Tag Archives: Mitchell Marsh

বিশ্বকাপে পা তুলে ছবি! মার্শের কাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ, বললেন ‘আসল কথা’

কলকাতা: যে ট্রফি জেতার জন্য সারা দুনিয়ার এত দেশ লড়াই করছে, সেটার উপর পা রেখে ছবি তুললেন মিচেল মার্শ!

ভারতীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া এবার  একদিনের  ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তবে তার পরই সংবাদ শিরোনামে উঠে আসেন মিচেল মার্শ।

বিয়ারের বোতল হাতে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে উদযাপন করেছিলেন মার্শ। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।

আরও পড়ুন- ‘‘আপনি নিরাশ আর প্রধানমন্ত্রী যদি মনোবল বাড়ান’’- মোদিকে নিয়ে আবেগে ভাসলেন শামি

পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট এবার মার্শের নামে এফআইআর করেছেন। উত্তরপ্রদেশের আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট দাবি করেছেন, মার্শকে যেন আর কখনও ভারতে কোনও ম্যাচ খেলতে দেওয়া না হয়! মার্শ কোটি কোটি ভারতীয়কে অপমান করেছেন।

মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অজি ক্রিকেটারের ভারতে ম্যাচ বা টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছেন তিনি। বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে মার্শ ১৪০ কোটি ভারতীয়কে অপমান করেছেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি।

এবার মার্শের সেই কাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘পুরোটা না জেনে মন্তব্য করব না। মার্শের ওই ছবি নিয়ে নিয়ে এটুকু বলতে পারি, ছবিটা ডিপফেকও হতে পারে। এখনকার সময়ে বিভিন্ন ছবি ও ভিডিয়ো বিকৃত করা হচ্ছে।’

আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ রোহিত শর্মা! আইপিএলে নতুন দলে খেলতে পারেন হিটম্যান

প্রসঙ্গত উল্লেখ্য়, আইপিএলে দিল্লি ক্য়াপিটালসের হয়ে খেলেন মিচেল মার্শ। সেই একই টিমের ডিরেক্টর পদে রয়েছেন সৌরভ। এখন প্রশ্ন উঠছে, মার্শকে কি আর আইপিএলেও দেখা যাবে না!

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিশ্বকাপ ট্রফিতে পা তুলে ছবি! ভারতে আর খেলতে পারবেন না মার্শ! থানা-পুলিশ হয়ে গেল

কলকাতা: ভারতীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া এবার  একদিনের  ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তবে তার পরই সংবাদ শিরোনামে উঠে আসেন মিচেল মার্শ।

বিয়ারের বোতল হাতে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে উদযাপন করেছিলেন মার্শ। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।

আরও পড়ুন- জেলের হাওয়া খাবেন নাকি, শ্রীসন্থ ফের খারাপ ফেঁসেছেন, জানুন পুরো মামলা

ভারতীয় সমর্থকরা বিশ্বজয়ের স্বপ্নভঙ্গে কষ্ট পেয়েছেন এমনিতেই। তার উপর মার্শের এমন ভঙ্গিতে পোজ দিয়ে ছবি আগুনে ঘি ঢেলেছে। অনেকের মতে, তিনি যা করেছেন তাতে ১৪০ কোটি ভারতীয়র অপমান হয়েছে। তিনি এফআইআরের একটি কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন।

পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট এবার মার্শের নামে এফআইআর করেছেন। উত্তরপ্রদেশের আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট দাবি করেছেন, মার্শকে যেন আর কখনও ভারতে কোনও ম্যাচ খেলতে দেওয়া না হয়! মার্শ কোটি কোটি ভারতীয়কে অপমান করেছেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া নেই। মার্শ নিজেও মুখ খোলেননি। তবে ক্রীড়াপ্রেমীদের একাংশের বক্তব্য, অতীতে বিশ্বের অনেক তাবড়-তাবড় ক্রীড়াবিদ এভাবে ট্রফির ওপর পা রেখেছেন।

আরও পড়ুন- অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? ভারতীয় ক্রিকেটে যুগ পরিবর্তন! শুরু জোর জল্পনা

ভারতের মাটিতে ফেভারিট ছিল ভারতীয় দল। সেই দলকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ট্রফি নিয়ে ব্যাপক হুল্লোড় চলে অজি ড্রেসিংরুমে। দলের সবাই আনন্দে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে তাদের একাধিক ছবি। তবে সব ছাপিয়ে বিতর্ক হচ্ছে মার্শের পায়ের নিচে রাখা বিশ্বকাপ ট্রফির ছবিটি ঘিরেই।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাবা-ছেলে বিশ্বকাপ জিতেছে ভারতে! এমন কাণ্ড ক্রিকেটে ঘটেনি আগে, চেনেন তাঁদের?

কলকাতা: ভারতীয় দলকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ের সঙ্গে একটি কাকতালীয় ঘটনাও ঘটেছে। সেই ঘটনা ক্রিকেটভক্তদের অবাক করেছে।

মিচেল মার্শ অস্ট্রেলিয়ার এই বিশ্বজয়ী দলে খেলছিলেন। মার্শের বাবা জিওফ মার্শও ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন। সেবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।

এবার জিওফ মার্শের ছেলে মিচেল মার্শও বিশ্বকাপের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য হয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

জিওফ মার্শ এবং মিচেল মার্শ বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাবা-ছেলের জুটি হয়ে ওডিআই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। জিওফ মার্শ ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন মিচেল মার্শও। বিশ্বকাপ জেতার পর মার্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাতে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর বাবার সাথে বিশ্বকাপের ট্রফিটি ধরে থাকতে দেখা যায়।

আরও পড়ুন- আর মাত্র ৭ মাস পরেই আরও একটা বিশ্বকাপ;সম্পূর্ণ রূপে বদলে যেতে চলেছে টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে, কেন তারা বিশ্ব ক্রিকেটের শীর্ষ দল। তারা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ-সহ টানা দুটি হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু তার পর টানা নয়টি ম্যাচ জিতে শিরোপা জিতেছে।

ভারতের ২৪১ রানের টার্গেট তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। হেড ১২০ বলে চারটি ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ১৩৭ রান করেন। মার্নাস লাবুসানে (১১০ বলে অপরাজিত ৫৮) এবং হেড চতুর্থ উইকেটে ১৯২ রানের জুটি গড়েন। ৪৩ ওভারে চার উইকেটে ২৪১ রান তুলে নেয় অজিরা।

কোহলি পুরো টুর্নামেন্টে ৭৬৫ রান করেন। তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন। শামি ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে শামি ৭টি ম্যাচ খেলেন। মোট ২৪টি উইকেট নেন।