Tag Archives: jungleaha

বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তারাফেনী নদী, জেগে উঠেছে শান্ত ঘাগরা জলপ্রপাত

ঝাড়গ্রাম : বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি। আর এর মধ্যেই জেগে উঠেছে শান্ত জলপ্রপাত। কল কল জলের শব্দে কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছে।

এই জলপ্রপাতের টানেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছে বহু পর্যটক থেকে শুরু করে বাইকাররা। ছবি তোলার পাশাপাশি শাল জঙ্গলে ঘেরা জলপ্রপাতের মনোরম পরিবেশে দিব্যি সময় কাটাচ্ছেন তাঁরা।

কলকাতা থেকে খুবই কাছে অল্প সময়ে এক দিনের ছুটিতে আশা যেতে পারে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত।কেবলমাত্র ঘাগরা জলপ্রপাত নয়, পাশাপাশি বৃষ্টিভেজা বেলপাহাড়ির পাহাড় জঙ্গলের স্বাদও নিতে নিতে পারবেন পর্যটকরা।

আরও পড়ুন- Ind vs Ban 2nd Test: কানপুরের পিচের কথা মাথায় রেখে কেমন দল সাজাবেন রোহিত শর্মা

কলকাতা থেকে ট্রেনে করে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। তার পর বাস ধরে পৌঁছে যেতে হবে বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে মাত্র পাঁচ সাত কিলোমিটার দূরে রয়েছে এই জলপ্রপাত।

বেলপাহাড়ি থেকে টোটো ভাড়া নিয়েও যাওয়া যায়। ব্যক্তিগত গাড়িতে কলকাতা থেকে বেরিয়ে সোজা চলে আসুন ঝাড়গ্রাম। সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটারের মতো পথ এলেই পৌঁছে যাবেন বেলপাহাড়ি। আর তারপরেই ঘাগরা জলপ্রপাতের অপরূপ দৃশ্য উপভোগ করার পালা।

কলকাতা থেকে বাইকে করে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা পর্যটক ঋত্বিক দাস বলেন, ” বন্ধুদের সঙ্গে বাইকে করে জঙ্গলমহলের বিভিন্ন পর্যটনস্থল বেড়ানোর জন্য এসেছি। বেলপাহাড়িতে পৌঁছানোর পর এই ঘাগরা জলপ্রপাতে এসে খুবই ভাল লাগছে। নদীতে জল বেশি থাকায় জলপ্রপাত জেগে উঠেছে। চারিদিকে সবুজ শালগাছে ঘেরা পরিবেশটাও অসাধারণ”।

তারাফেনী নদীর উপর রয়েছে এই ঘাগরা জলপ্রপাত। সারা বছর তেমন একটা জল না থাকায় জলপ্রপাতটি সারা বছর শান্ত থাকে বললেই চলে। তখন কেবলমাত্র ঘাগরা জলপ্রপাতে অপরূপ এক নীল জলের আভা ফুটে ওঠে।

আরও পড়ুন- চূড়ান্ত হয়ে গিয়েছে তালিকা! ‘এই’ ৫ প্লেয়ারকে ধরে রাখছে কেকেআর! রয়েছে বড় চমক

এই বৃষ্টিতে তারাফেনী নদী জেগে ওঠায় জেগে উঠেছে ঘাগরা জলপ্রপাতও। তাই একদিনের ছুটিতে পর্যটকদের কাছে সেরা ডেস্টিনেশন হতে পারে ঘাগরা জলপ্রপাত।

বুদ্ধদেব বেরা