Tag Archives: lakshmir bhandar

Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু

আমতা: লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বার বারই অভিযোগ করছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে৷ পাল্টা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়য়ে রাজ্য সরকার ১০০০ টাকা করেছে, সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে৷

তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন৷ এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানো হবে৷

আরও পড়ুন:বাপের বাড়ি গিয়ে ডিভোর্স চাইলেন স্ত্রী, স্বামীর ‘অপরাধ’ কী? শুনলে আঁতকে উঠবেন

আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা দিদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে৷ বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না৷ আমরা ১০০ টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠাবো৷ উনি সব মিথ্যে কথা বলছেন৷’

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাজ্য বিজেপি নেতাদের কাছে বিড়ম্বনা বাড়াতে পারে৷ কারণ, গত এপ্রিল মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র ১০০ টাকা বাড়ানোর কথা বলায়, এই বিষয়টিকে ফের ভোট প্রচারে অস্ত্র করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস৷

অমিত শাহের এই মন্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়ানোর কথা বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বাংলার মহিলাদের এত অপমান করার সাহস ওনার কীভাবে হয়?’

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাঁকুড়ার ছাতনার সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বলেছিলাম বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে৷ আজকে আমার নেতা অমিত শাহও বলে গেছেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিদিন একশো টাকা করে পাবেন মহিলারা, অর্থাৎ মাসে তিন হাজার টাকা৷’

এ দিনও কল্যাণীর জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বলেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে৷ লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখুন দেখি, কত সাহস৷ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো হবে না, বরং সারা জীবন চলবে৷

Abhishek Banerjee: ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে…? যতদিন শতাব্দী রায়…’, রামপুরহাটে রণহুঙ্কার অভিষেকের

রামপুরহাট: চতুর্থ দফা ভোটের আগে বীরভূমে নির্বাচনী প্রচারে। বৃহস্পতিবারের সভামঞ্চ থেকে একের পর এক বিজেপিকে নিশানা করে তুমুল কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যাঁরা বাংলাকে কালিমালিপ্ত করতে চেয়েছিল তাঁদের স্বরূপ সামনে চলে এসেছে। আমি নবজোয়ারে থাকার সময়ে মানুষের সঙ্গে কথা বলেছি৷ আমি রামপুরহাট লোকসভায় আগে মিটিং করেছি। যারা বাংলাকে পরিকল্পিতভাবে মান সম্মান, মর্যাদা ছিনিয়ে কলুষিত করতে চেয়েছিল তাদের চেহারা সামনে চলে এসেছে।”

অভিষেকের অভিযোগ, “রাস্তা, আবাস, জলের টাকা সব গায়ের জোরে বন্ধ করে রেখেছিল। যারা আপনার ছাদ, ঘর, রাস্তা, কল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, তাদের কি এক ছটাক জায়গা ছেড়ে দেওয়া উচিত? সত্যি বিজেপি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? বিজেপি জিতলে তো বন্ধ হবে? যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, যতদিন শতাব্দী রায় সাংসদ থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে।”

সন্দেশখালি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “সন্দেশখালির বেলুনে আলপিন ফুটে গেছে৷ কলুষিত করার চক্রান্ত সামনে চলে এসেছে৷ গঙ্গাধর কয়াল বলছেন নির্যাতন, ধর্ষণ হয়নি। কয়েকটা ভোটের জন্য বিজেপি দেশের কাছে বাংলাকে অসম্মান করেছে৷ রেখা পাত্রর একটা ভিডিও এসেছে সামনে। তিনি বলছেন, যে বিজেপি যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েছে তারা আসল নয়।”

আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে বিজেপির বিরুদ্ধে বিশাল অভিযোগ, নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেস

একইসঙ্গে এসএসসি দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “এসএসসি নিয়ে বলেছিল এমন বোম ফেলব যে তৃণমূল বেসামাল হয়ে যাবে৷ চাকরি খাওয়ার চক্রান্তে সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে৷ এদের বাড়া ভাতে কার্যত ছাই দিয়েছে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের আদেশের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। আমরা এখনও মনে করি দেশের বিচার ব্যবস্থা কিছু মেরুদণ্ড সোজা রাখা ব্যক্তির জন্য বেঁচে আছে।”

বিজেপির প্রার্থীর নাম না করে অভিষেক বলেন, “যারা ২০২১ সালে শীতলকুচি করে। যে ঘটনায় পাঁচ জন তরতাজা মানুষের মৃত্যু হয়েছিল। যার নেতৃত্বে হয়েছিল তাকেই এখান থেকে প্রার্থী করতে চেয়েছিল। শীতলকুচির হত্যার নায়ককে এরা পুরষ্কার দিয়ে প্রার্থী করেছিল। ইসি সেই পদ বাতিল করেছিল। যিনি বিজেপির ডামি ক্যান্ডিডেট ছিলেন তিনি এখন এখানে প্রার্থী হলেন।”

অভিষেকের বীরভুমবাসীর কাছে আবেদন, “যারা পেটের ভাত কেড়েছে তাদের চেয়ার কাড়তে হবে। আগামী ১৩ তারিখের ভোটে কেন্দ্রে উন্নয়ন মূলক সরকার প্রতিষ্ঠিত করবেন৷ তৃণমূলের হাত শক্তিশালী করা মানে, INDIA জোটের হাত শক্তিশালী করা। কয়েকটা ভোটের জন্য নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে৷ সন্দেশখালি পরিকল্পিত করে করা হয়েছে৷ এর জবাব দিতে হবে। বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে৷ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজেও ভোটের লাইনে দাঁড়াতে হবে৷ রামপুরহাট বিধানসভা থেকে এবার যেন এই লোকসভার মধ্যে সবথেকে বেশি ভোট আসে তৃণমূলের ভোটবাক্সে৷ বিধায়ক আশিষদা আছেন, পুরসভার চেয়ারম্যান আছেন, তাঁদের বলছি, এবার সবথেকে বেশি ভোট পেতে হবে।”

তীব্র কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, “নয় লক্ষ এক হাজার ১৩৭ জনকে বীরভূম জেলায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। বিজেপি প্রচারে আসলে জিজ্ঞাসা করবেন আপনাদের নেত্রী লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে বলেছিল তা নিয়ে আপনাদের অবস্থান কী? আর সন্দেশখালি নিয়ে গঙ্গাধর কয়াল আর রেখা পাত্র যা বলেছে তা নিয়ে আপনাদের অবস্থান কী?

চরম বিঁধে অভিষেক যোগ করেন, “আমাদের ইডি, সিবিআই দেখিয়ে লাভ নেই। ওসব অনেক করেছেন৷ অন্য দলকে দেখিয়ে দমিয়ে রাখতে পারেন। আমাদের নয়। এই বীরভূমে রামচন্দ্র ডোমেদের সামনে রেখে ধারাবাহিকভাবে বামেরা কী অত্যাচার করত নিশ্চয়ই মনে আছে? সেই সিপিএমের হার্মাদরা হয়েছে আজ বিজেপি। গেরুয়া পতাকা ধরে বিজেপির নেতাদের কাছে আশ্রয় নিয়েছে৷ সিপিএমের হার্মাদরা হয়েছে আজ বিজেপির উন্মাদ। ৪ জুনের পরে এরা হবে সর্বহারা বরবাদ।”

Lakshmir Bhandar Money Check: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মে মাসে? কড়কড়ে নোট কবে ঢুকবে অ্যাকাউন্টে ? ‘এইভাবে’ Check করে নিন পেমেন্ট স্ট্যাটাস!

গত এপ্রিল মাস থেকেই কার্যকরী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা। মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও।
গত এপ্রিল মাস থেকেই কার্যকরী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা। মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও।
জানা গিয়েছে মে মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা।
জানা গিয়েছে মে মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সিদ্ধান্ত চলতি বছরের বাজেটেই জানিয়ে দেয় রাজ্য সরকার। সাধারণ মহিলাদের ১,০০০ টাকা এবং তফসিলি ও অনগ্রসর জাতির মহিলাদের ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সিদ্ধান্ত চলতি বছরের বাজেটেই জানিয়ে দেয় রাজ্য সরকার। সাধারণ মহিলাদের ১,০০০ টাকা এবং তফসিলি ও অনগ্রসর জাতির মহিলাদের ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণায় প্রস্তাব পেশ করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারের তথ্যমতে, ২ কোটি ১১ লক্ষ মহিলা পাচ্ছেন এই সুবিধা।
উল্লেখ্য, বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণায় প্রস্তাব পেশ করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারের তথ্যমতে, ২ কোটি ১১ লক্ষ মহিলা পাচ্ছেন এই সুবিধা।
এছাড়াও, পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন বলেও জানিয়েছে সরকারি সূত্র।
এছাড়াও, পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন বলেও জানিয়েছে সরকারি সূত্র।
দেখে নেওয়া যাক কারা পাবেন মে মাসের টাকা?শর্ত অনুযায়ী, এই প্রকল্পের অধীনে, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। রাজ্যে বসবাসকারী পরিবারের যে কোনও মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।
দেখে নেওয়া যাক কারা পাবেন মে মাসের টাকা?
শর্ত অনুযায়ী, এই প্রকল্পের অধীনে, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। রাজ্যে বসবাসকারী পরিবারের যে কোনও মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।
পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। লোকসভা নির্বাচনের আগে KYC ঝামেলা না থাকলে সুবিধাভোগীদের সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। লোকসভা নির্বাচনের আগে KYC ঝামেলা না থাকলে সুবিধাভোগীদের সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
ফোন, ল্যাপটপ থেকে সহজেই দেখে নেওয়া যায় চলতি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল কিনা ঘরে বসেই চেক করে নিন এইভাবে:-
ফোন, ল্যাপটপ থেকে সহজেই দেখে নেওয়া যায় চলতি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল কিনা ঘরে বসেই চেক করে নিন এইভাবে:-
১) অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ ভিজিট করুন।২) নীচে স্ক্রোল করে “Track Application Status” এ ক্লিক করুন।
১) অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ ভিজিট করুন।
২) নীচে স্ক্রোল করে “Track Application Status” এ ক্লিক করুন।
৩) এবার একটি নতুন পেজ খুলুন এবং বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখুন।
৩) এবার একটি নতুন পেজ খুলুন এবং বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখুন।
৪) ক্যাপচা লিখে Search বিকল্পে ক্লিক করুন।৫) এবার আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার সময় এই স্কিমে NAME, BENEFICIARY ID, APPLICATION ID দেখতে পারবেন।
৪) ক্যাপচা লিখে Search বিকল্পে ক্লিক করুন।
৫) এবার আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার সময় এই স্কিমে NAME, BENEFICIARY ID, APPLICATION ID দেখতে পারবেন।
৬) পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করুন এবং তারপরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস।
৬) পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করুন এবং তারপরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস।
৭) আবেদনকারীর অ্যাকাউন্টের সমস্ত বিবরণ স্ট্যাটাসে পাওয়া যায়। টাকা ঢুকেছে কিনা ইতিমধ্যেই তাও বুঝে নিতে পারেন সহজেই।
৭) আবেদনকারীর অ্যাকাউন্টের সমস্ত বিবরণ স্ট্যাটাসে পাওয়া যায়। টাকা ঢুকেছে কিনা ইতিমধ্যেই তাও বুঝে নিতে পারেন সহজেই।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় তৃষ্ণা মিটছে পথিকের

হাওড়া: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় এই গরমে তৃষ্ণা মিঠছে পথিকের। এইভাবে এই রাজ্য সরকারের অতি জনপ্রিয় এই প্রকল্প সাহায্য করছে সাধারণ মানুষকে। তারই এক অন্যরকম ছবি দেখা গেল হাওড়ায়।

টানা তাপপ্রবাহের জেরে সকাল দশটা বাজতে না বাজতেই এখন ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তবে বহু মানুষকেই নানা কারণে গরমের দাবদহ উপেক্ষা করে রাস্তায় বের হতে হচ্ছে। সেই সমস্ত মানুষের জন্য ঠান্ডা পানীয় জল তুলে দিতে অভিনব ভাবনা মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে একদল মহিলা পথিকদের খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা। গত ১৫-২০ দিন ধরে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।

আর‌ও পড়ুন: ক্রমশ‌ই কমছে কাঁসাইয়ের জলস্তর, এই গরমে কী হবে পুরুলিয়ার!

সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পথচারীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের এমন উদ্যোগ রীতিমত সাড়া ফেলেছে জেলাজুড়ে। ডোমজুড়ের শলপ-১ পঞ্চায়েতের শলপ ব্রিজের নিচে গেলেই এই উদ্যোগের সাক্ষী থাকতে পারবেন আপনি। মূলত ১০-১২ জন মহিলা ঘর সংসার সামলে প্রায় প্রতিদিন কয়েক শত পথচলতি মানুষের হাতে পানীয় জল তুলে দিচ্ছেন। আর এভাবেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানবিক কাজে ব্যবহৃত হচ্ছে।

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: ‘আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে’! প্রচারে বিরাট ঘোষণা বামপ্রার্থী সৃজনের

দক্ষিণ ২৪পরগনা: রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি প্রচারে এসে বলেন ‘‘আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে’’। প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি বাম প্রার্থীর মুখে।

পাশাপাশি এদিন নাঙ্গলবেড়িয়ায় প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগও তুললেন যাদবপুরের বাম প্রার্থী। এদিন তিনি তীব্র গরমের মধ্যে বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামে গ্রামে।

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

সাইকেল চালিয়ে মানুষের মাঝে গিয়ে প্রচার সারলেন বাম প্রার্থী সৃজন।  সিপিআইএম ক্ষমতায় এলে ‘লক্ষীর ভাণ্ডার’ দ্বিগুণ করবেন এমনটাও আশ্বাস দিচ্ছেন গ্রামের মানুষদের।

তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা আমাদের টাকা নিচ্ছেন একটা অংশ আমাদের দিচ্ছে আর একটা অংশ, খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে।

ফলে পার্থ,মানিক, অনুব্রতর আমাদের পার্টিতে নেই হলে আমরা যদি সুযোগ পাই, মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাব, আজ যে মানুষ হাজার টাকা পাচ্ছে, আমরা ক্ষমতায় এলে তারা ২০০০ টাকা পেতেই পারে। জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে ।

১০০ দিনের কাজ ২০০ দিন কাজের দাবি- আরও জোরদার হবে। এই সমস্ত বিষয়গুলির উপরে তিনি মানুষের মধ্যে তুলে ধরেন।পাশাপাশি তিনি আরও বলেন এই তীব্র গরমে বেশি করে ঠান্ডা জল খেতে হবে খেতে হবে। এবং বাড়ি থেকে বাইরে বেরোলে সঙ্গে রুমাল এবং ছাতা অবশ্যই রাখার পরামর্শ সিপিআইএমের যুব নেতার। এদিনের প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ সুস্থ থাকলে তবেই ভোট রাজনীতি সবই থাকবে। তাই সমস্ত মানুষকে সুস্থ থাকতে হবে এই গরমের মধ্যে।

সুমন সাহা

Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারের মহিলা ভোট কোন দিকে?

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪ এর মহারণ। ডায়মন্ডহারবারেরও তার প্রভাব পড়েছে। রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র এই ডায়মন্ডহারবার। এখানকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবারেও প্রার্থী করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারেও তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই হাইভোল্টেজ কেন্দ্রের মহিলা ভোটাররা ভোট নিয়ে কী বলছেন তা খোঁজ নিলাম আমরা। শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরের মহিলাদের সঙ্গে কথা বলেছি আমরা। এবারের লোকসভা নির্বাচনে মহিলা ভোটাররা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বাংলায়।

আর‌ও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড কাশতোড় জঙ্গলে, আতঙ্কে এলাকাবাসী

এই কেন্দ্রের অনেক মহিলা সারাবছর বাড়িতে থাকেন। তাঁরাই এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর। কী বলছে তাঁরা খোঁজ নিয়েছি আমরা। অধিকাংশ এলাকার মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুব খুশি। এই মাসিক ভাতা তাঁদের আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী করে তুলেছে বলে জানান। এই টাকাকে কাজে লাগিয়ে বাড়ির খুঁটিনাটি জিনিসপত্র কেনেন, ছেলেমেয়েদের টিউশনের টাকা দেন। ফলে সবাই খুশি। এই কেন্দ্রের মহিলা ভোটাররা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার যে দিচ্ছে তাকেই ভোট দেবেন। এই টাকা পাওয়ার পর মহিলা ভোটাররা এখন ‘দিদি’র দলকেই ভোট দিতে চান। সেই সঙ্গে এই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপরেও খুশি তাঁরা।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: এই লোকসভা কেন্দ্রে মূল ফ্যাক্টর লক্ষ্মীর ভাণ্ডার!

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪-এর মহারণ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভা এলাকাই নদী বেষ্টিত। এই এলাকার মহিলা ভোটাররা কী বলছেন, তাঁদের দাবি কী সেই খোঁজ নিলাম আমরা।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রের অন্যতম মথুরাপুর। এখানকার ৪৯ শতাংশ মহিলা ভোটার। পুরুষরা অধিকাংশ সময় বাড়ির বাইরে মাছ ধরার কাজ করেন অথবা পরিযায়ী শ্রমিক হিসাবে পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দেন। সারাবছর বাড়িতে থেকে সংসার সামলাতে হয় মহিলাদের। তাঁরাও মাছ ধরে অথবা অন্য কাজ করে সংসারে সাহায্য করার চেষ্টা করেন। তাঁরাই এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর। বাড়ির সেই মহিলাদের কী বক্তব্য তার সন্ধান‌ই উঠে এসেথছ আমাদের প্রতিবেদনে।

আর‌ও পড়ুন: গরমে জঙ্গলে আগুন লাগা ঠেকাতে পথে নামল একদল তরুণ

মথুরাপুর লোকসভার অধিকাংশ মহিলাই বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তাঁরা খুবই খুশি। এই টাকাটা তাঁদের অনেক কাজে লাগছে। সংসারের টুকটাক জিনিস কেনা থেকে শুরু করে অন্য নানান কিছুতে ব্যবহার করতে পারছেন। ছেলেমেয়েদের টিউশন ফি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে অনেকেই মিটিয়ে থাকেন। ফলে মথুরাপুরের মহিলা ভোট কিছুটা রাজ্যের শাসকদলের দিকে হেলে আছে। তবে ভিন্নমত যে একেবারে নেই তেমনটাও নয়।

নবাব মল্লিক

Lakshmir Bhandar: বন্ধ হয়ে যাবে মাসে মাসে টাকা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঢালাও প্রচারে তৃণমূল কংগ্রেস

কলকাতা: এবারের নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস হয়ে ওঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই বিশেষ করে মহিলা ভোটারদের প্রভাবিত করেছে এই সরকারি স্কিম। তার উপর মুখ্যমন্ত্রী ঘোষণায় এ বার সেই বরাদ্দ ৫০০ থেকে বেড়ে এক হাজার। লোকসভার ভোটের আগে এই ঘোযণা তৃণমূলকে কিছুটা অ্যাডভান্টেজ দেবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

দ্বিতীয় দফার ভোটের আগে রায়গঞ্জ ও বালুরঘাট এই দুই আসনে মুলত প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রথম দফার ভোটের ফল নিয়ে বেশ আশাবাদী তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে যে ভাবে ভোটের লাইনে প্রচুর মহিলাদের দিনভর দেখা গিয়েছে সেটাকেই টার্গেট করেছে রাজ্যের শাসক দল।

ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে মহিলারা আরও বেশি তৃণমূলের দিকে ঝুঁকেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই টাকা শুধু মহিলাদের হাত খরচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সংসার চালানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এমন দাবি তৃণমূলের। দেখা গিয়েছে, কোনও কোনও পরিবারে মা, মেয়ে ও বৌমা মিলিয়ে তিন থেকে চারজন এই টাকা পাচ্ছেন। সেই টাকায় সংসার খরচের অনেকটাই সামাল দিচ্ছেন তাঁরা।

ভোটে হেরে গেলে এই টাকা বন্ধ হয়ে যাবে বলে শাসক দলের তরফে যে প্রচার করা হচ্ছে তা অনেককেই প্রভাবিত করছে গ্রাম বাংলা থেকে শহরতলীর ভোটারদের। তৃণমূলের হারে এই টাকা বন্ধ হয়ে যাওয়ার ভয় থেকেই মহিলারা তাঁদের ভোট দেবে, দাবি তৃণমূল নেতৃত্বের। প্রথম দফার ভোটের প্রচারে নেমে সিতাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে স্থানীয় বাজারগুলিতে ভালই কেনাকাটা হয়েছে। আর এটার কারণ মহিলাদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। এমনকি বিভিন্ন সভায় গিয়ে কোচবিহারের এক বিজেপি নেত্রীর অডিও শোনাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বলেও অভিযোগ করছে তৃণমূল।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক

পূর্ব বর্ধমান: অসময়ে চাঁদা তুলে লক্ষ্মীর আরাধনা। সারা বছর দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। তবে সাধরণত প্রতিমা এনে লক্ষ্মী পুজো হতে দেখা যায় কোজাগরী লক্ষ্মী পুজোর সময়।এবার অসময়ে লক্ষ্মী প্রতিমা এনে পুজোর আনন্দে মেতে উঠলেন পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলারা।পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ মেতে উঠলেন দেবী লক্ষীর আরাধনায়। মুকসিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে চাঁদা তুলে লক্ষ্মীপুজোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই লক্ষী পুজোর নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে জানেন ? রাজ্য সরকারের ঘোষণা মত বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আর সেই টাকা বাড়ার আনন্দে লক্ষ্মী আরাধনার ব্যবস্থা করেন আষ্টে কুড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ।

এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমাদের সমাজে মায়েরা এগিয়ে থাকলে সবাই এগিয়ে থাকে। সরকার মায়েদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে হাজার টাকা করেছে। এতে আমাদের মহিলা সমাজ ভীষণভাবে আপ্লুত। পরিবারের কল্যাণের জন্য , এলাকার কল্যাণের জন্য মায়েরা, স্থানীয় মহিলারা নিজেরা চাঁদা তুলে এই পুজো করছে। ” লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির আনন্দে আয়োজিত এই লক্ষ্মী পূজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গ্রামের মহিলারাও। রাজ্য সরকারেরএই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই আয়োজন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: দিঘা, মন্দারমণি, তাজপুর নয়! দিঘার খুব কাছে খুব সস্তায় এই নির্জন সমুদ্রে বেড়াতে যান! জানুন বিস্তারিত

লক্ষীর ভান্ডারের ব্যানার টাঙিয়ে, তার সামনে লক্ষ্মী প্রতিমা রেখে পুজোর আয়োজন করে গ্রামের মানুষেরা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামে আয়োজিত এই লক্ষ্মীপুজো প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বলেন,  “আমরা লক্ষী ভান্ডার ৫০০ টাকা করে পেতাম কিন্তু এ মাস থেকে হাজার টাকা করে পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এই জন্যই আমরা মহিলারা মিলে চাঁদা তুলে এই লক্ষ্মী পুজোর আয়োজন করেছি।”

আরও পড়ুন: দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালু! জানুন কখন কোথা থেকে ছাড়বে!

প্রসঙ্গত সরকারের ঘোষণা মত এপ্রিল মাস থেকে বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে হয়েছে ১০০০ টাকা। অন্যদিকে যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ টাকায়। আর যার জেরে খুশি হয়েই ধনদেবীর পুজোর আয়োজন করলো আষ্টে কুড়ি গ্রামের গ্রামবাসীরা।

বনোয়ারীলাল চৌধুরী