Tag Archives: Modi Cabinet 3.0

Modi Cabinet 3.0 Ministers List: শেষ হল শপথগ্রহণ অনুষ্ঠান, মন্ত্রিসভায় এবার ৭২ জন সদস্য, রইল পূর্ণ তালিকা

নয়াদিল্লি: শেষ হল তৃতীয় মোদি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। মোদির এবারের মন্ত্রিসভায় মোট ৭২ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তার মধ্যে ৯ জন নতুন মুখ। প্রথম বার কেন্দ্রীয় মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, চিরাগ পাসওয়ান, টিডিপির চন্দ্রশেখর পেমাস্সানি, রাম মোহন নাইডু, সেই সঙ্গে কেরলের প্রথম বিজেপি সাংসদ সুরেশ গোপী। মন্ত্রীসভায় জায়গা পাওয়া ৭২ জন সাংসদের মধ্যে ৩১ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন রাজ্যের দুই সাংসদ, পূর্ণমন্ত্রী কেউ নয়, দু’জনই প্রতিমন্ত্রী

৩১ জন পূর্ণমন্ত্রী:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কড়ি, জেপি নড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর,মনোহরলাল খট্টর, এইচডি কুমারস্বামী (জেডিএস নেতা), পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্ঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিং (জেডিইউ নেতা), সর্বাননদ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, কে রামমোহন নাইডু (টিডিপি), প্রহ্লাদ জোশী, জোয়েল ওরাওঁ, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেহাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরণ রিজিজু, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডবিয়া, জি কিষাণ রেড্ডি, চিরাগ পাসওয়ান (এলজেপি)এবং সিআর পাতিল।

৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী:

রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও জি যাদব (শিবসেনা), জয়ন্ত চৌধুরী

৩৬ জন প্রতিমন্ত্রী:

জিতিন প্রসাদ, শ্রীপাদ যশো নায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষাণ পাল, রামদাস আটওয়ালে (আরপিআই), রামনাথ ঠাকুর (জেডিইউ), নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া পটেল (আপনা দল এস), ভি সোমান্না, পি চন্দ্রশেখর (টিডিপি), এসপি সিং বঘেল, শোভা করন্দলাজে, কীর্তিবর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগান, অজয় ​​টমটা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসোয়ান, ভগীরথ চৌধুরী, সতীশ চন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রবনীত সিং, দুর্গাদাস উইকে, রক্ষা এন খাডসে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখান সাহু, রাজ ভূষণ চৌধুরী, ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা,হর্ষ মালহোত্রা, নিমুবেন জে ভামভানিয়া, মুরলীধর মহোল, জর্জ কুরিয়ান এবং পবিত্র মার্ঘেরিটা।