Tag Archives: ICC World Cup Final 2023

Virat Kohli: বিশ্বকাপ ফাইনাল হারের পর কী করেছিলেন কোহলি, এতদিন পর ভাইরাল ভিডিও

কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রায় ২ মাস হয়ে গেল। প্রতিযোগিতায় ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে সকলের মনে। বিশ্বকাপ ফাইনাল হারের এতদিন পর সামনে এসেছে বিরাট কোহলির একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে ফাইনাল হারের পর ঠিক কী করেছিলেন কোহলি।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে হৃদয়বিদারক সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যেখানে দেখা গিয়েছে উইনিং শটের উল্লাসে মেতেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তখন বিধ্বস্ত বিরাট কোহলি উইকেটের দিকে হতাশার সঙ্গে এগিয়ে গিয়ে টুপি দিয়ে একে একে বেলগুলি ফেলে দিচ্ছেন। কোহলির আচরণে স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট বোঝা গিয়েছে।

বিরাট কোহলির এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মন ছুয়ে যায় কোহলির দুঃখ। ভিডিও দেখে এক এক জন নানারকম মন্তব্যও করেন। এক জন লেখেন,’অত্যন্ত হৃদয়বিদারক ছবি।’ অপর এক নেটিজেন লেখেন,’আমি বিরাটের বেদনা অনুভব করতে পাচ্ছি।’

আরও পড়ুনঃ নতুন বছরে ৫ ভারতীয় ক্রিকেটারের অবসর! তালিকায় সব চমকে দেওয়া নাম

প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন বিরাট কোহলি। ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ছিল ৯৫.৬২। স্ট্রাইক রেট ৯০.৩১। কোহলির ঝুলিতে ছিল ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। নিজের সেরাটা দেওয়ার পরও বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ ধরা পড়েছে এই ভিডিওতে।

বাবা-ছেলে বিশ্বকাপ জিতেছে ভারতে! এমন কাণ্ড ক্রিকেটে ঘটেনি আগে, চেনেন তাঁদের?

কলকাতা: ভারতীয় দলকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ের সঙ্গে একটি কাকতালীয় ঘটনাও ঘটেছে। সেই ঘটনা ক্রিকেটভক্তদের অবাক করেছে।

মিচেল মার্শ অস্ট্রেলিয়ার এই বিশ্বজয়ী দলে খেলছিলেন। মার্শের বাবা জিওফ মার্শও ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন। সেবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।

এবার জিওফ মার্শের ছেলে মিচেল মার্শও বিশ্বকাপের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য হয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

জিওফ মার্শ এবং মিচেল মার্শ বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাবা-ছেলের জুটি হয়ে ওডিআই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। জিওফ মার্শ ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন মিচেল মার্শও। বিশ্বকাপ জেতার পর মার্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাতে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর বাবার সাথে বিশ্বকাপের ট্রফিটি ধরে থাকতে দেখা যায়।

আরও পড়ুন- আর মাত্র ৭ মাস পরেই আরও একটা বিশ্বকাপ;সম্পূর্ণ রূপে বদলে যেতে চলেছে টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে, কেন তারা বিশ্ব ক্রিকেটের শীর্ষ দল। তারা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ-সহ টানা দুটি হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু তার পর টানা নয়টি ম্যাচ জিতে শিরোপা জিতেছে।

ভারতের ২৪১ রানের টার্গেট তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। হেড ১২০ বলে চারটি ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ১৩৭ রান করেন। মার্নাস লাবুসানে (১১০ বলে অপরাজিত ৫৮) এবং হেড চতুর্থ উইকেটে ১৯২ রানের জুটি গড়েন। ৪৩ ওভারে চার উইকেটে ২৪১ রান তুলে নেয় অজিরা।

কোহলি পুরো টুর্নামেন্টে ৭৬৫ রান করেন। তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন। শামি ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে শামি ৭টি ম্যাচ খেলেন। মোট ২৪টি উইকেট নেন।

২০২৭ বিশ্বকাপ কোথায় হবে? কবে থেকে শুরু? ক’টা দেশ খেলবে? দেখুন

কোটি কোটি ভারতীয়ের মন ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের মাটি থেকে বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছে তারা। আর ভারতীয় ক্রিকেট ভক্তরা মন খারাপ করে বসে আছেন। তবে জানেন কি, পরেরবার বিশ্বকাপ কোথায় হবে!
কোটি কোটি ভারতীয়ের মন ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের মাটি থেকে বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছে তারা। আর ভারতীয় ক্রিকেট ভক্তরা মন খারাপ করে বসে আছেন। তবে জানেন কি, পরেরবার বিশ্বকাপ কোথায় হবে!
২০২৭ বিশ্বকাপ হবে আফ্রিকা মহাদেশের তিনটি দেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকাই টেস্ট খেলিয়ে দল।
২০২৭ বিশ্বকাপ হবে আফ্রিকা মহাদেশের তিনটি দেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকাই টেস্ট খেলিয়ে দল।
১৩তম বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এবার ১৪ তম বিশ্বকাপের পালা। এর আগে  ২০০৩-এ একদিনের আন্তর্জাতিক ও ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা।
১৩তম বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এবার ১৪ তম বিশ্বকাপের পালা। এর আগে ২০০৩-এ একদিনের আন্তর্জাতিক ও ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা।
সেবার ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০০৭-এ প্রথমবার টি-২০ বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। আর প্রথমবারেই ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল চ্যাম্পিয়ন। ফাইনালে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া।
সেবার ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০০৭-এ প্রথমবার টি-২০ বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। আর প্রথমবারেই ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল চ্যাম্পিয়ন। ফাইনালে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া।
২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দেশ। বিশ্বকাপ শুরু হবে অক্টোবরে। চলবে নভেম্বর পর্যন্ত।
২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দেশ। বিশ্বকাপ শুরু হবে অক্টোবরে। চলবে নভেম্বর পর্যন্ত।
আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপে  সরাসরি খেলার সুযোগ পাবে। একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ের প্রথম আট থাকা দলগুলি সরাসরি খেলতে পারবে।
আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপে
সরাসরি খেলার সুযোগ পাবে। একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ের প্রথম আট থাকা দলগুলি সরাসরি খেলতে পারবে।
মূলত চারটি দলকে কোয়ালিফাই পর্বে পাশ করে ২০২৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।
মূলত চারটি দলকে কোয়ালিফাই পর্বে পাশ করে ২০২৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

PM Modi-Team India: ফাইনালে হারের পর টিম ইন্ডিয়াকে সান্ত্বনা প্রধানমন্ত্রী মোদির, ড্রেসিংরুমে গিয়ে দেখা করলেন প্রত্যেক ক্রিকেটারদের সঙ্গে

গোটা টুর্নামেন্ট ভাল খেললেও আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া ৷ ১৪০ কোটি দেশবাসীর প্রত্যাশাপূরণে ব্যর্থ রোহিতরা ৷ ২০ বছর পরেও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা বিশ্বকাপের ফাইনালে হার ৷ ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
গোটা টুর্নামেন্ট ভাল খেললেও আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া ৷ ১৪০ কোটি দেশবাসীর প্রত্যাশাপূরণে ব্যর্থ রোহিতরা ৷ ২০ বছর পরেও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা বিশ্বকাপের ফাইনালে হার ৷ ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রবিবার ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন মোদি ৷
রবিবার ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন মোদি ৷
কান্নায় ভেঙে পড়া শামিকে নিজের বুকে টেনে নেন প্রধানমন্ত্রী। সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকে।
কান্নায় ভেঙে পড়া শামিকে নিজের বুকে টেনে নেন প্রধানমন্ত্রী। সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকে।
রবিবার অজি ইনিংস চলাকালীন খেলা দেখতে যান প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর সামনে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলেন না রোহিতরা। ম্যাচের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখাও করে আসেন তিনি ৷
রবিবার অজি ইনিংস চলাকালীন খেলা দেখতে যান প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর সামনে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলেন না রোহিতরা। ম্যাচের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে আসেন তিনি ৷
রোহিত, বিরাটদের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সব ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একে একে দেখা করেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন মোদি ৷
রোহিত, বিরাটদের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সব ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একে একে দেখা করেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন মোদি ৷
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রবীন্দ্র জাদেজা নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “হৃদয় ভেঙে গেলেও মানুষের সমর্থনই আমাদের শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রীও ড্রেসিংরুমে এসে সকলের মনোবল বাড়িয়েছেন।” Photo Courtesy: Ravindra Jadeja (X Handle)

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রবীন্দ্র জাদেজা নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “হৃদয় ভেঙে গেলেও মানুষের সমর্থনই আমাদের শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রীও ড্রেসিংরুমে এসে সকলের মনোবল বাড়িয়েছেন।” Photo Courtesy: Ravindra Jadeja (X Handle)

Travis Head’s Wife: জেসিকা ডাভিসকে চেনেন? ম্যাচ সেরা ট্রাভিস হেডের স্ত্রীও কম যান না কিছুতেই

প্রতিটা সফল পুরুষের পিছনেই একজন নারীর হাত থাকে। ট্রাভিস হেডেরও আছে। তিনি জেসিকা ভাডিস। রবিবার ফাইনালে প্রায় একা হাতে ভারতকে ছিটকে দিয়েছেন ট্রাভিস। প্রথমে রোহিত শর্মার অবিশ্বাস্য ক্যাচ। তারপর ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস। তাঁর ব্যাটে ভর দিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। Photo: X
প্রতিটা সফল পুরুষের পিছনেই একজন নারীর হাত থাকে। ট্রাভিস হেডেরও আছে। তিনি জেসিকা ভাডিস। রবিবার ফাইনালে প্রায় একা হাতে ভারতকে ছিটকে দিয়েছেন ট্রাভিস। প্রথমে রোহিত শর্মার অবিশ্বাস্য ক্যাচ। তারপর ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস। তাঁর ব্যাটে ভর দিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। Photo: X
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী জেসিকা। অনুষ্কা শর্মার বিরাট কোহলিকে অনুপ্রেরিত করার মতোই সারাক্ষণ উৎসাহ জুগিয়ে গিয়েছেন ট্রাভিসকে। জেসিকা আর হেড ছেলেবেলার বন্ধু। শৈশবে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। ২০২১ সালের ১৫ এপ্রিল গাঁটছড়া বাঁধেন। Photo: Jessika Davies/Instagram
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী জেসিকা। অনুষ্কা শর্মার বিরাট কোহলিকে অনুপ্রেরিত করার মতোই সারাক্ষণ উৎসাহ জুগিয়ে গিয়েছেন ট্রাভিসকে। জেসিকা আর হেড ছেলেবেলার বন্ধু। শৈশবে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। ২০২১ সালের ১৫ এপ্রিল গাঁটছড়া বাঁধেন। Photo: Jessika Davies/Instagram
অনুষ্ঠানে গুটিকয় বন্ধু আর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রাভিস লিখেছিলেন, ‘‘বন্ধুবান্ধব আর পরিবারের সামনে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারার মতো বিশেষ মুহূর্ত আর হয় না।’’ Photo: Instagram
অনুষ্ঠানে গুটিকয় বন্ধু আর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রাভিস লিখেছিলেন, ‘‘বন্ধুবান্ধব আর পরিবারের সামনে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারার মতো বিশেষ মুহূর্ত আর হয় না।’’ Photo: Instagram
২০২২-এ তাঁরা কন্যাসন্তানের জন্ম দেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ট্রাভিস।

 ট্রাভিস সফল ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলের নয়নের মণি। জেসিকাও কম যান না। তিনি ট্রাভিস নন, নিজের আলোয় উদ্ভাসিত। জেসিকা পেশাদার মডেল। বিভিন্ন এজেন্সির সঙ্গে কাজ করেন। পাশাপাশি তিনি উদ্যোগপতিও। সিডনি ও ক্যানবেরায় একাধিক রেস্তোরাঁর মালিক। সোশ্যাল মিডিয়াতেও সমান সক্রিয়। Photo: Instagram

২০২২-এ তাঁরা কন্যাসন্তানের জন্ম দেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ট্রাভিস।
ট্রাভিস সফল ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলের নয়নের মণি। জেসিকাও কম যান না। তিনি ট্রাভিস নন, নিজের আলোয় উদ্ভাসিত। জেসিকা পেশাদার মডেল। বিভিন্ন এজেন্সির সঙ্গে কাজ করেন। পাশাপাশি তিনি উদ্যোগপতিও। সিডনি ও ক্যানবেরায় একাধিক রেস্তোরাঁর মালিক। সোশ্যাল মিডিয়াতেও সমান সক্রিয়। Photo: Instagram
ইনস্টাগ্রামে জেসিকার প্রায় ২ লাখ ফলোয়ার। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জেসিকা। ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে ট্রাভিস যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন, তখন ক্যামেরা বার বার ধরছিল জেসিকাকে। উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তিনি। এক দিকে অষ্ট্রেলিয়ার বিশ্বজয়, অন্য দিকে প্রিয় মানুষের সেঞ্চুরি, ম্যাচ সেরার পুরস্কার। Photo: Instagram

ইনস্টাগ্রামে জেসিকার প্রায় ২ লাখ ফলোয়ার। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জেসিকা। ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে ট্রাভিস যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন, তখন ক্যামেরা বার বার ধরছিল জেসিকাকে। উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তিনি। এক দিকে অষ্ট্রেলিয়ার বিশ্বজয়, অন্য দিকে প্রিয় মানুষের সেঞ্চুরি, ম্যাচ সেরার পুরস্কার। Photo: Instagram
আনন্দ, উচ্ছ্বাস স্বাভাবিক। বিশ্বকাপ জয়ের পর ট্রাভিস বলেন, ‘স্বপ্নের মতো কাটল। আমিও এর অংশ, গায়ে কাঁটা দিচ্ছে। আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু মার্নাস দুর্দান্ত খেলেছে। পুরো চাপ একাই শুষে নিয়েছে। মার্শ যেভাবে শুরু করল, ম্যাচের টোন সেট হয়ে গিয়েছিল। এই এনার্জিটাই আমাদের দরকার ছিল। Photo: Instagram
আনন্দ, উচ্ছ্বাস স্বাভাবিক। বিশ্বকাপ জয়ের পর ট্রাভিস বলেন, ‘স্বপ্নের মতো কাটল। আমিও এর অংশ, গায়ে কাঁটা দিচ্ছে। আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু মার্নাস দুর্দান্ত খেলেছে। পুরো চাপ একাই শুষে নিয়েছে। মার্শ যেভাবে শুরু করল, ম্যাচের টোন সেট হয়ে গিয়েছিল। এই এনার্জিটাই আমাদের দরকার ছিল। Photo: Instagram
প্রথমে বল করার সিদ্ধান্ত আমাদের পক্ষে গিয়েছে। শুরুতেই ভারতের বেশ কয়েকটা উইকেট পড়ে যায়। ওদের উপর চাপ বাড়ছিল’।বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন ট্রাভিস। Photo: Instagram

প্রথমে বল করার সিদ্ধান্ত আমাদের পক্ষে গিয়েছে। শুরুতেই ভারতের বেশ কয়েকটা উইকেট পড়ে যায়। ওদের উপর চাপ বাড়ছিল’। বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন ট্রাভিস। Photo: Instagram
রিহ্যাব থেকে ফিরে এসে এভাবে ম্যাচ সেরার পুরস্কার! সবাই অবাক হলেও ট্রাভিস নন। তিনি বললেন, ‘‘প্রচুর পরিশ্রম করেছি। দেশের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে ৷’’ ট্রাভিস যখন এই কথা বলছেন, তখন গ্যালারিতে বসে মিটিমিটি হাসছেন জেসিকা। শুরুর আপ্তবাক্যটাকে ঘুরিয়ে বলাই যায়, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন সফল নারীর হাত থাকে। Photo: Instagram
রিহ্যাব থেকে ফিরে এসে এভাবে ম্যাচ সেরার পুরস্কার! সবাই অবাক হলেও ট্রাভিস নন। তিনি বললেন, ‘‘প্রচুর পরিশ্রম করেছি। দেশের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে ৷’’ ট্রাভিস যখন এই কথা বলছেন, তখন গ্যালারিতে বসে মিটিমিটি হাসছেন জেসিকা। শুরুর আপ্তবাক্যটাকে ঘুরিয়ে বলাই যায়, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন সফল নারীর হাত থাকে। Photo: Instagram

রোহিত-বিরাট ফিরতেই হৃদরোগে আক্রান্ত, ফাইনাল দেখতে দেখতেই মৃত মুর্শিদাবাদের বৃদ্ধ

বেলডাঙা: নিজে ছিলেন ক্রীড়াপ্রেমী৷ ভারত বিশ্বকাপের ফাইনালে উঠতেই তা নিয়ে চরম উৎসাহিত ছিলেন৷ প্রায় সারাদিনই আলোচনা করতেন বিরাট- শামিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে৷ কিন্তু ফাইনালে রোহিত, বিরাট প্যাভিলিয়নে ফিরতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের বেলডাঙার এক বাসিন্দার৷

মৃত ওই ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়৷ ষাটোর্ধ্ব সুকুমারবাবুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার দুপুরে বাড়িতে বসেই বিশ্বকাপ ফাইনাল দেখছিলেন তিনি৷ কিন্তু ভাল শুরুর পর অধিনায়ক রোহিত শর্মা আউট হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সুকুমারবাবু৷ ঘামতে শুরু করেন তিনি৷ উত্তেজনায় ঘরের ভিতরেই পায়চারি করতে শুরু করেন তিনি৷ শেষ পর্যন্ত বিরাট কোহলি আউট হতেই হতাশায় বাড়ির ছাদে উঠে যান সুকুমারবাবু৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

আরও পড়ুন: ‘টিম ইন্ডিয়া…’ ভারতীয় ক্রিকেট দলকে ‘বার্তা’ দিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী মোদি

প্রিয়সুকুমারবাবুর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন বিকেলেই ছাদে উঠে গাছে জল দিতেন উনি৷ আজও খেলা দেখার ফাঁকেই ছাদে চলে যান৷ এর পর ছাদ থেকে ফিরে ফের খেলা দেখতে বসেন৷ তখনই বলেন শরীর খারাপ লাগছে৷ এর কিছুক্ষণের মধ্যেই দেখলাম সংজ্ঞাহীন হয়ে পড়লেন৷

সুকুমারবাবুর প্রতিবেশীরাও জানিয়েছেন, বরাবরই খেলাধুলো নিয়ে তিনি উৎসাহী ছিলেন৷ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সেও আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মতো দারুণ খুশি হয়েছিলেন৷ কিন্তু ফাইনালে বিরাটদের ব্যর্থতাই মেনে নিতে পারলেন না এই প্রবীণ৷