Tag Archives: Match Fixing

ময়দানে ফিক্সিং! টুর্নামেন্ট কমিটির বৈঠকে হল না সিদ্ধান্ত,বল গড়াল অ্যাপেক্স কাউন্সিলে

কলকাতা: একটি ভিডিও তোলপার ফেলে দিয়েছিল নেট দুনিয়ায়। প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কলকাতা ময়দানের প্রথম শ্রেণির ক্রিকেট। গড়াপেটার অভিযোগে সমালোচনা শুরু হয় সর্বত্র। প্রশ্নের মুখে পড়তে হয় ক্রিকেট অ্যাসোসিয়েশ অফ বেঙ্গলকে। এই ঘটনায় সুরাহা হল না এদিন টুর্নামেন্ট কমিটির বৈঠকেও। এবার বল গেল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।</p

সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ উঠেছিল। টাউন বনাম মহামেডান ম্যাচের কয়েকজন ক্রিকেটারের আউটের ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। সরগরম হয় ময়দান। সেই ঘটনায় টুর্নামেন্ট কমিটির বৈঠকে আলোচনা হল। দুপক্ষের প্রতিনিধি, সিএবির কর্তা ছাড়াও আম্পায়াররা এবং অবজার্ভার ছিলেন।

তবে গড়াপেটার অভিযোগের তীর যার দিকে অর্থাৎ সিএবি যুগ্ম সচিব টাউনের কর্তা‌ দেবব্রত দাস নিজেকে মিটিং থেকে সরিয়ে রাখেন। মিটিংয়ে আউটের ভিডিও দেখানো হয় এবং বিষয়টি নিয়ে আলোচনার। সিদ্ধান্ত হয়, আগামী ১১ তারিখের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে রেফার করা হয় বিষয়টি।সেখানে এই বিষয় নিয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ KKR Team News: দলের প্রতি বিভাগে চমক? তৈরি কেকেআরের সেরা একাদশ! জেনে নিন বিস্তারিত

বৈঠকে মহামেডান কর্তারা দলের ক্রিকেটারদের ইচ্ছাকৃতভাবে আউট অর্থাৎ অক্রিকেটীয় আচরণের ক্ষমা চান। এর জন্য যা শাস্তি হবে তা মেনে নিতে রাজি। তবে গড়াপেটা হয়েছে বলে কোন প্রমাণ পাওয়া যায়নি বলেই খবর। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে গোটা ময়দান।

স্বামীজির খেলতেন ‘এই’ ক্লাবে, সেখানেই এত বড় দুর্নীতি! কলকাতায় লজ্জার ঘটনা

কলকাতা: যে ক্লাবের সঙ্গে স্বামী বিবেকানন্দের নাম জড়িয়ে, সেখানেই এমন দুর্নীতি!

বাংলা ক্রিকেটে নক্কারজনক ঘটনা। সিএবি পরিচালিত ক্রিকেটে গড়াপেটার গুরুতর অভিযোগ উঠেছিল। সুপার ডিভিশন লিগ পর্বের ম্যাচ ঘিরে গড়াপেটার ছায়া।

সল্টলেক করুণাময়ীতে ভিডিওকন মাঠে মুখোমুখি হয়েছিল টাউন ও মহামেডান ক্লাব। তিন দিনের এই ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৭‌ পয়েন্ট পায় টাউন। ৩ পয়েন্ট যায় সাদা কালো শিবির। ‌কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলির সতীর্থ প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।

আরও পড়ুন- ধোনিকে নিয়ে বড় সুখবর! আইপিএল ২০২৪ শুরুর আগেই জানালেন প্রিয় বন্ধু, খুশি ফ্যানেরা

ওই ম্যাচের দুটি আউটের ভিডিও পোস্ট করেন শ্রীবৎস। লেখেন, এটা একটা কলকাতা ক্লাব ক্রিকেটের সুপার ডিভিশনের ম্যাচ। দুটো বড় টিম মুখোমুখি হয়েছে। আপনারা কি দেখেছেন এই ভিডিওতে কী হচ্ছে? যে ঘটনাটা দেখছেন, সেটা আমার হৃদয় ভেঙে দিচ্ছে। আমি ক্রিকেটকে ভালবাসি। আমি বাংলার হয়ে ক্রিকেট খেলেছি। ক্লাব ক্রিকেট বাংলার ক্রিকেটের আঁতুরঘর। ভিডিওতে যে আউট গুলো দেখছেন তাতে আমার মনে হয় এটাকে বলা হয় ‘গট আপ’।’

যে দু’জন ব্যাটসম্যান আউট হন তাঁরা মহমেডান ক্লাবের। এবং ভিডিও ফুটেজটি সিএবির রেকর্ড করা ম্যাচের অংশ। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সিএবি সূত্রে খবর, এই ঘটনার অভিযোগের তির সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের বিরুদ্ধে।

অভিযোগ ছিল, মহামেডানের হয়ে খেলছেন হরষিত সাইনি নামের এক বাঁ হাতি স্পিনার। তিনি ২০২২-২৩ মরশুমে হরিয়ানার হয়ে রনজি খেলেছিলেন। নিয়ম অনুযায়ী, কারেন্ট প্লেয়ার এক বছর বাদ দেওয়ার পর কলকাতা ময়দানে ক্লাব ক্রিকেট খেলতে পারবেন না। ‌‌কিন্তু সেই নিয়ম নাকি না মেনে তাঁকে নিয়ে এসে খেলাচ্ছিল মহামেডান।

আরও পড়ুন- লোকসভা ভোটে লড়ছেন যুবরাজ সিং! নিজের অবস্থান স্পষ্ট করলেন ছয় ছক্কার মালিক

টাউন ক্লাবের হয়ে একটা সময় খেলতেন স্বামীজি। তিনি ইডেনে ক্যালকাটা ক্লাবের হয়ে সাতটি উইকেট নিয়েছিলেন বলেও শোনা যায়। টাউন ক্লাবের এমনই গৌরবজ্জবল ইতিহাস। তবে সেই ক্লাবকে ঘিরেই এখন যাবতীয় প্রশ্ন।

Match Fixing: ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কঠোর শাস্তি, সাড়ে ১৭ বছরের জন্য নির্বাসিত ক্রিকেটার

দুবাই: ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের খবর নতুন কিছু নয়। এমন খবর বা অভিযোগ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই শোন যায়। ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে একাধিক ক্রিকেটারকে কঠিন শাস্তির মুখেও পড়তে হয়েছে। কেরিয়ার শেষ হয়ে গিয়েছে অনেক প্লেয়ারের। এবার ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার কারণে সাড়ে ১৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ব্রিটিশ ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইন্টেগ্রিটি বিভাগের দায়িত্বে থাকা অ্যালেক্স মার্শাল এক বিবৃতিতে বলেন,”পেশাদার ক্রিকেটারদের দুর্নীতিতে জড়ানোর চেষ্টার অভিযোগের কারণে রিজওয়ান জাভেদকে দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ করা হয়েছে”। ওই বিবৃতিতেই আ বলা হয়েছে,”এই নিষেধাজ্ঞার মাধ্যমে অন্য দুর্নীতিকারীদের কাছে একটি কঠোর বার্তা দেওয়া হল যে, ক্রিকেটকে কলুষিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

গত বছরের সেপ্টেম্বরে ইসিবির হয়ে যে আট জন প্লেয়ার ও কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, রিজওয়ান তাদের মধ্যে একজন। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসের হোসেনও দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ২০২১ আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগের জবাব দিতে ব্যর্থ হওয়ায় রিজওয়ানকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে? জানিয়ে দিল বিসিসিআই

নিজের স্বপক্ষে জবাব দিতে ব্যর্থ হওয়া রিজওয়ানকে দুর্নীতি দমন কোডের অনুচ্ছেদ ২.১.১, অনুচ্ছেদ ২.১.৩, অনুচ্ছেদ ২.৪.৪ এবং অনুচ্ছেদ ২.৪.৬ সহ নিষিদ্ধ করা হয়েছে। রিজওয়ানকে শুঘু দোষী সাব্যস্ত করা হয়েছে এমনটা নয়, তার বিচারের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।