Tag Archives: Life After Death

Life After Death: ১১ মিনিটের জন্য ‘মৃত্যু’ হয় মহিলার, তারপর কী হল? কী কী দেখলেন? মহিলার কথায় গায়ে কাঁটা দেবে

বিশ্বের সবচেয়ে বড় রহস্য কেন্দ্রিভূত মৃত্যুকে নিয়ে! মৃত্যু আলটিমেট সত্য, কিন্তু তারপর? মৃত্যুর পর ঠিক কী হয়? মানুষ কোথায় যায়? মৃত্যুর ঠিক আগে মানুষের কীরকম অনুভূতি হয়? মৃত্যুর পর সে কী দেখে? এই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা, পরীক্ষা নিরীক্ষা কোনওকিছুরই কমতি নেই, কমতি নেই গল্পগাছারও। কিন্তু আজ পর্যন্ত সঠিক উত্তর কেউ দিতে পারেননি। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটল, যা যুগ যুগ ধরে চাপা পড়ে থাকা রহস্যের মোড়ক খানিকটা হলেও কি সরালো? কী ঘটেছিল?
বিশ্বের সবচেয়ে বড় রহস্য কেন্দ্রিভূত মৃত্যুকে নিয়ে! মৃত্যু আলটিমেট সত্য, কিন্তু তারপর? মৃত্যুর পর ঠিক কী হয়? মানুষ কোথায় যায়? মৃত্যুর ঠিক আগে মানুষের কীরকম অনুভূতি হয়? মৃত্যুর পর সে কী দেখে? এই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা, পরীক্ষা নিরীক্ষা কোনওকিছুরই কমতি নেই, কমতি নেই গল্পগাছারও। কিন্তু আজ পর্যন্ত সঠিক উত্তর কেউ দিতে পারেননি। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটল, যা যুগ যুগ ধরে চাপা পড়ে থাকা রহস্যের মোড়ক খানিকটা হলেও কি সরালো? কী ঘটেছিল?
সম্প্রতি এক মহিলা দাবি করেন, ১১ মিনিটের জন্য তাঁর 'মৃত্যু' হয়েছিল। কিন্তু তিনি ফের জীবনে ফিরে আসেন। শারলট হোমস-এর দাবি, মৃত্যুর পর তিনি নাকি সোজা স্বর্গে যান। সেখানে তিনি কী দেখলেন? শারলটের বক্তব্যে গায়ে কাঁটা দেবে।

সম্প্রতি এক মহিলা দাবি করেন, ১১ মিনিটের জন্য তাঁর ‘মৃত্যু’ হয়েছিল। কিন্তু তিনি ফের জীবনে ফিরে আসেন। শারলট হোমস-এর দাবি, মৃত্যুর পর তিনি নাকি সোজা স্বর্গে যান। সেখানে তিনি কী দেখলেন? শারলটের বক্তব্যে গায়ে কাঁটা দেবে।
 মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস-এর বাসিন্দা শারলট ৬৮ বছর বয়সে আচমকাই সংজ্ঞা হারিয়ে ফেলেন। শারলটের প্রেশার খুব বেশি ছিল, কাজেই পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তাঁর দাবি, হাসপাতালের বেড-এ শুয়েই তাঁর 'মৃত্যু' হয়, ১১ মিনিটের জন্য তিনি স্বর্গে যান। শারলট এও দাবি করেন, 'মৃত্যু'র পর তিনি নাকি তাঁর নিজের 'মৃত' শরীরটা দেখতে পাচ্ছিলেন, দেখছিলেন নার্স ও ডাক্তারেরা প্রাণ ফেরানোর চেষ্টায় তাঁকে CPR দিচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস-এর বাসিন্দা শারলট ৬৮ বছর বয়সে আচমকাই সংজ্ঞা হারিয়ে ফেলেন। শারলটের প্রেশার খুব বেশি ছিল, কাজেই পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তাঁর দাবি, হাসপাতালের বেড-এ শুয়েই তাঁর ‘মৃত্যু’ হয়, ১১ মিনিটের জন্য তিনি স্বর্গে যান। শারলট এও দাবি করেন, ‘মৃত্যু’র পর তিনি নাকি তাঁর নিজের ‘মৃত’ শরীরটা দেখতে পাচ্ছিলেন, দেখছিলেন নার্স ও ডাক্তারেরা প্রাণ ফেরানোর চেষ্টায় তাঁকে CPR দিচ্ছেন।
শারলটের দাবি, 'মৃত্যু'র পর তিনি একটা উজ্জ্বল আলো দেখতে পান, বাজছিল মৃদু বাজনা। নাকে আসে সুগন্ধি ফুলের গন্ধ। যখন চোখ খুললেন, দেখেন, তিনি স্বর্গে। চারপাশ নাকি আলোয়-আলোকিত, একঝলক দেখলেই মন খুশি-আনন্দে ভরে ওঠে
শারলটের দাবি, ‘মৃত্যু’র পর তিনি একটা উজ্জ্বল আলো দেখতে পান, বাজছিল মৃদু বাজনা। নাকে আসে সুগন্ধি ফুলের গন্ধ। যখন চোখ খুললেন, দেখেন, তিনি স্বর্গে। চারপাশ নাকি আলোয়-আলোকিত, একঝলক দেখলেই মন খুশি-আনন্দে ভরে ওঠে
শারলটের দাবি, তিনি স্বর্গে তাঁর মৃত বাবা-মা ও বোনকে দেখতে পান। সেখানে নাকি তাঁরা খুব ভাল আছেন। খুব খুশি। এমনকি গর্ভাবস্থায় শারলটের যে শিশুর মৃত্যু হয়েছিল, তাকে পর্যন্ত দেখতে পান শারলট। কিন্তু ১১ মিনিট পর শারলট ফের জীবনে ফিরে আসেন। চোখ খুলে দেখেন, তিনি হাসপাতালের খাটে শুয়ে।

শারলটের দাবি, তিনি স্বর্গে তাঁর মৃত বাবা-মা ও বোনকে দেখতে পান। সেখানে নাকি তাঁরা খুব ভাল আছেন। খুব খুশি। এমনকি গর্ভাবস্থায় শারলটের যে শিশুর মৃত্যু হয়েছিল, তাকে পর্যন্ত দেখতে পান শারলট। কিন্তু ১১ মিনিট পর শারলট ফের জীবনে ফিরে আসেন। চোখ খুলে দেখেন, তিনি হাসপাতালের খাটে শুয়ে।
ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। এই ঘটনার ৪ বছর পর ২০২৩ সালের ২৮ নভেম্বর মৃত্যু হয় শারলটের।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। এই ঘটনার ৪ বছর পর ২০২৩ সালের ২৮ নভেম্বর মৃত্যু হয় শারলটের।