Tag Archives: MI vs CSK

MI vs CSK: টস জিতল ধোনির চেন্নাই, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে বল করবে সিএসকে

মুম্বই: এই দুটো দল ছাড়া আইপিএল হতে পারে নাকি? ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দুটি দল শুধু ভারতে নয় বোধহয় সারা বিশ্বে। একদিকে নীল জার্সি, অন্যদিকে হলুদ জার্সি। আরব সাগরের পারে আইপিএলের ‘এল ক্লাসিকো’ নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই ম্যাচ মানে যে প্রতিযোগিতার সবচেয়ে সফল দুই দলের টক্কর। আর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দ্বৈরথ।ওয়াংখেড়েতে দু’দিন ধরে মাস্টার ব্লাস্টারের ক্লাসে হাজিরা দিয়েছেন রোহিত।

চেন্নাইয়ের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চাপে রাখছে ধোনিকে। রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপাণ্ডেরা প্রচুর ওয়াইড, নো-বল করেছিলেন আগের ম্যাচে। দীপক চাহারকেও ছন্দে দেখা যায়নি। বিরক্ত এমএসডি নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন তার পর।চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বেশ উজ্জ্বল। মোট ৩৪ বারের সাক্ষাতে ২০বারই জিতেছে ইন্ডিয়ান্সরা।

তবে এটা এমন একটা ম্যাচ যেখানে রেকর্ড শুধু কথা বলে না। মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়াডু, জাদেজা, ধোনিও রয়েছেন সিএসকের ব্যাটিং লাইন আপে। কাগজে-কলমে চেন্নাইয়ের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। তবে রোহিত খেলে দিলে পাল্টে যেতেই পারে সমীকরণ। মুম্বই জানে নিজেদের ঘরের মাঠে যদি তারা এই ম্যাচে জিততে না পারে তাহলে চলছি টুর্নামেন্টে নিজেদের ওপর আরও চাপ নিয়ে ফেলবে তারা।

তাই রোহিত শর্মা এবং বাকিরা আজ নিজেদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন চেন্নাইকে হারিয়ে। তবে একটা জমজমাট ক্রিকেট ম্যাচ যে অপেক্ষা করে আছে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে না। যে দল চাপ সামলাতে পারবে তারাই শেষ পর্যন্ত বাজিমাত করবে। ধোনি বনাম রোহিত শর্মার মস্তিষ্কের লড়াই এই ম্যাচের প্রধান আকর্ষণ হতে চলেছে। খেলছেন না আর্চর ।

MI vs CSK: ধোনির চেন্নাইকে হারাতে সচিনের ক্লাসে মুম্বই! আজ রোহিত শর্মার নতুন চ্যালেঞ্জ

মুম্বই: আইপিএলের ইতিহাসে দুটো সবচেয়ে সফল দল। একজন পাঁচবারের চ্যাম্পিয়ন, অন্যজন চারবারের। তাই এই লড়াইটা বাকিদের থেকে আলাদা তাতে আশ্চর্যের কিছু নেই। আরব সাগরের পারে আইপিএলের ‘এল ক্লাসিকো’ নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই ম্যাচ মানে যে প্রতিযোগিতার সবচেয়ে সফল দুই দলের টক্কর। আর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দ্বৈরথ।ওয়াংখেড়েতে দু’দিন ধরে মাস্টার ব্লাস্টারের ক্লাসে হাজিরা দিয়েছেন রোহিত।

ভক্তরা তাই তাঁর ব্যাটে রান দেখার আশায়। সচিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন রোহিত। তিলক বর্মা, ওয়াধেরার মতো তরুণ ব্যাটসম্যানদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন সচিন। কথা বলেছেন সূর্য কুমারের সঙ্গেও। হার্দিক পান্ডিয়া এবং পোলার্ড দল ছাড়ার পর ওই জায়গায় সেই রকম দায়িত্ব নিতে পারছে না গ্রিন অথবা টিম ডেভিড।

এটাই কিছুটা চিন্তায় রেখেছে মুম্বইকে। চেন্নাইয়ের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চাপে রাখছে ধোনিকে। রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপাণ্ডেরা প্রচুর ওয়াইড, নো-বল করেছিলেন আগের ম্যাচে। দীপক চাহারকেও ছন্দে দেখা যায়নি। বিরক্ত এমএসডি নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন তার পর।

ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়েকে আটকে রাখাটা রীতিমতো চ্যালেঞ্জের হতে চলেছে। পাশাপাশি মঈন আলি, বেন স্টোকস, শিবম দুবে, অম্বাতি রায়াডু, জাদেজা, ধোনিও রয়েছেন সিএসকের ব্যাটিং লাইন আপে। কাগজে-কলমে চেন্নাইয়ের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। তবে রোহিত খেলে দিলে পাল্টে যেতেই পারে সমীকরণ।

আর চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বেশ উজ্জ্বল। মোট ৩৪ বারের সাক্ষাতে ২০বারই জিতেছে ইন্ডিয়ান্সরা। তবে এটা এমন একটা ম্যাচ যেখানে রেকর্ড শুধু কথা বলে না। আসল সময় চাপের মধ্যে যারা পারফর্ম করতে পারবে এবং ভুল কম করবে শেষ পর্যন্ত তারাই বাজিমাত করবে। তাই রোহিতের মুম্বই নাকি ধোনির চেন্নাই? শেষ হাসি কারা হাসে উত্তর দেবে আজ রাত।

MI beat CSK : ধোনির চেন্নাই এক্সপ্রেসকে আইপিএল থেকে ছিটকে দিল রোহিতের মুম্বই

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় দুই দলের পারফরম্যান্স প্রবলভাবে সমালোচিত। দেখে কে বলবে, মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। চেন্নাই চারবার সেরার মুকুট পরেছে। দু’দলই এবার প্রতিযোগিতা দ্রুত ভুলতে চাইবে। সম্মানরক্ষার জন্য মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন্য ধোনির দিকে তাকিয়েছিল চেন্নাই শিবির। আইপিএল থেকে আজই ছিটকে যাওয়ার মুখে চেন্নাই সুপার কিংস।

প্রথম ওভার থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১৬ ওভারে ৯৭ রানেই শেষ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের ইনিংস। মহেন্দ্র সিং ধোনি ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকলেন। তবে সঙ্গীদের সঙ্গত পেলেন না। ড্যানিয়েল স্যামস তিনটি ও রাইলে মেয়ারডিথ ও কুমার কার্তিকেয় দুটি করে উইকেট দখল করেন। বিদ্যুৎ বিভ্রাটের জেরে কিছুটা দুর্ভাগ্যের শিকার হলেও চেন্নাই সুপার কিংসের ব্যাটিং সামগ্রিকভাবে হতাশাজনকই।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ৩২। প্রথম ওভারেই ড্যানিয়েল স্যামস ডেভন কনওয়ে ও মঈন আলিকে আউট করে ধাক্কা দেন। ১.৪ ওভারে ৫ রানের মাথায় পড়ে তিন উইকেট। ওয়াংখেড়েতে বিদ্যুৎ বিভ্রাটের জেরে টসের আগেই একটি ফ্লাডলাইটের টাওয়ারের বাতি নিভেছিল। ফলে টস দেরিতে হয়। কিন্তু বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ ডিআরএস প্রযুক্তি অচল হয়ে পড়ে।

এরই মধ্যে ডেভন কনওয়ে (০) ও রবিন উথাপ্পা (১) লেগ বিফোর হলেও রিভিউ নিতে পারেননি। ১২.২ ওভারে ৭৮ রানের মাথায় চেন্নাই সুপার কিংসের সপ্তম উইকেট পড়ে। ১৫ বলে ১২ রান করে ব্র্যাভো কুমার কার্তিকেয়র শিকার হন। তাঁর ক্যাচটি দারুণ দক্ষতায় তালুবন্দি করেন তিলক বর্মা। ৮০ রানের মাথায় অষ্টম ও ৮১ রানে নবম উইকেট পড়ে সিএসকের।

সিমরজিৎ সিং ২ ও মাহিশ থিকশানা ০ রানে আউট হন। এরপর নিজেই স্ট্রাইক নিয়ে খেলতে থাকেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাও যথেষ্ট ছিল না। ঈশানকে (৬) আউট করলেন মুকেশ চৌধুরী। ১৮ রানে আউট রোহিত শর্মা। সিমর জিতের বলে আউট হওয়ার আগে পর্যন্ত দারুণ ছন্দে মনে হচ্ছিল রোহিতকে। চতুর্থ ওভারের শেষে উইকেটে স্যামস এবং তিলক। দারুন বল করলেন মুকেশ। গতি, সুইং,

মুভমেন্ট দিয়ে কাবু করলেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যানদের। চার ওভারে ২৩ রান দিয়ে তুলে নিলেন তিন উইকেট। তিনি লম্বা রেসের ঘোড়া সেটা বুঝিয়ে দিলেন এই বাঁহাতি পেসার। অন্যদিকে সিমার সীমরজিত খুব ভাল বল করলেন। প্রাক্তন ক্রিকেটাররা মুকেশ এবং সীমরজিতের প্রশংসা করলেন।

মুম্বইয়ের কাছে বাকি ম্যাচগুলি অনেকটা ‘ডেড রাবার’এর মতো। এত অল্প রান তাড়া করতে নেমে চার উইকেট হারিয়ে ফেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু দুই তরুণ ক্রিকেটার তিলক বর্মা এবং ঋত্বিক শকিন মিলে মুম্বইকে জয়ের লক্ষ্যে নিয়ে এগিয়ে গেলেন।

ঋত্বিক ছয় মারতে গিয়ে মঈন আলির বলে আউট হলেন। বাকি কাজটা করে দিলেন টিম ডেভিড। দাপটে জিতল মুম্বই। পাশাপাশি চেন্নাইয়ের যাত্রা ভঙ্গ করল তারা।

Mukesh Choudhary, CSK : জাদেজার গালাগাল থেকে বাঁচিয়েছিলেন ধোনি! আজ ভরসার মর্যাদা দিলেন মুকেশ

#মুম্বই: রাজস্থানের অখ্যাত ভিলাওয়ারা জেলার ছেলে মুকেশ চৌধুরী গত বছরে ছিলেন চেন্নাই সুপার কিংস দলের নেট বোলার। মহেন্দ্র সিং ধোনির চোখে পড়ে যান এই তরুণ ফাস্ট বোলার। কপাল খুলে যায় দীপক চাহার চোট পাওয়ায়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজরকাড়া অলরাউন্ডার রাজ্যবর্ধন হাঙ্গারগেকর দলে থাকলেও, তাকে না খেলিয়ে মুকেশকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মুম্বই ইন্ডিয়ান্স দলের বিপক্ষে মুকেশ প্রমাণ করলেন কেন তাকে জায়গা দিয়েছেন ধোনি।

আরও পড়ুন – Cristiano Ronaldo, Manchester United : সন্তান শোক সামলে অনুশীলনে যোগ দিলেন রোনাল্ডো! স্যালুট করছে ফুটবল বিশ্ব

প্রথম ওভারে দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন রোহিত শর্মাকে। চতুর্থ বলে বোল্ড ঈশান কিষান। ব্যাট নামানোর জায়গা পাননি মুম্বইয়ের ১৫:২৫ কোটির তারকা। এরপর বেবি এবি ব্রেভিসকে ফিরিয়ে দিলেন দুরন্ত ব্যাক অফ লেন্থ বলে। কপাল খারাপ। না হলে তিলক বর্মার উইকেট পেয়ে যেতে পারতেন স্লিপে ব্রাভো ক্যাচ মিস না করলে। শুধু তাই নয়। স্যান্টনারের বলে মিড উইকেটে সূর্য কুমারের ক্যাচ নিলেন মুকেশ।

কয়েকটা ম্যাচ আগে আরসিবির বিরুদ্ধে একাই তিনটে ক্যাচ ফেলেছিলেন মুকেশ। সেদিন তরুণ ক্রিকেটার ভয় পেয়ে গেলেও পাশে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুকেশের পাশে দাঁড়িয়ে তাকে ডেকে নিয়ে ধোনি কাঁধে হাত রেখে বুঝিয়ে দিয়েছিলেন কোথায় ভুল হয়েছে। অধিনায়ক রবীন্দ্র জাদেজা বেশ কিছু গালাগাল দিয়েছিলেন তাকে।

কিন্তু ধোনি বুঝিয়েছিলেন মাঠে আত্মবিশ্বাস রাখা কতটা জরুরি। কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার টিপস দিয়েছিলেন। আজ মুকেশ বুঝিয়ে দিলেন ভুল ক্রিকেটারকে পছন্দ করেনি চেন্নাই। সুনীল গাভাসকার পর্যন্ত প্রশংসা করলেন এই তরুণ পেসারের। ভবিষ্যতে পরিশ্রম করলে জাতীয় দলেও খেলতে পারেন এই তরুণ ক্রিকেটার।

সবচেয়ে বড় কথা বাহাতি পেসার এই মুহূর্তে প্রয়োজনীয় ভারতীয় ক্রিকেটে। সেদিক থেকে দেখতে গেলে মুকেশ চৌধুরী নিজেকে ধরে রাখতে পারলে টিম ইন্ডিয়ার জার্সি পেতে পারেন। তবে আপাতত একমাত্র লক্ষ্য সিএসকের হয়ে ধারাবাহিক পারফর্ম করা।