Tag Archives: Jyeshtha Amavasya 2024

Jyeshtha Amavasya 2024: শনি জয়ন্তী বা জ্যৈষ্ঠ অমাবস্যা কবে, সাড়েসাতি-আড়াই থেকে মুক্তি পেতে কখন করবেন আরাধনা? কোপ থেকে বাঁচতে কী করবেন…

৫ জুন বুধবার এবং ৬ জুন বৃহস্পতিবার দুদিন চলবে জ্যৈষ্ঠ অমাবস্যা। অমাবস্যার তিথি দুই দিন পড়ছে। জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করার পর দান করুন। জ্যৈষ্ঠ মাসে জল দান করা মহাপুণ্য।
৫ জুন বুধবার এবং ৬ জুন বৃহস্পতিবার দুদিন চলবে জ্যৈষ্ঠ অমাবস্যা। অমাবস্যার তিথি দুই দিন পড়ছে। জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করার পর দান করুন। জ্যৈষ্ঠ মাসে জল দান করা মহাপুণ্য।
জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু হয় বুধবার, ৫ জুন, সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে। দিন শেষ হয় বৃহস্পতিবার ৬ জুন সন্ধ্যা ৬.০৭ মিনিটে। ৬ জুন জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে সূর্যোদয় ঘটছে, এমন পরিস্থিতিতে জ্যৈষ্ঠ অমাবস্যা উদযাপন করা উপযুক্ত দিন আজ।
জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু হয় বুধবার, ৫ জুন, সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে। দিন শেষ হয় বৃহস্পতিবার ৬ জুন সন্ধ্যা ৬.০৭ মিনিটে। ৬ জুন জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে সূর্যোদয় ঘটছে, এমন পরিস্থিতিতে জ্যৈষ্ঠ অমাবস্যা উদযাপন করা উপযুক্ত দিন আজ।
জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তীতে রাহু কেতুর মিলনে তৈরি হবে দ্বাদশ যোগ। এর সঙ্গে থাকবে অন্যান্য গ্রহের অবস্থান। এই সব কিছুর প্রভাবে বিরূপ প্রভাব পড়তে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের উপর।
জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তীতে রাহু কেতুর মিলনে তৈরি হবে দ্বাদশ যোগ। এর সঙ্গে থাকবে অন্যান্য গ্রহের অবস্থান। এই সব কিছুর প্রভাবে বিরূপ প্রভাব পড়তে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের উপর।
জ্যৈষ্ঠ অমাবস্যার দিনটির জন্য শুভ সময় সকাল ৫.২৩ থেকে ৭.০৭ পর্যন্ত। পরের দিন ১০.৩৬ থেকে ১২.২০ পর্যন্ত। লাভ-উন্নতি মুহুর্ত দুপুর ১২.২০ থেকে ২.০৪ পর্যন্ত। অমৃত-সর্বোত্তম মুহুর্ত হল ২.০৪ থেকে ৩.৪৯ পর্যন্ত।
জ্যৈষ্ঠ অমাবস্যার দিনটির জন্য শুভ সময় সকাল ৫.২৩ থেকে ৭.০৭ পর্যন্ত। পরের দিন ১০.৩৬ থেকে ১২.২০ পর্যন্ত। লাভ-উন্নতি মুহুর্ত দুপুর ১২.২০ থেকে ২.০৪ পর্যন্ত। অমৃত-সর্বোত্তম মুহুর্ত হল ২.০৪ থেকে ৩.৪৯ পর্যন্ত।
জ্যৈষ্ঠ অমাবস্যার পাশাপাশি ৬ জুন বৃহস্পতিবার শনি জয়ন্তী এবং বট সাবিত্রী উপবাসও রয়েছে। এমন পরিস্থিতিতে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে আপনার পূর্বপুরুষদের খুশি করুন এবং শনিদেবের পূজা করুন।
জ্যৈষ্ঠ অমাবস্যার পাশাপাশি ৬ জুন বৃহস্পতিবার শনি জয়ন্তী এবং বট সাবিত্রী উপবাসও রয়েছে। এমন পরিস্থিতিতে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে আপনার পূর্বপুরুষদের খুশি করুন এবং শনিদেবের পূজা করুন।
বিবাহিত মহিলাদের তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় বট সাবিত্রী উপবাস পালন করা উচিত। ৬ জুন স্নান, দান, উপবাস এবং পূজা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
বিবাহিত মহিলাদের তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় বট সাবিত্রী উপবাস পালন করা উচিত। ৬ জুন স্নান, দান, উপবাস এবং পূজা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Jyeshtha Amavasya Lucky Zodiac Signs: বেতনবৃদ্ধি, নতুন চাকরি, বিদেশভ্রমণ, নতুন প্রেম, সুখী দাম্পত্য! ফলহারিণী অমাবস্যায় সৌভাগ্যের আলোয় নতুন জীবন এই ৫ রাশির

 বুধবার পালিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। সনাতন বিশ্বাসীদের কাছে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার পালিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। সনাতন বিশ্বাসীদের কাছে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ।

 

এ বার এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটছে। প্রথমটা ধৃত যোগ এবং তার পর শিব বাসের মহাসংযোগ। এই দুই সংযোগের প্রভাবে ৫ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এ বার এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটছে। প্রথমটা ধৃত যোগ এবং তার পর শিব বাসের মহাসংযোগ। এই দুই সংযোগের প্রভাবে ৫ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

মহা সংযোগের প্রভাবে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ মেষরাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা আর্থিক বিনিয়োগে ব্যবসা করেন তাঁদের কাছে উপার্জনের বড় সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবে। প্রেমের পথ মসৃণ হবে।
মহা সংযোগের প্রভাবে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ মেষরাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা আর্থিক বিনিয়োগে ব্যবসা করেন তাঁদের কাছে উপার্জনের বড় সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবে। প্রেমের পথ মসৃণ হবে।

 

মিথুন রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। জীবনে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। এক লাফে বেতন বাড়বে অনেকটাই। হতে পারে প্রোমোশনও।
মিথুন রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। জীবনে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। এক লাফে বেতন বাড়বে অনেকটাই। হতে পারে প্রোমোশনও।

 

জ্যৈষ্ঠমাসের অমাবস্যা কর্কটরাশির জাতক জাতিকাদের কাছে খুবই শুভ। মনে শান্তি থাকবে। চাকরিজীবীদের আর্থিক লাভ হবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ধনসম্পদ লাভ হবে।
জ্যৈষ্ঠমাসের অমাবস্যা কর্কটরাশির জাতক জাতিকাদের কাছে খুবই শুভ। মনে শান্তি থাকবে। চাকরিজীবীদের আর্থিক লাভ হবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ধনসম্পদ লাভ হবে।

 

অর্থোপার্জনের নতুন দিশা দেখতে পাবেন মকররাশির জাতক জাতিকারা। সাম্প্রতিক মানসিক অশান্তি কেটে যাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারবেন।
অর্থোপার্জনের নতুন দিশা দেখতে পাবেন মকররাশির জাতক জাতিকারা। সাম্প্রতিক মানসিক অশান্তি কেটে যাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারবেন।

 

তুলারাশির জাতক জাতিকাদের বেতনবৃদ্ধির সম্ভাবনা। অংশীদারীর ব্যবসায় বেশি মুনাফার সুযোগ। দাম্পত্যে শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
তুলারাশির জাতক জাতিকাদের বেতনবৃদ্ধির সম্ভাবনা। অংশীদারীর ব্যবসায় বেশি মুনাফার সুযোগ। দাম্পত্যে শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

Jyeshtha Amavasya 2024: জ্যৈষ্ঠ অমাবস্যায় সব থেকে বড় সংযোগ, পাঁচটি শুভ মুহূর্তে শুয়ে থাকা ভাগ্য জাগবে, ব্যাপক টাকা রোজগারের সময়

প্রতি মাসে ১টি করে অমাবস্যা সারা বছরে সব মিলিয়ে ১২টি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
প্রতি মাসে ১টি করে অমাবস্যা সারা বছরে সব মিলিয়ে ১২টি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় শনি জয়ন্তীর সঙ্গে সঙ্গে বট সাবিত্রী ব্রতপালন করেন ধর্মপ্রাণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় শনি জয়ন্তীর সঙ্গে সঙ্গে বট সাবিত্রী ব্রতপালন করেন ধর্মপ্রাণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ মতে অমাবস্যার গুরুত্ব অপরিসীম ৷ এই দিন শিব-দুর্গার নামে অর্পিত তাই আরাধনা করলে সমস্ত বাধা বিপত্তি অতি সহজেই দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ মতে অমাবস্যার গুরুত্ব অপরিসীম ৷ এই দিন শিব-দুর্গার নামে অর্পিত তাই আরাধনা করলে সমস্ত বাধা বিপত্তি অতি সহজেই দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে জ্যৈষ্ঠ অমাবস্যাও বলা হয়ে থাকে ৷ জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ কেননা এই দিন শনিদেব, পিতৃদোষ, স্নানদান করলে দেবী সাবিত্রী সম্পর্কিত ৷ প্রতীকী ছবি ৷

জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে জ্যৈষ্ঠ অমাবস্যাও বলা হয়ে থাকে ৷ জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ কেননা এই দিন শনিদেব, পিতৃদোষ, স্নানদান করলে দেবী সাবিত্রী সম্পর্কিত ৷ প্রতীকী ছবি ৷
বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ অমাবস্যার তিথি ৫ জুন সন্ধে ৭.৫৪-তে শুরু ৷ ৬ জুন ২০২৪ সন্ধে ০৬.০৭-এ শেষ হবে ৷ উদয় তিথি অনুযায়ী আগামী ৬ জুন অমাবস্যা ৷ প্রতীকী ছবি ৷
বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ অমাবস্যার তিথি ৫ জুন সন্ধে ৭.৫৪-তে শুরু ৷ ৬ জুন ২০২৪ সন্ধে ০৬.০৭-এ শেষ হবে ৷ উদয় তিথি অনুযায়ী আগামী ৬ জুন অমাবস্যা ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত ভোর ০৪.০২ থেকে ভোর ০৪.৪২ পর্যন্ত ৷ এই ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পরে অর্থাৎ ভোর ০৫.২৩-এর পরে পাঁচটি ব্রত জীবনে বিরাট প্রভাব বিস্তার করে ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত ভোর ০৪.০২ থেকে ভোর ০৪.৪২ পর্যন্ত ৷ এই ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পরে অর্থাৎ ভোর ০৫.২৩-এর পরে পাঁচটি ব্রত জীবনে বিরাট প্রভাব বিস্তার করে ৷ প্রতীকী ছবি ৷
শনিদেবের জন্ম জ্যৈষ্ঠ অমাবস্যায় এই কারণেই জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তীর আরাধনা চলে ৷ প্রতীকী ছবি ৷
শনিদেবের জন্ম জ্যৈষ্ঠ অমাবস্যায় এই কারণেই জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তীর আরাধনা চলে ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যায় সকাল বেলায় স্নান করে দান করলে বিশেষ ফল পাওয়া যেতে পারে ৷ এরপরে তর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধ, পঞ্চবলি কর্ম করলে পিতৃসুখ পাবেন ৷ সুখ শান্তি উপচে পড়বে, পিতৃদোষ মুক্তি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যায় সকাল বেলায় স্নান করে দান করলে বিশেষ ফল পাওয়া যেতে পারে ৷ এরপরে তর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধ, পঞ্চবলি কর্ম করলে পিতৃসুখ পাবেন ৷ সুখ শান্তি উপচে পড়বে, পিতৃদোষ মুক্তি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যার দিন রোহিণী ব্রতপালিত হয়ে থাকে, জৈন ধর্মবলম্বীরা ব্রতপালন করে থাকেন ৷ এরফলে বিশেষ রূপে সমৃদ্ধি আসে ৷ স্বামীর দীর্ঘায়ুর কারণে ব্রতপালন করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যার দিন রোহিণী ব্রতপালিত হয়ে থাকে, জৈন ধর্মবলম্বীরা ব্রতপালন করে থাকেন ৷ এরফলে বিশেষ রূপে সমৃদ্ধি আসে ৷ স্বামীর দীর্ঘায়ুর কারণে ব্রতপালন করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যা বৃহস্পতিবার ৷ এইদিন বৃহস্পতিবারের ব্রতপালিত হয়ে থাকে ৷ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে ৷ যাঁদের বৃহস্পতি দুর্বল তাঁদের বৃহস্পতির পুজো করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
জ্যৈষ্ঠ অমাবস্যা বৃহস্পতিবার ৷ এইদিন বৃহস্পতিবারের ব্রতপালিত হয়ে থাকে ৷ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে ৷ যাঁদের বৃহস্পতি দুর্বল তাঁদের বৃহস্পতির পুজো করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷