Tag Archives: Michael Vaughan

T20 World Cup 2024: ‘ফালতু কথা নিজের কাছে রাখুন’, ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলতেই ভনকে একহাত নিলেন হরভজন

টিম ইন্ডিয়া সেমিফাইনালে ওঠার পর থেকেই বেসুরে গাইছিলেন। আর ইংল্যান্ডকে দুরমুশ করার পর লাগামছাড়া আক্রমণ করে বসেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। আইসিসি-র বিরুদ্ধে ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ভনের দাবি, ভারতকে ফাইনালে তোলার জন্য পরিচিত মাঠে, সুবিধামতো সময়ে খেলা ফেলেছে আইসিসি।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ ফাইনাল T20 World Cup 2024 Final

মাইকেল ভন বলেন, “হ্যাঁ, টিভি দর্শকদের (ভারতীয় উপমহাদেশের) ধরে রাখার জন্য ভারতের সেমিফাইনাল ম্যাচ কেমন হবে আগে থেকেই ঠিক করা ছিল”। এখানেই না থেমে ভন ইঙ্গিতে আরও বোঝান, গায়নার পিচ “ভারতের জন্য মনোরম ভেন্যু”। এক সোশ্যাল মিডিয়া পোস্টের জবাবে ভন লেখেন, “ইংল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে হারাত তাহলে ত্রিনিদাদে সেমিফাইনাল হত। সেখানে ওরা জিতলে… যথেষ্ট ভাল দল নয় বলে কোনও অভিযোগ উঠত না… কিন্তু গায়নায় খেলা ফেলে ভারতের জন্য সুন্দর ভেন্যু বাছাই করা হয়েছে”।

এরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভনকে একহাত নেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। জিততে না পারলে কান্নাকাটি করা উচিত নয় বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বাজে কথা বলা বন্ধ করার সময় এসেছে বলেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের বিরুদ্ধে তোপ দাগেন হরভজন। এক্স পোস্টে তিনি লিখেছেন, “গায়নার পিচ কেন ভারতকে সুবিধা করে দিয়েছে বলে আপনার মনে হচ্ছে? দুই দলই একই পিচে খেলেছে। বরং টস জিতে ইংল্যান্ড সুবিধাজনক জায়গায় ছিল। ছেলেমানুষি বন্ধ করুন। ভারত সব বিভাগেই ইংল্যান্ডকে হারিয়েছে। সত্যিটা স্বীকার করুন। তবেই এগোতে পারবেন। এসব ফালতু কথা নিজের কাছেই রাখুন। যুক্তি দিয়ে কথা বলুন, বাজে কথা নয়”।

আরও পড়ুনঃ India vs South Africa: ফাইনালের মঞ্চে বিশ্বকাপে অভিষেক হবে ভারতের নতুন ব্যাটারের? সবথেকে বড় চমক দেবে টিম ইন্ডিয়া! জানুন বিস্তারিত

গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে তোলে ১৭১ রান। ৩৯ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত শর্মা। ৪৭ রান করে যোগ্য সঙ্গত দেন সূর্য কুমার যাদব। আউটফিল্ড ভিজে থাকায় এদিন ম্যাচ শুরু হতে দেরি হয়। মাঝে বৃষ্টি নামায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। উইকেটও স্লো ছিল। এই পিচে পরে রান তাড়া করতে নেমে অসহায় আত্মসমর্পণ করেন ইংল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের সামনে দাঁড়াতেই পারেননি বাটলাররা। ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! ভারত চ্যাম্পিয়ন হবে না! ‘এই’ দেশ জিতবে খেতাব!

ফ্লোরিডা: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিশ্বকাপের সুপার 8 শুরু হতেই বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন। তাঁর এমন ভবিষ্যদ্বাণী ভারতের ক্রিকেটভক্তদের মন খারাপ করে দিতে পারে।

মাইকেল ভন এমন দল সম্পর্কে কথা বলেছেন যেটি সুপার 8-এ বড় বিপর্যয় ঘটাতে পারে। তারা ফাইনালে জায়গা করে নিতে পারে। এমনকী শিরোপাও জিততে পারে।

—- Polls module would be displayed here —-

দ্য টেলিগ্রাফের জন্য লেখা কলামে মাইকেল ভন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। মাইকেল ভন মনে করছেন, এবার ইংল্যান্ড ফাইনালে উঠতে পারে এবং শিরোপাও জিততে পারে।

মাইকেল ভন তাঁর কলামে লিখেছেন, “ইংল্যান্ড এবারও শিরোপা জেতার ক্ষেত্রে বড় দাবিদার। ওরা চ্যাম্পিয়ন হলে আমি অবাক হব না। ইংল্যান্ড যে কোনও সময় খেলা ঘুরিয়ে দিতে পারে।”

মাইকেল ভন বলেছেন, “ইংল্যান্ডের সেমিফাইনালে পৌঁছানোর জন্য দু’জন দুর্দান্ত খেলোয়াড় দরকার। জোফরা আর্চার ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন- ‘ধরুন, অভিনয়ের সুযোগ পেলেন, কোন চরিত্র করবেন?’ সৌরভের উত্তর চমকে দেবেই

তিনি আরও বলেন, ইংল্যান্ডকে শিরোপা জিততে হলে জস বাটলারকে ফর্মে ফিরতে হবে। ওর মতো ক্রিকেটার একাই ম্যাচ জেতাতে পারে।

ভন আরও লিখেছেন, ১৮ মাস আগে অস্ট্রেলিয়ায় শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে পড়ছে। ইংল্যান্ড তখন আয়ারল্যান্ডের কাছে হেরেছিল। আমরা সবাই চিন্তিত ছিলাম, ওরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ভেবে। কিন্তু পরপর চারটি ম্যাচ জেতে ইংল্যান্ড। শেষে শিরোপাও জেতে।”

আরও পড়ুন- শেষ আটে উঠেও শান্তি নেই বাংলাদেশের, আইসিসির শাস্তির কোপে বাংলাদেশি পেসার

সুপার 8-এ ইংল্যান্ডের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০ জুন সকাল ৬ টা থেকে খেলা হবে। ২১ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় অনুযায়ী, রাত ৮টায় শুরু হবে ওই ম্যাচ। এর পর ২৩ জুন, ইংল্যান্ড সুপার 8-এ আমেরিকার মুখোমুখি হবে। রাত 8 টা থেকে খেলা হবে।

ভারত ২০২৪ বিশ্বকাপ জিতবে? বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকার, এমন দাবি কেউ করেনি!

টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দল দেখে একেবারেই পাত্তা দিলেন না মাইকেল ভন।
টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দল দেখে একেবারেই পাত্তা দিলেন না মাইকেল ভন।
ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করেছেন, ভারতের ২০২৪ টি২০ বিশ্বকাপ জেতা হবে না।
ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করেছেন, ভারতের ২০২৪ টি২০ বিশ্বকাপ জেতা হবে না।
মাইকেল ভন ভারতের স্কোয়াড দেখেই বলেছেন, এই টিম ইন্ডিয়ার পক্ষে এবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোও নাকি সম্ভব নয়!
মাইকেল ভন ভারতের স্কোয়াড দেখেই বলেছেন, এই টিম ইন্ডিয়ার পক্ষে এবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোও নাকি সম্ভব নয়!
ভনের মতে, ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুগ্ম আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ভনের মতে, ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুগ্ম আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের আগেও ভন বেছে নিয়েছিলেন চার সেমিফাইনালিস্ট। ইংল্যান্ডের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে।
এর আগে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের আগেও ভন বেছে নিয়েছিলেন চার সেমিফাইনালিস্ট। ইংল্যান্ডের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে।
ভনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। এবারও তাই তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকেই হাসাহাসি করছেন।
ভনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। এবারও তাই তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকেই হাসাহাসি করছেন।
ভনকে কটাক্ষ করে ভারতীয় ক্রিকেটের সমর্থকদের অনেকে দাবি করেছেন, তাঁর ভবিষ্যদ্বাণী মেলে না যখন ভারত ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতছেই।
ভনকে কটাক্ষ করে ভারতীয় ক্রিকেটের সমর্থকদের অনেকে দাবি করেছেন, তাঁর ভবিষ্যদ্বাণী মেলে না যখন ভারত ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতছেই।

Babar Azam vs Virat : বিরাটের থেকে এখন অনেক এগিয়ে বাবর! পাক তারকার প্রশংসায় ভন থেকে সানি

#লাহোর: ব্যাটসম্যান হিসেবে শেষ দুটো বছর বিরাট কোহলি নিজের চেনা ছন্দে নেই। শতরান নেই। সেভাবে মনে রাখার মতো ইনিংস খেলতে পারেননি। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু অর্ধশতরান ছাড়া বিরাটের মনে রাখার মতো ইনিংস নেই। একদিকে যখন ভারতের ব্যাটিং মহাতারকার গ্রাফ নিচের দিকে নেমেছে, তখন অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাটিং পারফরম্যান্স ক্রমশ উন্নত হয়েছে।

আরও পড়ুন – Argentina Qatar World Cup: মেসির শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মাঠে জীবন দিতে রাজি আর্জেন্টিনার ফুটবলাররা

টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত খেলেছিলেন বাবর। তারপর টেস্ট হোক বা লিমিটেড ওভার ক্রিকেট – বাবর প্রচুর সাফল্য পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একদিনের সিরিজ জিতেছে পাকিস্তান। সেই ২০০২ সালের পর এই প্রথমবার। প্রথম ম্যাচে হেরে গেলেও শেষ দুটি ম্যাচে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। জোড়া শতরান করেছেন বাবর।

ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন এবং নাসির হোসেন এককথায় স্বীকার করে নিয়েছেন, এই মুহূর্তে বিরাট কোহলির থেকে অনেক এগিয়ে বাবর আজম। ভন মনে করেন বাবর আজম গত দু’বছর যে ছন্দে রয়েছেন, বিরাট কোহলি তাঁর ধারেপাশে নেই। পৃথিবীর সেরা বোলারদের বিরুদ্ধে বাবরকে দেখে মনেই হচ্ছে না আউট হতে পারেন। এতটাই তার নিখুঁত টেকনিক।

অন্যদিকে বিরাট কোহলির ধারাবাহিকতার অভাব প্রচন্ড। তাই ভারতীয় মিডিয়া বিরাট কোহলিকে নিয়ে যতই নাচানাচি করুক, আসল সত্যিটা হল পাকিস্তানের বাবর শেষ দুটো বছর কোহলির থেকে অনেক এগিয়ে। তিনটে ফরম্যাটেই বিরাট কোহলিকে পিছিয়ে দিয়েছেন বাবর আজম।

ফাস্ট বোলার থেকে শুরু করে স্পিনার – দুটোর বিরুদ্ধেই অসাধারণ পায়ের কাজ পাকিস্তান অধিনায়কের। সুনীল গাভাসকার পর্যন্ত জানিয়েছেন বাবর আজম কিংবদন্তি হওয়ার পথে। পাকিস্তান তারকার ব্যাটিং টেকনিক এবং সাহস দেখে মুগ্ধ গাভাসকার। টেকনিক্যালি জাহির আব্বাসের পর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর মনে করেন সানি।

তবে পাশাপাশি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা ছন্দে আসবেন মনে করেন গাভাসকার। অধিনায়ক রোহিত শর্মা অত্যন্ত বুদ্ধিমান এবং ঠাণ্ডা মাথার লোক। বিরাটের সেরাটা বের করে নিতে পারবেন হিটম্যান মনে করেন গাভাসকার।