Tag Archives: phalaharini amavasya

Phalaharini Kali Puja: সারারাত ফলহারিণী কালীপুজো, নামল ভক্তের ঢল

মুর্শিদাবাদ: বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দির বিভিন্ন মন্দিরে ফলহারিণী কালীপুজো উপলক্ষে বিশেষ পুজো, হোম যজ্ঞের আয়োজন করা হয়। মন্দিরে মন্দিরে পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। কান্দির বহড়ার ভান্ডেরা গ্রামে প্রাচীন ফলহারিণী কালীপুজোয় মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। চলে দশ মহাবিদ্যার হোম যজ্ঞ।

বাংলায় দেবী কালী নানারূপে পূজিত হন। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও আবার ভদ্রকালী। কোথাও বা সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। একেক ভক্তের কাছে দেবী যেন একেক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী। কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে। শাক্ত মতে, প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে একেক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর একেক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালীপুজো। তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালীপুজো। ফলহারিণী কালীপুজো উপলক্ষে দশ মহাবিদ্যার যজ্ঞের আয়োজন করা হয়।

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর সুন্দর শিল্প! দেখুন ডোকরার জটিল প্রক্রিয়া

এবছর ফলহারিণী বুধবার সন্ধে ৭ টা ১৫ মিনিটে শুরু হয় ফলহারিনী কালীপুজো। বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫৩ মিনিটে পর্যন্ত থাকবে অমাবস্যা। এছাড়াও বুধবার মধ্যরাতে দশ মহাবিদ্যার পুজো উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ হয়। মূলত মরশুমি ফল (আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, তালশাঁস) দিয়ে এই পুজো করাই রীতি। দেবীকে নানারকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয়।

কৌশিক অধিকারী

Phalaharini Kali Puja 2024: মহামারীর হাত থেকে বাঁচতে শুরু হয়েছিল ফলহারিণী কালীপুজো, ৩০০ বছর ধরে আজও পুজো চলছে …

পাঁশকুড়া: মহামারীর হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা এলাকায় শুরু করেছিল কালীপুজো। সেই কালীপুজো বর্তমানে তিন শতাব্দী পেরিয়েও হয়ে আসছে স্বমহিমায়। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির। ৩০০ বছরের বেশি প্রাচীন এই কালী মন্দির। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে বার্ষিক পুজোর অনুষ্ঠান হয়। পূর্ব মেদিনীপুর জেলায় নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেব-দেবীর প্রাচীন মন্দির।

পূর্ব মেদিনীপুর জেলার অর্ধিষ্ঠাত্রি দেবী বর্গভীমা হলেও এই জেলার বিভিন্ন অঞ্চলে কয়েক শতাব্দী প্রাচীন কালী মন্দির লক্ষ্য করা যায়। কালের নিয়মে কিছু ভগ্ন প্রায় হলেও বেশ কিছু আবার সংস্কার করে পুজোপাঠ চলে আসছে প্রাচীন দিন থেকেই। সেরকমই একটি কালীমন্দির রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির। এই মন্দির প্রায় ৩০০ বছরের বেশি পুরনো। এই মন্দিরে উত্থান ইতিহাসে রয়েছে নানান অলৌকিক কাহিনি। অলৌকিক এর পাশাপাশি রয়েছে নানা লৌকিক কাহিনিও।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এই মন্দির প্রতিষ্ঠাতার পিছনে প্রচলিত কাহিনীটি নিয়ে পুজো কমিটির বর্তমান এক সদস্য জানান, ‘এই কালী মন্দিরের দেবী জাগ্রত। মন্দির গড়ার পিছনে অলৌকিক কাহিনি রয়েছে। তবে মন্দির গড়ে ওঠার পেছনে প্রচলিত কাহিনিটি হল। একসময় এই এলাকায় মহামারীর প্রকোপ দেখা দেয়। আর সেই প্রকোপ থেকে বাঁচতে এলাকাবাসী মা কালীর শরণাপন্ন হয়। সেই থেকে চলে আসছে পুজো। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো শুরু হয় ২৪ দিন ধরে চলে পুজো। পুজো উপলক্ষে এলাকায় মেলা ও অনুষ্ঠানের আসর বসে।’

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

প্রসঙ্গত তিনতাউড়িবেগুনবাড়ি কালী মন্দিরের পুজো ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজোর দিন তাদের মানতের পুজো দেন। ভক্তদের মনে এই কালীমন্দির ঘিরে রয়েছে অগাধ বিশ্বাস। পুজোর দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মন্দির চত্বরে।

সৈকত শী

South 24 Parganas News: ফলহারিণী কালীপুজোয় দেবীর পাঁচ মূর্তির আরাধনা হয় এখানে

দক্ষিণ ২৪ পরগনা: ফলহারিণী কালীপুজোয় দেবীর পাঁচ রূপে মাতলেন দক্ষিণ বারাসাতে বাসিন্দারা। ‌ পথ নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে মায়ের আগমন ঘটে। মায়ের পঞ্চ‌ তুলে ধরা হয় এদিনের এই কালী পুজোর মধ্য দিয়ে। তার পাশাপাশি পঞ্চম পুরোহিত চণ্ডীপাঠ বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুজো এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল মূলত বাংলার জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যার তিথি আসে সেই তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়।

এই বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজনে জীবের অশুভ কর্মফল নাশ হয় এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে শারীরিক ও মানসিক উন্নতি হয়। সেই কারণেই এই অমাবস্যার তিথিতে এই দক্ষিণ বারাসাত এলাকার মানুষ মায়ের এই বিশেষ পুজোর আয়োজন করে থাকে।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

মূলত মায়ের পাঁচটি রূপকে তুলে ধরা হয়। দক্ষিণ বারাসাত এলাকার পাঁচটি গ্রামের মহিলারা পাঁচটি প্রতিমাকে আলাদা আলাদা ভাবে বরণ করে নিয়েছে। তার পাশাপাশি শুধুমাত্র পাঁচটি গ্রামের মানুষ শুধু নয় জয়নগর থানা এলাকার প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় করেছিলেন।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

দর্শনার্থীদের জন্য বিশেষ মায়ের ভোগের ব্যবস্থা করেছিলেন আয়োজক সংস্থা, প্রায় তিন থেকে চার হাজার মানুষের খাবার ব্যবস্থা ছিল। মূলত এই জৈষ্ঠমাসে অনেক রকম মৌসুমী ফল পাওয়া যায়। যেমন আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি, মায়ের ভক্তরা মাকে বিভিন্ন ফল দান করে নিজেদের মনস্কামনা জানান। এই দিন মাকে ফল নিবেদন করতে হয় কারণ মা সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান।

সুমন সাহা

Phalaharini Amavasya at Tarapith Temple: ফলহারিণী কালীপুজোর দিন ঠিক কী কী হয় তারাপীঠ মন্দির ও মহাশ্মশানে, দেখলে চমকে যাবেন, রইল ভিডিও

বীরভূম: প্রত্যেক বছরের মত এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে তারাপীঠে। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত।এই দিনেই পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে কথিত রয়েছে আদিশক্তি মা কালী মা তারাকে ফল দিয়ে ভোগ নিবেদন করতে হয়।আর ফল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয় ভক্তদের বলে বিশ্বাস।তাই পাঁচ রখম ফল দিয়ে তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার।

এই ফলহারিণী আমাবস্যা শুরু হয়েছে বুধবার সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটে এবং চলবে আজকে বিকেল ৫ টা ৫৩ মিনিট পর্যন্ত। বুধবার সন্ধ্যেবেলায় মা তারা কে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে বিভিন্ন রকমের ফলের মালা পরিয়ে পুজো শুরু হয়েছে একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে পুজো। অন্যদিকে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ শুরু করেছেন। ভক্তদের মধ্যে বিশ্বাস এই আমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করলে তাদের মনের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ করে স্বয়ং মা তারা।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

তারাপীঠে কৌশিকী অমাবস্যার যে মাহাত্ম্য রয়েছে সেই অমাবস্যার মতই এই ফলহারিনি আমাবস্যার মাহাত্ম্য। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এবং তারাপীঠ মন্দিরের এক পুরোহিত তারকনাথ চ্যাটার্জি জানাচ্ছেন প্রত্যেক অমাবস্যার মতই বুধবার রাত্রি থেকে তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞ আয়োজন শুরু হয়েছে। মন্দিরে যখন মহা যজ্ঞ চলছে ঠিক সেই মতই মহাশ্মশানেও বিভিন্ন জায়গায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

আজ দুপুরের অন্নভোগে মা তারাকে বিভিন্ন রকমের ফল, সবজি, মিষ্টি, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, মাছের মাথা,শোল মাছ পোড়া,দিয়ে ভোগ নিবেদন করা হবে। আমাবস্যা শেষের আগে মা তারা কে ফলের মালা সাজিয়ে পুজো করা হবে।আজ সকাল থেকেই তারাপীঠ মন্দিরে হাজারে হাজারে ভক্তরা লম্বা লাইন দিয়ে মা তারার মন্দিরে পূজা দিচ্ছেন। ভক্তদের কথা চিন্তা করে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে আজকে দুপুরের অন্ন ভোগের আয়োজন করা হয়েছে প্রায়ই দশ হাজার মানুষের। গরমে পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সব রকমই ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি।

সৌভিক রায়

Phalaharini Amavasya at Tarapith Temple: আরতি, ভোগ নিবেদন ও নিশিপূজায় মহা সমারোহে তারাপীঠে ফলহারিণী কালীপুজোর সাড়ম্বর আয়োজন

অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।
অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।

 

জ্যৈষ্ঠমাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।
জ্যৈষ্ঠমাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।

 

বুধবার সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আছে ফলহারিণী অমাবস্যা। এই পুণ্যতিথিতে তারামাকে সাজানো হবে রাজ রাজেশ্বরী বেশে।
বুধবার সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আছে ফলহারিণী অমাবস্যা। এই পুণ্যতিথিতে তারামাকে সাজানো হবে রাজ রাজেশ্বরী বেশে।

 

মন্দির কর্ত্ৃপক্ষ জানান বুধবার দুপুরে তারা মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে তাতে ছিল খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ৫ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোল মাছ।
মন্দির কর্ত্ৃপক্ষ জানান বুধবার দুপুরে তারা মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে তাতে ছিল খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ৫ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোল মাছ।

 

ফলহারিণী অমাবস্যার রাতে দেবীকে দেওয়া হবে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা ও মাংসের ভোগ।
ফলহারিণী অমাবস্যার রাতে দেবীকে দেওয়া হবে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা ও মাংসের ভোগ।

 

এই অমাবস্যায় দেবীর ভোগপ্রসাদ ও সজ্জায় বিশেষ ভূমিকা পালন করে মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে ধরা হয় কর্মফলের প্রতীক হিসেবে।
এই অমাবস্যায় দেবীর ভোগপ্রসাদ ও সজ্জায় বিশেষ ভূমিকা পালন করে মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে ধরা হয় কর্মফলের প্রতীক হিসেবে।

 

ভক্তদের বিশ্বাস, ফলহারিণী অমাবস্যায় নিষ্ঠা ভরে কালীপুজো করলে অশুভ কর্মফল দূর হয়ে সঙ্গে থাকে শুভ কর্মের ফল।
ভক্তদের বিশ্বাস, ফলহারিণী অমাবস্যায় নিষ্ঠা ভরে কালীপুজো করলে অশুভ কর্মফল দূর হয়ে সঙ্গে থাকে শুভ কর্মের ফল।
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ আরতি ও নিশিপূজা। (ছবি : ফেসবুক)
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ আরতি ও নিশিপূজা। (ছবি : ফেসবুক)

Phalaharini Amavasya 2024: ফলহারিণী অমাবস্যায় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, তারাপীঠের কেউই এদিন ফল খান না

বীরভূম: প্রতি বছরের মত এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো পালিত হল তারাপীঠে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা নামে খ্যাত। এই দিনেই পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে কথিত রয়েছে আদিশক্তি মা কালী তথা মা তারাকে ফল দিয়ে ভোগ নিবেদন করতে হয়।আর ফল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়।

এই বিশ্বাস থেকে এমন দিনে ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয় সেই ফল আর পরে প্রসাদ রুপে খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার।

আর‌ও পড়ুন: মাথায় গাছের ফেট্টি, গায়ে ফুল! একমনে গাছ লাগাচ্ছেন রাস্তার পাশে… চেনেন কে এই ‘হ্যালো’?

মা তারাকে এই বিশেষ দিনে দু’বার ভোগ নিবেদন করা হয়। দুপুরের মা তারাকে সাদা ভাত, খিচুড়ি পোলাও, পাঁচ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা, শোল মাছ পোড়া এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়। রাতে ভোগ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস। এই তিথিতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস করেন ভক্তরা।

এবার ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বুধবার সন্ধে ৭ টা ১৫ মিনিট ৫৩ সেকেন্ড থেকে, চলবে বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত। যেহেতু এদিন সন্ধেতে আমাবস্যা শুরু হচ্ছে তাই মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে লিচু, আম, আপেল, বেদানা বিভিন্ন ফল দিয়ে ভোগ নিবেদন করা হবে। পাশাপাশি ফলের মালা পরিয়ে পুজো শুরু হবে।

মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে সন্ধের পর থেকেই বিভিন্ন সাধু সন্ন্যাসীরা শুরু করবেন মহাযজ্ঞ। যেহেতু এদিন সন্ধেতে মা তারাকে ফল নিবেদন করে ভোগ দেওয়া হবে, তাই এই দিন তারাপীঠে আগত পর্যটক থেকে শুরু করে তারাপীঠ এলাকার বাসিন্দা এবং পুরোহিতরা কেউ সকাল থেকে কোনওরকম ফল খান না। মা তারাকে ফল দিয়ে ভোগ নিবেদনের পরেই পুরোহিতরা ফলের ভোগ গ্রহণ করে থাকে।

তারাপীঠের কৌশিকী অমাবস্যার মতই এই ফলহারিনি আমাবস্যার মাহাত্ম্য রয়েছে। আর সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, আগত পর্যটকদের কথা মাথায় রেখে মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সৌভিক রায়

Phalaharini Amavasya Rituals 2024: ফলহারিণী অমাবস্যায় এই ৩ ফল দেবীকে নিবেদন করুন, পূর্ণ হবে মনস্কামনা! পাবেন সুখসমৃদ্ধি ও অর্থ

আজ, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। পুণ্যতিথির অমানিশা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷
আজ, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। পুণ্যতিথির অমানিশা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷

 

অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।

 

এই পুণ্যতিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷
এই পুণ্যতিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷

 

বলা হয়, এই পুজো নিষ্ঠা ভরে করলে জীবন থেকে অশুভ ফল দূর হয় মা কালীর কৃপায়।
বলা হয়, এই পুজো নিষ্ঠা ভরে করলে জীবন থেকে অশুভ ফল দূর হয় মা কালীর কৃপায়।

 

শুভ কাজ বা সুকর্মের ফল সঙ্গে থাকে বলে মনে করা হয়।
শুভ কাজ বা সুকর্মের ফল সঙ্গে থাকে বলে মনে করা হয়।

 

কর্মফলের প্রতীক হিসেবে বৃক্ষজ ফল নিবেদন করা হয় দেবীর পদতলে।
কর্মফলের প্রতীক হিসেবে বৃক্ষজ ফল নিবেদন করা হয় দেবীর পদতলে।

 

পুণ্যার্থী ও ভক্তদের বিশ্বাস এই পুজোর মাহাত্ম্যে জীবন পরিপূর্ণ হয় ধনসম্পদ ও সমৃদ্ধিতে।
পুণ্যার্থী ও ভক্তদের বিশ্বাস এই পুজোর মাহাত্ম্যে জীবন পরিপূর্ণ হয় ধনসম্পদ ও সমৃদ্ধিতে।

Jyeshtha Amavasya Lucky Zodiac Signs: বেতনবৃদ্ধি, নতুন চাকরি, বিদেশভ্রমণ, নতুন প্রেম, সুখী দাম্পত্য! ফলহারিণী অমাবস্যায় সৌভাগ্যের আলোয় নতুন জীবন এই ৫ রাশির

 বুধবার পালিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। সনাতন বিশ্বাসীদের কাছে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার পালিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। সনাতন বিশ্বাসীদের কাছে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ।

 

এ বার এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটছে। প্রথমটা ধৃত যোগ এবং তার পর শিব বাসের মহাসংযোগ। এই দুই সংযোগের প্রভাবে ৫ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এ বার এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটছে। প্রথমটা ধৃত যোগ এবং তার পর শিব বাসের মহাসংযোগ। এই দুই সংযোগের প্রভাবে ৫ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

মহা সংযোগের প্রভাবে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ মেষরাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা আর্থিক বিনিয়োগে ব্যবসা করেন তাঁদের কাছে উপার্জনের বড় সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবে। প্রেমের পথ মসৃণ হবে।
মহা সংযোগের প্রভাবে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ মেষরাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা আর্থিক বিনিয়োগে ব্যবসা করেন তাঁদের কাছে উপার্জনের বড় সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবে। প্রেমের পথ মসৃণ হবে।

 

মিথুন রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। জীবনে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। এক লাফে বেতন বাড়বে অনেকটাই। হতে পারে প্রোমোশনও।
মিথুন রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। জীবনে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। এক লাফে বেতন বাড়বে অনেকটাই। হতে পারে প্রোমোশনও।

 

জ্যৈষ্ঠমাসের অমাবস্যা কর্কটরাশির জাতক জাতিকাদের কাছে খুবই শুভ। মনে শান্তি থাকবে। চাকরিজীবীদের আর্থিক লাভ হবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ধনসম্পদ লাভ হবে।
জ্যৈষ্ঠমাসের অমাবস্যা কর্কটরাশির জাতক জাতিকাদের কাছে খুবই শুভ। মনে শান্তি থাকবে। চাকরিজীবীদের আর্থিক লাভ হবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ধনসম্পদ লাভ হবে।

 

অর্থোপার্জনের নতুন দিশা দেখতে পাবেন মকররাশির জাতক জাতিকারা। সাম্প্রতিক মানসিক অশান্তি কেটে যাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারবেন।
অর্থোপার্জনের নতুন দিশা দেখতে পাবেন মকররাশির জাতক জাতিকারা। সাম্প্রতিক মানসিক অশান্তি কেটে যাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারবেন।

 

তুলারাশির জাতক জাতিকাদের বেতনবৃদ্ধির সম্ভাবনা। অংশীদারীর ব্যবসায় বেশি মুনাফার সুযোগ। দাম্পত্যে শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
তুলারাশির জাতক জাতিকাদের বেতনবৃদ্ধির সম্ভাবনা। অংশীদারীর ব্যবসায় বেশি মুনাফার সুযোগ। দাম্পত্যে শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

Phalaharini Kalipuja Date with Timing: রাত পোহালেই ফলহারিণী কালীপুজো! জানুন বুধবার কখন শুরু হচ্ছে অমাবস্যা

রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।
রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।

 

এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত ফলহারিণী রূপে।
এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত ফলহারিণী রূপে।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷
অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷

 

অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যোদয়ের সময়কার তিথি অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷
সূর্যোদয়ের সময়কার তিথি অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷

 

তবে অমাবস্যার নিশিপালন এবং দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
তবে অমাবস্যার নিশিপালন এবং দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে ফলহারিণী কালীপুজো করলে তিনি জীবন থেকে অশুভ কর্মফল দূর করেন। সঙ্গে থাকে শুভ শক্তি ও শুভ কর্মফল।
ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে ফলহারিণী কালীপুজো করলে তিনি জীবন থেকে অশুভ কর্মফল দূর করেন। সঙ্গে থাকে শুভ শক্তি ও শুভ কর্মফল।

Phalaharini Amavasya Astrological Tips 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, দিনভর এই কাজগুলি করলেই জীবনে অর্থ ও সুখবৃষ্টি

এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।
এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।

 

ভক্ত এবং পুণ্যার্থীদের দীর্ঘ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পুজো নিষ্ঠা ভরে পালন করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে। শুভ ফল থাকে সঙ্গে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
ভক্ত এবং পুণ্যার্থীদের দীর্ঘ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পুজো নিষ্ঠা ভরে পালন করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে। শুভ ফল থাকে সঙ্গে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।

 

ফলহারিণী অমাবস্যায় পালিত কিছু জ্যোতিষ টিপস আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে ধনসম্পদ সমৃদ্ধির কোনও অভাব থাকে না।
ফলহারিণী অমাবস্যায় পালিত কিছু জ্যোতিষ টিপস আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে ধনসম্পদ সমৃদ্ধির কোনও অভাব থাকে না।

 

৫ জুন, বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷
৫ জুন, বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷

 

ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনও নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন।
ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনও নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন।

 

মরশুমি ফল দেবীকে অর্ঘ্য দেওয়া হয় এই তিথিতে। কোনও মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে। তার পর এক বছর সেই ফল খাবেন না।
মরশুমি ফল দেবীকে অর্ঘ্য দেওয়া হয় এই তিথিতে। কোনও মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে। তার পর এক বছর সেই ফল খাবেন না।

 

মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল। ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল। ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

এই তিথিতে সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন। ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও।
এই তিথিতে সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন। ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও।