Tag Archives: Maharastra

Maharastra Protest: ‘সব বহিরাগত!,’ শিণ্ডে সরকারকে অপমান করতেই বিক্ষোভ, নাবালিকা-শ্লীলতাহানি কাণ্ডে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্র: ঠাণের বদলাপুরের স্কুলে দুই নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘিরে এখন উত্তাল মহারাষ্ট্র৷ রেল রোকো কর্মসূচি থেকে শুরু করে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ৷ তার উপরে আগুনে ঘি ঢেলেছে ঘটনার ১১ ঘণ্টা পরে এফআইআর দায়ের করার ঘটনা৷ বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘লড়কি বহিন যোজনা’র টাকা নয়, মেয়েদের নিরাপত্তা চাই৷

তবে এই ঘটনায় দানা বাঁধা বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিরোধীদের চক্রান্ত এবং বহিরাগতদের তাণ্ডব বলে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের শিবশেনা (শিণ্ডে)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে৷

এদিন শিণ্ডে বলেন, ‘‘এই প্রতিবাদ আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, কারণ বিক্ষোভকারীদের কেউই স্থানীয় বাসিন্দা নন৷ যে সমস্ত স্থানীয় বাসিন্দা এইঈ সমস্ত বিক্ষোভে শামিল হয়েছেন, তাঁদের সংখ্যা হাতে গোনা যাবে৷’’

আরও পড়ুন: সন্দীপ ঘোষের পরিবারকে-বাড়িতে এবার নিরাপত্তা! নির্দেশ কলকাতা হাইকোর্টের

তিনি জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজন বিক্ষোভকারীদের সমস্ত দাবি মানতে রাজি হয়েছেন, কিন্তু, তাও বিক্ষোভকারীরা বিক্ষোভ থামাচ্ছেন না৷ শিণ্ডের মতে, ‘‘এতেই বোঝা যাচ্ছে, এরা শুধু রাজ্য সরকারেরই অসম্মান করতে চাইছে৷’’

ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টে ঘটনার বিচার দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ শিবসেনা (ইউবিটি), এনসিপি (এসসিপি) এবং কংগ্রেসের বিরোধী মহা বিকাশ আগাড়ি (এমভিএ) জোট আগামী ২৪ অগাস্ট ঘটনার দ্রুত বিচারের দাবিতে মহারাষ্ট্রজুড়ে বনধ ডেকেছে৷ বদলাপুরের ঘটনা নিয়ে বিরোধীরা আলোচনাতেও বসেছে দফায় দফায়৷

আরও পড়ুন: আর মাত্র ৬ বছর, ভয়ঙ্কর বিপদে কলকাতা! ১৭ কোটি মানুষের ‘সব’ শেষ হয়ে যাবে? ভয়াবহ আশঙ্কাবার্তা

গত সপ্তাহে ঠাণের বদলাপুরের একটি স্কুলে কর্মরত সাফাইকর্মীর বিরুদ্ধে স্কুলেরই দুই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে৷ বছর চব্বিশের ওই সাফাইকর্মীকে তৃতীয় একটি সংস্থা দ্বারা ওখানে কাজ দেওয়া হয়েছিল৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ কর্তব্যে গাফিলতি এবং ব্যবস্থা নেওয়ায় গড়িমসি করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষিকা ও শ্রেণি শিক্ষিকা৷ কিন্তু, তার পরেও পড়ুয়াদের নিরাপত্তা এবং স্কুল কর্তৃপক্ষের আচরণের বিরুদ্ধ গত মঙ্গলবার থেকে পথে নেমেছেন মহারাষ্ট্রের বহু মানুষ৷

Maharashtra MLC Polls: অবশেষে মুখরক্ষা! লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্রে বিরাট জয় বিজেপি-শিণ্ডেদের মহাযূতি জোটের

মহারাষ্ট্র: লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল মেলেনি৷ তবে মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে বড় জয় পেল বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের শিবসেনা, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এনসিপি এবং বিজেপির সমন্বয়ে গঠিত মহাযুতি জোট ১১টি আসনের মধ্যে ন’টিতে প্রার্থী দিয়েছিল৷ সেই ন’টিতেই জয়ী হয়েছে তারা।

দ্বিবার্ষিক এই নির্বাচনে শুক্রবার ১১টি কাউন্সিল আসনে ভোট অনুষ্ঠিত হয়৷ তাতে পাঁচজন বিজেপি নেতা এবং শিবসেনা (শিন্দে) গোষ্ঠী এবং এনসিপি (অজিত পাওয়ার) থেকে দু’জন করে প্রার্থী দেওয়া হয়। মহাযূতি জোটের প্রত্যেক প্রার্থীই এই ভোটে জয়ী হয়েছেন৷

আরও পড়ুন: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডে, পরিণয় ফুকে এবং যোগেশ তিলেকার প্রত্যেকে ২৬টি করে ভোট পেয়েছেন, যেখানে জিততে গেলে তাঁদের প্রয়োজন ছিল ২৩টি ভোট৷

এছাড়া, এনসিপি (অজিত পাওয়ার) দলের দু’জন,  রাজেশ ভিটেকার এবং শিবাজিরাও গারজে এবং শিণ্ডে সেনার ভাবনা গাওলিকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ফলাফল ঘোষণা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য৷ মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লেখেন, “NDA মহারাষ্ট্রে ন’জনকে প্রার্থী করেছিল। সবাই জিতেছে। বিজেপি (৫), শিবসেনা (২), এনসিপি (২)। কংগ্রেস এবং ইউবিটি একটি করে আসন জিতেছে৷ হেরেছেন এনসিপি (এসপি)-র প্রার্থী৷ ইন্ডি জোট কেমন পারফরম্যান্স করেছে বোঝাই যাচ্ছে। এটা ভাল খবর।”

আরও পড়ুন: স্বামীর সঙ্গে হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন…বাড়ি ফেরা হল না দু’জনেরই! মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এমএলসি ভোটের ফলাফলে আনন্দ প্রকাশ করেছেন এবং “প্রত্যেক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করার” জন্য মুখ্যমন্ত্রী শিণ্ডের প্রশংসা করেছেন তিনি।

Bhushi Dam Lonavala Accident Video: মুহূর্তের মধ্যেই হড়পা বানে ভেসে গেল এক পরিবারের ৪ সদস্য! সামনে এল মহারাষ্ট্রের হাড়হিম করা ভিডিও

মহারাষ্ট্র: একটানা মুষলধারে বৃষ্টির জের৷ হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের৷ যার মধ্যে ৪ জনই নাবালক৷ রবিবার বেলা দেড়টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের লোনাবলার ভুষি ড্যামে৷

পুণের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, ‘‘২টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকাজ চলছে৷ নিখোঁজরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য৷ তাঁরা পুণের সঈদ নগরের বাসিন্দা৷’’

পুলিশ সুপার জানিয়েছেন এখনও পর্যন্ত ৪০ বছর বয়সি এক মহিলার দেহ উদ্ধার হয়েছে৷ তার সঙ্গে মিলেছে ১৩ বছরের এক নাবালিকার দেহ৷ এছাড়াও, ৬ বছরের একটি মেয়ে এবং ৪ বছরের একটি ছেলেও ঘটনায় নিখোঁজ৷

আরও পড়ুন:  সোমবার থেকেই আইনকানুন বদলে যাচ্ছে দেশে, ব্রিটিশ আমলের বিধির বদলে এবার মোদি সরকারের নতুন ‘ক্রিমিনাল ল’

আরও পড়ুন: ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম! মাসের শুরুতেই ধাক্কা, একলাফে কতটা বৃদ্ধি?

এই পরিবার ভূষি ড্যামের কাছে থাকা একটি ঝরনার কাছে পিকনিক করছিল৷ হয়ত, ঝরনার মাঝে পাথরে বসেও ছিল৷ কিন্তু, হঠাৎ করেই হড়পা বানে জল বেড়ে যাওয়ায় তাঁরা ঝরনার মাঝেই আটকে পড়ে৷ পরে জলের তোড়ে ভেসে যায় ও বাঁধের জলে ডুবে যায়৷ বর্তমানে নৌসেনার ডুবুরিরা বাকি দু’জনেক দেহ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন৷

Lakshmir Bhandar: বাংলার পর মহারাষ্ট্রতেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’! কত টাকা ঢুকছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

মুম্বই: বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷ পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হবে৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা৷ এই প্রকল্প চালানোর জন্য বছরে ৪৬ হাজার কোটি টাকা খরচ হবে মহারাষ্ট্র সরকারের৷