Tag Archives: Masked Aadhaar Card

Aadhaar Card শেয়ার করার আগে ‘এই’ কাজ অবশ্যই করুন, নাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব টাকা লুঠে নেবে প্রতারকরা

জালিয়াতির হাত থেকে বাঁচাতেই মাস্কড আধার কার্ড চালু করেছে UIDAI। কিন্তু সমস্যা হল, অনেকেই এই সম্পর্কে সচেতন নন। মাস্কড আধার কার্ড কী, কোথায় এর ব্যবহার করা যায়, কী কী সুবিধা মেলে, অধিকাংশ মানুষই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। অনেকে এও জানেন না, সাধারণ আধার কার্ড এবং মাস্কড আধার কার্ডের মধ্যে কী কী পার্থক্য রয়েছে।
জালিয়াতির হাত থেকে বাঁচাতেই মাস্কড আধার কার্ড চালু করেছে UIDAI। কিন্তু সমস্যা হল, অনেকেই এই সম্পর্কে সচেতন নন। মাস্কড আধার কার্ড কী, কোথায় এর ব্যবহার করা যায়, কী কী সুবিধা মেলে, অধিকাংশ মানুষই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। অনেকে এও জানেন না, সাধারণ আধার কার্ড এবং মাস্কড আধার কার্ডের মধ্যে কী কী পার্থক্য রয়েছে।
জালিয়াতির হাত থেকে বাঁচাতেই মাস্কড আধার কার্ড চালু করেছে UIDAI। কিন্তু সমস্যা হল, অনেকেই এই সম্পর্কে সচেতন নন। মাস্কড আধার কার্ড কী, কোথায় এর ব্যবহার করা যায়, কী কী সুবিধা মেলে, অধিকাংশ মানুষই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। অনেকে এও জানেন না, সাধারণ আধার কার্ড এবং মাস্কড আধার কার্ডের মধ্যে কী কী পার্থক্য রয়েছে।
জালিয়াতির হাত থেকে বাঁচাতেই মাস্কড আধার কার্ড চালু করেছে UIDAI। কিন্তু সমস্যা হল, অনেকেই এই সম্পর্কে সচেতন নন। মাস্কড আধার কার্ড কী, কোথায় এর ব্যবহার করা যায়, কী কী সুবিধা মেলে, অধিকাংশ মানুষই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। অনেকে এও জানেন না, সাধারণ আধার কার্ড এবং মাস্কড আধার কার্ডের মধ্যে কী কী পার্থক্য রয়েছে।
UIDAI সাধারণ আধার কার্ডের সঙ্গে মাস্কড আধার কার্ডও জারি করে। এটা ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। সাধারণ কার্ডে ১২ সংখ্যার আধার নম্বর লেখা থাকে। মাস্কড আধার কার্ডে প্রথম ৮টি সংখ্যা লুকনো থাকে, দেখা যায় মাত্র শেষের ৪টি সংখ্যা। এই কারণেই মাস্কড আধার কার্ড নিরাপদ মনে করা হয়।
UIDAI সাধারণ আধার কার্ডের সঙ্গে মাস্কড আধার কার্ডও জারি করে। এটা ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। সাধারণ কার্ডে ১২ সংখ্যার আধার নম্বর লেখা থাকে। মাস্কড আধার কার্ডে প্রথম ৮টি সংখ্যা লুকনো থাকে, দেখা যায় মাত্র শেষের ৪টি সংখ্যা। এই কারণেই মাস্কড আধার কার্ড নিরাপদ মনে করা হয়।
মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে চাইলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল সাইট www.uidai.gov.in –এ যেতে হবে। এর পরে ঢুকতে হবে ‘মাই আধার সেকশন’-এ। এখানে ‘গেট আধার’ বিভাগের ‘ডাউনলোড আধার’ অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আধার নম্বর চাওয়া হবে।
মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে চাইলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল সাইট www.uidai.gov.in –এ যেতে হবে। এর পরে ঢুকতে হবে ‘মাই আধার সেকশন’-এ। এখানে ‘গেট আধার’ বিভাগের ‘ডাউনলোড আধার’ অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আধার নম্বর চাওয়া হবে।
সেটা লিখে ক্যাপচা পূরণ করলেই নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিয়ে লগ ইন করতে হবে। সঙ্গে সঙ্গে ‘ডাউনলোড আধার’ অপশন চলে আসবে। সেখানে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘ডু ইউ ওয়ান্ট মাস্কড আধার’ লেখা। এই অপশনে ক্লিক করলেই মাস্কড আধার ডাউনলোড করতে পারবেন গ্রাহক।
সেটা লিখে ক্যাপচা পূরণ করলেই নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিয়ে লগ ইন করতে হবে। সঙ্গে সঙ্গে ‘ডাউনলোড আধার’ অপশন চলে আসবে। সেখানে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘ডু ইউ ওয়ান্ট মাস্কড আধার’ লেখা। এই অপশনে ক্লিক করলেই মাস্কড আধার ডাউনলোড করতে পারবেন গ্রাহক।
কোথায় ব্যবহার করা যায়: কোথাও ঘুরতে গেলে হটেলে চেক ইন করার সময় আইডি প্রুফ হিসেবে আধার কার্ড জমা দিতে হয়। সাধারণ আধার কার্ড দেন অনেকেই। কিন্তু ভুল ব্যক্তির হাতে চলে গেলে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। মুহূর্তে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই এই সব জায়গায় মাস্কড আধার কার্ড দেওয়াই ভাল।
কোথায় ব্যবহার করা যায়: কোথাও ঘুরতে গেলে হটেলে চেক ইন করার সময় আইডি প্রুফ হিসেবে আধার কার্ড জমা দিতে হয়। সাধারণ আধার কার্ড দেন অনেকেই। কিন্তু ভুল ব্যক্তির হাতে চলে গেলে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। মুহূর্তে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই এই সব জায়গায় মাস্কড আধার কার্ড দেওয়াই ভাল।