Tag Archives: Ketu

Astrology 2024: হবে ভূতের দর্শন! কেতু দুর্বল থাকলে ভুলেও করা উচিত নয় এই সব কাজ…. নাহলে সারা জীবন মাসুল গুনতে হবে; জানুন এর প্রতিকার

কলকাতাঃ ভূতের গল্প শুনতে তো বেশ ভালই লাগে। কিন্তু অনেকেই দাবি করেন যে, কখনও কখনও তাঁরা ভূতের দেখাও পেয়েছেন। আবার হামেশাই কেউ কেউ এ-ও দাবি করেন যে, তাঁরা ভূত-প্রেতের রহস্যজনক ছবি ক্যামেরাবন্দি করেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা মানসিক ভাবে দুর্বল, তাঁদের ক্ষেত্রে কেতু গ্রহও দুর্বল অবস্থানে থাকে। যার ফলে সেই ব্যক্তি ভ্রমের মধ্যে থাকেন।

আরও পড়ুনঃ মালামাল এপ্রিল! স্থান পরির্বতন একাধিক গ্রহের! টাকার জোয়ার ‘এই’ রাশিগুলির জীবনে, সংসারে সুখের স্বর্গ!

রাঁচির জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত)-র জ্যোতিষবিদ্যায় ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি লোকাল ১৮-এর কাছে বলেন, কারও কেতু খারাপ অবস্থানে থাকলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। প্রথমে তাঁর মানসিক অবস্থার অবনতি হয় এবং সব সময় তাঁর মানসিক অবস্থা ভাল থাকে না। বারবার তাঁর মধ্যে ভূত-প্রেতের বিভ্রম দেখা দেয়।

কেতুর সঙ্গে মস্তিষ্কের যোগ রয়েছে
সন্তোষ কুমার লোকাল ১৮-এর কাছে বলেন, কেতু মূলত এমন একটা গ্রহ, যার সঙ্গে মানুষের মস্তিষ্কের যোগ রয়েছে। আর কেতুর অবনতি হলে মানসিক সমস্যা তৈরি হয়। আর কেতু দ্বারা প্রভাবিত মানুষ অতিরিক্ত ভাবেন, অসংলগ্ন কথা বলেন, কারও ভূমিকায় অভিনয় করেন, নিজেকে দোষারোপ করেন, অন্যদের বিষয়ে রায়দান করেন এবং ভুলভুল ভাবে কোনও কোনও জিনিস ধরে নেন।

এই বিষয়গুলি এড়িয়ে চলাই ভাল
সন্তোষ কুমার বলেন, যাঁদের জীবনে কেতু খারাপ অবস্থানে থাকে কিংবা যাঁরা কেতুর দ্বারা প্রভাবিত, তাঁদের সব সময় নিজের কাজে মনোনিবেশ করা উচিত। কারও জীবন কিংবা ব্যক্তিত্ব নিয়ে নেতিবাচক কথা বলা উচিত নয়। কারও পিছনে তাঁর সমালোচনা করাও চলবে না। অতিরিক্ত গালগল্প বন্ধ করতে হবে। যেসব বিষয় কেতুর অবস্থানকে আরও খারাপ করে দেয়, সেগুলিকেও এড়িয়ে চলা ভাল।

গণেশ মন্ত্র অত্যন্ত কার্যকর
সন্তোষ কুমারের বক্তব্য, কারওর রাশিচক্রে কেতু দুর্বল অবস্থানে থাকলে সেই অবস্থান মজবুত করার জন্য গণেশ মন্ত্র জপ করা উচিত। এর পাশাপাশি প্রতিদিন মেডিটেশন করা আবশ্যক। এতে মন শান্ত হবে। নিজেকে এবং নিজের বিষয়গুলিকে বুঝতেও সক্ষম হবেন।

Ketu Luck: সামান্য নিয়মেই অসামান্য ফল! কেতুর রক্তচক্ষু-রোষ বলে বলে উড়িয়ে দিন, ঘরে বাইরে সাফল্য শত্রুকে সহজেই দশ গোল, জ্যোতিষেই লুকিয়ে দারুণ টোটকা

*ছায়া গ্রহ কেতুর দশা সম্পর্কে জানা রয়েছে? আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে। কয়েকটি নিয়ম মানলেই লাঘব হয় কেতুর প্রভাব। উপায় জানালেন জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী। প্রতিবেদনঃ অনন্যা দে। ফাইল ছবি। 
*ছায়া গ্রহ কেতুর দশা সম্পর্কে জানা রয়েছে? আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে। কয়েকটি নিয়ম মানলেই লাঘব হয় কেতুর প্রভাব। উপায় জানালেন জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী। প্রতিবেদনঃ অনন্যা দে। ফাইল ছবি। 
*তিনি জানান, 'কেতুকে অশুভ বলে মনে করা হয়। কোষ্ঠীতে কেতু দুর্বল স্থানে থাকলে তার অশুভ প্রভাবে জাতকের জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে তার প্রতিকার সম্ভব।' ফাইল ছবি। 
*তিনি জানান, ‘কেতুকে অশুভ বলে মনে করা হয়। কোষ্ঠীতে কেতু দুর্বল স্থানে থাকলে তার অশুভ প্রভাবে জাতকের জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে তার প্রতিকার সম্ভব।’ ফাইল ছবি। 
*জ‍্যোতিষ মতে, কেতুর অশুভ দশা চললে জাতকের জীবনে দুর্যোগ যেন পিছু ছাড়ে না। ফাইল ছবি। 
*জ‍্যোতিষ মতে, কেতুর অশুভ দশা চললে জাতকের জীবনে দুর্যোগ যেন পিছু ছাড়ে না। ফাইল ছবি। 
*কেতুর অশুভ দশা কাটাতে মা দুর্গা, গণেশ ও বজরংবলীর পুজো করুন। কুকুরকে রুটি খাওয়ালের কেতুর দোষ কেটে যায়। ফাইল ছবি। 
*কেতুর অশুভ দশা কাটাতে মা দুর্গা, গণেশ ও বজরংবলীর পুজো করুন। কুকুরকে রুটি খাওয়ালের কেতুর দোষ কেটে যায়। ফাইল ছবি। 
*কেতুর অমঙ্গলের প্রভাব এড়াতে কলা পাতায় করে ভৈরব দেবকে ভাত নিবেদন করুন। ফাইল ছবি। 
*কেতুর অমঙ্গলের প্রভাব এড়াতে কলা পাতায় করে ভৈরব দেবকে ভাত নিবেদন করুন। ফাইল ছবি। 
*প্রতিদিন নিজের বাড়িতে পুজোর স্থানে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান। ফাইল ছবি। 
*প্রতিদিন নিজের বাড়িতে পুজোর স্থানে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান। ফাইল ছবি। 
*শনি দেবতার পুজো করলে কেতুর রোষ শান্ত করা সম্ভব হয়। ফাইল ছবি।
*শনি দেবতার পুজো করলে কেতুর রোষ শান্ত করা সম্ভব হয়। ফাইল ছবি।