Tag Archives: Lahore

Heeramandi-Viral Video: লাহোরের হীরামান্ডি-তে আজও রাত হলেই ছুটে যায় পুরুষ! কীসের টানে? ভিডিও অবাক করবে

লাহোর: কিছু দিন আগেই মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিরিজ ‘হীরামান্ডি’! বনশালির ছবি হোক বা সিরিজ সেখানে একটা জমকালো সেট আর পোশাকে বেশ একটা রাজকীয় ভাব থাকে! বলা যেতে পারে এটাই পরিচালকের সিগনেচার! এই সিরিজ মুক্তি পেতেই হই-হই শুরু হয়ে যায়! মণীষা কৈরালা থেকে অদিতি রয় হায়দরি, সোনাক্ষীর মতো সুন্দরীরা অভিনয় করেছেন! তাঁদের দিক থেকে চোখ ফেরানো দায়! পাকিস্তানের লাহোরে অবস্থিত এই হীরামান্ডি! যেখানে এক সময় সব নবাবরাই যেতেন! এই হীরামান্ডিতে যারা গান করতেন তাঁদের যতই বাইজি বলা হোক না কেন, ছিল এক আলাদা আভিজাত্য!

তবে আপনি কী জানেন লাহোরের এই হীরামান্ডি এখনও আছে! শুধু আছে না, সিরিজে যেমন দেখানো হয়েছে দুইটি বিরাট রাজমহল। একেবারেই তেমন রাজমহল আছে লাহোরে। শাহি মহল সত্যিই আছে! তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে এখনও কী তবে গান-বাজনার আসর বসে? নাকি সেই জায়গা এখন অন্য কাজে ব্যবহার করা হয়! আপনি জানলে অবাক হবেন! সম্প্রতি লাহোরের এক ইউটিউবার তাঁর ইনস্টাগ্রামে এই হীরামান্ডির ভিডিও শেয়ার করেছেন!

 

View this post on Instagram

 

A post shared by The Orange Wall (@the.orange.wall)

তিনি লিখেছেন ২০০৯ সাল থেকে এখানে পুলিশ রেড করে সব রকম খারাপ কাজ বন্ধ করে দেয়! এখানে এখনও সেই আভিজাত্য থাকলেও বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। আবার কিছু অংশ নতুন করে ঠিক করা হয়েছে! প্রতিদিন বহু মানুষ এখানে ছুটে আসেন এখন। কিন্তু কেন জানেন? গান শোনার জন্য নয়, খাবারের জন্য! এটি এখন লাহোরের সব থেকে বিখ্যাত ফুড স্ট্রিট! এই হীরামান্ডির পরবর্তী জেনারেশন এখানে এখন নতুন করে ব্যবসা করে। বাইরের লোকেরাও ব্যবসা করে, তবে তা শরীরের ব্যবসা নয়। খাবারের ব্যবসা। রাজকীয় ভাবে খাবার পরিবেশন করা হয় এখানে। মাঝে মধ্যে গানও শোনা যায় কোথাও কোথাও। তবে তা একেবারেই আগের মতো নয়!

আরও পড়ুন: মৃত ঠাকুমার শরীরের পোড়া ছাই পাস্তা সসে মিশিয়ে একী করল যুবতী? শিউরে উঠবেন

লাহোরের এই হীরামান্ডিকে লোকে ভুলেই গিয়েছিল। সঞ্জয় লীলা বনশালি ও নেটফ্লিক্স আবার এই জায়গার আভিজাত্য তুলে ধরেছে। এই সিরিজ মুক্তির পর থেকে এখানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। লাভের মুখ দেখছেন এখানকার মানুষরা! হীরামান্ডি সিরিজ আসলে এই লাহোরের হীরামান্ডিকে ফের একবার বাঁচিয়ে তুলেছে। এমনটাই দাবি ওই ইউটিউবারের! আপাতত ভাইরাল এই ভিডিও!

PSL Final, Multan Sultans vs Lahore: ডেভিড ভিসার অনবদ্য পারফরমেন্সে পিএসএল ফাইনাল শাহিনের লাহোর কালান্দার্স

#লাহোর: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রচুর দর্শক হাজির ছিলেন ম্যাচটার জন্য। বেশ দুর্দান্ত ম্যাচ হল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটরে শুক্রবার রাতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইসলামাবাদ ইউনাইটেড। ১৬তম ওভার শেষে ইসলামাবাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৭ রান। ১৮ বলে ইসলামাদের প্রয়োজন ২২ রান। হাতে ৪ উইকেট। সেই সমীকরণ মেলাতে পারেনি ইসলামাবাদ।

আরও পড়ুন – Gavaskar on Bhuvneshwar Kumar : গতি বাড়িয়েছে ভুবি! সিনিয়র পেসারের কামব্যাক দেখে খুব খুশি সুনীল গাভাসকার

৬ রানে ম্যাচটি জিতে ফাইনালে উঠে গেছে লাহোর। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলে লাহোর। শুরুটা ভালো ছিল না লাহোরের। মাত্র ৭ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা সামলে আবদুল্লাহ শফিক ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর কামরান গুলাম ২৬ বলে ৩০, মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৮ এবং সামিট প্যাটেল ১৮ বলে ২১ রান করেন। ১৯ ওভার শেষে লাহোরের স্কোর ছিল ৭ উইকেটে মাত্র ১৪১।

তবে শেষ ওভারে ডেভিড ভিসার তাণ্ডবে ভাল সংগ্রহই পায় শাহিন আফ্রিদির দল। ওয়াকাস মাকসুদের করা সেই ওভারে ৩ ছক্কা ও এক চারে ভিসা তুলে নেন ২৭ রান। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ রানেই চার উইকেট হারায় ইসলামাবাদ। এরপর অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রান ও আজম খানের ২৮ বলে ৪০ রান স্বপ্ন দেখাচ্ছিল ইসলামাবাদকে। তাদের দুজনের বিদায়ের পর আসিফ আলীর কাধে পরে পুরো দায়িত্ব।

কিন্তু ২২ বলে ২৫ করে আসিফ শিকার হন হারিস রউফের, ঘুরে যায় ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদের প্রয়োজন ছিল ৮ রান। হাতে ছিল ২ উইকেট। ওই ওভারের প্রথম দুই বলে মোহাম্মদ ওয়াসিমকে কোনো রান দেননি ডেভিড ভিসা। তৃতীয় বলে ডাবল নিতে গিয়ে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওয়াসিম। চতুর্থ বলে ভিসাকে উড়িয়ে মারতে গিয়ে ইসলামাবাদের সবশেষ উইকেট হিসেবে আব্দুল্লাহ শফিকের তালুবন্দি হন ওয়াকাস মাকসুদ।

লাহোর কালান্দার্স পায় ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়। ৮ বলে ২৮ রানের পর বল হাতে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভিসা। আগামীকাল রাত সাড়ে ৮টায় পিএসএলের সপ্তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। লাহোরে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ মুলতান সুলতানস। ২০২০ সালে রানার্স হয়েছিল লাহোর।

মুলতান গতবারের চ্যাম্পিয়ন। তাদের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপে যিনি অনবদ্য পারফর্ম করেছিলেন। এছাড়াও শান মাসুদ, ইমরান তাহির, ডেভিড উইলিদের মত বিশেষজ্ঞ টি টোয়েন্টি ক্রিকেটার রয়েছে তাদের। অন্যদিকে লাহোরের শাহিন আফ্রিদি, হাফিজ, ফখর জামান, হ্যারিস রউফ, ডেভিড ভিসার মত ক্রিকেটাররা রয়েছেন।