Tag Archives: Money Bag

Auto driver’s Noble Act: ৯৮ হাজার ৬৫০ টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল…! শুনলে তাজ্জব হবেন!

হাবড়া, জিয়াউল আলম: গল্প নয়! একেবারে সত্যি এই ঘটনা। মানবিকতার পরিচয় দিলেন এক অটোচালক। মানবিকতার পরিচয় দিলেন এক অটোচালক। গোটা ঘটনা জানলে চমকে যাবেন!

শুক্রবার রাতে বৃষ্টির ভেতর আসামের গৌহাটি থেকে আসা এক যাত্রী অশোকনগর স্টেশন মোড় থেকে একটি অটো রিজার্ভ করেছিলেন । সেই মতো যাত্রীকে নিয়ে বৃষ্টির মধ্যে রওনা হন অটোচালক। নগরউখড়া যাওয়ার পথে কিছুটা যেতেই অশোকনগর থানার কাজলা এলাকায় মাঝপথে ওই যাত্রী অটো থেকে নেমে যান। অটোচালককে কিছু না বলে চলে যান‌।

আরও পড়ুন- কাগজ কুড়োতে গিয়ে উড়ে গেল হাত! ভয়াবহ বিস্ফোরণ এসএন ব্যানার্জি রোডে

খানিক পরেই অটোচালক বোঝেন, ওই যাত্রী তাঁর টাকার ব্যাগ ফেলে গিয়েছেন অটোতেই। যাত্রী যেখানে নেমে গিয়েছিলেন, সেখানেই আবার ছোটেন অটোচালক। একাধিকবার খোঁজ করেও সেই যাত্রীকে পাওয়া যায় না। সেই রাতেই অশোকনগর থানায় অটোচালক পলাশ দাশগুপ্ত ব্যাগে থাকা ৯৮ হাজার ৬৫০ টাকা এবং ব্যাগে থাকা অন্যান্য সামগ্রী জমা দেন।

আরও পড়ুন- ছাড়াতে সমস্যা? আস্ত মোচা দিয়েই রাঁধুন এই সুস্বাদু পদ! টেক্কা দেবে সব রান্নাকে…

এর পর, শনিবার সকালে দিলীপ সাহা  নামের সেই যাত্রী অটোস্ট্যান্ডে গিয়ে অটোচালকের সঙ্গে দেখা করেন। এর পরেই অটোচালক ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে থানায় আসেন। অটোচালক থানায় আসতেই সততার পুরস্কার হিসেবে অটোচালক অটো থেকে নামতেই থানার কর্তব্যরত কনস্টেবল তাঁকে স্যালুট জানান।

পাশাপাশি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করও চেয়ার ছেড়ে এসে অটোচালকের সঙ্গে হাত মেলান। পুলিশের উপস্থিতিতে অটোচালক পলাশ দাশগুপ্ত ওই টাকা এবং অন্যান্য সামগ্রী তুলে দেন দিলীপ সাহার হাতে। ব্যাগ ফিরে পেয়ে খুশি দীপকও।

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

দিলীপ জানান, তাঁর বাড়ি আসামে। তিনি দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। সে দিন ভুলে অটো থেকে নেমে যান তিনি।পাশাপাশি তিনি জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সামান্য ছোলা বিক্রি করে সংসার চালান। জমানো যা টাকা ছিল, তিনি নিয়ে চলে আসেন। টাকা ফিরে না পেলে বড় বিপদ হয়ে যেত তাঁর। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ধন্যবাদ জানান পুলিশ এবং অটোচালককে।

Astro Money Tips: জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে? এখনই করুন এই কাজ! মা লক্ষ্মীর কৃপায় টাকা গুনে শেষ করতে পারবেন না

টাকা-পয়সা জমাতে কে না ভালবাসে, কিন্তু অনেক সময়েই কোনওভাবেই টাকা-পয়সা ধরে রাখা যায় না৷ জলের মতো তা বেরিয়ে যায়৷ কিন্তু কীভাবে টাকা আসবে আপনার কাছে তার জন্য ট্যারোট কার্ড রিডারের দেওয়া এই টিপসগুলি অনুসরণ করুন।
টাকা-পয়সা জমাতে কে না ভালবাসে, কিন্তু অনেক সময়েই কোনওভাবেই টাকা-পয়সা ধরে রাখা যায় না৷ জলের মতো তা বেরিয়ে যায়৷ কিন্তু কীভাবে টাকা আসবে আপনার কাছে তার জন্য ট্যারোট কার্ড রিডারের দেওয়া এই টিপসগুলি অনুসরণ করুন।
ট্যারোট কার্ড রিডার এবং ক্রিস্টাল থেরাপিস্ট সিদ্ধি বারোল জানান, প্রথমে আপনার পকেটে একটি সবুজ রঙের পার্স রাখা উচিত, যা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। এর মাধ্যমে মা  লক্ষ্মী আপনার পাশে থাকতে শুরু করবেন।
ট্যারোট কার্ড রিডার এবং ক্রিস্টাল থেরাপিস্ট সিদ্ধি বারোল জানান, প্রথমে আপনার পকেটে একটি সবুজ রঙের পার্স রাখা উচিত, যা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। এর মাধ্যমে মা লক্ষ্মী আপনার পাশে থাকতে শুরু করবেন।
তিনি জানান,পার্সের মধ্যে একটি সাদা কাগজে ৮০৮ নম্বর দেবদূত লিখতে হবে। সেই কাগজটি তিনবার ভাঁজ করে পার্সে রাখতে হবে। ৪৫ থেকে ৯০ দিন এই প্রতিকার মেনে চললে দেবী লক্ষ্মী কৃপায় আপনার সমস্যা মিটে যাবে।
তিনি জানান,পার্সের মধ্যে একটি সাদা কাগজে ৮০৮ নম্বর দেবদূত লিখতে হবে। সেই কাগজটি তিনবার ভাঁজ করে পার্সে রাখতে হবে। ৪৫ থেকে ৯০ দিন এই প্রতিকার মেনে চললে দেবী লক্ষ্মী কৃপায় আপনার সমস্যা মিটে যাবে।
এই টিপসগুলি অনুসরণ করার পাশাপাশি আপনাকে  অন্য বিষয়েও আরও বেশি করে সতর্ক থাকতে হবে তা হল আপনার সঙ্গে ওষুধ এবং বড়ির বিল ভুলেও রাখবেন না৷
এই টিপসগুলি অনুসরণ করার পাশাপাশি আপনাকে অন্য বিষয়েও আরও বেশি করে সতর্ক থাকতে হবে তা হল আপনার সঙ্গে ওষুধ এবং বড়ির বিল ভুলেও রাখবেন না৷
এই টিপসগুলি অনুসরণ করার পাশাপাশি আপনাকে  অন্য বিষয়েও আরও বেশি করে সতর্ক থাকতে হবে তা হল আপনার সঙ্গে ওষুধ এবং বড়ির বিল ভুলেও রাখবেন না৷
এই টিপসগুলি অনুসরণ করার পাশাপাশি আপনাকে অন্য বিষয়েও আরও বেশি করে সতর্ক থাকতে হবে তা হল আপনার সঙ্গে ওষুধ এবং বড়ির বিল ভুলেও রাখবেন না৷
অন্যদিকে, পার্সে টাকা রাখা ছাড়াও আরও কিছু জিনিস থাকে, যেমন আপনার বাড়ির চাবি, স্মার্ট ফোন, মহিলার ব্যক্তিগত জিনিস, জল সংক্রান্ত একটি বোতল ইত্যাদি।
অন্যদিকে, পার্সে টাকা রাখা ছাড়াও আরও কিছু জিনিস থাকে, যেমন আপনার বাড়ির চাবি, স্মার্ট ফোন, মহিলার ব্যক্তিগত জিনিস, জল সংক্রান্ত একটি বোতল ইত্যাদি।

কাঙাল করে ছাড়বে…! টাকা-পয়সার ব্যাগে ‘এই’ জিনিস নেই তো? মুহূর্তে মারাত্মক ফল! দেউলিয়া হয়ে যাবেন দুদিনেই

সম্পত্তি থেকে সংসার। আপনার প্রিয়জন থেকে মূল্যবান জিনিসপত্র, যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য বাস্তুর সঠিক নিয়মগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে। কারণ বাস্তুমতে, অজান্তেই সামান্য কিছু ভুল গ্রাস করতে পারে সবকিছু। সর্বস্বান্ত করে দিতে পারে রাতারাতি।
সম্পত্তি থেকে সংসার। আপনার প্রিয়জন থেকে মূল্যবান জিনিসপত্র, যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য বাস্তুর সঠিক নিয়মগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে। কারণ বাস্তুমতে, অজান্তেই সামান্য কিছু ভুল গ্রাস করতে পারে সবকিছু। সর্বস্বান্ত করে দিতে পারে রাতারাতি।
টাকা-পয়সা থেকে ধন-সম্পত্তি, সমৃদ্ধি তথা আর্থিক লাভের সম্ভাবনা বাড়াতে কিছু বাস্তু নিয়ম পালনের পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রে এমন অনেক বিষয় উল্লেখ আছে, যা মেনে চললে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে সংসার। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়ম মেনে প্রতিটি কাজ করলে অর্থ আকর্ষণ করে এবং জীবনে ইতিবাচকতা বজায় থাকে।
টাকা-পয়সা থেকে ধন-সম্পত্তি, সমৃদ্ধি তথা আর্থিক লাভের সম্ভাবনা বাড়াতে কিছু বাস্তু নিয়ম পালনের পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রে এমন অনেক বিষয় উল্লেখ আছে, যা মেনে চললে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে সংসার। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়ম মেনে প্রতিটি কাজ করলে অর্থ আকর্ষণ করে এবং জীবনে ইতিবাচকতা বজায় থাকে।
আবার একইভাবে আপনার কিছু ভুল আর্থিক ক্ষতির কারণও হতে পারে। আপনি যদি বাস্তু অনুসারে আপনার পার্সটি সুন্দরভাবে রাখেন তবে এটি আপনার জন্য আরও বেশি অর্থ আকর্ষণ করে এবং আপনার টাকা পয়সা অপ্রয়োজনীয় ক্ষেত্রগুলিতে ব্যয় করা থেকে বিরত রাখে।
আবার একইভাবে আপনার কিছু ভুল আর্থিক ক্ষতির কারণও হতে পারে। আপনি যদি বাস্তু অনুসারে আপনার পার্সটি সুন্দরভাবে রাখেন তবে এটি আপনার জন্য আরও বেশি অর্থ আকর্ষণ করে এবং আপনার টাকা পয়সা অপ্রয়োজনীয় ক্ষেত্রগুলিতে ব্যয় করা থেকে বিরত রাখে।
এমনও বলা হয় যে কিছু জিনিস কখনই পার্সে রাখা উচিত নয়, তা না হলে আপনার অর্থ ব্যয় বেড়ে যায় এবং এটি আপনার নানাভাবে ক্ষতি করতে পারে।
এমনও বলা হয় যে কিছু জিনিস কখনই পার্সে রাখা উচিত নয়, তা না হলে আপনার অর্থ ব্যয় বেড়ে যায় এবং এটি আপনার নানাভাবে ক্ষতি করতে পারে।
 বাস্তু মতে, এমন কিছু জিনিস আছে যা আপনি যদি আপনার পার্সে রাখেন তাহলে আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আসুন বাস্তু বিশেষজ্ঞ ডাঃ মধু কোটিয়ার কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বাস্তু মতে, এমন কিছু জিনিস আছে যা আপনি যদি আপনার পার্সে রাখেন তাহলে আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আসুন বাস্তু বিশেষজ্ঞ ডাঃ মধু কোটিয়ার কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পার্স বা ওয়ালেটে কি-চেইন রাখবেন না :আপনার যদি পার্সে চাবি রাখার অভ্যাস থাকে, তাহলে অবিলম্বে আপনার এই অভ্যাসটি পরিবর্তন করুন। বাস্তুশাস্ত্রে মানিব্যাগে চাবি রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। আপনি যদি আপনার পার্সে বা ওয়ালেটে কি-চেইন রাখেন তাহলে আপনাকে অনেক আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।
পার্স বা ওয়ালেটে কি-চেইন রাখবেন না :
আপনার যদি পার্সে চাবি রাখার অভ্যাস থাকে, তাহলে অবিলম্বে আপনার এই অভ্যাসটি পরিবর্তন করুন। বাস্তুশাস্ত্রে মানিব্যাগে চাবি রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। আপনি যদি আপনার পার্সে বা ওয়ালেটে কি-চেইন রাখেন তাহলে আপনাকে অনেক আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।
চাবি বা চাবির গোছা আপনার পার্স নয়, বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র।
চাবি বা চাবির গোছা আপনার পার্স নয়, বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র।
আপনার পার্সে পূর্বপুরুষ এবং দেবতার ছবি রাখবেন না:বাস্তু মতে, এটা বিশ্বাস করা হয় যে আপনার পার্সে আপনার মৃত পূর্বপুরুষের ছবি কখনই রাখা উচিত নয়। পূর্বপুরুষরা আমাদের জন্য দেবতার মতো অথচ আমরা বেখেয়ালে অনেক সময় পার্সটি এমন জায়গায় রেখে থাকি যেখানে এটি রাখলে পূর্বপুরুষদের অপমান হয়।
আপনার পার্সে পূর্বপুরুষ এবং দেবতার ছবি রাখবেন না:
বাস্তু মতে, এটা বিশ্বাস করা হয় যে আপনার পার্সে আপনার মৃত পূর্বপুরুষের ছবি কখনই রাখা উচিত নয়। পূর্বপুরুষরা আমাদের জন্য দেবতার মতো অথচ আমরা বেখেয়ালে অনেক সময় পার্সটি এমন জায়গায় রেখে থাকি যেখানে এটি রাখলে পূর্বপুরুষদের অপমান হয়।
এই কারণেই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য, আপনি কখনই তাদের ছবি পার্সে রাখবেন না। একইভাবে, পার্সে দেব-দেবীর ছবি না রাখার পরামর্শ দেওয়া হয়।
এই কারণেই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য, আপনি কখনই তাদের ছবি পার্সে রাখবেন না। একইভাবে, পার্সে দেব-দেবীর ছবি না রাখার পরামর্শ দেওয়া হয়।
আপনার পার্সে ছেঁড়া বিল রাখবেন না:আপনি যখনই কোনও জিনিস কিনতে যান, আপনার পার্সে বিলটি অনেক সময় সযত্নে রেখে দেন। কিন্তু বাস্তুতে বিশ্বাস করা হয়, পার্সে কখনই ছেঁড়া পুরানো বিল রাখা উচিত নয়। এই জাতীয় বিলগুলি পার্সে নেতিবাচক শক্তি আকর্ষণ করে যার কারণে আপনার লাভের পরিবর্তে ক্ষতি হতে শুরু করে। স্রোতের মতো বেরিয়ে যায় টাকা।
আপনার পার্সে ছেঁড়া বিল রাখবেন না:
আপনি যখনই কোনও জিনিস কিনতে যান, আপনার পার্সে বিলটি অনেক সময় সযত্নে রেখে দেন। কিন্তু বাস্তুতে বিশ্বাস করা হয়, পার্সে কখনই ছেঁড়া পুরানো বিল রাখা উচিত নয়। এই জাতীয় বিলগুলি পার্সে নেতিবাচক শক্তি আকর্ষণ করে যার কারণে আপনার লাভের পরিবর্তে ক্ষতি হতে শুরু করে। স্রোতের মতো বেরিয়ে যায় টাকা।
একইসঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার পার্সে ছেঁড়া ছবি, কাগজপত্র বা কোনও ছবিই রাখা উচিত নয়।
একইসঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার পার্সে ছেঁড়া ছবি, কাগজপত্র বা কোনও ছবিই রাখা উচিত নয়।
পার্সে ওষুধ রাখবেন নাবাস্তু অনুসারে, আপনাকে পার্সে ওষুধ না রাখার পরামর্শ দেওয়া হয়। এই অভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য কুপ্রভাব ডেকে আনে। এটি আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে এবং আপনাকে অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ ওষুধ থাকে, তবে সেগুলি আপনার পার্সে না রেখে অন্য কোথাও রাখতে হবে।
পার্সে ওষুধ রাখবেন না
বাস্তু অনুসারে, আপনাকে পার্সে ওষুধ না রাখার পরামর্শ দেওয়া হয়। এই অভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য কুপ্রভাব ডেকে আনে। এটি আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে এবং আপনাকে অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ ওষুধ থাকে, তবে সেগুলি আপনার পার্সে না রেখে অন্য কোথাও রাখতে হবে।
ছেঁড়া নোট বা জাল মুদ্রাআপনার ওয়ালেট বা পার্সে এমন নোট রাখা উচিত নয় যেগুলি কোথাও ছিঁড়ে গিয়েছে এবং আপনাকে এমন কয়েনগুলিও ওয়ালেট বা পার্সে না রাখার পরামর্শ দেওয়া হয় যার প্রচলন আর সেভাবে নেই। আপনার পার্সে সর্বদা নতুন নোট এবং কয়েন রাখার চেষ্টা করুন যাতে টাকার প্রবাহ মসৃণ থাকে।
ছেঁড়া নোট বা জাল মুদ্রা
আপনার ওয়ালেট বা পার্সে এমন নোট রাখা উচিত নয় যেগুলি কোথাও ছিঁড়ে গিয়েছে এবং আপনাকে এমন কয়েনগুলিও ওয়ালেট বা পার্সে না রাখার পরামর্শ দেওয়া হয় যার প্রচলন আর সেভাবে নেই। আপনার পার্সে সর্বদা নতুন নোট এবং কয়েন রাখার চেষ্টা করুন যাতে টাকার প্রবাহ মসৃণ থাকে।
পার্সে ধারালো জিনিস রাখবেন নাআপনার পার্সে কোনও ধারালো বস্তু রাখা উচিত নয়। আপনি যদি আপনার পার্সে সুঁচ, কাঁচি, ব্লেড বা ছুরির মতো কোনও ধারালো বস্তু রাখেন, তাহলে এটি আপনার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে।
পার্সে ধারালো জিনিস রাখবেন না
আপনার পার্সে কোনও ধারালো বস্তু রাখা উচিত নয়। আপনি যদি আপনার পার্সে সুঁচ, কাঁচি, ব্লেড বা ছুরির মতো কোনও ধারালো বস্তু রাখেন, তাহলে এটি আপনার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে।
এই ধরণের বস্তু ওয়ালেটে রাখলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। আপনি যদি এই বাস্তু নিয়মগুলিও না অনুসরণ করেন, মনে রাখবেন কোনও ধারালো বস্তু দ্বারা আহত হওয়ার ঝুঁকি সবসময়ই থাকে, তাই এগুলিকে পার্সে না রাখাই কাম্য।
এই ধরণের বস্তু ওয়ালেটে রাখলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। আপনি যদি এই বাস্তু নিয়মগুলিও না অনুসরণ করেন, মনে রাখবেন কোনও ধারালো বস্তু দ্বারা আহত হওয়ার ঝুঁকি সবসময়ই থাকে, তাই এগুলিকে পার্সে না রাখাই কাম্য।