Tag Archives: medical

NEET 2024 Result: পাশ ১৩ লক্ষের, NEET-এ দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্রের বেদ সুনীলকুমার শেন্ডে

গতকাল অর্থাৎ ৪ জুন প্রকাশিত হয়েছে নিট (NEET) পরীক্ষার ফলাফল। চিকিৎসাবিজ্ঞান নিয়ে যে সকল ছাত্রছাত্রী ভবিষ‍্যতে পড়াশোনা করতে চান তারা নিট পরীক্ষা দেন। এই বছর ১৩.১৬ লক্ষ শিশু NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৬৭ জন প্রার্থী NEET UG-তে প্রথম স্থান পেতে সফল হয়েছে। তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৯৯.৯৯৭১২৯ শতাংশ নম্বর পেয়েছে।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সব হয়, প্রমাণ করে দিল সৌম্যদীপ! গরিব ঘরের মেধাবী ছেলে এখন ইসরোর দরবারে

এই বছর, মহারাষ্ট্রের বেদ সুনীলকুমার শেন্ডে NEET পরীক্ষা ২০২৪-এ সাধারণ বিভাগে শীর্ষস্থানীয় হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর সৈয়দ আরিফিন ইউসুফ এম, তিনিও সাধারণ শ্রেণির। তিন নম্বরে রয়েছে জাতীয় রাজধানী দিল্লির মৃদুল মান্য আনন্দের (ওবিসি-এনসিএল) নাম। NTA X-এ NEET UG ফলাফল 2024 ঘোষণা করেছে।

এই বছর, প্রায় 24 লক্ষ শিশু NEET UG অর্থাৎ মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা NEET পরীক্ষায় অংশ নিয়েছিল তারা অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET এর মাধ্যমে তাঁদের NEET ফলাফল দেখতে পারে। NEET UG ফলাফল দেখতে, পরীক্ষার্থীদের আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। NEET UG পরীক্ষায় পাস করার জন্য ছাত্রদের ৫০ শতাংশ নম্বরের প্রয়োজন। NEET ফলাফল 2024 এর সাথে, NTA NEET UG কাট-অফও প্রকাশ করেছে। এই বছর, NEET 2024 কাটঅফ সমস্ত বিভাগের জন্য বাড়ানো হয়েছে।