড’-এর কথাও উঠছে। কীভাবে সারাক্ষণ এমন আনন্দে থাকেন অভিনেতা? পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে নিজস্ব ট্রেডমার্ক স্টাইলে জ্যাকি বলেছিলেন, “স্ক্রিপ্ট পড়ব। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলব, খাব, গান শুনব, লম্বা শ্বাস নিয়ে শুয়ে পড়ব। আর কি বলত, ইন্টারনেট ছাড়া তোমরা বেঁচে থাকতে পারবে বলে আমার মনে হয় না”। প্রসঙ্গত, ‘মস্ত মে রহেনা কা” ছবিতে শেষবার দেখা গিয়েছে জ্যাকি শ্রফকে। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও জ্যাকির অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে।

Keywords: Jackie Shroff, Hits Fan

Original Story Link: https://www.news18.com/movies/jackie-shroff-hits-fan-on-the-head-in-pap-video-leaves-netizens-angry-why-is-he-beating-watch-8841641.html

Written By: Koushik Bhattacharya