Tag Archives: Kalsarpadosh

Nag Panchami Rituals: আজ নাগপঞ্চমীতে পুজোর শুভ মুহূর্ত এটাই! সন্ধ্যায় এই কাজ করলেই কাটবে সব কালসর্পদোষ! ভাসবেন সুখসায়রে

শ্রাবণের শুক্লাপঞ্চমীতে নাগপঞ্চমী অত্যন্ত পবিত্র তিথি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং সর্পদেবতার পুজো করলে জীবনের বাধাবিঘ্ন কেটে যায়। কিছু রীতিনীতি পালন করলে কাটে কালসর্পদোষ।
শ্রাবণের শুক্লাপঞ্চমীতে নাগপঞ্চমী অত্যন্ত পবিত্র তিথি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং সর্পদেবতার পুজো করলে জীবনের বাধাবিঘ্ন কেটে যায়। কিছু রীতিনীতি পালন করলে কাটে কালসর্পদোষ।

 

এই তিথিতে পুজো করা হয় নাগরাজের। মনে করা হয় এই তিথিতে তাঁর পুজো অর্চনা করলে কুণ্ডলীতে কালসর্পদোষ এবং পিতৃদোষ থাকলে তা কেটে যায়। বলছেন জ্যোতিষী তথা বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে পুজো করা হয় নাগরাজের। মনে করা হয় এই তিথিতে তাঁর পুজো অর্চনা করলে কুণ্ডলীতে কালসর্পদোষ এবং পিতৃদোষ থাকলে তা কেটে যায়। বলছেন জ্যোতিষী তথা বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

এ বছর নাগপঞ্চমী পালিত হবে শুক্রবার, ৯ অগাস্ট। পুজো করার শুভ সময় বিকেল ৫.৪৭ থেকে ৮.২৭ পর্যন্ত।
এ বছর নাগপঞ্চমী পালিত হবে শুক্রবার, ৯ অগাস্ট। পুজো করার শুভ সময় বিকেল ৫.৪৭ থেকে ৮.২৭ পর্যন্ত।

 

নাগপঞ্চমীর সন্ধ্যায় প্রজ্বলন করুন তিলতেলের প্রদীপ। এই অর্পণে প্রসন্ন হন আমাদের পূর্বপুরুষরা। তাঁদের উদ্দেশে নিবেদিত কোনও অর্ঘ্যই তিল ছাড়া সম্পূর্ণ নয়।
নাগপঞ্চমীর সন্ধ্যায় প্রজ্বলন করুন তিলতেলের প্রদীপ। এই অর্পণে প্রসন্ন হন আমাদের পূর্বপুরুষরা। তাঁদের উদ্দেশে নিবেদিত কোনও অর্ঘ্যই তিল ছাড়া সম্পূর্ণ নয়।

 

প্রচলিত বিশ্বাস, পূর্বপুরুষদের তিল নিবেদন করলে তাঁরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন। কেটে যায় বাধাবিঘ্ন। তাই জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকলে নাগপঞ্চমীর সন্ধ্যায় আপনার বাড়িতে তিলতেলের প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না।
প্রচলিত বিশ্বাস, পূর্বপুরুষদের তিল নিবেদন করলে তাঁরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন। কেটে যায় বাধাবিঘ্ন। তাই জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকলে নাগপঞ্চমীর সন্ধ্যায় আপনার বাড়িতে তিলতেলের প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না।