Tag Archives: K

Bankura News: এ এক নিদর্শন বটে… টপিক দিলেই গান লিখে দেন তিনি… অনন্য প্রতিভার নজির বাঁকুড়ায়

বাঁকুড়া: কবিয়াল সুব্রত কুমার সেন। একজন প্রচন্ড প্রতিভাবান শিল্পী। ৩৫ বছর ধরে করে আসছেন কবি গান।

 সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বর্ধমান, হুগলি, নদিয়া জেলার কবিয়ালদের সঙ্গে সাক্ষাৎ করেন বাঁকুড়ার সুব্রতবাবু। এরপর শ্যামাপদ ভট্টাচার্যের মধ্যে নিজের গুরুকে খুঁজে পান তিনি। তাঁর হাত ধরেই কবিগান শুরু করেন বাঁকুড়ার কবিয়াল সুব্রতকুমার সেনের। একদম নির্দ্বিধায় যে কোনো বিষয়বস্তুর উপর তৎক্ষণাৎ গান গাইতে পারেন সুব্রতকুমার সেন। করেও দেখালেন তিনি। পরপর তিনটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে লিখলেন গান। শোনালেন গেয়ে।

বিভিন্ন ধরনের আসর থেকে তর্কযুদ্ধ করে থাকেন তিনি। আসন্ন দুর্গাপুজোয় সাত থেকে আট দিন তর্কযুদ্ধে মেতে থাকবেন তিনি। তবে কবিগান যতই মনোরঞ্জক হোক না কেন, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই বাচিক শিল্প। যুবসমাজ বুঁদ হয়ে রয়েছে টেকনোলজির মধ্যে, তার থেকে বেরিয়ে এসে পুরনো শিল্পধারাগুলি ধরে রাখতে পারছেন না তাঁরা। সুব্রতকুমার সেন মনে করেন, কবিগান সবার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন তালিম এবং অনুশীলন। প্রয়োজন প্রতিভার।

বেশ মনের আনন্দই থাকেন সুব্রতকুমার সেন। তবে শিল্পী ভাতা পাননি তিনি। তাই নিয়ে রয়েছে সামান্য আক্ষেপ। সঙ্গে কবিগানের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন বাঁকুড়ার এই কবিয়াল। বাঁকুড়ার আনাচে-কানাচে যেমন লুকিয়ে রয়েছে কত না জানা লোকসংস্কৃতিক শৈল্পিক ধারা, যেগুলি আজ প্রায় বিলুপ্তির পথে, কবি গান কি সেই তালিকায় নাম লেখাতে চলেছে?