Tag Archives: Multibagger Stock

Multibagger Stock: সাত মাসে ১ লাখ বিনিয়োগ ১২ লাখের বেশি লাভ; বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দিয়েছে এই স্টক

স্টক মার্কেটে বিনিয়োগ থেকে সকলেই দ্রুত রিটার্ন চান। কিন্তু খুব কম জনেরই স্বপ্নপূরণ হয়। আসলে অল্প সময়ে বিপুল মুনাফা দেবে এমন স্টক খুঁজে পাওয়াটাই মুশকিল। তবে এরকম স্টকও রয়েছে। সেটা হল রাঠি স্টিলস অ্যান্ড পাওয়ার লিমিটেডের স্টক। ছয় মাস আগে যারা এতে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন আজ তাঁরা প্রায় ১৩ লাখ টাকার মালিক। রাঠি স্টিলস গত ছয় মাসে প্রায় ১২৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
স্টক মার্কেটে বিনিয়োগ থেকে সকলেই দ্রুত রিটার্ন চান। কিন্তু খুব কম জনেরই স্বপ্নপূরণ হয়। আসলে অল্প সময়ে বিপুল মুনাফা দেবে এমন স্টক খুঁজে পাওয়াটাই মুশকিল। তবে এরকম স্টকও রয়েছে। সেটা হল রাঠি স্টিলস অ্যান্ড পাওয়ার লিমিটেডের স্টক। ছয় মাস আগে যারা এতে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন আজ তাঁরা প্রায় ১৩ লাখ টাকার মালিক। রাঠি স্টিলস গত ছয় মাসে প্রায় ১২৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
সোমবারও রাঠির শেয়ার আপার সার্কিটে রয়েছে। গত বছরের ৩ জুলাই এই শেয়ারের মূল্য ছিল ৩.৩ টাকা। ২৯ জানুয়ারি সেটাই ৪৫.৩২ টাকায় পৌঁছে যায়। এখনও পর্যন্ত এই শেয়ারের দাম বেড়েছে ১৩৭৩ শতাংশ।
সোমবারও রাঠির শেয়ার আপার সার্কিটে রয়েছে। গত বছরের ৩ জুলাই এই শেয়ারের মূল্য ছিল ৩.৩ টাকা। ২৯ জানুয়ারি সেটাই ৪৫.৩২ টাকায় পৌঁছে যায়। এখনও পর্যন্ত এই শেয়ারের দাম বেড়েছে ১৩৭৩ শতাংশ।
এখন যদি কেউ জুলাই মাসে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে তিনি ৩০,৩০৩টি শেয়ার পেতেন। আজ সেই শেয়ারগুলির দাম ৪৫.৩২ টাকা বেড়ে ১৩.৭৩ লক্ষ টাকার বেশি হয়ে যেত।
এখন যদি কেউ জুলাই মাসে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে তিনি ৩০,৩০৩টি শেয়ার পেতেন। আজ সেই শেয়ারগুলির দাম ৪৫.৩২ টাকা বেড়ে ১৩.৭৩ লক্ষ টাকার বেশি হয়ে যেত।
এমনকী ১ মাসেও ভাল রিটার্ন মিলেছে: এত গেল ৬ মাসের হিসেব। মাত্র ১ মাসে এই স্টক বিনিয়োগকারীদের ৪৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। রাঠি স্টিলসের শেয়ার বর্তমানে ৫২ সপ্তাহের শীর্ষ উচ্চতায় পৌঁছেছে।
এমনকী ১ মাসেও ভাল রিটার্ন মিলেছে: এত গেল ৬ মাসের হিসেব। মাত্র ১ মাসে এই স্টক বিনিয়োগকারীদের ৪৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। রাঠি স্টিলসের শেয়ার বর্তমানে ৫২ সপ্তাহের শীর্ষ উচ্চতায় পৌঁছেছে।
সোমবারও এই স্টক ২ শতাংশ বেড়েছে। গোটা মাসে রাঠি স্টিলসের শেয়ারে কোনও পতন দেখা যায়নি। যা বিনিয়োগকারীদের সতর্ক থাকার ইঙ্গিত দেয়।
সোমবারও এই স্টক ২ শতাংশ বেড়েছে। গোটা মাসে রাঠি স্টিলসের শেয়ারে কোনও পতন দেখা যায়নি। যা বিনিয়োগকারীদের সতর্ক থাকার ইঙ্গিত দেয়।
কোম্পানি সম্পর্কে: গ্রো-তে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে রাঠি স্টিলস অ্যান্ড পাওয়ার লিমিটিডের প্রতিষ্ঠা হয়। কোম্পানির ৫১ শতাংশ শেয়ার প্রোমটারদের হাতে রয়েছে। খুচরো বাজারে রয়েছে ৪০ শতাংশ শেয়ার। কোম্পানির মার্কেট ক্যাপ ১৩৯ কোটি টাকার বেশি।
কোম্পানি সম্পর্কে: গ্রো-তে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে রাঠি স্টিলস অ্যান্ড পাওয়ার লিমিটিডের প্রতিষ্ঠা হয়। কোম্পানির ৫১ শতাংশ শেয়ার প্রোমটারদের হাতে রয়েছে। খুচরো বাজারে রয়েছে ৪০ শতাংশ শেয়ার। কোম্পানির মার্কেট ক্যাপ ১৩৯ কোটি টাকার বেশি।
রাঠি ইস্পাত তার শেষ ত্রৈমাসিকের ফলাফল ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশ করেছিল। তারপর কোম্পানির আয় জুন ত্রৈমাসিকের তুলনায় ২১ কোটি টাকা কমে ১২৮ কোটি টাকা হয়েছে। মুনাফার কথা বললে, কোম্পানিটি ২৩ সেপ্টেম্বর প্রান্তিকে ৮২ লাখ টাকা লাভ করেছে। যেখানে জুন প্রান্তিকে কোম্পানির মুনাফা ছিল ২ কোটি টাকা। এর আগে, কোম্পানি মার্চ ত্রৈমাসিকে ৮০ কোটি টাকা মুনাফা করেছিল।
রাঠি ইস্পাত তার শেষ ত্রৈমাসিকের ফলাফল ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশ করেছিল। তারপর কোম্পানির আয় জুন ত্রৈমাসিকের তুলনায় ২১ কোটি টাকা কমে ১২৮ কোটি টাকা হয়েছে। মুনাফার কথা বললে, কোম্পানিটি ২৩ সেপ্টেম্বর প্রান্তিকে ৮২ লাখ টাকা লাভ করেছে। যেখানে জুন প্রান্তিকে কোম্পানির মুনাফা ছিল ২ কোটি টাকা। এর আগে, কোম্পানি মার্চ ত্রৈমাসিকে ৮০ কোটি টাকা মুনাফা করেছিল।

Multibagger Stock : ১ লক্ষ টাকা হয়ে গেল ১ কোটি টাকা! আপনার কাছে রয়েছে এই স্টক ?

শেয়ার বাজারে এরকম অনেক স্টক রয়েছে যা ক্রমাগত মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে ৷ তারই মধ্যেই একটি হচ্ছে সাধনা নাইট্রো ক্যামে (Sadhana Nitro Chem) যা বিনিয়োগকারীদের ভাগ্য খুলে গেল ৷ মাত্র ৮ বছরে ১ লক্ষ টাকা ১ কোটি হয়ে গিয়েছে ৷
শেয়ার বাজারে এরকম অনেক স্টক রয়েছে যা ক্রমাগত মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে ৷ তারই মধ্যেই একটি হচ্ছে সাধনা নাইট্রো ক্যামে (Sadhana Nitro Chem) যা বিনিয়োগকারীদের ভাগ্য খুলে গেল ৷ মাত্র ৮ বছরে ১ লক্ষ টাকা ১ কোটি হয়ে গিয়েছে ৷
সাধনা নাইট্রো কেমের শেয়ার আরও ঊর্ধ্বগতিতে থাকার ইঙ্গিত রয়েছে। ফলে এই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিয়েছে মার্কেট বিশেষজ্ঞরা ৷ শুক্রবার ১২ জানুয়ারি এই শেয়ারের দাম বিএসই-তে সামান্য বেড়ে ৯৩.৮১ টাকায় বন্ধ হয়েছে ৷
সাধনা নাইট্রো কেমের শেয়ার আরও ঊর্ধ্বগতিতে থাকার ইঙ্গিত রয়েছে। ফলে এই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিয়েছে মার্কেট বিশেষজ্ঞরা ৷ শুক্রবার ১২ জানুয়ারি এই শেয়ারের দাম বিএসই-তে সামান্য বেড়ে ৯৩.৮১ টাকায় বন্ধ হয়েছে ৷
সাধনা নাইট্রো কেম শেয়ারের দাম সবচেয়ে নীচু স্তর থেকে এখনও পর্যন্ত ৪২ শতাংশ রিকভার করতে সক্ষম হয়েছে ৷সাধনা নাইট্রোর কেমের শেয়ার গত এক বছরে এখনও পর্যন্ত গত বছরের সবচেয়ে হাই প্রাইস থেকে এখন ২৩ শতাংশ কম রয়েছে শেয়ারের দাম ৷ অনেকেই মনে করছেন এখন শেয়ারের দাম দ্রুত গতিতে বাড়তে পারে ৷

সাধনা নাইট্রো কেম শেয়ারের দাম সবচেয়ে নীচু স্তর থেকে এখনও পর্যন্ত ৪২ শতাংশ রিকভার করতে সক্ষম হয়েছে ৷সাধনা নাইট্রোর কেমের শেয়ার গত এক বছরে এখনও পর্যন্ত গত বছরের সবচেয়ে হাই প্রাইস থেকে এখন ২৩ শতাংশ কম রয়েছে শেয়ারের দাম ৷ অনেকেই মনে করছেন এখন শেয়ারের দাম দ্রুত গতিতে বাড়তে পারে ৷
সাধনা নাইট্রো কেমের দাম ২২ জানুয়ারি ২০১৬-তে মাত্র ৮৪ পয়সা ছিল ৷ এখন এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৩.৮১ টাকা ৷ আজ থেকে ৮ বছরের আগে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে এখন তার মূল্য বেড়ে  ১১,১৭১,৪২৮ টাকা হয়ে গিয়েছে ৷

সাধনা নাইট্রো কেমের দাম ২২ জানুয়ারি ২০১৬-তে মাত্র ৮৪ পয়সা ছিল ৷ এখন এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৩.৮১ টাকা ৷ আজ থেকে ৮ বছরের আগে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে এখন তার মূল্য বেড়ে ১১,১৭১,৪২৮ টাকা হয়ে গিয়েছে ৷
গত ৫ বছরে সাধনা নাইট্রো কেমের শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ২৫০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ অর্থাৎ বিনিয়োগকারীদের টাকা প্রায় ৫ গুণ বেড়ে গিয়েছে ৷ একই ভাবে গত তিন বছরে সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে ৷

গত ৫ বছরে সাধনা নাইট্রো কেমের শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ২৫০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ অর্থাৎ বিনিয়োগকারীদের টাকা প্রায় ৫ গুণ বেড়ে গিয়েছে ৷ একই ভাবে গত তিন বছরে সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে ৷
তিন বছর আগে এই মাল্টিব্যাগার স্টকের দাম ১৪.২০ টাকা ছিল যা এখন বেড়ে প্রায় ৯৩.৮১ টাকা হয়ে গিয়েছে ৷ এই হিসেবে তিন বছরে সাধনা নাইট্রো কেমের শেয়ার বিনিয়োগকারীদের ৫৬০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷
তিন বছর আগে এই মাল্টিব্যাগার স্টকের দাম ১৪.২০ টাকা ছিল যা এখন বেড়ে প্রায় ৯৩.৮১ টাকা হয়ে গিয়েছে ৷ এই হিসেবে তিন বছরে সাধনা নাইট্রো কেমের শেয়ার বিনিয়োগকারীদের ৫৬০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷

 

(Disclaimer: উল্লিখিত স্টকগুলি ব্রোকারেজ হাউজ-এর পরামর্শের উপর ভিত্তি করে বানানো। আপনি যদি এগুলির কোনও একটিতে অর্থ বিনিয়োগ করতে চান, তবে প্রথমে একজন প্রত্যয়িত বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। আপনার কোনও ধরনের লাভ বা ক্ষতির জন্য News18 দায়ী থাকবে না)
(Disclaimer: উল্লিখিত স্টকগুলি ব্রোকারেজ হাউজ-এর পরামর্শের উপর ভিত্তি করে বানানো। আপনি যদি এগুলির কোনও একটিতে অর্থ বিনিয়োগ করতে চান, তবে প্রথমে একজন প্রত্যয়িত বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। আপনার কোনও ধরনের লাভ বা ক্ষতির জন্য News18 দায়ী থাকবে না)

Multibagger Stock: মাত্র দেড় বছরে ১ লাখ হয়ে গেল ১০ লাখ টাকা! আপনিও এখানে টাকা রেখেছিলেন ?

অল্প সময়ে বিপুল টাকা রিটার্ন পেতে সকলেই চায় ৷ কিন্তু মাত্র দেড় বছরে ১ লাখ হয়ে গেল ১০ লাখ টাকা ? কী করে ? বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন রয়েছে ৷ ব্যাঙ্ক, পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পাশাপাশি অনেকেই স্টক মার্কেটে টাকা রাখছেন ৷ স্টকে টাকা রাখা যেমন ঝুঁকিপূর্ণ তেমনই অনেক সময় প্রত্যাশার চেয়ে অনেক বেশিও রিটার্ন পাওয়া যায় ৷
অল্প সময়ে বিপুল টাকা রিটার্ন পেতে সকলেই চায় ৷ কিন্তু মাত্র দেড় বছরে ১ লাখ হয়ে গেল ১০ লাখ টাকা ? কী করে ? বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন রয়েছে ৷ ব্যাঙ্ক, পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পাশাপাশি অনেকেই স্টক মার্কেটে টাকা রাখছেন ৷ স্টকে টাকা রাখা যেমন ঝুঁকিপূর্ণ তেমনই অনেক সময় প্রত্যাশার চেয়ে অনেক বেশিও রিটার্ন পাওয়া যায় ৷
সম্প্রতি অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেডের (Apollo Micro Systems) শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ এই ডিফেন্স স্টক গত ৬ মাসে ২৫০ শতাংশ, এক বছরে ৩৫৭ শতাংশ ও দেড় বছরে ৯০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷
সম্প্রতি অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেডের (Apollo Micro Systems) শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ এই ডিফেন্স স্টক গত ৬ মাসে ২৫০ শতাংশ, এক বছরে ৩৫৭ শতাংশ ও দেড় বছরে ৯০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷
দ্বিতীয় ত্রৈমাসিকে দুর্দান্ত রিটার্ন-

দ্বিতীয় ত্রৈমাসিকে দুর্দান্ত রিটার্ন-
অ্যাপোলো মাইক্রো সিস্টেম চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2FY24) দারুণ রিটার্ন দিয়েছে ৷ সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার বিক্রি প্রায় ৬৭ শতাংশ বেড়েছে ৷ গত বছরের এই ত্রৈমাসিকে ৫৬.২৭ কোটি টাকার তুলনায় এবছর ৮৭.১৬ কোটি টাকা হয়েছে ৷ সংস্থার অপারেটিং লাভ ৮৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ১৮.৩৬ কোটি টাকা হয়েছে ৷ সংস্থার বার্ষিক লাভ ৩০০ শতাংশ বেড়ে ৬.৫৬ কোটি টাকা হয়েছে ৷

অ্যাপোলো মাইক্রো সিস্টেম চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2FY24) দারুণ রিটার্ন দিয়েছে ৷ সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার বিক্রি প্রায় ৬৭ শতাংশ বেড়েছে ৷ গত বছরের এই ত্রৈমাসিকে ৫৬.২৭ কোটি টাকার তুলনায় এবছর ৮৭.১৬ কোটি টাকা হয়েছে ৷ সংস্থার অপারেটিং লাভ ৮৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ১৮.৩৬ কোটি টাকা হয়েছে ৷ সংস্থার বার্ষিক লাভ ৩০০ শতাংশ বেড়ে ৬.৫৬ কোটি টাকা হয়েছে ৷
গত শুক্রবার অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের দাম ১২২.০৫ টাকায় পৌঁছেছিল মার্কেট বন্ধের সময় ৷ গত দেড় বছরে এই মাল্টিব্যাগার শেয়ার বিপুল রিটার্ন দিয়েছে ৷ আজ থেকে প্রায় দেড় বছর আগে অর্থাৎ ১৭ জুন, ২০২২-এ শেয়ারের দাম ছিল ১১.৭০ টাকা, বর্তমানে তা বেড়ে ১২২ টাকা হয়ে গিয়েছে ৷ ৫ বছর আগে এই শেয়ারে যাঁরা টাকা বিনিয়োগ করেছেন তাঁদের এই শেয়ার ৮৭০ শতাংশ বিরাট রিটার্ন দিয়েছে ৷ ২০২৩ এ শেয়ারের দাম প্রায় ২৯৯ শতাংশ বেড়ে গিয়েছে ৷

গত শুক্রবার অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের দাম ১২২.০৫ টাকায় পৌঁছেছিল মার্কেট বন্ধের সময় ৷ গত দেড় বছরে এই মাল্টিব্যাগার শেয়ার বিপুল রিটার্ন দিয়েছে ৷ আজ থেকে প্রায় দেড় বছর আগে অর্থাৎ ১৭ জুন, ২০২২-এ শেয়ারের দাম ছিল ১১.৭০ টাকা, বর্তমানে তা বেড়ে ১২২ টাকা হয়ে গিয়েছে ৷ ৫ বছর আগে এই শেয়ারে যাঁরা টাকা বিনিয়োগ করেছেন তাঁদের এই শেয়ার ৮৭০ শতাংশ বিরাট রিটার্ন দিয়েছে ৷ ২০২৩ এ শেয়ারের দাম প্রায় ২৯৯ শতাংশ বেড়ে গিয়েছে ৷
১ লাখ টাকা হয়ে গেল ১০ লাখ -
১ লাখ টাকা হয়ে গেল ১০ লাখ –
কোনও বিনিয়োগকারী যদি দেড় বছর আগে অথার্ৎ ১৭ জুন ২০২২-এ এই শেয়ারে ১ লাখ টাকা ইনভেস্ট করে থাকেন তার মূল্য এখন প্রায় ১০ লাখ টাকা হয়ে গিয়েছে ৷ অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের দাম ১১.৭০ টাকা থেকে বেড়ে ১২২ টাকা হয়ে গিয়েছে ৷

কোনও বিনিয়োগকারী যদি দেড় বছর আগে অথার্ৎ ১৭ জুন ২০২২-এ এই শেয়ারে ১ লাখ টাকা ইনভেস্ট করে থাকেন তার মূল্য এখন প্রায় ১০ লাখ টাকা হয়ে গিয়েছে ৷ অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের দাম ১১.৭০ টাকা থেকে বেড়ে ১২২ টাকা হয়ে গিয়েছে ৷
Disclaimer: এখানে দেওয়া তথ্য শেয়ারের পারফরম্যান্সের উপর ভিত্তি করে। যেহেতু স্টক মার্কেটে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ,  তাই বিনিয়োগ করার আগে একজন বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নিন। আপনার কোনওরকম ক্ষতির জন্য News18 বাংলা দায়ী নয় ৷
Disclaimer: এখানে দেওয়া তথ্য শেয়ারের পারফরম্যান্সের উপর ভিত্তি করে। যেহেতু স্টক মার্কেটে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগ করার আগে একজন বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নিন। আপনার কোনওরকম ক্ষতির জন্য News18 বাংলা দায়ী নয় ৷

এখানে বিনিয়োগ করে ৫ দিনে টাকা ডবল ! আপনিও টাকা রেখেছিলেন কী ?

IPO মার্কেটের জন্য আজকের দিন ছিল ধামাকেদার ৷ IREDA-র শেয়ারে দুর্দান্ত লিস্টিংয়ের সঙ্গে বাজার আজ উর্ধ্বমুখী ৷ সংস্থার শেয়ার ৩২ টাকার ইস্যু প্রাইসের তুলনায় ৫৬ শতাংশ প্রিমিয়ামের সঙ্গে ৫০ টাকায় লিস্ট হয়েছে এবং লাগাতার দাম বেড়েই চলেছে ৷

IPO মার্কেটের জন্য আজকের দিন ছিল ধামাকেদার ৷ IREDA-র শেয়ারে দুর্দান্ত লিস্টিংয়ের সঙ্গে বাজার আজ উর্ধ্বমুখী ৷ সংস্থার শেয়ার ৩২ টাকার ইস্যু প্রাইসের তুলনায় ৫৬ শতাংশ প্রিমিয়ামের সঙ্গে ৫০ টাকায় লিস্ট হয়েছে এবং লাগাতার দাম বেড়েই চলেছে ৷
IREDA-র শেয়ার ৬০ টাকায় ট্রেড করছিল অর্থাৎ ইস্যু প্রাইস ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল ৷ গত ২-৩ বছরে একাধিক নামী সংস্থার আইপিও এসেছে যা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ আবার কিছু সংস্থা হতাশও করেছে বিনিয়োগকারীদের ৷ তবে IREDA-র লিস্টিংয়ের দিনই প্রায় টাকা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ৷
IREDA-র শেয়ার ৬০ টাকায় ট্রেড করছিল অর্থাৎ ইস্যু প্রাইস ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল ৷ গত ২-৩ বছরে একাধিক নামী সংস্থার আইপিও এসেছে যা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ আবার কিছু সংস্থা হতাশও করেছে বিনিয়োগকারীদের ৷ তবে IREDA-র লিস্টিংয়ের দিনই প্রায় টাকা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ৷
ধামাকেদার লিস্টিংয়ের পর নয়া বিনিয়োগকারীদের মধ্যে এই সংস্থার শেয়ার কেনার হিড়িক পড়ে গিয়েছে ৷ কিন্তু কেউ আপাতত শেয়ার বিক্রি করতে চাইছেন না ৷ NSE-তে দুপুর ২টো পর্যন্ত সংস্থার ৫৭ কোটির বেশি শেয়ার ট্রেড হয়েছে ৷
ধামাকেদার লিস্টিংয়ের পর নয়া বিনিয়োগকারীদের মধ্যে এই সংস্থার শেয়ার কেনার হিড়িক পড়ে গিয়েছে ৷ কিন্তু কেউ আপাতত শেয়ার বিক্রি করতে চাইছেন না ৷ NSE-তে দুপুর ২টো পর্যন্ত সংস্থার ৫৭ কোটির বেশি শেয়ার ট্রেড হয়েছে ৷
এখন প্রশ্ন হচ্ছে IREDA-র শেয়ার লম্বা সময়ের জন্য ধরে রাখা উচিত না বিক্রি করে ডবল রিটার্ন পাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে ৷ জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন ৷
এখন প্রশ্ন হচ্ছে IREDA-র শেয়ার লম্বা সময়ের জন্য ধরে রাখা উচিত না বিক্রি করে ডবল রিটার্ন পাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে ৷ জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন ৷
কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, IREDA-র শেয়ার যাঁরা লিস্টিংয়ের সময় কিনেছেন তাঁদের লম্বা সময়ের জন্য হোল্ড রাখা উচিত ৷ কারণ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করলে আরও বিপুল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, IREDA-র শেয়ার যাঁরা লিস্টিংয়ের সময় কিনেছেন তাঁদের লম্বা সময়ের জন্য হোল্ড রাখা উচিত ৷ কারণ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করলে আরও বিপুল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
এই ইস্যু ২১ নম্বর খোলা হয়েছিল, ২৩ নভেম্বর বন্ধ করা হয়েছে ৷ আইপিও-তে শেয়ারের প্রাইস ব্যান্ড ৩০-৩২ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয় ৷ এই ইস্যু ৩৮.৮ গুণ সাবস্ক্রাইব করা হয়েছিল ৷
এই ইস্যু ২১ নম্বর খোলা হয়েছিল, ২৩ নভেম্বর বন্ধ করা হয়েছে ৷ আইপিও-তে শেয়ারের প্রাইস ব্যান্ড ৩০-৩২ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয় ৷ এই ইস্যু ৩৮.৮ গুণ সাবস্ক্রাইব করা হয়েছিল ৷