Tag Archives: Shooting

Manu Bhaker in Paris Olympics 2024: কান্নাভেজা চোখে , ইতিহাস গড়ে, শ্যুটিংয়ে চতুর্থ হয়ে কী বললেন মনু?

প্যারিস: তিনি ইতিহাস গড়েছেন, তবু চোখের জলে অলিম্পিক্স শেষ করলেন মনু ভাকের। শনিবার, ২৫ মিটার পিস্তল সুটিং-এর ফাইনালে খুব কাছে এসেও পদক হাতছাড়া হয় ২২ বছরের এই শ্যুটারের। চতুর্থ স্থানে শূন্য হাতে ২৫ মিটারের একক পিস্তল রাউন্ডে ফিরে এলেন ভারতের এই কন্যা।
প্রতিযোগিতা শেষে তিনি সংবাদ সংস্থাকে জানান, শেষের দিকে তিনি রীতিমত নার্ভাস হয়ে পড়েছিলেন। ফলে, পদক হাত ছাড়া হয় তাঁর। এক সময়ে সোনা জেতার স্বপ্ন দেখিয়েও একটি দুর্বল শটে পদক জেতার স্বপ্ন হাতছাড়া হয় তাঁর।

আরও পড়ুন: স্ত্রী ছেড়ে গিয়েছেন,মনের দুঃখে বন্দুক হাতে বাজিমাত, মিথ্যে ছেড়ে সত্যি চিনুন

এর আগে সরবজিৎ সিং-এর সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জেতেন তিনি। কিন্তু, একক রাউন্ডে পদকের দোরগোড়ায় এসেও খালি হাতেই ফিরে আসতে হয় তাঁকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ” আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব নিজেকে শান্ত রাখা যায়, এবং নিজের সেরাটা দেওয়া যায়। কিন্তু, সেটা যথেষ্ট ছিল না।”
আশাহত হলেও এখনই হার মানতে নারাজ মনু। তিনি বলেন, ” গোটা অলিম্পিক্স আমার ভালই গিয়েছে। কিন্তু, আমি আরও ভাল করার জন্য মুখিয়ে আছি।”

গোটা অলিম্পিক্সে মোট দুটি পদক নিজের ঝুলিতে পুরেছেন ভারতীয় এই শ্যুটার। ফাইনাল রাউন্ডে এসে পদক হাতছাড়া হয়ে চোখের জল আর ধরে রাখতে পারেননি মনু। কান্নাভেজা চোখে তিনি বলেন, ” আমি এই অলিম্পিক্সে দুটি পদক পেয়েছি। চতুর্থ স্থান খুব একটা ভাল স্থান নয়।” বলতে বলতে গলা ধরে আসে তাঁর।

শেষ পর্যায়ে এসে তিনি যে নিজের সবটা দিতে পারেননি। সেটাও অকপটে স্বীকার করেন মনু। তিনি বলেন, ” প্রতিটা ইভেন্টেই আমি নিজের সবটুকু দেওয়ার চেষ্টাই করেছি। কিন্তু, এইক্ষেত্রে আমি ভাল করতে পারিনি। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিজেকে বলেছিলাম বেশ পরের বার ভাল করে আবার চেষ্টা করব।”

যারা কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন তাঁদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, “আমার এখানে আসার পিছনে অনেক অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে রয়েছে। যাতে আমি ভারতের হয়ে মেডেল পেতে পারি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার গোটা টিমের প্রতি, আমার পাশে থাকার জন্য।”
মনু জানান, তাঁর এবার পাখির চোখ ২০২৮-এর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিক্স।

Paris Olympics 2024: আপ্রাণ লড়াই করেও হার মানলেন মনু, অল্পের জন্য হাতছাড়া পদক জয়ের হ্যাটট্রিক

প্যারিস: সোনার আশা দেখিয়েও শেষে খালি হাতেই ফিরতে হল মনু ভাকেরকে। অলিম্পিক্সের অষ্টম দিনে ২৫ মিটার পিস্তল রাউন্ডের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু, চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। হারলেও নয়া ইতিহাস গড়লেন মনু। মনু ভাকেরই একমাত্র ভারতীয় খেলোয়াড় যার ঝুলিতে একই অলিম্পিক্সে দুটি পদক রয়েছে।

শনিবার সোনা পাওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন মনু। কিন্তু, একটা সময় যখন মাত্র চারজন সুটার বাকি। পদক পাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক তখনই মনুর একটা দুর্বল শট তাঁকে এক ঝটকায় পদক জেতার লড়াই থেকে অনেক দূরে ঠেলে দেয়। ফলে  খালি হাতে,  চতুর্থ স্থানেই শেষ করেন ভারতের এই কন্যা।

যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে পদকের লড়াইয়ে উঠেছিলেন মনু। ৬০০-এর মধ্যে তাঁর সংগ্রহে ছিল ৫৯০ স্কোর। প্রিসিসন রাউন্ডেও তিনি ছিলেন তৃতীয় স্থানে।

মনুর সঙ্গেই মহিলাদের ২৫ মিটার পিস্তলের ইভেন্টে লড়েন এষা সিং। কোয়ালিফিকেশান প্রিসিশন রাউন্ডে তিন নম্বরে ছিলেন মনু ভাকের। প্রথম তিন জনেরই সংগ্রহ ছিল ২৯৪ পয়েন্ট।

আরও পড়ুন: অলিম্পিক্সে দারুণ পারফরম্যান্স লক্ষ্যের, পদবি সেন, তিনি কি বাঙালি, কী লেখাপড়া?

এই রাউন্ডে ১০ নম্বরে শেষ করেছিলেন এষা সিং। কোয়ালিফিকেশন র‍্যাপিড রাউন্ডে লিড বাড়ান মনু ভাকের। র‍্যাপিড রাউন্ডে ২৯৬ পয়েন্ট স্কোর করেন মনু ভাকের। দুই পর্বের শেষে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৫৯০। দু’নম্বরে থেকে ফাইনালে ওঠেন মনু। যদিও লড়াই করেও ১৮ নম্বরে থেকে শেষ করেন এষা সিং। ফাইনালে উঠতে পারেন নি এষা।

এই অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত। তিনটি পদকের মধ্যে দুটোই জিতেছেন মনু ভাকের। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। পরে সরবজোৎ সিংয়ের সঙ্গে মিলে মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু।

এবার তাঁর সামনে হ্যাট-ট্রিকের সুযোগ ছিল । শনিবার দুপুর ১টায় হ্যাট-ট্রিকের লক্ষ্যে নামেন মনু। ৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই ফাইনালে। কিন্তু, আশা দেখিয়েও খালি হাতে অলিম্পিক্সের যাত্রা শেষ করলেন মনু।

Paris Olympics 2024: পকেটে হাত দিয়েই একের পর এক লক্ষ্যভেদ! পদক নিয়ে বাড়ি তুরস্কের শুটার

প্যারিস: দেখে কোনও অংশ থেকেই মনে হবে না অলিম্পিক্স ইভেন্টের ফাইনাল চলছে। এক ঝলক দেখে মনে হতেই ফিল্মি কায়দায় এক হাতে রাইফেল, আরেক হাত পকেটে ঢুকিয়ে পোজ দিচ্ছেন হিরো। এমনই ‘কুল’-ভাবে লক্ষ্যভেদ করে ভাইরাল তুরস্কের ইউসুফ ডিকেচ। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেও সোনা জেতা প্রতিযোগীর থেকে বেশি আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে।

যে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের ও সর্বোজিত সিং। সেই একই বিভাগের ফাইনালে রুপো জেতেন তরস্কের ইউসুফ ডিকেচ ও তাঁর পার্টনার ইলায়দা তারহান। গোল্ড মেডেল ম্যাচে সার্বিয়ার কাছে হেরে গেলেও ডিকেচের আদব-কায়দা মন জয় করে নিয়েছে সকলের।

এই ধরনের শুটিং প্রতিযোগিতায় নামার জন্য বন্দুক ছাড়াও অন্যান্য প্রতিযোগীরা ব্যবহার করেন লক্ষ্যস্থির করার জন্য একদিক ঢাকা বিশেষ চশমা, লেন্স, বাইরের আওয়াজ যাত কানে না আসে বিশেষ ধরেনর হেডফোন। অনেকে বিশেষ পোশাকও ব্যবহার করে থাকেন। কিন্তু ডিকেচ যেভাবে পার্কে জগিং করতে আসার মত বিন্দাস মুডে শুটিং করলেন তা অবাক করার মত।

আরও পড়ুনঃ Virat Kohli Gautam Gambhir: সম্পর্কের তিক্ততা এখন অতীত! জাতীয় দলের হয়ে অন্য মেজাজে পাওয়া গেল গম্ভীর-কোহলিকে

তুরস্কের শুটার ইউসুফ ডিকেচকে ফাইনাল ম্যাচে দেখা যায় একটি টি-শার্ট, চোখে সামান্য গ্লাস পরে। শুটিং করার সময় দেখা যায় এক পকেটে হাত রেখে বিন্দাসভাবে লক্ষ্যভেদ করে যাচ্ছেন তিনি। এমন ঠান্ডা মানসীকতায় কীভাবে তিনি লক্ষ্যভেদ করছেন তা মন জিতে নিয়েছে নেট দুনিয়ার।

Tollygunge Entertainment Industry: ফের শুরু সিনেমা ধারাবাহিক ওটিটি-র শ্যুটিং, অচলাবস্থা কাটিয়ে বুধ সকালে পুরনো ছন্দে টালিগঞ্জ

কলকাতা : ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’! চেনা শব্দে পুরনো ছন্দে ফিরে এল টালিগঞ্জ৷ দু’দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হল শ্যুটিং৷ সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল স্টুডিওগুলিতে৷ অচলাবস্থা কাটতেই এদিন সকাল থেকে স্টুডিওতে ‘মহালয়ে মহামায়া’ ওয়েব সিরিজের শ্যুটিং-এর প্রস্তুতি চলে৷ ভারতলক্ষ্মী স্টুডিওতে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ১০০ পর্বের ধারাবাহিক ‘দেবী নিয়ে কাণ্ড hebbi’-র কাজ চলে জোরকদমে। উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, প্রসুন গাইন-সহ অন্যান্য শিল্পী। জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর কুশীলবদেরও দেখা গেল ব্যস্ততার মাঝে৷

প্রসঙ্গত শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অচলাবস্থা৷ কর্মবিরতি থেকে সরে এসে পরিচালক, কলাকুশলী সব পক্ষই জানিয়ে দেয়, বুধবার থেকেই ফের শ্যুটিং শুরু হবে৷ মঙ্গলবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষরা৷ নবান্নের বৈঠকের পর প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং তার পর টেকনিশিয়ানস স্টুডিওয় ফের একবার নিজেদের মধ্যে আলোচনায় বসেন পরিচালকরা৷ এর পরেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানান তাঁরা৷

অন্যদিকে কলাকুশলীদের সংগঠনের পক্ষ থেকেও স্বরূপ বিশ্বাস জানিয়ে দেন, বুধবার থেকে টেকনিশিয়ানরাও শ্যুটিংয়ে যোগ দেবেন৷ এ দিন স্বরূপ বিশ্বাসকেও ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বরূপ জানিয়েছেন, সব পক্ষের দাবি এবং সমস্যা শোনার জন্য একটি কমিটি গড়ে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ সেই কমিটির কাছেই নিজেদের বক্তব্য জানাবেন তাঁরা৷ যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে সমস্যার সূত্রপাত, তিনি এক সপ্তাহ পর থেকে শ্যুটিং শুরু করবেন কি না, তা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরূপ৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে কিছু নির্দেশ এসেছে৷ আমরা সেই নির্দেশকে মান্যতা দেব৷’’

আরও পড়ুন : আমেরিকান মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীই মহারাষ্ট্রের জঙ্গলে ফেলে গিয়েছেন চেনবন্দি অবস্থায়? ক্রমশ জটিল রহস্য

ফলে রাহুল মুখোপাধ্যায় এখনই পরিচালক হিসেবে কাজ শুরু করতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল৷ শ্যুটিং শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্টিস্ট ফোরামও৷ তবে বার বার এই ধরনের জটিলতার মধ্যে পড়ে অভিনেতা অভিনেত্রীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ যে কমিটি গড়ার কথা বলা হয়েছে, তাতে শিল্পীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবিও জানানো হয়েছে৷

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে বয়কট করেছিলেন কলাকুশলীরা৷ এর পাল্টা পদক্ষেপে সোমবার থেকে কাজ বন্ধ করে দেন পরিচালকরাও৷ এর ফলে সিনেমা তো বটেই, মেগা সিরিয়াল-সহ টেলিভিশন, ওটিটি-র বিভিন্ন শ্যুটিংও বন্ধ হয়ে যায় টালিগঞ্জে৷ দু’ দিন ধরে অচলাবস্থা তৈরি হওয়ার পর শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Manu Bhaker: প্যারিসে আর কটি পদক জিততে পারে মনু ভাকর? ভারতীয় শুটারের টার্গেট স্পষ্ট

প্যারিস: ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জয়ের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন মনু ভাকর। স্বাধীনত ভারতে প্রথম কোনও ভারতীয় হিসেবে এক অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির গড়েছে হরিয়াণার মেয়ে। তবে এখানেই থামতে নারাজ তিনি। প্যারিস থেকে আরও পদক জিততে মরিয়া ২২ বছরের তরুণি।

দুটি পদক জয়ের সঙ্গে সঙ্গে রাতারাতি দেশবাসীর নয়ণের মণি হয়ে উঠেছেন মনু ভাকের। এখনও পর্যন্ত প্যারিসে অলিম্পিক্সে ভারতবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি একাই। তবে দেশবাসী জানলে আরও খুশি হবে যে আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে মনু ভাকরের সামনে। ভাগ্য সাথ দিলে প্যারিসে হ্যাটট্রিক করে দেশে ফিরতে পারেন মনু।

এবার মনু ভাকের প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ মিটার এয়ার পিস্তলে। যদিও এই বিভাগে মনুর বিশ্ব র‍্যাঙ্ক খুব একটা ভল নয়। ৬৯ নম্বরে রয়েছেন তিনি। তবে আশার বাণীও রয়েছে। কারণ গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা জিতেছিলেন মনু। ২০২২ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। ২০২২ সালে এই বিভাগের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন মনু ভাকের। গত বছর পেয়েছিলেন ব্রোঞ্জ। ফলে মনুর কাছে তৃতীয় পদকের আশা করা যেতেই পারে।

আরও পড়ুনঃ Manu Bhaker: এক অলিম্পিক্সে জোড়া পদক জয়, সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়লেন মনু ভাকের

—- Polls module would be displayed here —-

২৫ মিটার এয়ার পিস্তলে মনু ভাকরের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ আগামী শুক্রবার। ভারতীয় সময় দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে লড়াই। মোট দুই রাউন্ডের লড়াই শেষে যে আটজন প্রতিযোগিতা প্রথম আটে শেষ করবে তারা পৌছে যাবে ফাইনালে। ৩ জুন দুপুর ১টা থেকে ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনাল। নিজের সেরাটা দিয়ে হ্যাটট্রিক লক্ষ্য ভারতীয় শুটারের।

Manu Bhaker: স্বাধীন ভারতের একমাত্র মেয়ে মনু, অলিম্পিক্সে এমন রেকর্ড গড়লেন যা কারও নেই

বন্দুকে ত্রুটির কারণে হতাশা ও চোখের জল নিয়েই ২০২০ টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছিলেন মনু ভাকের। তবে ভেঙে না পড়ে স্বপ্ন পূরণের ইচ্ছেকে পরিণত করেছিলেন জেদে। আর সেই জেদ ও অদম্য পরিশ্রমের ফসল প্যারিস অলিম্পিক্সে ঘরে তুললেন ভারতীয় শুটার।
বন্দুকে ত্রুটির কারণে হতাশা ও চোখের জল নিয়েই ২০২০ টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছিলেন মনু ভাকের। তবে ভেঙে না পড়ে স্বপ্ন পূরণের ইচ্ছেকে পরিণত করেছিলেন জেদে। আর সেই জেদ ও অদম্য পরিশ্রমের ফসল প্যারিস অলিম্পিক্সে ঘরে তুললেন ভারতীয় শুটার।
টোকিওতে তাঁকে খালি হাতে ফেরালেও প্যারিসে নিজের ভাগ্য নিজেই লিখলেন মনু ভাকের। একটি নয়, দুটি পদক জিতে ইতিহাসের পাতায় এমন নজির গড়লেন ২২ বছরের তরুণি যা নেই কোনও ভারতীয়র।
টোকিওতে তাঁকে খালি হাতে ফেরালেও প্যারিসে নিজের ভাগ্য নিজেই লিখলেন মনু ভাকের। একটি নয়, দুটি পদক জিতে ইতিহাসের পাতায় এমন নজির গড়লেন ২২ বছরের তরুণি যা নেই কোনও ভারতীয়র।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও দেশকে পদক এনে দিলেন মনু ভাকর।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও দেশকে পদক এনে দিলেন মনু ভাকর।
সোমবার তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে নেমেছিলেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে। অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে খেলার যোগ্যতা হাতছাড়া হয় ভারতীয় জুটির। তবে মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেননি দুই ভারতীয় শুটার।
সোমবার তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে নেমেছিলেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে। অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে খেলার যোগ্যতা হাতছাড়া হয় ভারতীয় জুটির। তবে মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেননি দুই ভারতীয় শুটার।
স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ।
স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ।
১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করে দেখালেন মনু ভাকের। একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করে দেখালেন মনু ভাকের। একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।

Paris Olympics 2024: মঙ্গলে ফের পদক জয়ের আশা ভারতের, স্বপ্ন দেখাচ্ছেন মনু-সর্বজ্যোত

প্যারিস: ইতিহাস তৈরির থেকে আর কিছুটা দূরে ভারতের দুই শুটার মনু ভাকের এবং সর্বজ্যোত সিং। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই জুটি। ৫৮০ পয়েন্ট নিয়ে ২০টি নিখুঁত নিশানায় তৃতীয় স্থান দখল করেছেন ভারতের এই দুই শুটার।
মঙ্গলবার, ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে তাঁদের সামনে থাকবেন কোরিয়ার শু-লি এবং ওন-হো-লি। এই জুটি ১৮টি নিখুঁত নিশানায় ৫৭৯ পয়েন্ট নিয়ে ভারতের বিরুদ্ধে ময়দানে নামবেন।
অন্যদিকে, ব্যাডমিন্টনে চিরাগ শেঠি এবং সাত্বিকসাইরাজ রেঙ্কিরেড্ডি অলিম্পিক্সের পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন।

আরও পড়ুন: টানটান ম্যাচ, অধিনায়কের শেষ মুহূর্তের গোলে কামাল, অলিম্পিক্সে অপরাজিত থাকল ভারত

এছাড়া, ভারতের ভাগ্য বাকি দিকে সহায় হয়নি। বক্সিং থেকে আর্চারি সবেতেই হতাশ হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। শুটিং-এ চতুর্থ হয়েছেন অর্জুন বাবুতা। সোনার স্বপ্ন দেখিয়েও মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোও হাতছাড়া হয় তাঁর। পুরুষ হকির দিকে নজর ঘোরালে একটু হলেও আশার খবর ভারতের পক্ষে। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের কাছে টানটান ম্যাচ জিতে। দ্বিতীয় ম্যাচেও আর্জেন্টিনার কাছে গোল শোধ করে ম্যাচ ড্র করে আশা জিইয়ে রেখেছে ভারতীয় পুরুষ দল। অন্যদিকে, ব্যাডমিন্টনে লক্ষ্য সেন জুলিয়ান ক্যারাগির বিরুদ্ধে দ্বিতীয় স্টেজে জয় লাভ করেন। এই ম্যাচের ফলাফল হল- ২১-১৯, ২১-১৪। শুরুটা ভাল হলেও, পরের দিকে কোনওমতে ম্যাচ জিতে শেষ করেন লক্ষ্য।
মঙ্গলবার, কী হয় সেদিকেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। ব্রোঞ্জ ছিনিয়ে আনতে পারবেন এই জুটি? প্রহর গুনছেন আপামর ভারতবাসী।

Paris Olympics 2024: অর্জুন বাবুটা মনে করালেন জয়দীপ কর্মকারের ক্ষত! লড়াই করেও চতুর্থ হলেন ভারতীয় শুটার

প্যারিস: এ যেন তীরে এসে ডুবল তরী। মনে পড়ে গেল জয়দীপ কর্মকার কথা। প্য়ারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদকের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না অর্জুন বাবুটা। ম্যাচ চলাকালীন একটা সময় মনে হচ্ছিল মনু ভাকরের পর শুটিং থেকে ভারতের দ্বিতীয় পদক আসা আর কিছু সময়ের অপেক্ষা। শুরু থেকে দুরন্ত পারফর্ম করেও শেষের দিকে একটু ভুলে পদক হাতছাড়া হল ভারতীয় শুটারের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চতুর্থ স্থানে শেষ করলেন অর্জুন বাবুটা।

ম্যাচ শুরুর প্রথম রাউন্ডের শেষে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। ১০.৭ স্কোর করে ভালো ছন্দে ভারতীয় শুটার। দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় স্থানে উঠে আসেন অর্জুন। একটা সময় সময় ধরে রেখেছিলেন দ্বিতীয় স্থানও। এমনকী ১৩ তম শটের পর তৃতীয় স্থানে নেমে এলেও ১৬তম শটের পর ফের দ্বিতীয় স্থানে উঠে আসেন অর্জুন। এরপরই শেষ মুহূর্তের নার্ভের খেলায় ১৯তম শটের পর পদকের লড়াই থেকে ছিটকে যান ভারতীয় শুটার। ২০ তম শটের পর চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হল অর্জুন বাবুটাকে।

আরও পড়ুনঃ Sourav Ganguly: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে বিশাল বড় দিন, বড় প্রাপ্তি হতে চলেছে ‘দাদার’

প্রসঙ্গত, বাংলার জয়দীপ কর্মকার ২০১২ লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ৫০মিটার রাইফেল প্রোন বিভাগের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিন এবং অল্পের জন্যে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছি তাঁর। সেদিনও গোটা ফাইনাল ভাল খেলে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। এদিন অর্জুন বাবুটা মনে করিয়ে দিলেন জয়দীপ কর্মকারের ক্ষতের কথা।

Paris Olympics 2024: দ্বিতীয় পদক জয়ের সুযোগ মনু ভাকরের সামনে, সঙ্গী এবার সরবজ্যোৎ সিং

প্যারিস: তার নিখুঁত লক্ষ্যভেদেই প্যারিস অলিম্পিক্সে পদকের খাতা খুলেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন ভারতীয় শুটার মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে ভারতকে পদক জিতেছেন তিনি। এবার মনু ভাকেরের সামনে দ্বিতীয় পদক জয়ের সুযোগ।

এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয়ের হাতছানি মনু ভাকের ও সরবজ্যোৎ সিংয়ের সামনে। এই বিভাগে নিজের তিনটি রাউন্ডে মনু স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৮ ও ৯৫। সরবজ্যোৎ স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৭ ও ৯৭। দুই ভারতীয় শুটার মিলে মোট স্কোর করেন ৫৮০। এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করে তুরস্ক ও সার্বিয়া। তারা লড়াই করবেন সোনা ও রুপোর জন্য।

মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ মেডেলের জন্য লড়াই করবেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়ে ওহ ও উয়োনহো লি-র বিরুদ্ধে। তারা প্রথম রাউন্ডে ৫৭৯ স্কোর করে চতুর্থ স্থানে শেষ করে। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। মনু ভাকরের হাত ধরে এখন থেকেই প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা দেশ।

প্রসঙ্গত, শনিবার ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট।

আরও পড়ুন: Sourav Ganguly: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে বিশাল বড় দিন, বড় প্রাপ্তি হতে চলেছে ‘দাদার’

তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে মনু ভাকেরের। হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল। প্রত্যাশার চাপ নিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু ভাকের। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা শুটার।

Manu Bhaker: পদক জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মনু ভাকরের, কী কথা হল দুজনের! দেখুন ভিডিও

মনু ভাকেরের পদক জয়ে খুশির মেজাজ। পদকজয়ে খুশিতে ভাসছে দেশ। সোশাল মিডিয়ায় অভিনন্দন জানানোর পাশাপাশি ফোনে মনুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।