Tag Archives: KK Died

Singer KK Death Update: আজই কলকাতায় আসছেন KK-র পরিবার, ময়নাতদন্ত SSKM-এ

#কলকাতা: গতকাল প্রয়াত হয়েছেন গায়ক কে কে। তাঁর মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আজ এসএসকেএমে প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-এর দেহের ময়নাতদন্ত হবে। সেই রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই শিল্পীর(Singer KK Death Update)।

কলকাতার নজরুল মঞ্চে গত দু’দিন ছিল তাঁর অনুষ্ঠান। এদিনও হাসিমুখে প্রানোছ্বল শিল্পী একের পর এক গান গেয়েছেন মঞ্চে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন কে কে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত শিল্পীর।

আরও পড়ুন: ‘KK-র গান আমার অসহ্য লাগে’… যা লিখলেন শ্রীজাত!

জানা গিয়েছে, মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন কেকে। বার বার ঘাম মুছছিলেন। অস্বস্তি হচ্ছিল, বারবার স্পটলাইট বন্ধ করতে বলছিলেন কেকে। নজরুল মঞ্চে কলেজের গানের অনুষ্ঠান থেকে হোটেলে ফিরে বমি করেন শিল্পী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহের কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা যাচ্ছে (Singer KK Death Update)।

আজই কলকাতায় আসছেন কে কে-র পরিবারের সদস্যরা। বুধবার সকালে শিল্পীর পরিবার কলকাতায় এসে পৌঁছবে বলেই জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর (Singer KK Passed Away) মামলা রুজু করেছে নিউ মার্কেট থানা। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ (Singer KK Death Update)।জানা গিয়েছে, পুলিশ তার পরিবারের আসার জন্য অপেক্ষা করছে। তাদের সম্মতি ও দেহ শনাক্তকরণ প্রক্রিয়ার পর তদন্ত ও পোস্টমর্টেম করা হবে। এসএসকেএম হাসপাতালে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হচ্ছে। যাবতীয় প্রক্রিয়ার পরে বিকেলে দেহ তাঁর পরিবারের হবে। ঘটনায় পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্তের  প্রাথমিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।

১৯৬৮ সালে দিল্লিতে জন্ম কেকের। শিল্পীর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নথ। বলিউডে নিজের সফর শুরুর আগে প্রায় সাড়ে তিন হাজার বিজ্ঞাপনের ‘জিঙ্গল’ গেয়েছেন তিনি। মুম্বইয়ে কেরিয়ার শুরুর আগে বেশ কিছুদিন মার্কেটিংয়ের কাজও করেছেন। প্রথমে বিজ্ঞাপন এবং টেলিভিশনেই কাজ শুরু করেন কেকে। তারপর অ্যালবামের কাজে মন দেন।

আরও পড়ুন: লুট গ্যায়ে হাম তেরি মোহাব্বত মে, ভালোবাসাও পারলোনা ধরে রাখতে! KK প্রয়াত, শোকস্তব্ধ বলিউড

কেকের (Singer KK Passed Away) প্রথম অ্যালবাম ‘পল’ অল্প সময়েই জনপ্রিয়তার শিখর ছোঁয়। ‘ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়’ গান এখনও তরুণ প্রজন্মের কণ্ঠে শোনা যায়। সিনেমার গানে কেকে-র সফর শুরু হয় এ আর রহমানের সংগীত পরিচালনায়। তবে বলিউডে তাঁর বড় ব্রেক ছিল ‘হাম দিল দে চুকে সনম’। তাঁর কণ্ঠে তুমুল জনপ্রিয় ‘তড়প তড়প কে’ গান। তারপর থেকে একের পর এক ‘হামরাজ’, ‘ওম শান্তি ওম’, ‘দশ’, ‘জন্নত’, ‘বচনা অ্যায় হাসিনো’র মতো সিনেমায় গান গেয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, মারাঠি, কন্নড় এবং বাংলা ভাষাতেও গান গেয়েছেন কেকে। বাংলাতেও ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতে গান গেয়েছেন কেকে। শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

KK Sudden Death | kk Reaction: লুট গ্যায়ে হাম তেরি মোহাব্বত মে, ভালোবাসাও পারলোনা ধরে রাখতে! KK প্রয়াত, শোকস্তব্ধ বলিউড

#কলকাতা: গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন জনপ্রিয় গায়ক কে কে! জানা গিয়েছে গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান চলছিল নজরুল মঞ্চে। সেই অনুষ্ঠান মঞ্চে পারফর্ম করার সময় অসুস্থ হয়ে পড়েন গায়ক (KK Sudden Death)। অনুষ্ঠান সেরে শহরের হোটেলে ফিরে আসেন। সেখানে বড্ড অসুস্থ বোধ করছিলেন তিনি। সে সময় তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে, জানানো হয় প্রয়াত হয়েছেন কেকে। কেকের এই আকস্মিক জীবনাবসান মেনে নিতে পারছেন না দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করা বলিউড তারকা থেকে তাঁর গুণমুগ্ধ অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া (KK Sudden Death)। তারকা গায়কের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এই ক্ষতি মেনে নেওয়া যায় না! আমি কিছুতেই এই খবরে চোখ রাখতে পারছি না। বিশ্বাস করতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়লেন শিল্পী শ্রেয়া ঘোষাল।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি “শেরদিল”-এ প্লেব্যাক গায়ক হিসেবে প্রবীণ গীতিকার গুলজারের সঙ্গে কাজ শুরু করেছিলেন কে কে। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সৃজিত (Srijit Mukherjee)। ইনস্টাগ্রামে রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করে লিখলেন…

“গত মাসে তার সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল এবং সেদিন মনে হয়েছিল যেন আমরা একে অপরকে বছরের পর বছর ধরে চিনি। বকবক থামছিল না। শুধু তাই নয়, গুলজার সাহেবের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। কেকে বলেছিলেন যে তিনি “ছোড় আয়ে হাম” দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন এবং সেদিন তাঁকে শ্রদ্ধা জানাতে এটি গেয়েছিলেন। বিদায়, আমার নতুন বন্ধু।”

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

বলিউড তারকা অক্ষয় কুমারের ট্যুইটেও শোকবার্তা। “এ এক গভীর শোক। কী ভীষণ ক্ষতি!লিখলেন অক্ষয় কুমার।

সতীর্থ গায়ক ও গীতিকার বিশাল দাদলানি লিখলেন, “আমার মন ভেঙেচুরে যাচ্ছে। তোমায় ছাড়া আর কিছুই একরকম থাকবে না। এক বিশুদ্ধতা ও শালীনতার মেলবন্ধন ছিল তোমার কণ্ঠস্বর! এক সোনালি মনের মালিক ছিলে তুমি! আমরা সবটুকুই হারালাম।”

“এই খবর সত্যি হতে পারে না” লিখলেন হর্ষদীপ কৌর।

শোকবার্তায় অশ্রুসজল সোনু নিগম, মোনালি ঠাকুর। ভাতৃসমকে হারিয়ে যা লিখলেন সোনু।

 

View this post on Instagram

 

A post shared by Monali Thakur (@monalithakur03)

এক সুন্দর ব্যক্তিত্বের মানুষ ছিলেন কে কে। শোকবার্তায় (Singer KK Passed AWAY) লিখলেন গায়ক বাবুল সুপ্রিয়।

কেকে-এর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নত। মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হল এই কন্নড় শিল্পীর। গোটা বিনোদন জগৎকে চোখের জলে ভাসিয়ে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর অসংখ্য ফ্যান ও অনুরাগীরা। যতটুকু খবর পাওয়া গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। খবর পাওয়া গিয়েছে, হোটেলের সিঁড়িতে পড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যদিও তাঁর নিশ্চিত খবর মেলেনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা গতদিনের অনুষ্ঠানের ছবি জ্বলজ্বল করছে। উঠে এসেছে শেষ শোয়ের ভিডিও। এত কিছু মধ্যেও মুহূর্তের কাছে হার মানল জীবন।