Tag Archives: manu bhaker

অলিম্পিক্সে ইতিহাস মনু ভাকরের, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

ইতিহাস মনু ভাকরের। একই অলিম্পিক্সে দ্বিতীয় পদক। এবার মিক্সড ডাবলসে পদক। শুটিং-এ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ। সরবজ্যোতের সঙ্গে জুটি বেঁধে জয়। আগেই ১০মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ।

Manu Bhaker: প্যারিসে আর কটি পদক জিততে পারে মনু ভাকর? ভারতীয় শুটারের টার্গেট স্পষ্ট

প্যারিস: ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জয়ের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন মনু ভাকর। স্বাধীনত ভারতে প্রথম কোনও ভারতীয় হিসেবে এক অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির গড়েছে হরিয়াণার মেয়ে। তবে এখানেই থামতে নারাজ তিনি। প্যারিস থেকে আরও পদক জিততে মরিয়া ২২ বছরের তরুণি।

দুটি পদক জয়ের সঙ্গে সঙ্গে রাতারাতি দেশবাসীর নয়ণের মণি হয়ে উঠেছেন মনু ভাকের। এখনও পর্যন্ত প্যারিসে অলিম্পিক্সে ভারতবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি একাই। তবে দেশবাসী জানলে আরও খুশি হবে যে আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে মনু ভাকরের সামনে। ভাগ্য সাথ দিলে প্যারিসে হ্যাটট্রিক করে দেশে ফিরতে পারেন মনু।

এবার মনু ভাকের প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ মিটার এয়ার পিস্তলে। যদিও এই বিভাগে মনুর বিশ্ব র‍্যাঙ্ক খুব একটা ভল নয়। ৬৯ নম্বরে রয়েছেন তিনি। তবে আশার বাণীও রয়েছে। কারণ গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা জিতেছিলেন মনু। ২০২২ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। ২০২২ সালে এই বিভাগের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন মনু ভাকের। গত বছর পেয়েছিলেন ব্রোঞ্জ। ফলে মনুর কাছে তৃতীয় পদকের আশা করা যেতেই পারে।

আরও পড়ুনঃ Manu Bhaker: এক অলিম্পিক্সে জোড়া পদক জয়, সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়লেন মনু ভাকের

—- Polls module would be displayed here —-

২৫ মিটার এয়ার পিস্তলে মনু ভাকরের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ আগামী শুক্রবার। ভারতীয় সময় দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে লড়াই। মোট দুই রাউন্ডের লড়াই শেষে যে আটজন প্রতিযোগিতা প্রথম আটে শেষ করবে তারা পৌছে যাবে ফাইনালে। ৩ জুন দুপুর ১টা থেকে ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনাল। নিজের সেরাটা দিয়ে হ্যাটট্রিক লক্ষ্য ভারতীয় শুটারের।

Manu Bhaker: এক অলিম্পিক্সে জোড়া পদক জয়, সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়লেন মনু ভাকের

প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন।
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি।
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি।
১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করলেন মনু।
১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করলেন মনু।
একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু ভাকর। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু ভাকর। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে নজির গড়েছেন মনু। রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে নজির গড়েছেন মনু। রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।

মনু ভাকেরের জন্য সরকার কত খরচ করেছিল জানেন? অলিম্পিক্সে এখনও ২টি পদক ভারতের

কলকাতা: শুটার মনু ভাকের প্যারিস অলিম্পিক ২০২৪-এ ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জেতার পর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডভ্য তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন৷

তিনি মনুর প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয়ের হিসেবও জানিয়েছেন। মনু ভাকের অলিম্পিক্সে জোড়া পদক জিতে দেশকে গর্বিত করেছেন। তবে তাঁর এই সাফল্যের পিছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- অলিম্পিক্সে নতুন ইতিহাস লিখলেন মনিকা বাত্রা ! উঠলেন প্রি কোয়ার্টারে

সরকারি প্রোজেক্ট ‘খেলো ইন্ডিয়া’-তে অংশ নিয়েছিলেন মনু। প্রধানমন্ত্রী মোদি ‘খেলো ইন্ডিয়া’ শুরু করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতাও বাড়ানো হয়েছিল। স্কুল-কলেজ পর্যায় থেকেই ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা শুরু হয়েছিল।

চিহ্নিত প্রতিভাদের প্রশিক্ষণের জন্য ভাল প্রশিক্ষক নিয়োগ করা হয়েছিল। তাঁদের সঠিক পথে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। TOPS প্রকল্পের অধীনে ব্যবস্থা করা হয়েছিল যাতে তাঁরা কোনও আর্থিক অসুবিধার সম্মুখীন না হয়।

শুধুমাত্র মনু ভাকেরের প্রশিক্ষণের জন্য সরকার প্রায় ২ কোটি টাকা খরচ করেছিল, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। তাঁকে জার্মানি ও সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন মাণ্ডভ্য।

মনুকে নিজের পছন্দের কোচ নিয়োগের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী মনে করিয়ে দেন, আমরা সমস্ত ক্রীড়াবিদদের ভাল পরিবেশ ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

আরও পড়ুন- ২ লাখ টাকা হাতে পেলেন সৌরভ, তার পর যা করলেন…শুনে বলবেন, ‘দাদা বাঙালির গর্ব’

সোশ্যাল মিডিয়াতে #CheerForBharat দিয়ে দেশের খেলোয়াড়দের উৎসাহিত করার কথা বলা হয়েছিল। রবিবার অনুষ্ঠিত মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের। এর পর সোমবার দলগত ইভেন্টেও তিনি ব্রোঞ্জ জিতেছেন।

একই অলিম্পিক্সে দুটি শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়েছেন মনু। মন্ত্রী জানিয়েছেন, ভাল খেলোয়াড়দের চিহ্নিত করে আর্থিক সহায়তা দিতে পারলে অলিম্পিক্সে দেশ আরও পদক জিতবে।